| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেসব দেশ বিশ্বে উন্নত, তাদের ইতিহাস দেখুন গত ৫০ বছরের: তাদের প্রশাসন, সরকার, শিক্ষা, চাকুরীর হার, সায়েন্স, টেকনোলোজী, জীবন যাপনের মান, এসবের নমুনা ও সুচক দেখুন। আর গত ৫০ বছরে যে জাতি ভয়ানক বিশৃংখলার মাঝে ছিলো ও আছে, তাদের ইতিহাস দেখুন।
এখন সমস্যা হলো, সামুর ব্লগারেরা যারা দেশ নিয়ে লেখেন, তারা নিজ জাতির ইতিহাসও সঠিকভাবে জানেন না; সামুর ব্লগারেরা বাংলাদেশের জাতীয় ঘটনাবলীকে নিরপেক্ষভাবে ও সঠিকভাবে তুলে ধরার মতো জ্ঞানী বলে মনে হয় না।
জাতি স্বাধীনতা যুদ্ধ করলো, সেটাতে জয়ী হয়ে দেশ গঠনের ফেইজে প্রবেেশ করলো, তখন জাতি যুদ্ধ থেকেও বড় সমস্যার মাঝে প্রবেশ করলো; দেখা দিলো সমস্যা। সেই সমস্যা থেকে জন্ম নিলো কয়েকটি অপশক্তি: সর্বহারা ( তত্বহীন বাম ), জাসদ গণবাহিনী ( বাম নামে চরম ডান ), এরপর আমেরিকান ক্যু! এগুলো জাতির সমস্যা সমাধানের নামে জাতিকে কক্ষচ্যুত করলো। এরপর শুরু হলো, যুদ্ধে পরাজিতদের কর্তৃক বিশৃংখলা; আজকে জাতির নিজস্ব সরকারও নেই; যেটা আছে, সেটা হলো আমেরিকান দুতাবাসের দেয়া। মিথ্যুক ইউনুস কিভাবে সাময়িক সরকার প্রধান হলো, সে সেই কথা বলেনি।
দেশে কি ঘটছে, সামুর ব্লগারদের লেখায় এগুলো কি আসছে? জুল ভার্ণ, ভুয়া, সতয়পথিক, নকিব, ঢাবিয়ানের লেখা থেকে কি এসব পরিস্কার হচ্ছে?
০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন:
যেসব ঘটনা-প্রবাহ জাতিকে ভয়ংকর সমস্যার দিকে ঠেলে দিচ্ছে, সেগুলো নিয়ে লেখার হাজার দিক আছে।
ব্যুরোক্রেটদের সবকিছু জানায় আমেরিকান দুতাবাস; ওরা ইুনুস ও তার জল্লাদদের বুঝে; ওদের কাজ ওরা করে যাচ্ছে, ওরা নিজেদের পরিবারের জন্য কাজ করে।
২|
০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: ইনটেরিমের সাকসেস কে নিয়ে লেখা আর আসে না খেয়াল করেছেন ? সবাই এখন কেবল ইলেকশন হয়ে সরকার বিদায় নিলেই বাচে । এতো সাপোোরট নিয়ে যে সরকার পাওয়ারে আসলো , যে নতুন দল গঠিত হলো এগুলো নিয়ে এখন মানুষের হেডেক নাই ।
আমি কোনোদিন এতোটা আশাবাদি ছিলাম না । ভেবেছিলাম ৩/৬ মাসের মাঝে ইলেকশন হয়ে যাবে । তাই বিএনপির ৩/৬ মাসের মাঝে ইলেকশন কে বরাবর সাপোরট দিয়ে এসেছি। বিএনপি সঠিক ছিলো ।
ইনটেরিম শুরুতে পলিসি মেকিং করছিলো দেখে হতবাক হয়েছিলাম । এখন লাইনে এসে পড়েছে ।
০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
লিলিপুটিয়ান ঢাবিয়ান, ভুয়া ও জুল ভার্নের ঠগী পোষ্টের পাঠক নেই; ব্লগারেরা বুঝার শুর করেছে দেশের অবস্হা ও জাতির ভয়ংকর সমস্যা।
৩|
০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
নতুন নকিব বলেছেন:
দেশ নিয়ে ভাবতে পারে এমন ব্লগার সামুতে একজনই আছেন, উহার নাম গার্বেজ।
০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার মতো লোকদের ভাবনাচিন্তা আজকের পাকিস্তান, আফগানিস্তান, লেবানন, ইয়েমেন ও সুদানের জন্ম দিয়েছে; বাংলাদেশ এখন সেগুলোর লেভেলে যাচ্ছে।
৪|
০১ লা নভেম্বর, ২০২৫ রাত ১১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা কোন সরকারি দল কি এটা মানবে? ধরেন ৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগ ! মেনে নেওয়া উচিত?
