নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

পুর্তভবনের পিয়নের আয় কতো? ( তাবলীগার সাহায্য দরকার )

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৯



আমাদের "তাবলীগা সাহিত্যিক" আমাকে নিয়ে কমেন্ট করেছেন উনার গার্বেজ গল্পে; উনি বলেছেন যে, আমি উনাদের পুর্তভবনের পিয়নও হতে পারবো না। কথাটা কিন্তু সত্য!!!

আমি সামুর ব্লগার, আমি চেষ্টা করেও শেখ হাসিনার পিয়ন, বাংলাদেশ গ্যাস কর্পোরেশনের পিয়ন, কিংবা পুর্তভবনের পিয়ন হতে পারবো না বলেই আমার ধারণা। শেখ হাসিনার পিয়ন আয় করেছিলো ৪০০ কোটী টাকা, গ্যাস কর্পোরেশনের ১ পিয়নের বাড়ী আছে মালয়েশিয়ায়।

পুর্তভবনের পিয়ন কত আয় করে, আর সেই চাকুরী পেতে "এক্সেকিউটিভ ইন্জিনিয়ারকে" কত ঘুষ দিতে হয়? ইহার উত্তর জানেন আমাদের তাবলীগা সাহিত্যক, মনে হয়।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

সৈয়দ কুতুব বলেছেন: পিয়ন এক সাথে কক মুরগি কিনে দশটা , ছেলে মেয়েরা ইংরেজি মিডিয়াম পড়ে। এক পিয়নের ওয়াইফ বনশ্রী-মেরাদিয়া বাজার করতে গিয়েছিলো। আমি আর আমার মা একই বাজারে গিয়েছিলাম। আমরা সাধারণত মিরপুর ১১/১২ নং এলাকায় থাকার কারণে যারা মাছ কেটে কুটে দেয় তাদের আলাদা টাকা দিতে হয় না । কিনতু মেরাদিয়া সহ আরো কিছু বড়ো বাজারে দিতে হয় এক কেজি মাছ কাটলে ২০/৩০ টাকা । খুব হতবাক হয়ে গিয়েছিলাম এক ওমেন এসে মাছ কেনার পর কাটাকুটির টাকা হয়েছে ১৫০০ । আমার মায়ের মাথাই খারাপ। বাজারের সব মাছ মনে হয় সেই ওমেন কিনে ফেলেছেন । পরে মাছওয়ালার থেকে জেনেছিলাম রাজউক এ আছেন মহিলার জামাই । =p~





২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:





পুর্তভবনের তাবলীগা তার সর্বশেষ গার্বেজে বলেছে যে, আমি পুর্তভাবনের পিয়ন হতে পারবো না; উহা যেখানে এক্সেকিউটিভ, সেখানে কতটাকা ঘুষ লাগবে "পিয়ন" হতে?

এও অসভ্য ঘুষখোর ৮/১০টা বই বের করেছে!

২| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

dupur১২৩ বলেছেন: স্যার , আমি পিওন হতে চাই , তাহলে "ড্রাম" এর বিল্ডডিং থেকে একটা ফ্লোর কিনতে পারতাম।

স্যার , মহা ঝামেলায় আছি , আমার বোরো ভাই আমারে বান মারসে , বলসে দরকার হলে কল দিতে , কিন্তু উনার পোস্ট এ কমেন্ট দিতে পারবো না। পুরাই বিল্লা আমার উপর , বলসে আমার স্যার হলো ............... আর আমি হলাম আমার স্যার এর। ................... এই তা কোনো কথা

কুতুব ভাই কেমন আছেন , ভাই আপনার লেখার একটা লাইন পুরা গেঁথে গেসে মনের ভিতর " বিদায় হে শৈশবের নায়ক......... "

২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার বড় ভাই হুন্ডি নিয়ে ব্যস্ত; হুন্ডির উপর থ্রিলার লিখবেন সামুতে।

৩| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

dupur১২৩ বলেছেন: একটা পোস্ট লিখলাম , প্রথম পাতায় যায় নাই :( :( :(

২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি সামুতে ১০ বছর ব্লগিং করছি, ৫ বছর পেছনের পাতায়।

৪| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সৈয়দ কুতুব বলেছেন: dupur১২৩ @আপনাকে বেনগাজি বলেছেন লেখক সুষ৩২ কে উনার বিষয়ে বলতে ? এগুলো হলো নাই কাজ তো খই কাজ। কেউ যদি চায় আমি বেনগাজিকে আমার লেখায় কমেনটস করতে দিবো না সেটা তার ইচছা । আপনি ১ম পাতায় এসে কি করবেন ? বেনগাজিকে গালি দিয়ে কবিতা লিখে বাহবা কুড়াতে চান ?

১ম পাতায় আসতে হলে আপনাকে কমেনটস করতে হবে । তখন আপনার আইডি সবাই ভিজিট করবে , কমেনট করবে। এভাবে ১ম পাতায় আসা যায়।

৫| ২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

dupur১২৩ বলেছেন: @কুতুব ভাই , খুবই সরি , :( :(

৬| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭

dupur১২৩ বলেছেন: স্যার , বোরো ভাই আমারে বান মারসে, আমি আর এর মধ্যে নাই :(

আমি একটা ১০ লাইনের উপন্যাস পোস্ট করবো , ব্লগে। খুবই কার্যকরী উপন্যাস হবে।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার আগের নিকে চলে যান।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:




দেশকে বুঝতে পারলে, দেশ নিয়ে লিখুন, অনেকে দেশকে বুঝে না।

৭| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮

dupur১২৩ বলেছেন: @কুতুব ভাই, কমেন্ট করবো কেমনে , এর আগের ID সামু কমেন্ট বান করসে , আমার ধারণা আমি আগের ID তে কমেন্ট বান খাইসি এই কারণে ( লিংক এ দাখেন ) view this link

এই বার লেখিকা বান মারসে স্যার এর এইখানে কমেন্ট এর জন্য। এখন পযন্তু উনার পোস্ট এ আমি একটায় কমেন্ট করি নাই , এই ID তেও না আগের ID তেও না.

