নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

আপনি কোন বাংগালী রাজনীতিবিদকে পছন্দ করেন, বুঝার চেষ্টা করেন।

২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮



আপনি কি কোন বাংগালী রাজনীতিবিদকে পছন্দ করেন, বুঝার চেষ্টা করেন? যদি করে থাকেন, তিনি কে? শেরে বাংলা, মওলানা, শেখ সাহেব, তাজউদ্দিন, গোলাম আজম, জিয়া, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা, ইউনুস মিয়া, প্রমুখ থেকে কেহ, নাকি অন্য কেহ?

যদি এদের থেকে ১ বা একাধিক জনকে পছন্দ করে থাকেন, সেইজনকে পছন্দ করার কারণটা বলতে পারবেন? এদের মাঝ থেকে কোন জনকে আপনি কি গভীরভাবে অপছন্দ করেন? কোন কারণ আছে?

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

dupur১২৩ বলেছেন: স্যার , কেমনে কি, আমি আপনাকে একটা question করলাম আপনি উত্তর না দিয়ে এই খানে ওই খানে ঘোরাঘুরি করছেন :(

২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

জেনারেশন একাত্তর বলেছেন:



উত্তর দিয়েছি।

২| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৯

সৈয়দ কুতুব বলেছেন: মওলানা ভাসানি সাহেব বেচে থাকলে এখন আপনার মতো coup করে চেচাতেন। :-B

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



উনি অনেক কিছু বুঝতেন ও অনুমান করতে পারতেন।

৩| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১০

সৈয়দ কুতুব বলেছেন: টাইপো: বলে বলে* চেচাতেন ?

৪| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮

কামাল১৮ বলেছেন: মাওলানা ভাসানী।মাওলানার জনসভায় উপস্থিত থাকার চেষ্টা করতাম।রেসকোর্সে শেখ সাহেব ও ভাসানীর দুটি জনসভায় উপস্থিত ছিলাম।দুটি জনসভাতেই প্রচুর লোক হয়েছিলো।দুই জনই স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেছিলেন।আমাদের দুর্ভাগ্য এমন নেতা আমরা আর পেলাম না।

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



মওলানার দলে জ্ঞানহীন বামেরা ঢুকে দলটাকে ধ্ংস করেছে; শেখ সঠিক পদক্ষেপ নিতে দেরী করায়, সুযোগ হারায়ে ফেলেন।

৫| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮

dupur১২৩ বলেছেন: আমি ঠিক জানি না , শুনেছি ফজলুল হক বলে সুবিধা বাদি ছিলেন , যদি তাই হয় তাহলে উনাকে বাংলার বাঘ কেন বলে ?

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:



উনি আসলে ভীরু বাংগালীদের মাঝে সাহসী ও সঠিক রাজনীতিবিদ ছিলেন; উনাকে সুবিধাবাদী যারা বলে ওদের মাথায় গার্বেজ আছে।

৬| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩০

dupur১২৩ বলেছেন: আমাকে কি কিছু বই এর রেফারেন্স দিবেন , উনার সম্পর্কে জানার জন্য। আমি আসলে পিনাকি একটা ভিডিও তে দেখেছিলাম , উনি নাকি সুবিধা বাদী লোক ছিলেন ।

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



শেরে বাংলাকে নিয়ে জার্নালিষ্ট ভবেশ রায়ের ১টি বই ছিলো; এখনো আছে কিনা লাইব্রেরী কিংবা বুকষ্টোর থেকে জেনে নিবেন।

৭| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০

dupur১২৩ বলেছেন: @কামাল১৮ এবং @জেনারেশন একাত্তর
আপনারা এখনো জীবিত আছেন, আলহামদুল্লিলা । আপনারাদের উচিত ওই সময়কার আরও ইনফরমেশন শেয়ার করা। যদিও অনেকে ১সাইড থাকে কথা বলে , খুব কম মানুষ এই পায় যায় যারা সত্যি কারের ইনফরমেশন শেয়ার করে , বর্তমানে আমি একটা বই পড়ছি , এখনো শেষ করতে পারি নাই , সে তা হলো ডেড রেকনিং , শর্মিলা বসুর। এই বই তা পড়ছি আর confused হচ্ছি আবার অবাক ও লাগছে। তবে আর যাই বলেন গত ১৭ বছর বাংলাদেশ আর ইতিহাস অনেক পরিবর্তন করে ফেলেছে , যা সত্যিই দুঃখ জনক।

