নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

যারা বুঝেন, পাকিস্তান ও আমরা কেন ফেইল করলাম?

২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:০৭



ভারত ও পাকিস্তান এখই সাথে স্বাধীন হয়েছিলো; ভারত আজকের বিশ্বের ৪র্থ অর্থনীতি, পাকিস্তান ও আমরা ফেইলড দেশ। আমাদের মানুষ প্রতি সপ্তাহে ডুবে যায় ভুমধ্যসাগরে, আমাদের মানুষে ভরে গেছে অনেক আরব দেশের জেলখানা, আমাদের মেয়ারা বিক্রয় হয় ভারত ও পাকিস্তানের বেশ্যালয়ে।

আমাদের ছাত্ররা ফাঁসকরা প্রশ্ন কিনে গোল্ডেন A+ পায়, তারপর নিউইয়র্ক শহরে গিয়ে ট্যাক্সি চালায়। আমাদের ছাত্ররা ইয়াবা খেয়ে ক্লাশে সেলফোনে পর্ণ দেখে ও "বিপ্লব" করে, ভারতীয় ছাত্ররা আমেরিকার সব বিলিয়ন/ট্রিলিয়ন ডলার কর্পোরেশনে ব্যবসা ও হাইটেকের কম্প্যুউটার ম্যানেজ করে; এত বড় পার্থক্য কিভাবে হলো?

আমাদের মেয়েরা গড়ে ১২ ঘন্টা সেলাই মেশিনে কাজ করে বস্তির পরিবেশে থাকে; একই চেহারার ভারতীয় মেয়েরা আইবিএম, মাইক্রোসফট, ফাইজার চালায়। সমস্যা কোথায়?

১৯৭১ সালে যাদের পিতারা আমাদের মানুষকে হত্যা করেছে, তারা কি করে বিপ্লবী হয়ে, সরকার গঠন করলো; এই ধরণের ছেলেরা ভারতে গেলে পিয়নের চাকুরী পাবে? ইউনুস গরীব বাংগালীদের নামে কেঁদে ফ্রি ক্যাপিটেল এনে বিলিওনিয়ার হলো; এখন দেশ চালাচ্ছে, জুলাই সনদ নামে রাজাকার সনদ পাশ করেছে; কি কারণে এসব হচ্ছে?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের রাজনীতিবিদেরা অসৎ সেই জন্য আমরা ফেইল করছি। শেখ পরিবার বাংলাদেশকে ভাবতেন একটা সেক্যুলার স্টেট যা ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ যেখানে শাসন করতে হলে আপনাকে অবশ্যই সুশাসনের পথ বেছে নিতে হবে। না হলে অলটারনেতিভ ধর্মীয় শাসনের জজবা এখানে ক্রমশ বৃদ্ধি পাবে।

ব্যাপারটা ইউ মিস আই হিট টাইপের। মুসলিম দেশ শাসন করার পদ্ধতি অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা।

২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:




অবশ্যই, মুসলিম দেশগুলোতে জংগীবাদ চালু করতে হবে, মাদ্রাসা গড়তে হবে, পুরুষদেরকে আরব গিয়ে উট চরাতে হবে, বউদের অন্য পুরুষের সাথে ঘুমাতে হবে।

২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:



পাকিস্তান ও বাংলাদেশের ফেইলের মুলে সামরিক ক্যু।

২| ২৬ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: হেনরি কিসিনজার কে নিয়ে আপনার ধারনা পজেটিভ না নেগেটিভ ? বাংলাদেশ কে নিয়ে উনার মনোভাব যেরকম ই থাক world stage এ দারুন কাজের লোক ছিলো। এরকম brain আর আসবে না ।

লোকটাকে আমার ভালোই লাগে । :-B

২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:




সব দুষ্টলোক আপনার প্রিয় লোক, ইহা বড় ধরণের সমস্যা।

প্রায় সব বাংগালী হিটলারকে বীর ভাবে, হামাসকে ১০০ ভাগ সাপোর্ট করে।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

সৈয়দ কুতুব বলেছেন: আমি হামাস আর হিটলার কে লাইক করি না । কিনতু কিসিনজার মেধাবি মানুষ ছিলেন ।

২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০০

জেনারেশন একাত্তর বলেছেন:




কিসিন্জারের কারণে আফ্রিকা, দ: আমেরিকা, আরবদেশসমুহ, পাকিস্তান ও বাংলাদেশ মিলে, বিশ্বের অর্ধেক মানুষের সুখ-শান্তির আশায় লাথি মেরেছে; ইহার কারণে আপনার কাছে হয়তো মেধাবী মনে হচ্ছে!