লাগবে না আমার পোস্ট প্রথম পাতায়।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুর কিছু ১টা সিক্রেট আছে, যারা ইহাকে ম্যানেজ করে, তারা ইহাকে এভাবে রাখতে চায়; ইহাকে সোস্যাল মিডিয়ার মতো চালায় না।

৮| ২৪ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

নূর আলম হিরণ বলেছেন: আমাদের দেশে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে থাকে। ইঞ্জিনিয়ারদের থেকে পিয়নের দাপট ও ইনকাম বেশি হয়।

২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



কিন্তু আমি ও আপনি তো পিয়নের চাকুরী নেবো না, এটা তো কমপক্ষে সঠিক?

৯| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৫

dupur১২৩ বলেছেন: স্যার , কেমন আছেন। আপনার ক্রিমিনাল হুন্ডি ব্যাবসায়ী তো হসপিটালে পরে আছে। একটা কুকুর কে বাঁচাতে গিয়ে , আত্মহত্যা করতে বসেছিল। হাহাহা। ৫ থেকে ৬ ঘন্টা অজ্ঞান ছিল। এখন অবশ্য ভালো আছে, পুরা দমে বই পড়ছে আর ল্যাপটপ গুটাচ্ছে , হাহাহা। কাল কে যাবো দেখতে। দোয়া প্রার্থী

২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:




সে বিষক্ত সাহিত্যিক ও ভালো কাবাব সেফ।

১০| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: সামু ডাউন হওয়ার কি কারণ? আপনার উপর রাগ করে কেউ হ্যাকড করেছে নাকি? খালি ধর্ম বিদ্বেষী কথা বলেন। :)

২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:



সম্ভবত: এই সফটওয়ারটির মেমোমী ম্যানেজমেন্ট সমস্যা আছে; মনে হয়, ডাটাবেজের অনেক কপি থেকে যায় মেমোরিতে/কিংবা সফটওয়ারটি নিজের এপলিকােশনাকে রিফ্রশ করতে পারে না; এক সময় ডাইুন হয়ে যায়; তখন ম্যানুয়েলী রিফ্রেশ করতে হয়।

১১| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: দেশে এক মওলানা কে কারা জানি কিডনাপ করেছে এখন ইসকন নাকি এই কাজ করেছে। আজকে পুরো বাংলাদেশ উত্তাল। ইসকন হঠাৎ করে মাওলানা কিডনাপ করবে কেন? এরকম সুযোগ তারা শেখ হাসিনার আমলে কাজে লাগাতে পারতো। =p~

২৫ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:



মওলানারা এখন জাতি-বিরোধী কার্যকলাপে নিযুক্ত; ওদের কি হচ্ছে, খবর রাখা সহজ হবে না।

১২| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৪

dupur১২৩ বলেছেন: আজ কে আরেক তা পোস্ট দিসি , স্যার একটু উঁকি মাইরেন , সময় থাকলে । বান প্রিয় লেখিকা কে নিয়ে একটা পোস্ট দিসি। আপনার জন্য , আপনার আসে পাশে সবাই বান খাইসে। =p~



২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:




উহা লেখক নন, নকল লেখক।
আপনি দেশ নিয়ে লিখুন।

১৩| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০২

dupur১২৩ বলেছেন: @কুতুব ভাই , সামু বন্ধ ছিল , কারণ কেউ একজন সব লেখা কপি মারসে , পরে নিজের নামে অন্য ব্লগে চালিয়ে দিবে, না হলে বই পাবলিশ করবে। =p~

১৪| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:২৫

dupur১২৩ বলেছেন: সামুর কি হইলো , একটু পর পর Error দিচ্ছে :(

২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:




এই এপলিকেশন মেমোটি সমস্যায় ভুগছে মনে হয়।

১৫| ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প খুব ভালো ভাবে পুটিন কে এখন ডিল করছেন। চায়না ও ভারত তেল কেনা কমিয়ে দিবে। ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ থামাতে পারে আগামী বছর নোবেল পাবে।

২৫ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



সে নোবেল'এর জন্য প্রেসিডেন্ট হয়নি; সে টাকা আয় করার জন্য প্রেসিডেন্ট হয়েছে; তার ছেলেরা "ক্রিপটো কারন্সীর" ব্যবসা করে ৬ বিলিয়ন আয় করেছে।

১৬| ২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: শিক্ষা দফতরের দাড়োয়ান গনপূর্তকে পেছনে ফেলে এগিয়ে গেছে। তার অবস্থা আরো রমরমা।

এজন্যই মুরুব্বীরা বলেন, সরকারী চাকরি রাজার চাকরি।

আমাদের এলাকার অনেককে গনপূর্তে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এক বিএনপির সাবেক মন্ত্রী। যারা চাকরি পেয়েছে, তারা এখন বিএনপির মিটিং মিছিলে সবার আগে থাকে।

২৫ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



জিয়া ১৯৭১ সালের পরাজিতদের নিয়ে "বিএনপি" করেছিলো ও কোটী ডাকাতের নেটওয়ার্ক রেখে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.