| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হত্যার কারণে জিয়ার প্রাণ গেছে। জিয়া যদি সঠিকভাবে বুঝতে পারতো যে, শেখ হত্যা করলে, সে বাঁচতে পারবে না, সে কখনো এই কাজ করতো না; তার ভাবনা ছিলো দুর্বল ও প্রেডিকশান ক্ষমতা ছিলো না।
ইউনুস প্রতারক, বিশ্বের সাথে সে প্রতারণা করে বিলিওনিয়ার হয়েছে; সে দরিদ্র বাংগালীদের জন্য কেঁদে পশ্চিম থেকে "বিনা সুদে" ক্যাপিটেল এনে, "উঁচু সুদে" ঋণ দিয়ে তার সাম্রাজ্য গড়েছে; অনেক বাংগালী সেটা বুঝেন, কিন্তু করার কিছু নেই; কারণ, তার পেছেন ক্লিনটন পরিবার ও আমেরিকার ডিপ্লোমেটরা ছিলো। ইউনুস সম্পর্কে শেখ হাসিনার মাথায় ইহা ঢুকায়েছিলো মুহিত ও কিছু ব্যুরোক্রেট।
বেকুব শেখ হাসিনা ইউনুসের বিপক্ষে লেগে গিয়েছিলো, যখন সে নিজেই খুবই আনপপুলার; ফলাফল, সে আউট। তাকে আউট করার দরকার ছিলো; কিন্তু যেভাবে আউট হয়েছে, তাতে আমাদের সেনা বাহিনী চলে গেছে পাকিস্তানের কন্ট্রোলে ও অবসরপ্রাপ্তি "জিয়াপন্হী মিলিটারী অফিসার ও ব্যুরোক্রেটদের হাতে"; দেশ চলে গেছে জামাত-শিবির ও জল্লাদদের হাতে। এই কমপ্লেক্স ঘটনা কি জুলভার্ণ, নতুন নকিব বা ভুয়ার পক্ষে বুঝা সম্ভব?
১৩ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
মানুষ ও গাধার জীবন অবশ্যই আলাদা; যারা গাধা ছিলো, তারা ১৯৭১ সালে পাকীদের পক্ষে ছিলো; দেশ এখন ওদের হাতে।
২|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: গনতন্ত্রই একমাত্র মুক্তির পথ।দুই তিনটা সুষ্ঠু নির্বাচন হলেই দেশ সঠিক পথে চলে আসবে।আমাদের পাশে আছে গনতন্ত্রের সর্ববৃহৎ দেশ।তারা আমাদের সাহায্য করবে গনতন্ত্রে উত্তোরণের জন্য।
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২২
জেনারেশন একাত্তর বলেছেন:
বিশ্বে বাংগালীদেরশত্রু হচ্ছে ভারত; ভারতের গণতন্ত্র বাংগালীরা কি চাইবে?
৩|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৫
নতুন নকিব বলেছেন:
গার্বেজ প্রসব করলেন বলে ধন্যবাদ। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার মতো লোকজন ১৯৭১ সালে আমাকে গার্বেজ ডেকে নিজে রাজকার হয়েছে।
৪|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৭
নতুন নকিব বলেছেন:
ব্লগিং এর মানে বোঝেন? আপনি নিশ্চয়ই নকল করে পাশ করা বেকুবদের দলের।
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুতে আপনি আল্লাহের কথা বলেও মানুষের সমর্থন পাননি। সবাই আপনাকে রাজকারদের সমর্থক হিসেবে চেনেন।
৫|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৮
নতুন নকিব বলেছেন:
আপনি পলাতক ফ্যাসিবাদী খুনিদের দোসর।
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি মওলানা ও শেখের সমর্থক।
৬|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১১
নতুন নকিব বলেছেন:
সাহস থাকলে দেশে আসেন। রাজপথে দাঁড়িয়ে কথা বলুন বুকের পাটা থাকলে। চোরের দলের এই সৎ সাহস নেই।
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি কি করছি ও করবো, উহা আমি জানি।
৭|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৯
সৈয়দ কুতুব বলেছেন: নতুন নকিব এবং ব্যানগাজি@ আপনারা চালিয়ে যান। ![]()
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
উনি ১৯৭১ সালের রাজকারদের সমর্থক; উনার নতুন করে করার কিছু নেই।
৮|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ বাঙালিই অসৎ এবং সুযোগসন্ধানী। টাকা দিয়ে এদের কেনা যায়। সে জন্য দেখা যায় অনেককিছু বুঝলেও চুপ থাকে পাছে যদি স্বার্থে আঘাত লাগে। এভাবে তো একটা জাতি চলতে পারে না, চলা উচিতও না।
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
বেশীরভাগ শিক্ষিত বাংগালী অসৎ; ব্লগারদের মাঝে ৯০ ভাগই অসৎ ও জ্ঞানহীন।
৯|
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
নতুন নকিব বলেছেন:
উহা তো ইতোমধ্যেই আপনার উহার ভিতরে ঢুকে গেছে। আর জেনে কী হবে? আপনার সাঙ্গপাঙ্গ সব তো পালিয়েছে চোরের দল!
মওলানা তো মনেপ্রাণে একজন খাঁটি প্রাকটিসিং মুসলিম ছিলেন। বেদুইন বলে সারাক্ষণ যাদেরকে আপনি উপহাস করেন, গালি গালাজ করেন, মওলানা তো সেই আরবের মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর একনিষ্ঠ অনুসারী ছিলেন। আপনি বলছেন, আপনি তারই সমর্থক? সব্বনাশ! সর্বনাশা কথা!
১০|
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১
নতুন নকিব বলেছেন:
পোস্ট দেওয়ার পরে কি জিংজিংয়ে চলে যান?
১১|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: নতুন নকিব, আপনি থামেন।
চাঁদগাজীর সাথে আপনি কোনো কিছুতেই পারবেন না। উনি সর্ব বিষয়ে ওস্তাদ। চাঁদগাজীর কাছে আপনি চুনোপুটি। অতীতে যারাই ওস্তাদের সাথে লাগতে এসেছে, তাদের ব্লগ ছেড়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে।
দৌড় দেন। দৌড়। পালান পালান।
১২|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ না থাকাতে- নতুন নকিব উজাইছে।
জামাত ক্ষমতায় এলে এই নতুন নকিব কি করবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ কুতুব বলেছেন: জনগণ দেশের সিচুয়েশন বুঝলেও কি করতে পারবে ? আওয়ামি লিগ গেছে এখন কারা পাওয়ারে আসবে সেটা জনগণ জানে । দলগুলো যেভাবে দেশ চালাইতে চায় জনগণ সেইভাবেই চলবে।
বাংলাদেশের জনগণ তো ভারতের জনগণ না যে পেয়াজের দাম ১০ টাকা বাড়লে মোদি নিপাত যাক বলবে ।