নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের থেকে বুদ্ধিমান কেহ কোন রাজনৈতিক দলে আছে?

১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬



লজিক্যালী ভাবলে, বিএনপি'র সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে বেগম জিয়া; আপনি কি উনাকে আপনার চেয়ে বুদ্ধিমান মনে করেন? উনার যে ন্যুনতম জ্ঞান নেই, সেটা বুঝা যায়, ১৫ই আগষ্টগুলোতে কেক-কেটে উনি জেলে গিয়েছিলেন! শেখ হাসিনা উনাকে চুরির জন্য ধরেনি, ধরেছিলো "কেক কাটার জন্য"। উনার কাছে ১ পয়সার বুদ্ধি থাকলে উনি কি তারেক ও কোকোকে না'পড়ায়ে এত বড় ব্যবসায় লাগিয়ে দিতেন? মানুষ জানতো যে, ওদের বাবা কোন সন্চয় রেখে যায়নি।

আজকের বিএনপি'তে ১ জন লোক আছে কিনা, যে ১৯ কোটীর এই জাতিতে এমপি হতে পারবে? ২০২৪'এর "বিপ্লবের"এর পরে, মির্জা কি দল ঘুছাতে পেরেছে? আমাদের এলাকা থেকে ১ জন এমপি পদে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে, মির্জার কোন কথাই সে শোনে না; লন্ডন গিয়ে তারেকের সাথে দেখা করেছিলো "নতুন স্বাধীনতার" পর।

আর কোন দলে কোন জ্ঞানী মানুষ আছে, যাকে আপনার কাছে মনে হয় যে, সে কমপক্ষে আপনার থেকে জ্ঞানী?

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: মতিউর রহমান নিজামীকে ফাসি দিয়েছিল দশ ট্রাক অস্ত্র গোডাউনে রাখার অভিযোগে? নাকি আসল রাজাকারির জন্য।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজাকারী ও দেশ অস্ত্র আনাতে।

২| ১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিত্ব ইউনুস স্যার। যদিও বেকায়দায় আছেন। ইটালি থেকে ফিরে জরুরি মিটিং করছেন সব দলের সাথে।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



জ্ঞানী শব্দটা পজিটিভ কাজের সাথে যুক্ত; ইউনুস বিশ্বাসেরা প্রতারক ও চালাক লোক।

৩| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি নিজেই যাকে জ্ঞানী মনে করে না তাকে জ্ঞানী বলছেন লজিক্যালি। এটা তো বুদ্ধিমান হওয়ার কথা ছিলো? চালাক আর বুদ্ধিমান কি আলাদা কিছু?

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



বেগম জিয়াকে অনেক ইডিয়ট জ্ঞানী মনে করে, সেটা বলছি।

৪| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

জয় বাংলা

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০০

জেনারেশন একাত্তর বলেছেন:




জিয়া সম্পর্কে যেই ২ জন মানুষ ধারণা রাখেন, তাদের মাঝে একজন আমি; অন্যজন কর্ণেল ওলি; বাকীরা কে কে জীবিত আছে আমি জা্নি না; সম্ভবত লে: খালিদ ( ১নং সেক্টর ) জীবিত আছেন। জে: মীর শওকত আলী, ক্যা: শামসু, কর্ণেল মাহফুজ ( ফাঁসী হয়েছিলো ), ক্যা: আলী, ক্যা: এনাম, এঁদের কেহ জীবিত নেই।

৫| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগারদের থেকে বুদ্ধিমান কেহ কোন রাজনৈতিক দলে আছে? - আপনার লেখার শিরোনামে আপনি ১০ এ ২ পেয়েছেন।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আজকের রাজনৈতিক দলগুলোতে কোন জ্ঞানী মানুষ দেখেছেন?

ভেবে দেখেন, জামাতের কেহ ব্লগিং করলে, সামুর শিবিরদের থেকে কি উহা ভালো হবে?

৬| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি সৎ, মেধাবী, দেশপ্রেমিক মানুষ হলে দেশে এসে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি তে যোগ দিতেন। বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি, হান্নান শাহ এর মতো মেধাবী,‌দেশ প্রেমিকেরা তখন দেশ পরিচালনা যোগ দিয়েছিল।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



জিয়া ব্যতিত উনার দলের সব নেতা "স্বাধীনতার বিরোধীতা" করেছিলো; আপনার কোন জ্ঞান নেই।

৭| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি আবার শিরোনামেই ফিরে যাচ্ছি - আমাদের কোনো ব্লগার নিজ নিজ এলাকায় ইউনিয়ন কাউন্সিলে মেম্বার ইলেকশানে পাশ করেবন?

১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:




৯৯ ভাগ ব্লগারের ফেইল করার সম্ভাবনা; এদের থেকে আরো বড় বেকুবেরা এমপি পদে দাঁড়াবে।

৮| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



শেখ হাসিনার পতনের আগে যাদের মনে হতো এরা বিএনপির সান্ডা। শেখ হাসিনার পতনের পর দেখা গেলো এরা বিএনপির কেউ না। বিএনপির জুতার নিচে থাকা জামাতের সান্ডা। জামাতের সান্ডা হচ্ছে জারজ সন্তান। তারা নিজ পরিচয় দিতে পারে না। অথচ ইনিয়ে বিনিয়ে জামাতের আর ভাড়া করা সুদি মহাজনের গুণকীর্তন করে।



১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



ব্লগে বিপ্লব হয়ে গেছে; যারা বিএনপি'র পক্ষে লিখতো এরা ১০০ ভাগ শিবির।

৯| ১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: এমপি ইলেকশনে অক্সফোর্ড কেম্ব্রিজ পড়ুয়ারা দাড়াচ্ছে। তারপরও কেনো চেঞ্জ নাই?

১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ২:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



যাদের কমনসেন্স গড়ে উঠেনি, ওরা ম্যানেজমেন্টে পিএইডি করে, কোরানের উপর বই লেখে।

১০| ১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশে যুদ্ধ বিমান দিয়ে কাজ কি?
সারকথা: দেশের টাকার অপচয়। এই ধরনের অপচয় সব সরকার করেছে। কেউ টাকা অপচয় চুরি চামারি করে আকাশে স্যাটেলাইট কিনেছে। কেউ খাম্বা কিনেছে। কেউ যুদ্ধ বিমান কিনছে, কমন ফ্যাক্ট।

কমন ফ্যাক্ট বোঝার মতো ব্লগার আছে কয়জন?

১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ২:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



নিউইয়র্কে ১ জন ব্লগার আছেন, নাম মোহাম্মদ ইফতেখার; উনি মনে হয় ফাইটার দিয়ে ৭ সিষ্টার দখল করতে চান, সেজন্য ইউনুস মিয়া কিনতেছে; উহা ইউনুসকে চেনে ও গতবারের বিপ্লবে অংশ নিয়েছিলো।

১১| ১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ ব্লগার ক্রিমিনাল।
এরা ভালো পারবে প্রতারনা করতে। ৯৫% ব্লগারের মধ্যে সততা নাই।

১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



পুরো সামুতে ৫/১০ জন ভালো ব্লগার আছেন।

১২| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭

কৃষ্ণের মুরলী বলেছেন: বুদ্ধিমান লোক আসলে রাজনৈতিক দলে যায় না। আর ব্লগারদের খুব কমই রাজনীতি বোঝে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.