| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
গত ১৫ বছরে সামু থেকে অনেক গার্বেজ ফেলা হয়েছে বইমেলায়; এবারের বইমেলায় সামু থেকে কমপক্ষে  ১ টন  গার্বেজ ফেলা হবে; ১০০ কিলোগ্রামের নিশ্চয়তা পাওয়া গেছে। নিউইয়র্কের ২ লেখক ২০০ কিলোগ্রাম গার্বেজ ফেলবে এবারের বইমেলায়।
বাংগালী ১ কেমিষ্ট্  নিউইয়র্ক এসেছিলেন কোন এক কনভেনশনে; দেশে ফেরত যাননি, থাকতে চেয়েচিলেন; উনি যাতে লিগালিটি না'হারান সেজন্য উনাকে মাষ্টার্স'এ ভর্তি হতে বললাম; ভর্তি হলেন, ষ্টুডেন্ট ভিসায় থাকাকালীন ১ পাকিস্তানী পেথোলোজিষ্ট'এর সাহায্যে ১ বড় হাসপাতাল চেইনে চাকুরী পেয়েছে যান; আমার সাথে দেখা করতে এলেন, আমাকে মামা সম্বোধন করে অনেক ধন্যবাদ দিলেন। যাবার সময়, আমার উপরদেশ চাইলেন; আমি বললাম,
-বিয়ে করে ফেলুন।
৩/৪ বছর আর খোঁজ খবর নেই। এক জানুয়ারী মাসে আমাকে দেখতে এলেন,  ফেব্রুয়ারীতে দেশে যাবেন; বইমেলায় বই প্রকাশ হচ্ছে। চলে যাবার সময় জিজ্ঞাসা করলাম,
-আপনার বই কিসের উপর?
-বাংগালীদের উপর সাহিত্যের প্রভাব নিয়ে প্রবন্ধের সংকলন। ১ কপি সাথে এনেছি; কিন্তু সাহস করে বের করিনি।
-রেখে যান।
উনার সাথে কথা বলার সময় ১ম পৃষ্ঠের উপর চোখ বুলালাম। উনি বইমেলা থেকে ফিরে আসার পর, টেলিফোনে বললেন,
-মামা, ৫০০ কপিই পরিচিতদের উপহার দিয়েছি। 
বুঝলাম, নিজের ওজন বুঝতে পেরেছেন। 
 
১৩ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
উহা বুয়েটের তাবলীগ, হাদিস (স্বরচিত, নবী ইসলামের পক্ষের যোদ্ধাদের ঘাম মুছিছে দিতেন নিজের পাগড়ির কাপড় দিয়ে ) রচনা করলে বেহেশতে (থাইল্যান্ডে ) যেতে পারবে। 
বুয়েট থেকে সাহিত্য আসবে আধুনিক সমাজ ও  টেকনোলোজীর সংমিশ্রনে।
 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:১৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
পঁচা তাবলীগ সরাকারী চাকুরী করে বলছে, "সবার রিজিক সমান হবে না"।
২| 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: 
সবজান্তা মহাজ্ঞানী আপনি!!! মেলায় আপনার বই আসলে মন্দ হতো না????
পাখি-মাখিদের নিয়ে "নেংটা" অশ্লীল শব্দ প্রয়োগে যৌন্য সাহিত্য রচনা তে 
ব্লগে আপনার জুড়ি মেলা ভার।
 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:১১
জেনারেশন একাত্তর বলেছেন: 
কর্ম (কাজ ),  কাম ( যৌনতা ), সুরা ( হুইস্কি ); এই ৩টি আপনার জীবন।
আমার জীবন: শিক্ষা, কাজ, ভালোবাসা, জ্ঞান।
৩| 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:৪০
কলিমুদ্দি দফাদার বলেছেন: 
আমার জীবন: শিক্ষা, কাজ, ভালোবাসা, জ্ঞান। একদম ভালোবাসায় ভরপুর! 
আপনি যে সামুর এরশাদ, ব্লগার জনমদাসী কে নিয়ে পোষ্ট পড়ে 
সেটা বুঝতে সমস্যা হয়নি।
 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনি থাই মেয়ে ( ও ক্লীবদের ) সাথে জীবন মিশাক্সয়ে বাংগালী নারীকে পণ্য ভাবেন?
জনমদাসী বাংলার ধনীদের গৃহে উপেক্ষিত নারীর প্রতীক।
৪| 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:৪৩
কামাল১৮ বলেছেন: মান সম্মত লেখক না থাকার জন্য ভালো বই বাজারে আসছে না।ভালো লেখক হবার জন্য ভালো পরিবেশ লাগে।
 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
সামুতে দেখেন, কিসব গার্বেজ আসছে সাহিত্যের নামে; যাদের লেখা কেহ পড়ে না, তারাও বইমেলায় বই বের করে; গার্বেজ!
১ তাবলীগি সাহিত্যিক সরকারী চাকুরী করেন, আমাকে বলেছেন, "সবার রিজিক সমান হবে না"; কি ধরণর পায়খানা!
৫| 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ১০:৩১
সৈয়দ কুতুব বলেছেন: মানুষ কিভাবে গলপো কবিতা লিখে সেটা বুঝি না । কি মেধা তাদের , আর আপনি কিনা পায়খানা বলছেন । মানুষ কি আললাহ খোদার নাম মুখে নিবে না ? বুয়েটে পড়েছে তো কি হয়েছে ?
 
