| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়াহিয়া ও জামাতের আক্রমণে ১ কোটী বাংগালী পালিয়ে "পাকিস্তান" চলে গিয়েছিলো ১৯৭১ সালের মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মাঝে। এতে বিপুল পরিমাণ বাংগলো-পাকীরা আজকের মতো মতো আনন্দে ফেটে পড়েছিলো; সেই আনন্দ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অবসান হয়েছিলো; ১ কোটী ফিরে এসেছিলো।
উহা কি জুল ভার্ণ, নতুন নকিব ও ভুয়াদের মনে আছে?
শেখ হাসিনা পালায়েছে, সাথে আওয়ামী লীগের চোর-ডাকাতেরা পালায়েছে; কিন্তু তৃণমুল আওয়ামী লীগ পালায়নি, এরা চোর-ডাকাতদের অন্যায়ের দুর্নামের মাঝে ডুবে আছে সামান্য সময়ের জন্য; এরা ফিরবে। এরা যেদিন ফিরবে সবাই জানতে পারবে।
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
বিএনপি, জামাত-শিবির ও হেফাজতের লোকজন আসলে বাংগালী নয়, এগুলো পাকী হাইব্রীড
২|
১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে গেছে। তৃণমুল ও সহজে কিছু করতে পারবে না। ৭১ সালের মুক্তিযুদ্ধ আর ২৪ এর ঘটনা এক না। ৭৫ সালে বাবা খুন হয়েছেন তবুও কন্যা ছিলেন। এবার কন্যাকে বিশাল দায় নিয়ে চলে যেতে হয়েছে। শেখ হাসিনা দায়ের হিসাব যখন হবে কেবল ২৪ সালের জুলাই মাসের নয় বরং ১৭ বছরের হিসাব সুদে আসলে দিতে হবে।
আওয়ামী লীগের তৃণমুল কে শেখ হাসিনা নিজের পরিবার কে জায়গা দিতে মাইনাস করেছেন। এখন এরা অনেকে জেলে আছে।
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
আওয়ামী লীগে "জ্ঞানী নেতা" নেই; কোন দলে জ্ঞানী নেতা নেই; ব্লগে জ্ঞানী ব্লগার নেই, আমাদের দেশে জ্ঞানী ছাত্র নেই।
৩|
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
নতুন নকিব বলেছেন:
চুলকায়? খুব বেশি?
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
এগুলো আল্লাহের মানুষের ভাষা? আমাদের নবীর ভাযা নিশ্চয় আরো খারাপ ছিলো!
৪|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের তৃণমুল খুবই শক্তিশালী।
এরা দলের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। তবে আওয়ামীলীগ আন্দোলন চালিয়ে যাবে। ১৩ তারিখ লক ডাউন কাজ করেছে। লোকজন বাইরে যায়নি। রাস্তায় গাড়ি বাস কম ছিলো।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি হুশিয়ারে থাকবেন, আপনার লেখাকে ভয় পায় অনেক ব্লগার।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৫ ভোর ৪:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিন্তু তৃণমুল আওয়ামী লীগ পালায়নি
..................................................................
সাধারন জনতাই তৃনমূল আওয়ামী লীগের শক্তি
তারা দল ক্ষমতায় এলেও ধনী হবার স্বপ্ন দেখেনা ।
কিছু বাটপার, তোষামদী লোকজনই দেশটাকে
শেষ করে দিলো , যা
বিএনপির মাঝে ও আছে ।
.....................................................................
ইদানিং শুনছি কিছু জামাতের লোকজন অতি গোপনে
চাঁদা তুলছে, এই দলটি ক্ষমতায় এলে তার
আসল রুপ প্রকাশ পাবে ।