নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ফিতনা, আশরাফুল মাখলুকাত, ফাকলুকাত ও The Monkey\'s Paw

১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৪



সামুতে ১টি গল্প লিখেছেন ১ জন সরকারী এক্সেকিউটিভ ইন্জিনিয়ার; গল্পের প্লটটা আসলে উনার নিজের না; আমার ধারণা, উনি "The Monkey's Paw" নামে বিখ্যাত গল্পের প্লটটাকে নিজের মতো করে সাজিয়ে একখানা গার্বেজ তৈরি করেছেন। গল্পটা আমি পড়েছিলাম ও মন্তব্য করেছিলাম। মন্তব্যে আমি লিখেছিলাম যে, গল্পটি "The Monkey's Paw" গল্পের অনুকারণে লেখা হয়েছে।

মন্তব্যের উত্তরে উনি আমাকে অনেক নীচু মানের গালি দিয়েছেন, উহাতে "বদমায়েশ" শব্দটাও ছিলো। গালির শব্দগুলো থেকে পরিস্কার যে, উনার ব্যক্তিত্ব ও আচরণে ভয়ংকর সমস্যা আছে।

উনি বুয়েটের ইন্জিনিয়ার, লেখক, ব্লগার; সরকারী চাকুরী করেন, ৮/১০ টা বই বের করেছেন। ৮/১০টা বই বের করলে, উনি অফিসে কি কাজ করেছেন, নাকি নিজের গার্বেজ টাইপ করেছেন?

আমাকে কমেন্ট ব্যান করেছেন ও আমাকে নিয়ে পোষ্ট দিয়েছেন; পোষ্টে অনেক তাবলীগি শব্দ যোগ করেছেন তাবলীগা লেখক; পোষ্টটা পড়ুন ও মিলিয়ে দেখেন, উহা ১ জন ইন্জিনিয়ার, এক্সেকিউটিভ পদে আছেন, সরকারী চাকুরী করেন, ব্লগার ও সাহিত্যিক।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: একজন নকল মানুষ, প্রতারক ভন্ড সত্য সহ্য করতে পারে না। মেনে নিতে পারে না।
তাই আপনাকে ব্লক করে দিয়েছে। ব্লগে এদের সংখ্যাই বেশি।
এরা পছন্দ করে মিথ্যা চাটুকারিতা।

১৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংলাদেশের ৯৯ ভাগ লেখকের ব্যক্তিত্ব, আচরণ, সততা, জীবনদর্শন সাহিত্যিক হওয়ার মতো নয়।

২| ১৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে নিয়ে পালটা লিখতে কাউকে ১ম দেখেছি এক বছরের মাঝে । আপনি লেখিকার নামে এলিগেশন দেয়ায় উনার মন খারাপ হয়েছে ।

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:




সরকারী চাকুরে, সাহিত্যিক, অতি পরিচিত গল্প থেকে নিজের প্লট-বানানো সাহিত্যিক কি রকম ইডিয়ট হলে, আমাকে "কমেন্টব্যান" করে, আমাকে উদ্দেশ্য করে পোষ্ট লিখেছে!

এই তাবলীগা ৮/১০ বই বের করেছে! সে কাজের সময় কাজ করেছে, নাকি তার গার্বেজ টাইপ করেছে?

৩| ১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১০

সৈয়দ কুতুব বলেছেন: এহসানুল হক মিলনের সময়ে আসলেই এডুকেশন সিসটেম ভালো হয়েছিলো ? যারা সেসময় পাশ করেছিলো তারা এখন বেশিরভাগ সারভিসে আছে । আমাদের দেশে কাউকে ভালো বলা হয় কেবল একমুখি কাজ দেখে । Primary এডুকেশন এবং হায়ার studies কি বেড়েছিলো ?

