নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

মেট্রোরেলের "বিয়ারিং প্যাড" নিয়ে আওয়ামী সন্ত্রাস!

২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:০৭



ছবিতে লাল তীরচিহ্ন দিয়ে আমি বিয়ারিং প্যাড দেখায়েছি; মেট্রোরেলের নীচ দিয়ে হাঁটবেন না; লাইনের লম্বালম্বি বীমের উপর ক্রস বীম থাকে, সেগুলো থেকে বিয়ারিং প্যাডের ভগ্ন অংশ পড়তে পারে। ব্লগার জুল ভার্ণকে এখন থেকে হেলমেট মাথায় হাঁটতে হবে ঢাকায়; শেখ হাসিনা ২ বারের মুক্তিযোদ্ধাদের পছন্দ না করার কথা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: ঘটনা চক্রে আমি আর সুরভি তখন ফার্মগেট ছিলাম।
ফারাজাকে স্কুলে দিয়ে আগারগা পাসপোর্ট অফিস যাচ্ছিলাম। সুরভির পাসপোর্ট রিনিউ করতে।

২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



ট্রেন লাইনের নীচ দিয়ে কোথায়ও যাবেন না।

২| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ছবিতে ট্রাক্টর দিয়ে ভালো করেছেন।
অনেক পুরাতন ব্লগার সামুতে এসে আপনাকে না পেয়ে ফিরে যায়। এখন তারা ট্রাক্টর দেখে আপনাকে খুব সহজেই চিনতে পারবে।

২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



জাদিদ কি সামুতে আছে?

৩| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের সরকারে যারাই আসেন তারা জনগণের জান-মাল নিয়ে শংকিত নন। শুরুতে যদি নিচু মানের বিয়ারিং প্যাড দিয়ে কাজ করা হয় সেটা হলো crime যার দায় বিগত সরকারের। কিনতু বিয়ারিং প্যাড গতবছর ইনটেরিমের আমলেও পড়ে গেছে । তারা এটাকে কেয়ার করে নাই । এখন দুই দল একজন আরেকজন কে দোষারোপ করছে ।

বাংলাদেশে কোনো দলই দেশের মানুষের কথা ভাবে না ।

২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



যারা তৈরি করেছে ( ইতালী ও থাই ) ওরা ঠিক করে দিবে।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৪

dupur১২৩ বলেছেন: @রাজীব ভাই , আপনি সুস্থ্য আছেন , আলহামদুল্লিয়াহ। ভাই আমি কিন্তু এখন বাংলাদেশ খিচুড়ি দায়াত কবে দিবেন। আগামী মাসে আবার চলে যাবো।

স্যার , কেমন আছেন ? আরেকটা পোস্ট দিসি , " ধার্ষণিক রা , ধর্ষণে ব্যস্ত" একটু উঁকি মাইরেন

২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি অন্য দেশে থাকেন?

৫| ২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

dupur১২৩ বলেছেন: আমি ইংল্যান্ড এ থাকি, আমি এখন Psychology নিয়ে পড়াশোনা করছি। মাত্রই MBBS শেষ করলাম

আপনার প্রিয় ক্রিমিনাল , হুন্ডি ব্যাবসায়ী , উনাকে আমি চিনি। আগে উনি ইংল্যান্ড এ আসলে, আমার বাসায় উঠতো। অনেক দিন যোগাযোগ ছিল না।

২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০২

জেনারেশন একাত্তর বলেছেন:




ভালো।
ওখান থেকে জামাত-শিবির ও অন্যান্য জংগীরা বাংলাদেশে অনেক টাকা পাঠায় জল্লাদদের জন্য।

আপনার "বরো"ভাই আসলে ঢাাকায় ক্রাইমের সাথে যুক্ত বলে মনে হয়।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

dupur১২৩ বলেছেন: হাহাহাঃ টাকা পাঠাইয়া লাভ কি, আপনার আফার ভাগনি রা তো আবার নিয়ে যায় ওই টাকা। আবার বলে

বোরো ভাই তো ধার্ষণিকদের , পাল্লায় পরে ক্রিমিনাল হয়ে গেসে। তার মধ্যে স্যার আপনিও এক ধার্ষণিক। হাঃহাঃ

বোরো ভাই কিন্তু ডিসেম্বর এ ধার্ষণিকদের সাথে দেখা করতে, "ড্রাম " এর দেশে যাচ্ছে। এমনি বেচারা অসুস্থ , কি একটু দোয়া করবেন উনার জন্য আপনি লাগসেন বোরো ভাই এর পিছনে। হাহাহা

স্যার , আপনি যে ছবি দিসেন , ওই তা কিন্তু মহিমা মাহির প্রতীক। মানে ট্র্যাক মার্ক , ট্র্যাক থেকে ট্র্যাক্টর .... সেই রকম জোড়া। . হাহাহা =p~

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২০

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি স্কুলে পড়ার সময়, ১ জন এগ্রিকালচার অফিসার আমাদের স্কুলে ১ টি ট্রাক্টরের পোষ্টার দেখায়েছিলেন; তখন থেকে আমার মনে হয়েছে যে, ইহাই মানুষকে খেতে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.