নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ইউনুস কি বিপ্লবীদের ১ জন, নাকি আমেরিকান ক্যু\'এর এজেন্ট?

২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



আমরা পাকিস্তানের অংশ হিসেবে থাকার সময়, পাকিস্তানের ২টি সামরিক ক্যু' হয়েছিলো ( আইয়ুব ও ইয়াহিয়া ); এই ২টি ক্যু' সম্পর্কে আপনার ধারণা ও অবস্হান কি? এই ২টি ক্যু'তে পাকিস্তানের মানুষ কি লাভবান হয়েছিলো, নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিলো? আমার এই প্রশ্নের জবাবে ব্লগার ভুয়া, ঢাবিয়ান, মহাজাতক, নকিব, সত্যপথিক, জুল ভার্ন, মশিউর রহমান, রাজিব নুর ও ঠাকুর মাহমুদ কি ধরনের উত্তর দিবেন?

বাংলাদেশ হওয়ার পর, শুরুরদিকে ২টি ভয়ংকর ক্যু' হয়েছে ( জিয়া ও এরশাদ): উভয় ক্যু'তে সরকারকে উৎখাত করে সামরিক লোকজন ক্ষমতা নিয়েছিলো? সেই ২টি ক্যু'এর ফলে, আমাদের জনতা কিভাবে উপকৃত হয়েছিলো? নাকি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি? ভোটের রাজাল্ট ১ম বার কোন ভোটে ঘটেছিলো?

শেখ হাসিনার সময়ে, দেশের কিছু উন্নয়ন ঘটেছ; কিন্তু একই সময়ে ব্যুরোক্রটরা, দলের এমপি'রা, ব্যবসায়ীরা, দলের কর্মীরা ভয়ানকভাবে জাতির সম্পদ লুট করেছে ও সুবিধাগুলো দখলে নিয়েছিলো। উনাকে সরানোর দরকার ছিলো আওয়ামী লীগের; কিন্তু দেশ বিএনপি-জামাত-শিবিরের দখলে চলে যেতে পারে বলে, স্বাধীনতাকামীরা উনাকে সরানোর কথা ভাবতে পারেনি।

যাক, উনাকে সরানো হয়েছে; কিন্তু কাজটা কে বা কাহারা করেছে, কার নেতৃত্ব? ইউনুস কিভাবে নিযুক্তি পেলো; কাহারা উহাকে নিযুক্ত করলো?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: আগামি তিন থেকে চার মাস কি হতে পারে সেটা নিয়ে post দিয়েন । এনসিপি খুব আতংকিত মনে হয় । তাদের আচরণ এবনরমাল । সবার সাথে ঝামেলা করছে ।

আপনি এককজন লেখক ও লেখিকার লেখা প্রিয় তে এড করেছেন । :-B

রাজিব নুর ছাড়া কেউ এনসার দিবেন বলে মনে হয় না ।

২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১২

জেনারেশন একাত্তর বলেছেন:




রাজীব নুর ব্যতিত বাকী যাদের নাম উল্লাখ করেছি, তারা "আমেরিকান ক্যু'এর ভেঁড়া"।

মনে হয়, দুতাবাস তাদের ব্যব হৃত জংগী, জল্লাদদের নিয়ে চিন্তিত; তাই জল্লাদেরা ভীত।

আমি ২ ক্রিমিনাল সাহিত্যিকদ্বয়ের লেখার উপর নজর রাখছি।

২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি কতটুক খারাপ হলে, আয়ারল্যান্ডে ও বুয়েটে পড়ালেখা করা সাহিত্যিকরা আমাকে নীচুমানের বস্তির গালি দিতে পারে?

২| ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আইয়ুব আর ইয়াহিয়ার ক্যু ছিল পাকিস্তানের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনা শাসন চাপিয়ে দেওয়া মানেই রাজনৈতিক পশ্চাদপদতা। এদের হাত ধরে পাকিস্তান শুধু গণতন্ত্র হারায়নি, হারিয়েছে পূর্ব পাকিস্তানকেও।

২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:



বিএনপি ও জামাত-শিবিরের কোন ইডিয়ট ইহা বুঝে? বাংলাদেশ ও পাকিস্তান কি কারণে ফেইল করলো ও ভারত কিভাবে বিশ্বের ৪র্থ অর্থনীতিতে পরিণত হলো, ৯০ ভাগ ডোডো ব্লগারেরা বুঝবে?

৩| ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

সৈয়দ কুতুব বলেছেন: আগামি তিন থেকে চার মাস কি হতে পারে সেটা নিয়ে post দিয়েন । জেনারেশন একাত্তরের প্রজ্ঞা, মেধা, রাজনৈতিক জ্ঞান চায়ের দোকানের গল্পকারদের মতো। পার্থক্য শুধু চায়ের দোকানের রাজনৈতিক বিশ্লেষকরা ব্লগিং এ লিখতে পারেন‌ না।‌

উনি জুলাই আন্দোলন শুরু থেকেই জানেন ইহা আমেরিকান কূ? তো এখন প্রশ্ন করেন‌ ফেব্রুয়ারি তে নির্বাচন হবে কিনা? হলে কোন দল ক্ষমতায় বসবে বা বিরোধীরা কত আসন পাবে?

ইরান যখন ইসরাইলী আক্রমণে কুপোকাত; উনি ব্লগে পোষ্ট দিয়েছিলাম খামেনি রিজিম শেষ কয়েকদিনের মধ্যেই তাকে হত্যা করা হবে; তো ভবিষ্যতে বানী মিললো কি?

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:



ভোটের রেরাল্ট দিবে আমেরিকান দুতাবাস ও মিলিটারী মিলে; সেজন্য প্রেডিাশান করা কঠিন।

ইরানের রেজিম বদলাবে, ইরানের মানুষের জন্য এই ধরণের সরকার উপযুক্ত নয়।

৪| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১২

কামাল১৮ বলেছেন: ইউনুস একজন বাটপার।

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:





আমাদের জাতির গর্ব, সারা বিশ্বের সাথে সফলভাবে প্রতারণা করে মালটি বিলিওনিয়ার হয়েছে!

৫| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: কলিম দফাদার@খামেনিকে নিয়ে কথা বলার সময় আসেনি। ইরানকে ঘেরাও দেওয়া হইতেসে ৫/৭ বছর লাগবে পরিণতি দেখতে ।

আমি চাই বিএনপি আসুক । কিনতু সুশিল সমাজ বলছে বিএনপি আসবে না পাওয়ারে । ঢাবির এক টিচার দিলারা জামান বলেছেন আমি আগে ধারণা করেছিলাম বিএনপি পাওয়ারে দুই বছর টিকে থাকবে । তবে এখন তাদের পাওয়ারে না আসার পসিবিলিটি বেশি । জামাত পাওয়ারে আসলে বিষয়টা কেমন ? পুরো ইলেকশন হবে সাজানো এবং মারামারি কোন লেভেলে যাবে সেটা ভাবতেও পারছি না ।

বিএনপিকে কোনো সুশিল সমাজ দেখতে পারে না , সাংবাদিক দেখতে পারে না । সাংবাদিকরা এখন জামাতকে চাটে । বিএনপি আসলে খারাপ শাসন করলেও দেশ মোটামুটি টিকে থাকবে । কিনতু জামাত আসলে দাঙা বাধবে যা সামলানো যাবে না । বিএনপি যাতে দেশ চালাতে ফেইল করে সব মেকানিজম ইনটেরিম করে যাইতেসে। :( । কিনতু এরকম ইনটেরিম আরো কয়েকবছর থাকলে দেশে বাস করাই কঠিন হবে । কোনো বিষয়ে সিরিয়াস না ।

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



জামতের আসা ঠেকানোর জন্য, দুরত্ব বজায় রেখে আমেরিকান দুতাবাসের চারিদিকে ঘেরাও করার দরকার, যাতে উহা ট্রাম্পের নজরে আসে।

