নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

chatGPT দিয়ে দেশের সংবিধান বানাতে আপনার ৪/৫ মিনিট লাগবে।

৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১০



আপনি না'দেখে সংবিধানের ডেফিনেশন লিখতে পারবেন? অনলাইনের সাথে মিলায়ে দেখেন! জুল ভার্ণ, ভুয়া, ঢাবিয়ান, মহাজাগতিক, নকিব ও না'হলে তরকারী ডেফিনেশন জানার কথা নয়।

নতুন নকিব chatGPT দিয়ে সংবিধান লিখলে উহা বেদুইনদের সংবিধান হয়ে যাবে; জুল ভার্ণ যদি লেখেন, উহা বেগম জিয়ার শাসন আমলের মতো হয়ে যাবে, উনি নিজে ঢাকায় কিছু জমি পেয়ে যেতে পারেন।

আপনি যদি জুলাই-সনদের প্যারামিটার দিয়ে chatGPT'কে বলেন ১টা সংবিধান লিখতে, উহা রাজাকারী সংবিধান রচনা করে দিবে; আপনি যদি স্বাধীনতাকামীদের ৪ পিলার ( গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ) ব্যবহার করেন, আপনার সংবিধান হবে ড: কামালের গার্বেজ থেকে ১ কোটী গুণ ভালো সংবিধান হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: জাতীয়তাবাদ একটি জটিল ধারণা। কিন্তু আমাদের আমলাদের মধ্যে জাতীয়তাবাদের সামান্যতম ছাপও দেখা যায় না।

মাদ্রাসা শিক্ষা বোর্ড পাঁচ হাজারেরও বেশি মাদ্রাসার জন্য গ্রামীণফোনের কর্পোরেট সিম কার্ড ব্যবহার বাধ্যতামূলক করেছে। একটি সরকারি বোর্ড কেন দেশের নিজস্ব মোবাইল কোম্পানি (টেলিটক) থাকা সত্ত্বেও অন্য একটি বিদেশি কোম্পানির সিম ব্যবহার করতে বলবে? বর্তমানে, ভর্তি ও তথ্যের জন্য গ্রামীণফোনের সিম থেকে বার্তা (মেসেজ) পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। টেলিটকের কম খরচের কারণে এটিকে দুর্বল করে রাখতে অন্যান্য কোম্পানিগুলো ঘুষ দিচ্ছে।

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:




ইউনুস যদি বেঁচে থাকে, তার বিচার হবে। ইডিয়ট এখনো টাকার ধান্দায় আছে!

২| ৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১১

সৈয়দ কুতুব বলেছেন: তাজউদ্দিন সত ছিলেন, বুদ্ধিমান ছিলেন না। বুদ্ধিমান হলে ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধাদের চাকুরী দিয়ে নিজের পাশে রাখতেন , উনাকে কেহ চাইলেও হত্যা করতে পারতো না। ।

আরেকটু ডিটেইলস বলবেন ? তখন কি ঘটতো ? পাকি আমলাদের না সরানোর কথা ইংগিত করেছেন ।

আমার একটা ধারণা : মুক্তিযোদ্ধাদের অনেকেই আছেন যারা ধর্মনিরপেক্ষতা বিষয়টি বুঝতেন না অথবা চাইতেন না। সামরিক মুক্তিযোদ্ধাদের মধ্যে পাকিস্তানি সামরিক কায়দায় দেশ শাসনের কোনো বীজ গোপন ছিল কিনা, সে সম্পর্কে আপনার কী মতামত? চট্টগ্রামের অলি সাহেবের কথা শুনে মনে হয় তিনি বাকশাল সমর্থন করতেন না।

এড়িয়ে গেলেন নাকি ?

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



১৫ই আগষ্ট শেখ হ্তয়ার পর, জিয়ার হতয়ার লিষ্টে ১ নং ছিলো তাজ, ইডিয়ট সেটা বুঝতে পারেনি; ঘর থেকে মরগীর মতো ধরে নিয়ে গেছে।

যেসব ব্যুরোক্রেট ১৪ই ডিসেম্বর ('৭১ ) পাকীদের সাহায্য করেছে, তারা কি তাজ ও শেখকে ১ পয়সাার দাম দিতো?

৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

নতুন নকিব বলেছেন:



গার্বেজ লেখার জন্য ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি আপনার লেখা হাদিস লিখলেও তা আপনার কাছে গার্বেজ মনে হবে।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৩

dupur১২৩ বলেছেন: লেখক বলেছেন:
১৫ই আগষ্ট শেখ হ্তয়ার পর, জিয়ার হতয়ার লিষ্টে ১ নং ছিলো তাজ, ইডিয়ট সেটা বুঝতে পারেনি; ঘর থেকে মরগীর মতো ধরে নিয়ে গেছে।
যেসব ব্যুরোক্রেট ১৪ই ডিসেম্বর ('৭১ ) পাকীদের সাহায্য করেছে, তারা কি তাজ ও শেখকে ১ পয়সাার দাম দিতো

স্যার , আপনি তো দেখি গার্বেজ লেখার বাপ. হুদাই মানুষ রে বলেন গার্বেজ গার্বেজ। আপনি নিজেই বলেছেন ওই টাইপ আর বই আপনি পড়েন নাই। তাহলে আপনি কেমনে বুজলেন জিয়া লিস্ট এ ছিল তাজউদ্দীন। নাকি আপনার মরহুম নেতাদের আত্মা রা এসে বলে গেসে। আপনি একাই ওই সময় জীবিত ছিলেন না আরো অনেকেই জীবিত ছিল। এই ধরণের ফালতু কথা বার্তা বন্ধ করেন , নুতুন প্রজন্ম আপনাদের কাছে ওই সময়কার কথা শুনবে শিখবে , আপনি যদি একতরফা কথা বলেন , তাহলে ওই বালছাল এর জ্ঞান দিয়ে কি করবেন। নিজেই গার্বেজ লিখে মানুষ রে গার্বেজ বলেন। shame on you

জন্ম নিলেই ইতিহাস জানা যায়না , ইতিহাস জানতে হলে পড়তে হয় , আপনার জ্ঞান, আপনার উচিৎ ব্লগ ত্যাগ করা

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:




নতুন প্রজন্মা কি জানে কোনটা স্বাধীনতা দিবস, ২৫ মার্চ নাকি ১৬ই ডিসেম্বর। ওরা ক্লাশে বসে পর্ণ দেখে ও ফেইসবুকে মন্তব্য করে।

৫| ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৯

dupur১২৩ বলেছেন: আপনাদের মতো কিছু গার্বেজ জ্ঞানী দেড় জন্য , আপনাদের পীর ( হাসিনা) , দেশের ইতিহাস বদলে দিয়েছে। গত ১৭ বছর , তাজউদ্দীন আর ছেলে মেয়ে রা কোনো দিন শহীদ জিয়াকে , তাদের বাবার হত্যার জন্য দায়ী করে নাই। আপনি কোনখান কোন ........... ইতিহাস বিদ , বলে দিলেন জিয়ার টার্গেট ছিল তাজউদ্দীন।

আপনি ব্লগ ছেড়ে পীর এর নাম চপেন , আর স্বপ্ন্ন দেখেন , চট করে দেশে ঢুকার।

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫১

জেনারেশন একাত্তর বলেছেন:



১৫ই আগষ্টে যখন জানলাম যে, তাজ নিহত হয়নি; তখন আমি কবি আলাউদ্দিন আজাদকে বলেছিলাম যে, তাজকে হত্যা করা হবে, উনাকে পালিয়ে যেতে বলেন।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: chatGPT কে বলেছিলাম,
ইসরাঈল জেনোসাইড করেছে
এই সম্পর্কে কিছু বলো
সে ফেইল করেছে !

.........................................................
এর অর্থ হলো এই যে, ইসরাঈল
গুগোল সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রন করছে

৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



ইহুদীদের হাত অনেক লম্বা; তবে, এবার তাদেরকে ইউরোপ ছাড়তে হবে।

৭| ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৯

নতুন নকিব বলেছেন:



গার্বেজ জিন্দাবাদ।

৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার বলা উচিত বেদুইনরা জিন্দাবাদ

৮| ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আপনি কি এখন ঢাকা আছেন?
তাহলে আগামীকাল দেখা হবে। ধানমন্ডি। কলাবাগান।

৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



না, আমি নিউইয়র্কে।

৯| ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২২

সৈয়দ কুতুব বলেছেন: ইয়ে মানে খারাপ ভাবে নিবেন না ।

নতুন নকিব-আপনি-শাইয়ান সাহেব আপনাদের তিনজনের মিথষ্ক্রিয়া এখন রাগারাগি থেকে ফানি লেভেলে চলে গেছে । আপনারা কেবল একজন আরেকজনের লেখায় ঢু মারেন টানা মারতে ।

ঘটনাটি কেবল বুদ্ধিবৃত্তিক লেভেলে নেই । আপনারা এসব করে কি মজা পান ?

১০| ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব আপনি ব্লগে নতুন। তাই অনেক কিছু জানেন না।

চাঁদগাজী একজন রসিক মানুষ। তার রসিকতা মারাত্মক লেভেলের। বুঝতে হলে কিছুটা মগজ থাকতে হবে।

আমাদের একজন ব্লগার ছিলেন, নুরু। নূর মোহাম্মাদ নুরু। উনার সাথে চাঁদগাজি দারুন রসিকতা করতেন।
চাঁদগাজী রসিকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.