নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

পশ্চিম আওয়ামী লীগের গুরুত্ব বুঝে, আওয়ামী লীগকে বিভক্ত করা হবে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৯



পশ্চিমের খাতায় জামাত-শিবির ও বিএনপি জংগী দল; ঢাকার লোকজন না'বুঝলেও পশ্চিম জানে যে, বাংলাদেশ কখনো ইয়েমেন বা পাকিস্তান হয়নি আওয়ামী লীগ থাকায়। তারা জানে যে, দেশ এখন জংগীদের হাতে। তারা জানে যে, আমেরিকান ক্যু'এর ফলে বাংলাদেশ জংগীর খাতায় নাম লিখচ্ছে; ইহাকে রক্ষা করতে হবে।

তারা দেশে বিদেশে আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলছে, কিভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আনা যায়! এতে দলে ভাংগন দেখা দিতে পারে ও নিজেদের মাঝে সংঘাতের সৃষ্টি হবে কিছু সময়ের জন্য।

ক্যু'তে ব্যবহৃত শিবিরের জল্লাদদের বড় অংশ ক্রমেই গা ঢাকা দিবে। আমেরিকা যখনই জংগীদেরকে ক্যু;তে ব্যবহার করে, পরে ওরাই তাদেরকে নিজেই সময়ের সাথে সরায়।



মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: লিগের পাচজন নেতার নাম বলেন যারা এখন বেচে আছে এবং সততার জননো যাদের সুনাম আছে ।

লিগ কে ফেরালেও সেটা আরেকটা বিএনপি ছাড়া কিছুই হবে না ।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আমকি ১জনের নামও জানি না; কোন রাজনৈতিক দলে সৎ ও দক্ষ লোকজন নেই; তবে, আওয়ামী লীগে ইসলামিক জংগী নেই। পশ্চিম বাংলাদেশকে নরওয়ে করতে পারবে না; চেষ্টা করছে ইহা যেন পাকিস্তান কিংবা ইয়েমেন যাতে না'হয়।

২| ০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ কুতুব বলেছেন: নতুন যে হুমায়ুন আহমেদ এসেছেন সামুতে উনার হাত লেখায় ভালোই । আপনি শুধু শুধু উনার সাথে কেচাল করেন :) । আপনারে মেবি block মারসে ।

সবাই বলছে উনার হাতের লিখা ভালো । একবছর ধরে লিখেও কেউ আমাকে compliment দিলো না । মনের দুঃখে বনবাস চলে যাবো কিনা ভাবছি। :>

০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি টের পাচ্ছেন না, আপনার লেখার মাঝে দেশের প্রকৃত অবস্হা নেই; সেজন্য আপনার লেখা নিয়ে কারো চিন্তাভাবনা নেই।

নতুন লেখকের আচরণটা ক্রিমিনাল টাইপের; কি লিখছে তাতে কি আসে যায়। আমি স্কুলে থাকতে দেয়াল পত্রিকা বের হতো; তাতে ৬ষ্ট শ্রেণীর ছাত্ররা সামুর যেকোন সাহিত্যিক থেকে ভালো লিখতো।

৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

বাজ ৩ বলেছেন: পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় :``>>

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:০১

জেনারেশন একাত্তর বলেছেন:




দেখেন, ভোটের আগে কি ঘটে! মাথায় বাজ পড়বে। শিবিরের ইতিহাস হলো পরাজিত শক্তি।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪২

আবেদি১২৩ বলেছেন: "স্যার, কেমন আছেন? BAL থাকা অবস্থায় যদি বাংলাদেশ, ইয়েমেন আর পাকিস্তানের হাতে না গিয়ে থাকে, তাহলে BAL তাহলে কার হাতে গেছে? স্যার, বান তোলার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তন।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৬

জেনারেশন একাত্তর বলেছেন:



১৯৭৫ সালে পাকিস্তানের প্ররোচনায় আমেরিকা ক্যু করে শেখ শেখ হত্যা করার পর, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি; চোর-ডকাতের দলে পরিণত হয়েছিলো।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৪

আবেদি১২৩ বলেছেন: "BAL কিন্ত গালি না, আবার বান দিয়েন না স্যার।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৭

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি কাউকে ব্যানে রাখি না।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫০

আবেদি১২৩ বলেছেন: "স্যার, sumo1432-এর বিরুদ্ধে কিছু একটা করা দরকার, যেভাবে গালাগালি করে। বলে সে নাকি আমার বাপ। বলেন তো স্যার, কেমন লাগে?

