| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের সাথে বাণিজ্য হবে, বাংলাদেশ চাইলে এটম বোমা কিনতে পারবে; এটা হবে সরকারী লেভেলে। বেসরকারী লেভেলে, পাকিস্তানীরা মেয়ে কিনবে; অস্ত্র, জাল-নোট ছাপার মেশিন, আফিম বিক্রয় করবে। ট্রেনিং হিসেবে সরকারীভাবে ও তৈয়বে লস্কর জংগি তৈরির কারখানা খুলেছে ইতিমধ্যেই। এটাই ওদের সাথে আমাদের বাণিজ্য।
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
সেই বালছাল কি বলবে? তার উচিত, ঢাকায় এসে বিচারে উপস্হিত থাকা।
২|
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২২
সৈয়দ কুতুব বলেছেন: বাঙলাদেশের মেয়েদর সওদিতে করুণ দশা । সাতকানিয়ার কয়েকজনের ঘটনা শুনলাম।
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
েবার পাকিরা এসে বিয়ে নামে অনেক মেয়ে নিয়ে যাবে জামাতের সাহায্য নিয়ে।
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
তাবলীগা সামনের পাতায় ২ টন গার্বেজ ফেলেছে?
৩|
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
dupur১২৩ বলেছেন: হাসিনার ইন্টারভিউ যদি পাবলিশ করে , আমার মনে হয় , ও আর দেশে আসতে পারবে না। এই টা হবে জাতির সাথে একটা বড় বেইমানি। আমি বিশ্বাস করতে চাই , খালেদ মহিউদ্দিন জারজ না।
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৬
জেনারেশন একাত্তর বলেছেন:
খালেদ মহিউদ্দিন অবশ্যই টাকার সন্ধানে আছে।
তবে, শেখ হাসিনা শিবিরের জল্লাদদের হাতে স্বাধীনতাকামীদের হত্যার লাইসেন্স তুলে দিবে।
৪|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি শুধু শুধু লেখিকার পিছনে লেগে রয়েছেন। উনার যা মন চায় তাই লিখুক। মানুষ কি সবসময় রিলাক্স মুডে থাকে যে গলপো , কবিতা এসব পড়বে ? সামুতে পলিটিকাল লেখা বেশি চলে। ![]()
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
উনার দরকার হাদিসকে সম্প্রসারিত করা; গল্পের নামে গার্বেজ লিখে মাদ্রাসার ছাত্রদের ইন্টারনেটে ছাড়তে পারে।
৫|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৯
dupur১২৩ বলেছেন: স্যার , পাকিস্তানের মেয়েরা কিন্তু সুন্দর আছে। ভালোই হবে পাকিস্তানী মেয়ে কিনলে।
![]()
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
পাকিস্তানী মেয়েরা সুন্দরী সন্দেহ নেই! কিন্তু ওরা বাংলাদেশে বাস করতে আসবে না; ওদের পেছনে সময় ব্যয় করবেন না। তবে, বিদেশে ওরা বাংগালী মেয়েদের চেয়ে ভালো।
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
জুল ভার্ণ ১০ টন মিথ্যার গার্বেজ ছেড়েছে ১ম পাতায়, পড়ে মন্তব্য করেন।
৬|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: বিদেশে ওরা বাংগালী মেয়েদের চেয়ে ভালো।
এটা কেমন কথা ? ভালো কি বাঙালি কিংবা পাকি বুঝে ?
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বিদেশে বাংগালী মেয়েদের যেই হারে পরিবার ভাংগে পাকী মেয়েরা পরিবার টিকেয়ে রাখে; জানা মতে, কয়েকজন বাংগালী ছেলে পাকিস্তানের মেয়ে বিয়ে করেছে। ওরা ভালো করছে।
৭|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮
dupur১২৩ বলেছেন:
![]()
৮|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫০
dupur১২৩ বলেছেন: আমি ওই লেখিকার লেখা আর পড়ি না। আর পড়ত ও চাইনা। উহা আসলেই গার্বেজ।
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
তাবলীগার মনোভাব মনোভাব ভাললো নয়।
৯|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের খেলোয়াড় সানিয়া মিরজা পাকি খেলোয়াড় শোয়েব মালিক কে বিয়ে করেছিলেন। সানিয়া মিরজাকে ধোকা দিয়েছে শোয়েব মালিক । পাকিরা ভালো কেমনে ? সানিয়া মিরজা আর বিয়ে করলেন না । এদিকে শোয়েব মালিক কনটিনিউ রেখেছে ।
বাঙালি মেয়েদের বিয়ে ভাঙার পিছনে তাদের দোষ কেমন কিংবা বেটার হাফের দোষ কেমন ? আপনি কিনতু নিজেই বলেছেন বাঙালি মেয়েরা সুখ পায় না কারণ বেটার হাফ ভালো হয় না ।
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি বলেছি যে, বিদেশে পাকিস্তানী মেয়েরা বাংগালী মেয়েদের তুলনায় ভালো করছে।
বাংগালী নতুন জেনারেশনের ছেলেরা পংগু।
১০|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৬
dupur১২৩ বলেছেন: আমরা সবাই মানসিক ভাবে অসুস্থ , হাঃহাঃ . উনি আমাদের বান মারসে , ওই দুঃখে আমরা উনার বেপারে কথা বলছি , লাভবান উনি হচ্ছে। তবে এই সামু তে আমি একজন কে পেয়েছি , যে আসলেই মানসিক ভাবে অসুস্থ। আজ কে আমি সারাদিন উনার পোস্ট গুলো পড়লাম , ছোটোখাটো একটা summery বানালাম। মজাই লাগলো।
আমার ধারণা উনি ছোট বেলা থেকে , কিছুর অপূর্ণতাই ভুগেছে , যার জন্য সে , তার এই আছে ওই আছে , এই গুলো ব্লগ এ শেয়ার করে , যেটা সে তার আশে পাশের মানুষ দের বলতে পারে না। উনার আরেক ID থেকে মানুষ কে , গার্বেজ পরামর্শ দেয়। বেশ কিছু বই আছে উনার কিন্তু একটাও প্রকাশনীর না , পুরাই ক্র্যাক।
কিছু হলে সামু তে নোটিশ মারে , হাঃহাঃহাঃ ..... পুরাই ক্র্যাক
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুতে হচ্ছে বাংলাদেশের শিক্ষিতদের ১টি ভালো সেম্পল; এখান থেকেই বুঝা যায় যে, এই জাতি তেমন ভালো করতে পারবে না।
১১|
৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: পাকিস্তানের আসল ইচ্ছা বাংলাদেশকে শাসন ও শোষন করা।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ইনটারভিউ দিবেন খালেদ মহিউদদিন এর শোতে( ধারণা করছি) । সেভাবে preparation চলছে ।