| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা বাংলাদেশে উনার রাজনৈতিক বৈরী হিসেবে যদি কাউকে ভাবতেন, সেটা ছিলো বেগম জিয়া। বেগম জিয়া নিজেই ছিলেন অপদার্থ ও তিনি অপদার্থদের সমর্থন পেতেন কয়েকটি কারণে: (১) তিনি নাকি সুন্দরী ছিলেন (২) বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না; তিনি বিশ্বাস করতেন যে, ভারতীয় বাহিনী পাকিস্তানী বাহিনীকে বাঘের চেয়েও ভয় করে; সেখানে ভেতো বাংগালী কি করবে? (৩) জিয়া শেখকে হত্যা করে জাতিকে ধর্মনিরপেক্ষতা থেকে রক্ষা করেছে। (৪) বেগম জিয়া শেখ হত্যার দিনে কেক কাটে (৫) শেখ হাসিনার উপর গ্রেনেড আক্রমণ।
সেই বেগম জিয়াকে শেখ হাসিনা ধরেনি অনেকদিন; অবশেষে যখন ধরেছেন ভালো করেই ধরেছিলো; কিন্তু গুম করার চেষ্টা করেনি।
শেখ হাসিনা এসব গার্বেজ মুফতি, হুন্ডি মাফিয়া ইলিয়াস আলী, ব্লগার জুল ভার্ণ, লোভী সালাহুদ্দীন, লুল ফরহাদ মাজহার নিয়ে চিন্তিত ছিলো? আমার মনে হয় না। যত লোকজন গুম হয়েছিলো, তাদের ৯০ ভাগ ছিলো ক্রাইমের সাথে যুক্ত।
২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
র্যাবের জন্ম কত সালে?
কত সময় ধরে র্যাব মানুষকে ধরে নিয়ে লাখ লাখ কোটী টাকা কেড়ে নিয়েছে? কত সময় পর আমেরিকা উহাকে নিজে কথা বললো?
র্যাবের হাতে ১ম নিহত হয়েছিলো বরিশালের বিএনপি'র এক মাফিয়া, যেজন তারেককে ভাগ দিতো না।
২|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: বিএনপির তৈরি করা দানব।রেব লিখতে চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য তারেক গং মিলিটারী দ্বারা র্যাব গঠন করেছিলো; র্যাব যখন দেখলো তারেক ও তারেকের মা ডাকাতী করছে, ওরাও ডাকাতী শুরু করেছিলো; উহা আজো চলছে।
৩|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১৮
dupur১২৩ বলেছেন: স্যার , কি হাসিনার সৈনিক।
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
না, আমি শেরে বাংলা, মাওলানা, তাজউদ্দিন ও মতিয়া চৌধুরী রাজননৈতিক আচরণ পছন্দ করি।
৪|
৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: গুমের মিথ্যা নাটক করে লাভ কি?
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: র্যাবের উপর গুমের কারণে নিষেধাজ্ঞা দিয়েছিলো আমেরিকা ২০২১ সালে ! ইহা কেন? বেনজীর কট খেয়ে যায়৷ সে ছিলো শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত।
র্যাব, এনএসআই, ডিজিএফআই এবং পুলিশ দানবে পরিণত হয়েছিলো।