শেখ হাসিনা ঘরের আশেপাশের কলেজে হায়ার এডুকেশন চালু করে দিয়েছিলেন । কিনতু সেগুলোর মূল্যায়ন করেন নাই । পোলাপান কে বড়ো বড়ো শহরে গিয়ে private varsity তে গিয়ে পড়তে হলো। শেখ হাসিনা এবং আও্য়ামি লিগ হিউজ পরিমান টিচার নিয়োগ দিয়েছিলেন বিসিএস , বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ , primary'র মাধ্যমে কিনতু যাদের নিয়োগ দিয়েছেন তাদের বেশিরভাগ হয় দলিয় , না হয় ঘুষ কিংবা কোটা , কোয়েশচন ফাস করে টিচার হয়েছে ।

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি নিউইয়র্ক হাজার হাজার ভারতীয় মেয়ে দেখেছি, যাদের পরিবার খুবই দরিদ্র ছিলো; এরা পড়ালেখা করে আমেরিকান আইটি'তে চান্স পেয়ে ভাগ্য পরিবর্তন করেছে; কারণ, ভারতীয় পড়ালেখার মান ছিলো; মিলন দুষ্ট, দীপুমনি দুষ্ট ও ইডিয়ট, নাহিদ ছিলো গর্দভ ছিলো।

৪| ১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০২

সৈয়দ কুতুব বলেছেন: নুরুল ইসলাম নাহিদ বাম ছিলেন। তিনি নাকি করাপশন করেন নাই । ইনটেরিমের আমলে মামলাও দেখছি না । বামেরা কেমন বুঝা সারা । =p~

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:



বাম হচ্ছে তারা যাদের ডান চোখ কানা; নাহিদের ২ চোখই কানা ছিলো ও নাহিদের মগজ ছিলো না; ইডিয়ট লোকটা "প্রশ্নফাঁস করা" থামাতে পারেনি। আমেরিকার ১ জন ৮ম শ্রেণীর বাচ্চাকে "প্রশ্নফাঁস করা" বন্ধ করার দায়িত্ব দিলে, সে ৩০ মিনিটে সমাধান দি্তে পারতো।

৫| ১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

dupur১২৩ বলেছেন: স্যার ভালো আছেন , আজ কে শরীর কেমন , ওষুধ ঠিক মতো খেয়েছেন। মাথা গরম কেন ?

আপনি উনারে নিয়ে লিখসেন , উনি আপনাকে নিয়ে লিখসে। শুরু তো স্যার আপনি করসেন , হুদাই কেচাল করেন। আসলে @কুতুব ভাই ঠিকই বলসে আপনি কেচাল লাভার।

আপনি একটা বই বের করে গার্বেজ লেখা বাজার থাকে তুলে দেন , তাহলেই তো হলো , বই না লিখে হুদাই মানুষ এর। ...... পিছনে লাগেন , স্যার এর বাড়ি কি নোয়াখালী নাকি ?

স্যার আপনি ভালো সাইক্রিয়াটিস্ট দেখান , আমার বোরো ভাই ভালো সাইক্রিয়াটিস্ট, USA তে থাকে। আপনি চাইলে আপনার ফ্রি ট্রিটমেন্ট দিবে।

সার --- ভুল দিলে ক্ষেমা দিয়েন।

@কুতুব ভাই , উনি তো লিখেছেন স্যার আর নাম , আর সুমু ১৪৩২ স্যার রে পুরা। ......... করে ছেড়ে দিসে। স্যার রে আর কেমনে বুজবো। পুরাই কেচাল লাভার , হাহাহা

২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:



প্রতি বছর বইমেলায় কত পরিমাণ "নতুন লেখক"এর বই বের হয়? এদের নাম মানুষ মনে রাখে?
ফাহমিদা বারী বিখ্যাত গল্পের প্লট চুরি করেছে। সে সরকারী চাকুরী করে ৮/১০টা বই বের করেছে; সে অফিসে জাতির জন্য কাজ করেছে, নাকি গার্বেজ টাইপ করেছে?

৬| ১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

সৈয়দ কুতুব বলেছেন: দুপুর১২৩@আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই ? আপনি সুষ৩২ ভাইয়ের লেখায় গিয়ে চাদগাজির বেন তুলে নিতে কেন বললেন ? তিনি কি আপনাকে এই কাজ করতে বলেছেন ?