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ১১:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
এখন বিশ্বের সব জাতির ডেভেলোপমেন্ট হচ্ছে ইন্জিনিয়ারদের হাতে, তারা ম্যানুফেকচারিং'এর মেরুদন্ড। আমাদের মক্তবের পংগুরা বলে, "সবার রিজিক সমান হবে না"। আল্লাহের নামে অনেক কিছু বলা হয়, ইডিয়টদের ভাষা ও জ্ঞানীদের ভাষা এক নয়।
৬| 
১৫ ই অক্টোবর, ২০২৫  রাত ১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
নামের সাথে লেখক সাহিত্যিক পদবী ঝুলাতে পারা বাংলাদেশে খুবই সহজ কাজ। মোটামোটি ২০-৩০ হাজার টাকা দিয়ে বই মেলাতে বইয়ের গাট্টি নামিয়ে লেখক পদবী গলায় ঝুলানো সম্ভব! 
 
১৫ ই অক্টোবর, ২০২৫  রাত ৩:১৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
বাংগালী অ আ, ক খ লিখতে জানলে সামুতে এসে যায়।
৭| 
১৫ ই অক্টোবর, ২০২৫  রাত ২:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মামা, ৫০০ কপিই পরিচিতদের উপহার দিয়েছি।
..........................................................................
মনে হয় লেখক হবার সাধ এবার মিটে যাবে ।
 
১৫ ই অক্টোবর, ২০২৫  রাত ৩:১৫
জেনারেশন একাত্তর বলেছেন: 
আশাকরি,  কিছু গার্বেজ কমবে।
৮| 
১৫ ই অক্টোবর, ২০২৫  সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: গত কয়েক বছর ধরে অপরাধীরা টাকা দিয়ে বই প্রকাশ করছে। 
সাহিত্যের আড়ালে তাদের দূর্নীতি ও অপরাধ গুলো লুকাতে চাচ্ছে।
 
১৫ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৫:০২
জেনারেশন একাত্তর বলেছেন: 
৩/৪ বছর আগে, বইমেলা শেষ হওয়ার পরেরদিন আমার ভাইয়ের মেয়ে মেলার স্হানে গিয়ে ১০/২০ টাকা করে ২০টা বই কিনেছিলো; প্রকাশকেরা এসব গার্বেজ ফেরত নিতে চাচ্ছিলো না।
৯| 
১৫ ই অক্টোবর, ২০২৫  সকাল ১০:২৪
নূর আলম হিরণ বলেছেন: বাংগালী ইঞ্জিনিয়ার ছাড়া আর কোনো দেশের ইঞ্জিনিয়াররা কি গল্পঃ কবিতা, ধর্ম নিয়ে লিখে না?
 
১৫ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন: 
অবশ্যই লিখে। ওদের বইতে ও সাহিত্যে তারা ধারণা দিবে না যে, "সবার রিজিক সমান হবে না"। 
যারা রিজিকের কথা বলে, এগুলো ইডিয়ট, সাহিত্যিক নয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: যখন সবাই বলছে সামুর গলপো কারদের লিখা ভালো আপনি তাদের গারবেজ বলছেন। কত সময় নিয়ে তারা গলপো লিখেন । আপনি তাদের হেয় করেন । নতুন বাঙালি ওমেন রাইটারকে আপনি হাদিস লিখতে বলছেন ।