নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

জিয়ার "গণভোটের" রেজাল্ট কিভাবে ও কাহারা দিয়েছিলো?

০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮



১৯৭৭ সালের "৩০ শে মে" জিয়া রেফেরেনডাম বা গণভোট করেছিলো! তখন দেশে সামরিক শাসন চলছিলো। রেজাল্ট কাহারা দিয়েছিলো?

সেই গণভোটের সময় যাদের বয়স ১৮ বছরের উপরে ছিলো, তারা জানে যে, সারাদেশে কোন কেন্দ্রে সারাদিনে মিলে ১০০ জনও (৫/৭ হাজার ভোটারের মাঝ ) ভোট দিতে যায়নি; কিন্তু ভোটের রেজাল্টে ছিলো শতকরা ৮৮ জন ভোটার ভোটে উপস্হিত ছিলো; শতকরা ৯৮ ভাগ জিয়ার পক্ষে ছিলো।

যদি ভোটে ৪ জন মানুষ যেতো: জিয়া, বেগম জিয়া, ক্যা; ওলি ও মেজর মীর শওকাত আলী, তখন উপস্হিতি দেখাতো শতকরা ৮৮ জন ও জিয়ার পক্ষে ভোট দিয়েছে শতকরা ৯৮ জন; কারণ, বেগম জিয়া "না" ভোট দিয়েছিলো?

সেই গণভোটের রেজাল্ট কাহারা দিয়েছিলো?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনিও গনভোট নামক কমেডি নিয়ে লিখা শুরু করেছেন ? ২০০-৫০-৫০ এভাবে সমঝোতা চলছে। আমি দাবি করছি এমন না এনসিপি , আর সরকার এই সমঝোতা করানোর পিছনে আছে ।

তারাই আকারে ইংগিতে বলছে ।

০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:




রেফেরেনডসম হছে গণতন্ত্রের ১টি দরকারী প্রসেস, মিলিটারী ও মৌলবাডীরা ইহাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য।


০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:




২০০-৫০-৫০ হয়তো বিএনপি চাচ্ছে; বিএনপি ১৫১-১০০-৪৯ সমঝোতাও মেনে নিবে।

২| ০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১

সৈয়দ কুতুব বলেছেন: ওয়াকার উজ জামান যদি ২০০-৫০-৫০/১৫১-১০০-৪৯ এই হিসাবে জামাত কে চায় ? ওয়াকার নাকি গোলাম আযমের ছেলে আমান আযমিকে খুব মানে । আমান আযমির সমালোচনা করে এক ইউটিউবার জেলে গিয়েছে। মহা পাওয়ারফুল মানুষ তিনি । সেনাদের জেলে নেয়ার আগে নাকি ওয়াকার আযমির কাছে গিয়েছিলো ।



০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:




গোলাম আজমের ছেলে পাকীদের সহায়তায় আমাদের সেনাবাহিনীকে দখল করেছে/কিনে নিয়েছে; পাকিস্তানের অবস্হান এখন ওয়াশিংটনে ইসরায়েলের সমান।

০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:




স্বাধীনতার পক্ষের সব মিলিটারী অফিসার ছুটিতে, ক্যানন্টনমেন্টের বাহিরে।

৩| ০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: এবারের ইলেকশনে কি হবে আপনিও বুঝতেসেন না । :)

যখন বলেছি জামাত পাওয়ারে আসতে পারে তখন আপনি টিটকারি মেরেছেন । এখন আপনি নিজেই কিছুটা কনফিউসড হয়ে গেছেন ।

রাজিব নুরের ঘুম হারাম । :P

০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



ইলেকশানে কি হবে, তা আমি বুঝতেছি না; কারণ, এখানে দুতাবাস, পাকিস্তান ও সেনাবাহিনী যুক্ত।