৭| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আবেদি১২৩@আপনি কি শাইয়ান সাহেবের মাল্টি? আপনি আজকে নিজের লেখায় নিজেই রিপ্লে দিয়েছেন? এসব কেন করছেন ছেলেমানুষী? :|

৮| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০০

আবেদি১২৩ বলেছেন: বাপ চাচারা মুখে শুনি, শেইখ আর শাসন খুব খারাপ ছিল. তবে আমি আপনার সাথে একমত, যে আমেরিকা হারামজাদা রা এই কাজ করসে.হুমায়ুন আহমেদ এর একটা বই তে পড়ছিলাম. আল্লাহ দুনিয়ায় ২ তা শয়তান পাঠাইসে, একটা ইবলিশ আরেক তা আমেরিকা. স্যার ভুল বললে ক্ষমা দিয়েন

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:




আমেরিকা ৩টি ক্যু'এর মাধ্যমে আমাদের জাতিকে ধ্বংস করেছে।

৯| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০৩

আবেদি১২৩ বলেছেন: "না, কুতুব ভাই — আমি উনার মালটি না; আমি উনার সঙ্গে দুষ্টুমি করছিলাম

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



ব্লগিং'এ মালটি সব সময় ছিলো, কিছু মানুষ ব্লগিং'এর জন্য উপযুক্ত নয়/

১০| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০৭

আবেদি১২৩ বলেছেন: "কালকে উনার হাফ লেডিস মার্কা নোটিশ দেখার পর থেকে উনার সব পোস্টে আমি কমেন্ট করছিলাম, দুষ্টুমি করে। আর করব না। ওই দুষ্টুমি শেষ।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



ব্লগিং থেকে জাতি সম্পর্কে অনেক কিছু ধারণা করা সম্ভব।

১১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১২

আবেদি১২৩ বলেছেন: কোন 3 টা

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



১৯৭৫ সালে, ১৯৮২ সালেও ২০২৪ সালে।

১২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১৬

আবেদি১২৩ বলেছেন: "স্যার, sumo1432-এর বিরুদ্ধে কিছু একটা করা দরকার। তবে স্যার, যাই বলেন, লেখা কিন্তু সুন্দর। স্যার, এটা বলছি দেখে মাইন্ড কইরেন না, তবে যেভাবে গালাগালি করে, ওরে বাপরে বাপ! পুরাই মাথা নষ্ট।"

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



যেই বাংগালী লিখতে শিখে, সে সুযোগ পেলে লেখে; কিন্তু আমাদের জাতিতে সাহিত্যিক নেই; কারণ, সাহিত্যিককে অনেকটা ফিলোসোফার হতে হয়, সৎ ও সৌম্য আচরণের মানুষ হতে হয়।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪৪

কামাল১৮ বলেছেন: নরডিক দেশের এম্বাসেডরা সাবের হোসেন চৌধুরীর বাসায় দীর্ঘক্ষন আলোচনা করেছেন।এটা একটা ভালো লক্ষন।

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



আমেরিকা ক্যু করার পর দেশ দখল করেছে জংগীরা; ইউরোপ দেখছে তাদের চোখের উপর বাংলাদেশ কিভাবে ইয়েমেনের মত জংগীতে ভরে গেছে।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: আমি, আপনি তো আওয়ামীলীগকেও ভয় পাচ্ছি না। কারা ভয় পাচ্ছে? মানুষ যখন অন্যায় করে, তখনই মানুষ ভয় পায়।

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:




আওয়ামী লীগকে এইভাবে দোষারোপ করে জিয়া ক্ষমতা দখল করেছিলো; ইডিয়ট আওয়ামী লীগে রাজনীতিবিদ ছিলো না বলে তা আবার করেছে ইউনুস।

১৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৭

আবেদি১২৩ বলেছেন: আগের পোস্ট মুঝে দিলেন কেন ?

