| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামটি আমাদের ইসলামিক স্কলার, ব্লগের ইমাম, নতুন নকিবের একটি পুর্ণাংগ কমেন্ট; উনি আমার সর্বশেষ পোষ্টে এই কমেন্টটি করেছেন। সামুর লোকজন বিশ্রী কথা বলে, ৯০ ভাগ ব্লগারই বিশ্রী কথা বলে থাকে। কাল্পনিক-ভালোবাসাও বিশ্রী কথা বলেছেন অনেককে; ব্লগার হাসান মাহমুদ আমাকে ১ বিশ্রী গালি দেয়ার পর, ব্লগ থেকে আধা অবসর নিয়েছেন!
আমার ধারণা, আমি বিশ্রী কথা বলি না ( ব্লগার মিরোরডডল বলতে পারবেন ); আমি লোকজনের লেখা পড়ে, লেখার কোয়ালিটি খারাপ হলে কিছু নিজের শব্দ প্রয়োগ করি; যেমন, ডোডো, মগজহীন কথাবার্তা, লিলিপুটিয়ান, ম্যাঁওপ্যাঁও, জিংজিং, পিগমী, গার্বেজ।
একমাত্র ব্লগার মহাজাগতিক ব্যতিত সকল ইসলামিক ব্লগার খুবই নীচু মানের গালি ও বিশ্রী কথা বলে থাকে।
আমাকে কটু কথা বলে শতশত ব্লগার ব্লগিং ছেড়েছেন; আমাকে বিশ্রী গালি দিলে কেহ ইহাতে উৎসাহ দেয় না; কারণ, আমি কাউকে গালি দিই না।
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
জিয়া কখনো কলকাতায় ছিলো, ইহা আমি ১মবার শুনলাম।
হয়তো, প্রাইমমিষ্টারের সাথে মিটিং টিটিং'এ গিয়েছিলেন। আমি উনাকে মে মাস থেকে সেপ্টেম্বরে দেখেছি রামগড়ের যুদ্ধে, শুভপুরের যুদ্ধে, চাঁনগাজী ও রেজুমিয়ার যুদ্ধে, সকল বিওপি আক্রমণে ও ঢাকা-চট্রগা্ম রোড অপারেশনে। এগুলো ১ নং সেক্টরে।
উনি ১১ নম্বরের যোগদানের পর ( সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ) উনার হাইড আউট ও যুদ্ধ সম্পর্কে আমি জানি না; হয়তো তখন কলকাতায় ছিলো?
২|
১৪ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
গেঁয়ো ভূত বলেছেন: কেউ যদি আপনাকে আটকানোর জন্য ফাঁদ পাতে, তাহলে আপনার কি উচিত হবে সেই ফাঁদে পা ঢুকিয়ে দেয়া??
১৪ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
না, ফাঁদে পা দেয়া ভুল হবে।
তবে, ইনি আল্লাহের মানুষ; কোরানের সুরা ব্যতিত পোষ্ট দেন না। এই বাক্য কন সুরার অংশ কে জানে!
৩|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: মোদিকে থামাবে কে ? বিহারে বিুজেপি জোট ভয়ংকর ভাবে উইন করেছে ।
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
মোদী থামাবে আমাদের জামাত।
সে ভারতের জন্য যা করেছে, হিন্দুরা তাকে অবতার হিসেবে পুজা করবে; থামানোর দরকার কি?
৪|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব আপনার পোষ্টে মন্তব্য করে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে।
আপনি কি বিষয়টি টের পেয়েছেন? সে আপনাকে ভুল রাস্তায় নিয়ে যেতে চায়। মাঝে মাঝে আমার মনে হচ্ছে- সৈয়দ কুতুব কে নিযুক্ত দেওয়া হয়েছে আপনার জন্য। আপনি যেন আপনার রাস্তায় চলতে না পারেন।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
উনার বেশীর লেখা উনার নয়, মন্তব্যগুলো উনার। উনার মন্তব্যের ধরণাগুলো বেশীরভাগই ভুল, কিন্তু সামুর লোকদের জন্য পপুলার।
৫|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: ওস্তাদ, আমি কিন্তু কাউকে কোনদিন গালি দেই নাই। বাস্তব জীবনে এবং ব্লগে।
আমার ব্লগিং কিন্তু পরিচ্ছন্ন। যারা আমাকে গালি দিয়েছে, কটু কথা বলেছে, ব্লগটিম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
ধার্মিকদের যৌন সমস্যা বেশি।
আপনি শুনলে অবাক হবেন- বাংলাদেশে সেক্সের ওষুধ কি পরিমানে বিক্রি হয়! আর এসব ওষুধ সবচেয়ে বেশি কিনে হুজুরেরা।
ব্লগে এসে হুজুরদের যে সমস্ত ভাষা শুনেছি, তাতে আমার পুরো হুজুরদের উপর ঘৃণা জমে গেছে।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২
জেনারেশন একাত্তর বলেছেন:
হুজুরেরা আমাদের জাতির পংগু সন্তান; ওদের জীবন গাধার জীবন।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর@আপনি কি পাগল হয়ে গেছেন?
আপনি এমন অনেক দিন আছে যখন ব্যানগাজীর পোস্টে কোনো কমেন্ট করেন নি। ব্যানগাজী সাহেব অভিজ্ঞ ব্লগার ঠিক আছে কিন্তু কোনো কমেন্ট না পেলে তিনিও নিরুৎসাহিত হয়ে পোস্ট ডিলিট দিয়ে দেন৷। ব্যানগাজী তো প্রায় সময়ই জিয়াউর রহমান কে নিয়ে লিখেন। তো সে বিষয়ে জানতে চাইলে ক্ষতি কি? ভারতও সামুর খুব কমন টপিক তাই উনার মতামত জানতে চেয়েছি।
ব্লগার নতুন নকিব কে নিয়ে তিনি পোস্ট দিয়েছেন সেখানে আমার কি ধরণের কমেন্ট করা উচিত? ব্লগার নকিব কে হেয় করে কমেন্ট করা উচিত? মাথার চিকিৎসা করান।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
রাজিব নুর ও আমার মাঝে ধারণার অনেক মিল আছে; ফলে, উনার পোষ্ট পড়ে আমি মন্তব্য করি, উনিও আমার পোষ্ট পড়েন।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: যুদ্ধের বেশিরভাগ সময় জিয়াউর রহমান কলকাতায় ছিলেন। কারণ তার যাবতীয় কাজকর্ম সেখানেই ছিল। সেক্টর কমান্ডার মানে সারাক্ষণ রাইফেল নিয়ে ঘুরে বেড়ানো না। রণাঙ্গন সামলাতেন অধীনস্ত কমান্ডাররা। কলকাতায় থেকে তিনি আর কী কী করতেন, সেটা তার অধীনে যুদ্ধ করা এক কমান্ডারের স্মৃতিচারণে আছে। জিয়াউর রহমানের সাথে ওই ব্যক্তির মতবিরোধ হলে তিনি তাকে পাকিস্তানী গুপ্তচর বলে ভারতীয় গোয়েন্দাদের হাতে তুলে দেন। শুধু তাকে নয়, মতবিরোধের কারণে অনেকের সাথেই এরকম করেছিলেন জিয়া। পড়ুন: ১৯৭১ ও আমার সামরিক জীবন / মেজর জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী
আপনি সঠিকটা বলবেন ? আমীন আহমেদ কে নিয়ে কিছু বলেন।