৪| ০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

মাথা পাগলা বলেছেন: আপনার লেখা ফ্রণ্ট পেজে আসে না, নাকি আমি মিস করি। আপনার কমেণ্টগুলো বেশ উপভোগ করি। অল্প কথায় শালাদের টুঁটি চেপে ধরেন। ভালো থাকবেন।

০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



লিলিপুটিয়ান ব্লগারগুলো আপনার কিংবা কারো শালা হওয়ার মতো নয়, এগুলো প্রশ্নফাঁস গার্বেজ।

আমার লেখা সামনের পাতায় যায় না।
আমাকে কোন ব্লগই শান্তিতে ব্লগিং করতে দেয়নি; কারণ, তারা ব্লগের স্হানে ছাগলের ফার্ম করে লাভবান হয়ে আসছে।

৫| ০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ১২:১২

dupur১২৩ বলেছেন: স্যার আপনার গার্বেজ বাণিজ্য কেমন চলছে। আপনার আফা কবে আসবে। খাইতে বসতে হাগতে খালি আফা আফা করবেন। তাহলে গার্বেজ বাণিজ্য আরো ভালো চলবে। জয় বাআল পার্টি। কি একটা পার্টি করেন ইংলিশ এ BAL বাংলায় বাআল। বড়োই সৌন্দর্য।

০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



দলটা করেছিলেন মওলানা, নামটি উনি দিয়েছিলেন।

আফা এখন এসে গেলে, ইউনুসের দিন গণনা শুরু হয়ে যেতো।

৬| ০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গনভোট সাধারন মানুষ বুঝে না
তাই ভোট দিতে উৎসাহ বোধ করেনা !
এই সুযোগে করিৎকর্মা লোকজন তাদের
কর্ম হাসিল করে নিয়ে যায় ।

০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ৩:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি ইউরোপে বাস করেন? আইয়ুব, জিয়াদের "গণভোট" কি কেহ গুণেছিলো?

মিলিটারী রেজাল্ট দিয়েছিলো, এটাই ভোর।

ইরাকে কি সাদ্দামের ভোট গণনার দরকার হতো?

৭| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এবার হবে ঘনভোট।
জুলাই সার্টিফিকেট পাস হবে ঘনভোটে।

০৩ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:




পাকিস্তান ও বাংলাদেশের ক্রিমিনালরা, ক্যু'এর পর গণভোট করে, সাদ্দামের মত ভোটের রেজাল্ট নিজেরা দেয়।

৮| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

dupur১২৩ বলেছেন: স্যার , পড়াশুনা করেন , অল্প বিদ্যা ভয়ঙ্করী , যদিও এই গুলো আপনারে বলে লাভ নাই , গাধা রে মানুষ বলে ডাকলে , গাধা প্রতিবাদ করে বলবে আমি মানুষ না আমি গাধা। আমি কি বলতে চাচ্ছি , আপনার মতো গার্বেজ ইতিহাস বিদের মাথার উপর দিয়ে যাবে।

আপনার মতো কিছু গার্বেজ ইতিহাসবিদ রা বলে বেড়ায় বাআল এর নামকরণ করসে ভাসানী। এইটা ভুল , ভালোভাবে পড়াশুনা করেন , পড়াশুনা করলে বুজতে পারবেন ভাসানী একক ভাবে এই নাম করে নাই।

আপনি সামুর , সর্বকালের সেরা গার্বেজ সরবরাহকারী, যে BAL এর টাকা দিয়ে গার্বেজ সরবরাহ করে।

০৩ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:




ইতিহাস লেখা আছে অনলাইনে, পড়ে দেখেন, কতটুকু অনুধাবন করতে পারেন; আওয়ামী লীগে অনেক বিবর্তনের মাঝ দিয়ে গিয়েছে; তবে, ইহা মহান উ্দ্দেশ্য নিয়ে করা হয়েছিলো বাংগালী জাতীতাবাদকে ধারণ করার জন্য। অন্য দলগুলো করেছিলো কিছু লোকের নিজস্ব শ্রেনীকে প্রভু করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.