| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো, অনেক পোষ্ট লিখে আমি না'হল তারকারীকে বা মেঠোপথকে জাতির জন্য কাজ করাতে উৎসাহী করে তুললাম; কিন্তু এদের দক্ষতাকে কাজ লাগাবো কিভাবে? সরকার কি কোন থিংক ট্যাংকে এদেরকে যায়গা করে দিবে?
নতুন নকিব আমাকে ভয়নাক শত্রু ভাবেন না, উনার কষ্ট, আমি কেন সুরাগুলোকে মুল্যায়ন করি না, জুলাই সনদ মানি না! আমাদের গ্রামের ২ জন মোল্লা ব্যতিত আর কেহ আরবী ভাষা বুঝেন না ( কিন্তু ৯০ ভাগই সুরা-কালাম পড়তে পারেন ); সুরাতে কি আছে, এগুলো কাহারা লিখেছেন, কেন লিখেছেন কিছুই এদের জানার কথা নয়; অথচ তাঁরা এসব সুরা জানার কারণে আরবদেশে নীচু মানের শ্রমিক হয়ে ভালো জীবন যাপন করছেন; এবং তাদের স্ত্রীরা একাএকা রজনী কাটায়। কিন্তু নকীব সামুতে লিখেছেন যে, উনি আল্লাহের কাছে যা চেয়েছেন, তার চেয়েও বেশী পেয়েছেন। আল্লাহ কাউকে অনেক দেন, আমাদের গ্রামের লোকদের রাতে বউ'এর সাথে ঘুমানোর তওফিকও দেন না। উনাকে কি আমি আধুনিক শিক্ষা নিয়ে বুঝাতে পারবো; সুরার বদলে টেকলোলোজী নিয়ে কথা বলতে?
জুল ভার্ণ আমার পোষ্ট পড়ে আজীবন আমাকে ভয়ানক গালি দিয়েছেন; উনাকে কি করে বুঝাবো যে, কোন সঠিক কারণেই হাসিনার লোকজন উনার মুক্তিযুদ্ধের ভাতা কেড়ে নিয়েছেন; হাসিনাই শুধু মুক্তিযোদ্ধাদের সামান্যতম সাহায্য করেছেন। উনি শেখ হাসিনার উপর রাগ করে, ২য় বার মুক্তিযুদ্ধ করলেন। উনাকে কি করে আমি বুঝাবো যে, দেশ ভরে গেছে ভুয়া লোকজনে; এমন কি সামুতে ভুয়া নিকের ব্লগারও আছেন। সামুতে এত লিখছি, ফলাফল দেখছি না।
১১ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি লেখার শুরুতে দেখেছিলাম, বাংলাদেশের শিক্ষিতদের শতকরা ১০/২০ জন কিছুটা বুঝতেন! এখন এদের হার কমে ৫% হয়ে গেছে; ইডিয়টদের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে।
২|
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৮
আদিত্য ০১ বলেছেন: জুল ভার্নে খুব ভীরু মানুস। তার পোস্টে আমি একদিন খুব যুক্তি দিয়ে বিএনপির সমালোচনা করে কমেন্ট করেছি, দেখি উনি আমার ওপর এত চ্যাতছে, প্রতিউত্তর দিতে গিয়ে দেখি কমেন্ট ব্যান করেছে। উনি কিসের ব্লগার মাথায় আসে না।
আর উনি কি এমন বিখ্যাত ব্যক্তি যে আওয়ামীলীগ সরকার খায়ে দায়ে কাম নাই তাকে গুম করতে যাবে। এরা থার্ড ক্লাস টাইপ ব্লগার এটেনশন সিক করতে ব্লগ লিখে। থার্ড ক্লাস বলার কারন হল, বিএনপির বিরুদ্ধে কিছু বললেই উনি চ্যাতে রেগে মেগে ব্যাক্তিত্বহীন মানুসের মত কথা বলে। প্রচন্ড দলকানা। আমরা তাও আওয়ামীলীগের সমালোচনা করি, কিন্তু উনি বিএনপির গু কেও গু বলতে চান না। পারলে খালেদা তারেকের গু ঘি হিসেবে খেয়ে নিবেন
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
উনি ২ বারের ভুয়া মুক্তিযোদ্ধা। উনি ও ফরহাদ মাজ হার "ঘুম" হয়েছিলেন একই কারণে। ১৯৭১ সালের কোন মুক্তিযোদ্ধা শেখ হত্যা ও আমেরিকা/পাকী/সেনা বাহিনীর ক্যু'কে সাপোর্ট করার কথা?
