| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
গত ২/১ বছর আগে সামুর কোন ব্লগার কি ভেবেছিলো যে, নাইজেরিয়ায় আমেরিকান সৈন্য যাবে 'বোকা হারামকে' পরিস্কার করার জন্য? সবাই শুধু শুনে আসছিলো যে, বোকা হারাম স্কুল থেকে খৃষ্টান মেয়েদের নিয়ে গিয়ে মুসলিম করে গর্ভবতী করে; ইহা  চলে আসছে বেশ কিছু সময় ধরে। যথেষ্ট হয়েছে, এবার আমেরিকান সৈন্য যাচ্ছে বোকা হারামকে পরিস্কার করার জন্য।
বাংলাদেশে যা ঘটছে, একটা সময় আমেরিকান সৈন্য আসবে, কিংবা বাংলাদেশ সেনাবাহিনীকে নিজেদের দেশ পরিস্কার করতে হবে। এসব ইউনুস-জামাত-শিবির-এনসিপি মতো গার্বেজ  জংগীদের আজকের আধুনিক  বিশ্ব  দীর্ঘদিন সইবে না।
 
০৩ রা নভেম্বর, ২০২৫  বিকাল ৫:৫০
জেনারেশন একাত্তর বলেছেন: 
মিলিটারীতে থাকাকালে ওসমানী পাকী জেনারেলদের বুটের নীচে ছিলো; তাই অবসরে তিনি আওয়ামী লীগের ছায়ায় এসেছিলেন; কিন্তু হাজার হলেও আমেরিকার কেনা পাকী মিলিটারীর কর্ণেল ছিলেন।
জিয়া ও নীচুপদের অফিসারেরা যে আমেরিকা ও পাকীদের কাছে বিক্রয় হয়েছে  তা োসমানী জানতো না; শেখ হত্যার পর, সিআইএ উনাকে সেনাবাহিনীর মাঝে  ঐক্য বজায়  রাখার দায়িত্ব দিয়েছিলো।
২| 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৬:০৪
সৈয়দ কুতুব বলেছেন: এমজি তাওয়াব গডের চুজেন পারসন ছিলেন  না । কেবল একজন হাতিয়ার তাই না ? চুজেন পারসনকে ক্ষমতায় বসাতে তাকে দরকার ছিল (বিমানবাহিনীর সমর্থন) । 
চুজেন পারসনের নাম নিবেন না দয়া করে। আপনি কেচাল বাজ ।  
 । আমার ভুল ও হতে পারে।
 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৬:১৪
জেনারেশন একাত্তর বলেছেন: 
এমজি তাওয়াব'টা কে? 
আমি মনে করতে পারছি না।
৩| 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৬:২১
সৈয়দ কুতুব বলেছেন: এয়ার ভাইস মার্শাল এম. জি. তাওয়াব (বিমানবাহিনী প্রধান) । তাওয়াবকে ১৫ আগস্টের অভ্যুত্থানের পর খন্দকার মোশতাক সরকার জার্মানি থেকে ফিরিয়ে এনেছিলেন। ১৯৭৬ সালের বগুড়া বিদ্রোহের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগের পর জিয়াউর রহমান তাকে দেশ থেকে বের করে  দিতে সক্ষম হন ।  
 । 
আরো ঘটনা আছে । আজকে ৩ তারিখ তো তাই আপনার সাথে মশকরা করলাম ।  
 ।
 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৬:২৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
নভেম্বর ১/২/৩ তারিখের ঘটনাগুলো হচ্ছে আমাদের মিলিটারীর ক্রিমিনাল: জিয়া, এরশাদ, খালেদ মোশারফ, মীর শওকত আলী, কর্নেল ওলী ও কর্ণেল তাহেরের অপরাধের স্বাক্ষর।
 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৬:২৯
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনি সম১৪৩২'এর গার্বেজ সত্যি পড়েন? 
আমার মনে হয়, ৫ম শ্রেনীর বাচ্চারা এর থেকে সঠিভাবে লিখতে পারে! ডামী কাবাব বানাতে জানে; এখন মনে হয়, হুন্ডির ব্যবসা করে।
৪| 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৬:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: সুম১৪৩২' এর লেখা পড়ি । আপনার বলা কথাকে তিনি challenge হিসাবে নিয়েছেন। উনাকে উৎসাহ দিতে পড়ি ।
 
০৩ রা নভেম্বর, ২০২৫  সন্ধ্যা  ৭:২১
জেনারেশন একাত্তর বলেছেন: 
বিড়াল কখনো বাঘ হয় না, উহা ইঁদুর নিয়ে ব্যস্ত থাকে।
আচরণের দিক থেকে সুম১৪৩২ ক্রিমিনাল, উহার মগজ থেকে গার্বেজ ছাড়া কিছু বের হবে না।
৫| 
০৩ রা নভেম্বর, ২০২৫  রাত ৯:৩৯
নতুন নকিব বলেছেন: 
তা আপনি কি বোকো হারামের আমেরিকান প্রতিনিধি? কবে থেকে?
 
০৩ রা নভেম্বর, ২০২৫  রাত ১০:০৮
জেনারেশন একাত্তর বলেছেন: 
আগামীকাল থেকে, টের পাবেন!
৬| 
০৩ রা নভেম্বর, ২০২৫  রাত ৯:৫২
নতুন নকিব বলেছেন: 
ব্লগে পোস্টের নামে গার্বেজ ঢেলে দিয়ে কোথায় হারিয়ে গেলেন মশাই? উত্তর দিচ্ছেন না যে!
 
০৩ রা নভেম্বর, ২০২৫  রাত ১০:১০
জেনারেশন একাত্তর বলেছেন: 
হাঁটতে গিয়েছিল্বা। 
সন্ত্রাস লালন পালন করে যেসব জাতি হেরে গেছে:
১) গাজা
২) লেবানন
৩) ইয়েমেন
৪) সুদান
৬) সিরিয়া
৭) লিবিয়া
৮) পাকিস্তান
৯) আফগানিস্তান/
৭| 
০৩ রা নভেম্বর, ২০২৫  রাত ১০:৩৫
নতুন নকিব বলেছেন: 
আগামীকাল থেকে, টের পাবেন!
-ভয় দেখাচ্ছেন? হুমকি দিচ্ছেন? আগামীকাল থেকে কী করবেন?
 
০৩ রা নভেম্বর, ২০২৫  রাত ১১:২৯
জেনারেশন একাত্তর বলেছেন: 
খবর পাবেন, আপনার বোকা হারামী বন্ধুদের অনেকেই কাল থেকে বেহেশতের পথে রওয়ানা দিবে।
৮| 
০৪ ঠা নভেম্বর, ২০২৫  সকাল ১১:৪৩
নতুন নকিব বলেছেন: 
বোকা হারাম নহে, কথাটা বোকো হারাম (Boko Haram) হবে। উইকিপিডিয়া দেখে নিতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২৫  বিকাল ৫:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ওসমানি সাহেব কেন শেখ মুজিবুর রহমানের খুনিদের বাচাতে নেগোসিয়েশন করেছিলেন ?