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১১

জেনারেশন একাত্তর বলেছেন:




ইউনুস-ৈবিরোধী সাইন দেখানোর দরকার আমেরিকান দুতাবাসের সামনে।

৬| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: মজা নিলেন নাকি ? সব সেটিং তো দুতাবাসেই করছে । সাথে মিলিটারিকে রেখেছে । আমি চাই ওয়াকার উজ জামান ইলেকশন মনিটরিং করুক। শুধু তার উপর ভরসা রাখি। কুল হেডেড পারসন তিনি । উনাকে যতো গালাগাল দেয়া হয়েছে পাকি জেনারেল হলে সব গুলো গুম হয়ে যেত । আমার মনে হয় উনাকে গালি খাওয়ানোর পিছনে সরকারের ও হাত আছে ।



২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



ওয়াাকারকে রেখেছে দুতাবাস' না'হয় উনাকে ঃতয়া করা হতো। ক্যু'কে সফল করতে দুতাবাস অবসরপ্রাপ্ত অফিসারকে ক্যান্টনমেন্টে কাজ করার সুযোগ দিয়েছিলো।

ভোটের রেজল্ট দুতাবাস ও মিলিটারী মিলে দিবে।

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



ওয়াকারও রাজনীতি বুঝে না; আমেরিকান দুতাবাস উনার সাথে ক্যু'এর ব্যাপারে আলাপ করার পর পারই, ওয়াকার উঁচু লেভেলের অফিসারদের সাথে আলাপ করে জয়, রেহানা, রেহানার ছেলে, তাপস, কাউয়া, শাহজাহান খান, এই ধরণের লোকদের নীরবে আটকে করে, শেখা হসিনাকে পদত্যাগ করায়ে, একটি সাময়িক সিভিলিয়ান সরকার গঠন করার দরকার ছিলো।

৭| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: ওয়াকার উঁচু লেভেলের অফিসারদের সাথে আলাপ করে জয়, রেহানা, রেহানার ছেলে, তাপস, কাউয়া, শাহজাহান খান,

যদি ফেয়ার বিচার বাংলাদেশে হতো তবে কি আপনিন উপরের মানুষজনের বিচার চান ? ।

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি চাই শেখ হাসিনার পরিবারের ও দলের লোকদের ডাকাতীর জন্য শেখ হাসিনার বিচার হোক ক্রিমিনাল কোর্টে।

৮| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



সমগ্র বিশ্বে ব্যবসাক্ষেত্রে পাকিস্তান মেটাল ও কটন জগতে ভালো অবদান রেখেছিলো। কিন্তু একটির পর একটি ক্যু এর কারণে পাকিস্তান তলানিতে চলে গিয়েছে। তাছাড়া পাকিস্তান দেশ হিসেবে ও পাকিস্তানের নাগরিক সমগ্র বিশ্বে বর্বর উগ্র।

খুব সম্ভব সমগ্র বিশ্বে বউ ও কাজের বুয়া পেটানোর মাঝে অন্যতম দেশ পাকিস্তান ও বাংলাদেশ। - (আমার ধারণা)

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাদের দেশে ১৯৭১ সাল থেকে ১টা প্রজাতি তৈরি হয়েছে, পাকিস্তানই তাদের জন্য পুন্যস্হান।

৯| ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার উপর ইউনূসের অনেক রাগ ছিলো।
ইউনুস প্রতিশোধ নিতে মরিয়া ছিলো। সুযোগ পেয়েছে, সেই সুযোগ ভালো কাজে লাগিয়েছে।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:



সে বাংলার গরীবের নামে কেঁদে, পশ্চিমের টাকায় বিলিওনিয়ার হয়ে, সেই টাকার একাংশ খরচ করে, পাকিদের ও শিবিরকে কিনে, আমেরিকার সাহায্য নিয়ে ক্যু করায়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.