নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের আইডিয়াগুলো সামুতে হারিয়ে যাচ্ছে!

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:১৩



মেট্রোরেলের "বিয়ারিং প্যাড" স্খলিত হয়ে পড়ে যাবার পর, ব্লগারেরা যত আইডিয়া দিয়েছেন, এগুলোর দাম শত মিলিয়ন ডলার; কিন্তু আইডিয়াগুলো সামুতে বাস্পীভুত হয়ে গেছে! একা সত্যপথিকের আইডিয়াগুলো কার্যকরী করলে, বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারতো জাতি।

জুল ভার্ণ'এর জুলাই সনদে ( আধা রাজাকারী ও পাকী পাকী জ্ঞান ) কি ছিলো না? সবই ছিলো, আমেরিকানরা খুশী হয়ে আরো ২/১টি ক্যু করাতে পারতো। ১৯৭২ সালে পুরো জাতি মা্ত্র ৪টা শব্দকে (গণতন্ত্র, জা্তীয়তাবাদ, ধর্মপেক্ষতা ও ক্যাপিটেলিম ) জোড়াতালি দিয়ে ৬৪ পাতার সংবিধান বানায়েছিলো; এদিকে জুল ভার্ণ' কয়েকপাতা সনদ একাই লিখে ফেলেছিলেন, উহাকে ভাব-সম্প্রসারণ করতে ( ৮ম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় ) দিলে ৬৪০ পাতার সংবিধান জন্ম নিতে পারতো "২য় স্বাধীনতার" দেশে! হয়তো, উহার ফলে ৩য় স্বাধীনতার কজা শুরু হয়ে যেতো!

না'হল তরকারীর "ফ্রিল্যান্চিং" আইডিয়াগুলো এত ইউনিক যে, মাদ্রাসার মোল্লারাও AI'এর উপর ফ্রিল্যান্চিং করতে পারতো; ও জাতি ডলার রাখার জন্য ষ্টোরেজ তৈরি করতে বাধ্য হতো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার আইডি কি আছে না গেছে?

৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আইডি আছে।

২| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব পাকী প্রেমী কেন?

৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি জানি যে, মন্তব্যগুলো উনার, লেখাগুলো নিজের আইডিয়া থেকে নয় পুরোপুরি।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৪

সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর @ আমার কমেনটস নিয়ে এতো আপনার এতো গবেষনা কেন ?









৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজনীতি নিয়ে লিখলে ও কেমন্ট করলে, অন্যেরা আপনার কমেন্ট নিয়ে ভাববেন, আলোচনা করবেন।
আমাকে সব সময় ব্যান করা হয়েছে কমেন্টের জন্য; শতশত ব্লগার রিফানাইনড হয়েছে আমার কমেন্ট থেকে।

আনেক গার্বেজ লেখক লেখাই ছেড়েছেন আমার কমেন্টের উত্তর দিতে না পারায়; আপনার সামনে ২ জনের অবস্হা কি হয়েছে আপনি জানেন। জুল ভার্ণ'এর পোষ্টে আমি কমেন্ট না করায়, এখন গরুও উনার পোষ্ট পড়ে না।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৯

dupur১২৩ বলেছেন: স্যার আস্সালামুলিকুম ,

২ তা পোস্ট একই ছবি , confused হয়ে যাই।

স্যার আর যাই করেন , মানসিক রুগী নিয়ে কিছু বলবেন না, উনার মতো বেলুনিয়ার * আছে বলেই আমি আবার দেশে আসতে পারবো। এই সব বেলুনিয়ার * জন্য আমার মতো ডাক্তার শুধু টেকা কামাবেই আর কামাবেই ................

*বিলিয়নিয়ার

৩১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২২

জেনারেশন একাত্তর বলেছেন:




মানসিক রোগ সারানোর মতো ডাক্তার নেই; যারা আছে, তারা শুধু ঘুমের ও হাবিজাবি ঔষধ দেয়।

আপনি যদি কাউন্সিলিং করতে শিখেন, কোটী টাকা আয় করতে পারবেন বছরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.