নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

বইমেলার নাম বদলায়ে রাখার দরকার গার্বেজ ডাম্পিং মেলা

১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪



গত ১৫ বছরে সামু থেকে অনেক গার্বেজ ফেলা হয়েছে বইমেলায়; এবারের বইমেলায় সামু থেকে কমপক্ষে ১ টন গার্বেজ ফেলা হবে; ১০০ কিলোগ্রামের নিশ্চয়তা পাওয়া গেছে। নিউইয়র্কের ২ লেখক ২০০ কিলোগ্রাম গার্বেজ ফেলবে এবারের বইমেলায়।

বাংগালী ১ কেমিষ্ট্ নিউইয়র্ক এসেছিলেন কোন এক কনভেনশনে; দেশে ফেরত যাননি, থাকতে চেয়েচিলেন; উনি যাতে লিগালিটি না'হারান সেজন্য উনাকে মাষ্টার্স'এ ভর্তি হতে বললাম; ভর্তি হলেন, ষ্টুডেন্ট ভিসায় থাকাকালীন ১ পাকিস্তানী পেথোলোজিষ্ট'এর সাহায্যে ১ বড় হাসপাতাল চেইনে চাকুরী পেয়েছে যান; আমার সাথে দেখা করতে এলেন, আমাকে মামা সম্বোধন করে অনেক ধন্যবাদ দিলেন। যাবার সময়, আমার উপরদেশ চাইলেন; আমি বললাম,
-বিয়ে করে ফেলুন।

৩/৪ বছর আর খোঁজ খবর নেই। এক জানুয়ারী মাসে আমাকে দেখতে এলেন, ফেব্রুয়ারীতে দেশে যাবেন; বইমেলায় বই প্রকাশ হচ্ছে। চলে যাবার সময় জিজ্ঞাসা করলাম,
-আপনার বই কিসের উপর?
-বাংগালীদের উপর সাহিত্যের প্রভাব নিয়ে প্রবন্ধের সংকলন। ১ কপি সাথে এনেছি; কিন্তু সাহস করে বের করিনি।
-রেখে যান।

উনার সাথে কথা বলার সময় ১ম পৃষ্ঠের উপর চোখ বুলালাম। উনি বইমেলা থেকে ফিরে আসার পর, টেলিফোনে বললেন,
-মামা, ৫০০ কপিই পরিচিতদের উপহার দিয়েছি।

বুঝলাম, নিজের ওজন বুঝতে পেরেছেন।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: যখন সবাই বলছে সামুর গলপো কারদের লিখা ভালো আপনি তাদের গারবেজ বলছেন। কত সময় নিয়ে তারা গলপো লিখেন । আপনি তাদের হেয় করেন । নতুন বাঙালি ওমেন রাইটারকে আপনি হাদিস লিখতে বলছেন । :-B

১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:




উহা বুয়েটের তাবলীগ, হাদিস (স্বরচিত, নবী ইসলামের পক্ষের যোদ্ধাদের ঘাম মুছিছে দিতেন নিজের পাগড়ির কাপড় দিয়ে ) রচনা করলে বেহেশতে (থাইল্যান্ডে ) যেতে পারবে।

বুয়েট থেকে সাহিত্য আসবে আধুনিক সমাজ ও টেকনোলোজীর সংমিশ্রনে।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:




পঁচা তাবলীগ সরাকারী চাকুরী করে বলছে, "সবার রিজিক সমান হবে না"।

২| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

সবজান্তা মহাজ্ঞানী আপনি!!! মেলায় আপনার বই আসলে মন্দ হতো না????
পাখি-মাখিদের নিয়ে "নেংটা" অশ্লীল শব্দ প্রয়োগে যৌন্য সাহিত্য রচনা তে
ব্লগে আপনার জুড়ি মেলা ভার।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



কর্ম (কাজ ), কাম ( যৌনতা ), সুরা ( হুইস্কি ); এই ৩টি আপনার জীবন।

আমার জীবন: শিক্ষা, কাজ, ভালোবাসা, জ্ঞান।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আমার জীবন: শিক্ষা, কাজ, ভালোবাসা, জ্ঞান। একদম ভালোবাসায় ভরপুর!