২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:




সুম১৪৩২ ভয়ংকর ক্রিমিনাল লোক, সে ইউরোপে গিয়ে কাবাব দোকানে চাকুরী করে, ঠকানোর ব্যবসা শিখে এসে দেশে কি করছেকে জানে! সে গার্বেজ লিখছে, ২/৩ মাস পর সে আর সামুতে আসবে না।

ফাহমিদা বারীও ব্লগ ছাড়বে; তার ব্যক্তিত্ব নেই, আচরণ খারাপ ও অসৎ সরকারী ইন্জিনিয়ার।

৭| ২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: ফাহমিদা বারী লিখতে জানেন না। উনার লেখার মান দশম শ্রেনীর ছাত্রছাত্রীদের মতোণ।
উনার লেখায় গভীরতা নেই। দুই লাইন পড়লে, আর পড়তে ইচ্ছা হয় না। তারপরও আমি উনাকে ধন্যবাদ দিবো। উনি কিছু লিখতে চান। চেষ্টা করেন।

সবচেয়ে দুঃখজনক উনার সম্পর্কে সত্য মন্তব্য যে করবে, তাকে ব্লক করে দেবেন। কারণ, উনি সত্যটা সহ্য করতে পারেন না। সত্যটা গ্রহন করার মতো মানসিকতা উনার নেই। একজন সাহিত্যিক কেন পাঠকের মন্তব্য গ্রহন করতে ভয় পাবেন?

আজকাল বই ছাপানো অনেক সহজ হয়ে গেছে। টাকা দিলেই বই প্রকাশ করে দেয় প্রকাশক। ভেতরে কি লেখা আছে, বা কোন ছাগল লিখেছে সেটা কোনো বিষয় নয়।

মোটামোটি ১৫ থেকে ২০ হাজার টাকা দিলে প্রকাশক বই ছেপে দেয়।

২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:



৮/১০টা বই লিখেছে, কতো লাখ লহাইন টাইপ করেছে সে! সে পুর্ত ভবনে কি জাতির জন্য কাজ করে, নাকি গার্বেজ টাইপ করে?

৮| ২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৪

dupur১২৩ বলেছেন: @কুতুব ভাই , আমি খুবই দুঃখিত ওই কাজ তা করার জন্য , আমার বড় ভাই ও বোকা দিসে , Sorry কুতুব ভাই ,

৯| ২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৫

dupur১২৩ বলেছেন: @রাজীব ভাই , ব্যাঙের ছাতার মতো প্রকাশনী, স্যার আসলে ঠিকই বলেছে , অনেক অনেক গার্বেজ বের হয়। স্যার যদি একটা বই লিখতো তাহলে একটা ভালো বই বাজারে পেতাম।

স্যার তো খালি কেচাল লাগায় , কেচাল এর বদলে একটা বই বের করলে , খুব ভালো হত।

২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি ইংরেজী গল্প কি পরিমাণ পড়েছেন? তা'হলে তাবলীগা ও ব্লগার অপুর সাহিত্যের উৎস বুঝবেন।

১০| ২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৬

dupur১২৩ বলেছেন: পুরাই মাথা খারাপ করা মতো ঘটনা , আমি তো ফাহমিদা বারী আপু র পোস্ট এ কোনো দিন কমেন্ট করি নাই , আজ কে কমেন্ট করতে গেলাম , দেখি আমারে বান মারসে। বুজলাম না , উনি কি তার ছেড়া নাকি । আজিব পাবলিক ।

রাজীব ভাই আপনি ঠিকই বলেছেন , উনার প্রব্লেম আছে।

২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:




উনি পুর্তভবনের তাবলীগা, চরম অসৎ

১১| ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ৮/১০টা বই লিখেছে, কতো লাখ লহাইন টাইপ করেছে সে! সে পুর্ত ভবনে কি জাতির জন্য কাজ করে, নাকি গার্বেজ টাইপ করে?

গনপুর্ত ভবনে টাকা আছে।
কচকচা টাকা।

আমাদের এলাকায় বেশ কয়েকজনকে মির্জা আব্বাস গনপুর্তে চাকরি পাইয়ে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.