নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের দেশে "রাজাকারী সনদ" নিয়ে ইউনুস মিয়া কোথায় রওয়ানা হয়েছে?

০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০



ইউনুস মিয়া ছিলো সুদখোর, আমেরিকান ক্যু'এর পর দেশের সর্বময় পরিচালক; আলাউদ্দিনের "রিসেট বাটন" পেয়ে গেছে সুদখোর সওদাগর। ক্যু'এর ডিজাইন ছিলো, সাধারণ ছাত্র ও দরকার হলে শিবির হত্যা করে মানুষকে রাস্তায় আনবে শিবির; সেটা ছিলো মেটিকুলাস তত্ব; উহা কাজ করেছে এই দু:খের রাজ্যে।

জাতি রক্ত দিয়ে এনেছিলো দেশ ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধের সনদকে ( গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ) মুলে রেখে জাতির চলা শুরু হয়েছিলো। সেই যাত্রাপথে বাধা দিয়ে পাকিস্তান ও আমেরিকা মিলে, হত্যা করেছে নেতাকে; আইয়ুবের ষ্টাইলে দেশ দখল করেছে জিয়া ও সব মিলটারী অফিসারেরা মিলে।

আমেরিকান ও পাকীদের ক্যু'এর পথ ধরে এখন ক্ষমতায় রাজাকরেরা; তাদের "রাজাকরী সনদ" নিয়ে ইউনুস মিয়া জাতিকে পাকী বানাচ্ছে? দেখা যাক, কতদুর যেতে পারে সুদ-খোর!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আজাদ সাহেব কি আপনাকেও block করেছেন নাকি ? আমাকে করেছেন । আজকে দেখেন কি নিয়ে লিখেছে । আদার বেপারি জাহাজ নিয়ে রচনা লিখেছে।

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



উহা জন্মগতভাবে ইডিয়ট; ৫ম শ্রেনীতে গরুর রচনা মুখস্হ করেছিলো। না, আমাকে এখনো ব্লক করেনি।

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



উনার গার্বেজ তো আমি পড়ি না; কোন পোষ্টে আপনাকে নিয়ে লিখেছে?

২| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:১২

সৈয়দ কুতুব বলেছেন: সে নাকি শিক্ষকদের দাবীর সাথে একমত। কিন্তু কেন একমত সেটা নিয়ে লিখেনি। জানেও না প্রাথমিকে কিভাবে প্রশ্নফাঁস এবং কোটায় দেদারসে নিয়োগ হয়েছে।

১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



সে ধনী, অভিনেতা ও প্রতারক; কি বলছে, কি করছে, কোন কিছু বুঝার উপায় নেই। ,

৩| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: এই জুলাই সনদের মাধ্যমেই রাজাকার শিবির চিনতে সুবিধা হবে।

৪| ১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



রাজাকারী সনদ? রাজাকারেরা জল্লাদ, ওদের মগজ হায়েনার মগজ।

৫| ১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১

সৈয়দ কুতুব বলেছেন: কেমন আছেন ? আমি ভেবেছিলুম আর সামু চালু হবে না ।

১১ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



ভালো আছি, ধন্যবাদ।

সামুর মালিকানা অদক্ষদের দিয়ে সামু চালাচ্ছে। কাল্পনিক_ভালোবাসা ইহাকে ধ্বংস করেছেন; উনার ডোডো ভাবনাচিন্তার কারণে নতুন ব্লগার আসেনি, দুনিয়ার ভুয়া, মুয়ারা গরুঘর বানায়েছে সামুকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.