আপনি যে সামুর এরশাদ, ব্লগার জনমদাসী কে নিয়ে পোষ্ট পড়ে

সেটা বুঝতে সমস্যা হয়নি।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি থাই মেয়ে ( ও ক্লীবদের ) সাথে জীবন মিশাক্সয়ে বাংগালী নারীকে পণ্য ভাবেন?

জনমদাসী বাংলার ধনীদের গৃহে উপেক্ষিত নারীর প্রতীক।

৪| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩

কামাল১৮ বলেছেন: মান সম্মত লেখক না থাকার জন্য ভালো বই বাজারে আসছে না।ভালো লেখক হবার জন্য ভালো পরিবেশ লাগে।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুতে দেখেন, কিসব গার্বেজ আসছে সাহিত্যের নামে; যাদের লেখা কেহ পড়ে না, তারাও বইমেলায় বই বের করে; গার্বেজ!

১ তাবলীগি সাহিত্যিক সরকারী চাকুরী করেন, আমাকে বলেছেন, "সবার রিজিক সমান হবে না"; কি ধরণর পায়খানা!

৫| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩১

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ কিভাবে গলপো কবিতা লিখে সেটা বুঝি না । কি মেধা তাদের , আর আপনি কিনা পায়খানা বলছেন । মানুষ কি আললাহ খোদার নাম মুখে নিবে না ? বুয়েটে পড়েছে তো কি হয়েছে ?

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



এখন বিশ্বের সব জাতির ডেভেলোপমেন্ট হচ্ছে ইন্জিনিয়ারদের হাতে, তারা ম্যানুফেকচারিং'এর মেরুদন্ড। আমাদের মক্তবের পংগুরা বলে, "সবার রিজিক সমান হবে না"। আল্লাহের নামে অনেক কিছু বলা হয়, ইডিয়টদের ভাষা ও জ্ঞানীদের ভাষা এক নয়।

৬| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:



নামের সাথে লেখক সাহিত্যিক পদবী ঝুলাতে পারা বাংলাদেশে খুবই সহজ কাজ। মোটামোটি ২০-৩০ হাজার টাকা দিয়ে বই মেলাতে বইয়ের গাট্টি নামিয়ে লেখক পদবী গলায় ঝুলানো সম্ভব!

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:


বাংগালী অ আ, ক খ লিখতে জানলে সামুতে এসে যায়।

৭| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মামা, ৫০০ কপিই পরিচিতদের উপহার দিয়েছি।
..........................................................................
মনে হয় লেখক হবার সাধ এবার মিটে যাবে ।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আশাকরি, কিছু গার্বেজ কমবে।

৮| ১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: গত কয়েক বছর ধরে অপরাধীরা টাকা দিয়ে বই প্রকাশ করছে।
সাহিত্যের আড়ালে তাদের দূর্নীতি ও অপরাধ গুলো লুকাতে চাচ্ছে।

১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



৩/৪ বছর আগে, বইমেলা শেষ হওয়ার পরেরদিন আমার ভাইয়ের মেয়ে মেলার স্হানে গিয়ে ১০/২০ টাকা করে ২০টা বই কিনেছিলো; প্রকাশকেরা এসব গার্বেজ ফেরত নিতে চাচ্ছিলো না।

৯| ১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৪

নূর আলম হিরণ বলেছেন: বাংগালী ইঞ্জিনিয়ার ছাড়া আর কোনো দেশের ইঞ্জিনিয়াররা কি গল্পঃ কবিতা, ধর্ম নিয়ে লিখে না?

১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



অবশ্যই লিখে। ওদের বইতে ও সাহিত্যে তারা ধারণা দিবে না যে, "সবার রিজিক সমান হবে না"।

যারা রিজিকের কথা বলে, এগুলো ইডিয়ট, সাহিত্যিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.