৩|
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৪
আদিত্য ০১ বলেছেন: আরেক জন আছে জটিল, উনি আমার নিকের নাম আদিত্য দেখে আমাকে হিন্দু হিসেবে ট্রিট করে কি কি বললো। কিন্তু সে জানে না আদিত্য অর্থ সূর্য, এদের মত গর্দভের দল ভাষা ও তার শব্দগুলোকেও হিন্দু ইসলামে ভাগ করে ফেলে। আমি ইসলামের আকিদা ও ঈমান নিয়েই জিবন চালাচ্ছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু জটিল কুটিল আমাকে নিকের নামের কারনে হিন্দু হিসেবে ফতোইয়া দিলো।
এন্টারকটিক জামাতের কূট মুলুভির মত
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংগালী জাতির পংগু সন্তানেরা জামাত/শিবির/রাজাকার ও বিএনপি'র সমর্থক; এরা জন্মগতভাবে জল্লাদ।
৪|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৪
নূর আলম হিরণ বলেছেন: এদেশে লিখে কিছু আর পরিবর্তন করতে পারবে না কেউ। জাতি চরম বিশৃংখল অবস্থায় পতিত হয়েছে।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
এসএসসি পরীক্ষায় ১০/১৫টা কবিতা ও ১০/১৫টা গল্প পড়ে এরা পরীক্ষা দিয়েছে ফাঁসকরা প্রশ্নে, এই ইডিটরা কি লিখবে, কি পড়বে, কি বুঝবে?
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
২ নতুন গল্পকার ও উপন্যাসিক এসেছিলো সম্প্রতি; আমাকে গালি দিয়ে নিরু্দ্দশ; শেখ হাসিনা গুম করে ফেলেছে মনে হয়।
৫|
১২ ই নভেম্বর, ২০২৫ ভোর ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নষ্ট প্রজন্ম কারো লেখায় পথ চলে না।
এরা পড়াশোনা করে না।
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
এই প্রজন্ম ক্লাশে বসে ফেইসবুক দেখে, পর্ণ দেখে।
৬|
১২ ই নভেম্বর, ২০২৫ ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান আল্লাহ সোবাহানা তায়ালার ইচ্ছা ব্যতীত কেউ ইচ্ছাও করতে পারে না।
মানুষ ও তার ভাগ্য পুরোটাই আল্লাহ কর্তৃক নির্ধারিত।
নিয়তি অনেক আগেই ঠিক করা।
বুঝে শুনে কোরআন হাদিস পড়লে দেশে দেশে নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে।
তাই কেউ বুঝতে চায় না।
শুনে্ই ছওয়াব হাছিল করে।
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:২০
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের জাতির জীবনভাবনা গড়ে ৫০০ বছর আগের বেদুইনদের মতো।
৭|
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:০৮
নতুন নকিব বলেছেন:
সামুতে বেদুইনের আলোচনা এবং সাক্ষাৎ পাওয়া যায় আপনার ব্লগে। আপনি কি সামুতে বেদুইনদের প্রতিনিধি?
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি বেদুইনদের সুরাহ ও রাজাকারদের সনদের প্রতিনিধি।
৮|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: লিখে, জাতির পক্ষে আনতে না পারলেও কাজ হবে।
ওরা ওদের ভুল গুলো বুঝতে পারবে। যদিও সেটা মুখে স্বীকার করবে না।
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
গত ২০ বছরে যারা পড়ালেখা শেষ করেছে, এদের কোন বিষয়ে কোন সঠিক জ্ঞান নেই। সামুতে যারা আছেন, এদের ৯৫ ভাগ ইডিয়ট।
৯|
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
সৈয়দ কুতুব বলেছেন: গত ২০ বছরে যারা পড়ালেখা শেষ করেছে, এদের কোন বিষয়ে কোন সঠিক জ্ঞান নেই। সামুতে যারা আছেন, এদের ৯৫ ভাগ ইডিয়ট।
এটার দায় ও শেখ হাসিনার । নাহিদ এবং দিপু মনি কে নিয়োঘ দেয়ার ফলাফল। ![]()
১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
শিক্ষা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বড় ভুল করেছিলেন শেখ; এরপরে যারা এসেছে ক্ষমতায় ওগুলো ছিলো ইডিয়ট।
১০|
১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
dupur১২৩ বলেছেন: স্যার , ভালো আছেন , আমি কি বান খাইসি , আপনার কমেন্ট এ? একটু চেক দিলাম মাইন্ড খাইয়েন না , আপনার তো বার সমস্যা আছে , গবেজ সরবারহ করার সময় কেউ যদি বাধা দেয় , আপনি তো তারে মারেন, এমনি দেশের ইতিহাস যে........... মারা দিসেন আপনি সময় তে। আমি যদি আপনার আফার লোক হতাম তাহলে আপনার গার্বেজ সরবারহ ভাতা আরো বাড়িয়ে দিতাম।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনাকে মেন্ট ব্যান করেছি অনেক আগেই।
১১|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৮
dupur১২৩ বলেছেন: স্যার , আপনি গেলেন কই , অনেক দিন পর আসলাম আপনার সাথে একটু ইটিশ পিটিশ করবো , আর আপনি নাই। ১৩ই নভেম্বর পালন করতে গেসেন নাকি ? এক্সট্রা কত পেলেন এর জন্য। আমারে একটু ভাগ দিয়েন
![]()
১২|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:০১
জেনারেশন একাত্তর বলেছেন:
আমরা ১৬ই ডিসেম্বর ও ২৫শে মার্চ পালন করি মাত্র।
১৩|
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮
নতুন নকিব বলেছেন:
আপনি সম্ভবতঃ আমার একটি কমেন্ট মুছে দিয়েছেন। কারণ কী?
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি লিখতে থাকেন ...