সংস্কারের নামে বিএনপিকে এসব মেনে নিতে হবে। ![]()
০২ রা নভেম্বর, ২০২৫ ভোর ৪:৪৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আগামীতে সুনীতি দমন কমিশনে সবাই হবে সরকারী দল থেকে!
৫|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪
নতুন নকিব বলেছেন:
আপনার ভাবনাচিন্তা মারাত্মক পর্যায়ের বেকুব টাইপের, উজবুকীয় এবং গার্বেজ। বর্তমান এআই যুগে উহা চলার মত নহে।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
চাঁদগাজী, সোনাগাজীর তুলনায় আপনার ব্লগিং'এর কি অবস্হা?
৬|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬
নতুন নকিব বলেছেন:
কীসব বানর ফানর, গাধা ইত্যাদির ছবি দিয়ে একের পর এক অর্থহীন হাস্যকর গার্বেজ পোস্ট দেন। ইহা থেকেই আপনার ভাবনাচিন্তার নিচু লেভেল অনুমান করা যায়।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
উহা বানরের ছবি নয়, উহা ইসলামী স্কলার।
৭|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: সামুতে যারা লিখছে, এদের বেশির ভবাব মিথ্যাবাদী।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুতে এখন গড়ে ৩০ জন পাঠক; মিথয়ুকেরা তেমন কিছু বদলাতে পারছে না; কিন্তু ৩০ জন শিক্ষিতদের কত জন গার্বেজ লেখক, সেটা সহজে জানা যাচ্ছে।
অপুর গার্বেজ গল্পের অবসান হয়েছে, জুল ভার্ণ'এর মিথ্যা কেহ পড়ে দেখছে না, নকিব মত ইসলামিক স্কলারের খবর নেই, ঢাবিয়ানের চা-সিংগারা চলছে না।
৮|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
নতুন নকিব বলেছেন:
লেখক বলেছেন: চাঁদগাজী, সোনাগাজীর তুলনায় আপনার ব্লগিং'এর কি অবস্হা?
-চাঁদগাজী, সোনাগাজীর ব্লগিংয়ের অবস্থা অতীত। বর্তমানে জেনারেশন একাত্তর এর অবস্থা আরও শোচনীয়। উহা ফ্যাসিবাদের পরাজিত সৈনিকের প্রতিচ্ছবি। লুকিয়ে, পালিয়ে ব্লগিং করে। ব্লগারদের নামে কুৎসা মুৎসা ইত্যাদি রটনা করে বেড়ায়।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাকে সামনের পাতায় যেতে দেয় না জাদিদ, শায়মা, অপু, জুল ভার্ণ, প্রমুখ; ওদের সাথে কার মিল বেশী, আমার নাকি আপনার?
৯|
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫
নতুন নকিব বলেছেন:
লেখক বলেছেন: আমাকে সামনের পাতায় যেতে দেয় না জাদিদ, শায়মা, অপু, জুল ভার্ণ, প্রমুখ; ওদের সাথে কার মিল বেশী, আমার নাকি আপনার?
-কেন দেয় না? অপরাধীকে অপরাধের শাস্তি পেতেই হবে। এটা তারই প্রমান। এটাই ন্যায়বিচার।
০৩ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
জেনারেশন একাত্তর বলেছেন:
প্রশ্নফাঁস ও ইসলামিক স্কলারদের আচরণ সব সময়ই ক্রিমিনাল আচরণ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আজকের দিনে বলতে গেলে পলিটিক্স নিয়ে লেখার মতো কিছুই নেই । জুলাই সনদের নামে চলছে ধারাবাহিক নাটক । পলিটিকাল দলগুলো একটিং করছে ; সব সেট আপ । ইলেকশন দিবে একটা কোনোমতে । সিট আগে থেকেই ভাগাভাগি ফরমুলা রেডি আছে ।
১-পুলিশ সরকারের কথা শুনছে না ২-আমলারা সরকারের কথা শুনছে না । ৩- সরকার ভয় পাইতেসে বিএনপি যদি লিগের সাথে হাত মেলায় । ৪- সরকারের কাছে টাকা নেই তবু নাকি সরকারি চাকুরির বেতন বাড়াবে । ৫- বিভাগ , জেলা করতে কমিটি করে ফেলেছে আমলারা সরকার কে না জানিয়ে : আম-জনতা রেলে ইট-পাথর মারছে , রেল লাইন এমবারগো করে রেখেছে ।
এসব নিয়ে লিখে মারকেট পাওয়া যাবে ?