৪| ২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

dupur১২৩ বলেছেন: ভারতীয়রা এয়ারপোর্টে সবার কাছে আকিজ বিড়ি খোঁজে, না পেলে ১০ টাকা খোঁজে। দেশের বাইরে চাকরির পাশাপাশি. এর ওর কাছে বিড়ি খোঁজে। ফক্কিনি জাতি।

২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



ভারতীয়রা টাকা খোঁজে, বাংগালীরা চিনতাই করে নিয়ে যায় ও সরকারী টাকা ডাকাতী করে।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: কিসিঞ্জারের কাছে আমেরিকা ফাস্ট! তিনি চতুর এবং মাস্টার পলিটিশিয়ান ছিলেন! আন্তর্জাতিক পররাষ্ট্রনীতিতে কেউ কারো বন্ধু নয়। এত দয়ালু দেখেই শেখ মুজিব মারা গেছেন।

২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি জানি না, আপনি সামান্য বাংলাদেশ নিয়ে লিখতে গিয়ে হিমশিমা খাচ্ছেন, এরপর বিশাল বিশাল বিষয়ে কথা বলেন; আপনি কিভাবে জানেন যে, পররাষ্ট্রনীতিতে কেহ কারো বন্ধু নয়? অবশ্যই সব পশ্চিম ইউরোপ সবাই সবার বন্ধু; স্কেন্ডানেভিয়ানরা সবাই সরব বন্ধু; আরব, আফ্রিকা ও এশিয়ানরা পরস্পরের শত্রু।

৬| ২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০

সৈয়দ কুতুব বলেছেন: সবকিছুই স্বার্থের উপর নির্ভরশীল ! বেশি পিরিতি দেখাতে গিয়ে অনেক দেশ ধ্বংস হয়েছে।।

আমি যা দেখছি তাই বলছি। এটা বলতে পারেন যে দেখার বয়স কম ! আপনার পূর্বে আমিই আপনাকে বলেছিলাম বাংলাদেশে কামাল আতারতুকের মতো মানুষ বড়ই দরকার।

বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোর প্রধান সমস্যা আসে ধর্ম থেকে কিন্তু আপনি পড়ে থাকেন সামরিক ক্যু নিয়ে। কিভাবে ধর্মীয় জজবা ক্যু তে সহায়ক ভুমিকা পালন করে সেটা আপনার বক্তব্যে অনুপস্থিত।।

চিলি এখন কেমন আছে? বাংলাদেশ থেকে ভালো না খারাপ? সেখানেও ক্যু হয়েছিলো। :)

২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:




বাংলাদেশের কেহ কামালকে ভালোবাসে না; আমি শিবিরদের ক্ষেপানোর জন্য ২০০০ সাল থেকে ১ ব্লগে কামালের ছবি দিয়ে রাজনৈতিক দিতাম "ইমেলায়"; ২০০৯ সাল থেকে "আমার ব্লগে" ও ২০১৬ সাল থেকে সামুতে।

চিলি এখন আমেরিকার ফল/তরকারীর প্রধাক্সন সরবরঝকারী ও তামা/টিনের বড় সরবরাহকারী।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৪

dupur১২৩ বলেছেন: স্যার , ঘুরতে যাবো কোন দেশে যায় যায়
পাকিস্তান , নাকি ভারত

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



চীন বা জাপান যেতে পারেন।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: তারেক দেশে এলে তাকে গ্রেফতার করা হবে।
বিএনপি ভেঙ্গে যাবে। এদিকে খালি মাঠে গোল দেবে জামাত। জামাত রাষ্ট্রপরিচালনা করবে।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩০

dupur১২৩ বলেছেন: স্যার , চীন বা জাপান এর মেয়ে রা সুন্দর না :( । USA এর মেয়ে রা বেশি সুন্দর :P । যে দেশে সুন্দরী নাই ওই দেশে আমি যাই না। বিয়ের পর ভদ্র হয়ে যাবো B:-)

স্যার মাইন্ড খাইয়েন না , অ্যাডাল্ট স্টুডেন্ট স্যারদের এর সাথে একটু মস্করা করতে পারে। তবে স্যার ইন্ডিয়ান মেয়ে দের থাকে পাকিস্তানের মেয়েরা বেশি সুন্দর :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.