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:




মুছিনি।

১৬| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১১

বিজন রয় বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: নতুন যে হুমায়ুন আহমেদ এসেছেন সামুতে উনার হাত লেখায় ভালোই । আপনি শুধু শুধু উনার সাথে কেচাল করেন :) । আপনারে মেবি block মারসে ।

কে সেই ব্লগার লেখক?

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



উহা আরকটি গার্বেজ লেখক ক্রিমিনাল বাংগালী ব্লগার।

যেই বাংগালী লিখতে জানেন, সেই সাহিত্যক হওয়ার চেষ্টা করে; কিন্তু আমাদের জাতিতে সাহিত্যিকের সংখ্যা একেবারে নগন্য, কেন?
কারণ, এগুলো গার্বেজ লেখক: এদের আচরণ, সততা, ব্যক্তিত্ব, দক্ষতা ও জীবনদর্শন বলতে কিছুই নেই, বেশীরভাগই ক্রিমিনাল।

১৭| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৩

বিজন রয় বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি, আপনি তো আওয়ামীলীগকেও ভয় পাচ্ছি না। কারা ভয় পাচ্ছে? মানুষ যখন অন্যায় করে, তখনই মানুষ ভয় পায়।

আমারো তো এই একই প্রশ্ন।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজকারের উত্তরসুরীরা ভয় পাচ্ছে।

১৮| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: বিজয় রয়@সুষ৩২ না কি যেন! আমি ভুল কি বলেছি? অপু তানভীরের মতো বিখ্যাত গল্পকার উনার সুনাম করছেন। আমি সুনাম করলেই দোষ :)

আমি নাকি গারবেজে ব্লিচিং পাউডার মারছি। :-B। কেবল জানতে চেয়েছি লেখকের বই কবে আসবে বইমেলায় এতেই গাজী সাহেব বেজার।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:




সামুতে কেহ গার্বেজ ফেললে, আমি তাতে ব্লিচিং পাউডার মারার পক্ষে, যাতে গার্বেজ থেকে গন্ধ না'ছড়ায়।

সুম১৪৩২'এর লেখা বই হবে গার্বেজ। সামুতে তার বই'এর ৪র্থ অধ্যায় পড়েছেন? গার্বেজ!!

১৯| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪১

সৈয়দ কুতুব বলেছেন: জানিনা কেউ আবার লাগায় দেয় কিনা, আপনি আবার নিষিদ্ধ ব্লগার সামুর : জাদিদ সাহেব এতবছর পর টের পেয়েছেন বাংলাদেশ মৌলবাদের আখড়ায় পরিণত হয়েছে। কি উদাসীন মানুষ তিনি ভাবা যায়! যাক মানুষ এখন সচেতন হচ্ছেন আশা করা যায় ভবিষ্যতে উটের বেপারীদের দায় খয়রাত করা বন্ধ করবে।।



১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



জাদিদ সাহেব ওদেরই অংশ, কোনভাবে সামান্য আলাদা হতে পারেন।

২০| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



রাজিব নুর সাহেব বলেছেন- - বোকা ও ভীতু মানুষ সৎ হতে পারে না।
এটা তিনি কি বললেন?

আমি বোকা এবং অসম্ভব রকম রকম ভীতু। আমাদের এলাকায় শহীদ জিয়ার হেলিকপ্টার যখন নেমেছিল আমি আগ্রহ করে দেখতে গিয়েছিলাম। কিন্তু উহার প্রচন্ড শব্দে আমার মনে হয়েছিল উহা ফেটে যাবে। তাই আমি প্রচন্ড জোরে দৌড় দিই। আমার আর শহীদ জিয়ার ভাষণ শোনা হয়নি।

২০২৪ সালের গন্ডগোলের সময় ঢাকার চিপাচাপার অলিগলি দিয়ে অনেক কষ্টে পালিয়ে পালিয়ে যাতায়াত করতাম। যাত্রাবাড়ী চৌরাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখে দ্রুত পালিয়ে গেছি।

১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



উনার পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.