নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

গোলাম আজমের ছেলে টাকা পেয়েছে, ঘুম হওয়া ব্লগারকে কি দেয়া হচ্ছে?

৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৮



শেখ হত্যার পর, জিয়ার সময় গোলাম আজমের ছেলে বাংলাদেশ মিলিটারীতে স্হান করে নেয়; এই ধরণের শিবির/জামাতী অনেক জংগী মিলিটারীতে স্হান পেয়েছিলোজিয়ার সময় ; এরাই আমাদের মিলিটারীকে সব সময় আমেরিকার পকেটে রেখেছে। শেখ হাসিনা একটা ছোট এ্যাকশান নিয়ে গোলামের বাচ্চাকে মিলিটারী থেকে বের করতে পেরেছিলো। গোলামের ছেলে মিলিটারীর বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো; তাই শেখ হাসিনাকে এই সাপকে খাঁচায় রেখেছিলো।

সাপ এখন মুক্ত হয়ে, আমাদের মিলিটারীকে কন্ট্রোল করেছে; মিলিটারী থেকে "বের করার জন্য" ক্ষতিপুরণ নিয়েছে; এখন বাংলাদেশ মিলিটারীর কিছু অফিসারকে বিচারের নামে হেনস্তা করছে। এগুলোতে সন্তুষ্ট হয়ে আমাদের ঘুম হওয়া ব্লগার আলহামদুলিল্লাহ বলেছে; উহাও টাকা পয়সা আদায়ের চেষ্টা করছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: জিয়া গোলাম আযমকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনেন।
জিয়া অন্যায় করেছেন।



৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



জিয়া ভেবেছিলো সে খুবই বুদ্ধিমান; ইডিয়টটা জাতিকে ডুবায়ে দিয়ে গেছে, নিজেও বুলেটে ঝাঁজরা হয়ে রাস্তার কুকুরের মতো প্রাণ হারায়েছে।

২| ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি নেতা এহসানুল হক মিলনকে বিদেশে যেতে দিলো না ইনটেরিম। উনাকে এয়ারপোরট থেকে ফিরিয়ে দিয়েছে । এটা কি সরকার করছে নাকি মিলিটারি করছে ? মিলনের সাথে তারেকবের ভালো নেই ।

বিএনপির activist রা বোকা । যেসব বিষয় নিয়ে কথা বলা উচিত সেগুলো নিয়ে তারা চুপ থাকে । :-B

জা-শি এবং লিগার activist রা সঠিক/ভুল যাই হোক সেটা তুলে ধরে সবার সামনে ।

৩১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হত্যা ও মিলটারীকে কারা সাপোর্ট করছিলো? ইডিয়টরা। জিয়া পেয়েছিলো জনসংখ্যার ইডিয়ট অংশকে।

বাংগালীরা ছিলো আইয়ুব বিরোধী; কিন্তু ৪০ ভাগ বাংগালী আইয়ুবের ভক্ত ছিলো; ওরা কারা? ইডিয়টরা।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

সৈয়দ কুতুব বলেছেন: আজ থেকে ঠিক ৫৩ বছর আগে ১৯৭২ সালের ৩১ অক্টোবর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দীক্ষা নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

৩১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



সিরাজুল আলম খান ও রবের সাথে ঘনিষ্ট ছিলাম যুদ্ধের পর থেকে, সোসজাসুজি ও পরিস্কারভাবে ইডিয়ট ছিলো।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০৮

সৈয়দ কুতুব বলেছেন: সুদানে সমাজতান্ত্রিক আরব জাতীয়তাবাদী আর মোল্লাহ মিলিটারির সংঘর্ষ চলছে। গৃহযুদ্ধে ১ লাখ ২০ হাজার নাকি মারা গেছে। সুদানের মানুষ কেমন?

৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:





সুদানের মানুষ গাভীর মতো নীরিহ; পুরো আফ্রিকার লোকজনই এমন। কিন্তু ওখানকার শাসক শ্রেণী ও মিলিটারী হলো অজগরের মতো বড়, গোখরোর মতো বিষাক্ত। গত ৪০০ বছর মানুষগুলো শাসকদের বলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.