তবে স্যার এর প্রতি আমার বিশ্বাস নাই , কারণ উনি একতরফা চিন্তা করেন , উনার থেকে নিরপেক্ষ কোনো কিছু বের হবে বলে আমার মনে হয় না।
স্যার ক্ষেমা দিয়েন যদি আমার ধারণা মিথ্যা হয় :(

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



স্যার বলতে কি আমাকে বুঝায়েছেন? আসলে আমি স্যার নই; তবে পার্টটাইম শিক্সকতা করেছি।

আমি শেরে বাংলা, মওলানা, শেখ ও তাজউদ্দিন ব্যতিত বাকী বাংগালী রাজনীতিবিদদের গার্বেজ হিসেব গণ্য করি।

৮| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৬

dupur১২৩ বলেছেন:

এই বই টার কথা বলছেন

৯| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:




ধন্যবাদ, এটাই।

১০| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১৫

dupur১২৩ বলেছেন: তাহলে আমি ঠিকই আছি , আপনার ইনফরমেশন হবে এক তরফা .........

স্যার আপনাকে একটা গোপন কথা বলি , আপনার আদরের ক্রিমিনাল , হুন্ডি ব্যাবসায়ী , আমার বোরো ভাই , ভাসানীর সেই রকম ফ্যান , উনার কাছে ভাসানীর অনেক বই। কেউ ভাসানীর প্রশংসা করলে সেই রকম খুশি হয়। কারণ হলো বোরো ভাই এর জন্মের আগে ভাসানী ঢাকা মেডিকেল এ ছিলেন , আর বোরো ভাইয়ের মা কে উনি অনেক দোয়া করেছিলেন, (কারণ বোরো ভাইয়ের নানা ছিলেন ভাসানীর সহ যোদ্ধা) , তার কিছু দিন পরই বোরো ভাইর জন্ম , যেদিন ভাসানী মারা যায় আপনার আদরের ক্রিমিনাল হুন্ডি ব্যাবসায়ীর জন্ম হয় ঢাকা মেডিকেল এ। মানে ১৭ই নভেম্বর, ১৯৭৭। বোরো ভাইয়ের নানা কিন্তু সরাসরি কাজী নজরুল এর সাথে ইংরেজ হটানোর আন্দোলনের সময় যুক্ত ছিলেন, এবং একসাথে জেল ও খাটে।

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার বোরো ভাই ঢাকায় কোন ধরণের ক্রিমিনাল কাজে নিয়োজিত আছে, উনার আচরণ সেটাই বলে! ফলে, বোরো ভাইও এক সময় লালঘরের পানি খেতে পারে।

১১| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৫

dupur১২৩ বলেছেন: হাঃহাঃ , লাল ঘরের পানি খেয়েছে। সে এক লম্বা ইতিহাস .......

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আরো খাবে; বই বের হওয়ার পর, পুলিশের নজরে যাবে।

১২| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:১৬

dupur১২৩ বলেছেন: হাঃহাঃহাঃ
স্যার এত দিন পর বুজলাম , বাজারে ভালো বই আসে না কেন , সব গার্বেজ আসে কেন।

আপনি পুলিশ এর ভয়ে , বাজারে বই ছাড়েন না। .. হাঃহাঃ। স্যার এই কলিজা নিয়ে যুদ্ধ করলেন কেমনে ?
ভুল দিলে ক্ষেমা দিয়েন ........ দুনিয়া বড়োই আজব

২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



আনি রাজনীতি নিয়ে বই লিখলে উহা ব্যান করা হবে যেই কোন দলের সরকারের সময়।

১৩| ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: dupur১২৩@আপনিই কি সেই বরো ভাই নাকি ? :) উনার এতো খোজ কি করে জানলেন ? নিজ লেখায় মনোযোগ দেন । সামনে বই বের হবে আপনার ।

১৪| ২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০২

সৈয়দ কুতুব বলেছেন: আমলারা লুটেপুটে খাইতেসে। নতুন বিভাগ করার কোনো পরিকলপনা নাই এডভাইজারদের । আমলারা নিজেরা নিজেরা কমিটি বানিয়েছে ।

২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংগালীরা দেশ স্বাধীন করলেন, তাজউদ্দিন আইয়ুব/ইয়াহিয়ার আমলাদের হাতে তুলে দিলো দেশটাকে; লোকটা ইডিয়ট ছিলো।

১৫| ২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৩

dupur১২৩ বলেছেন: I Wish Kutub Vai . :(

১৬| ২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: শেখ মুজিব ছাড়া আর কাউকে আমার পছন্দ নয়।
ভারতে গান্ধীকে ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.