নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

সৈয়দা গুলশান ফেরদৌস জানা কেমন আছেন?

১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪



আমি আশা করছি, তিনি ভালো আছেন! কেহ কি জানেন উনি শারীরিকভাবে কেমন আছেন বর্তমানে? সর্বশেষ জেনেছিলাম (বছর খানেক আগে ) যে, উনি ভালো আছেন, চিকিৎসা চলছিলো। এরপর আমি আর কোন খবর পাইনি; কেহ বর্তমান অবস্হা জানলে জানাবেন। যদি উনার তরফ থেকে এই ব্যাপারে বারণ থাকে, জানানোর দরকার নেই।

সব ব্লগারদের পক্ষ থেকে শুভ কামনা রলো উনার জন্য।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে আবার কমেনটস ban করেছে নাকি ? এবারের নিকে ভালো সময় কাটিয়েছেন ।

১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



কমেন্ট ব্যান করেছে।

সামু মনে হয় ডোডো ও শিবিরদের দখলে।

২| ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

হা হা হা... ইবলিশকে বোতল বন্দির মতো আবারো ও মন্তব্য ব্যান।

@কুতুব সাহেব, লীগার এবং বাকশালীদের রাজনীতি, মুক্তচিন্তা, বাক স্বাধীনতা দিলে যে তারা দেশে ও সমাজে নৈরাজ্য ছড়ায় তা জেনারেশন একাত্তর কে দেখে বুঝেন। ওনার আইডি বিকলাঙ্গ করে রাখাই ঠিক আছে; তা না হলে অনন্যা পোষ্টের মন্তব্য যেয়ে নাশকতা করবে।

সামু জিন্দাবাদ,‌ বাকশাল নিপাত যাক।

১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



আমর একটা নিক চাঁদগাজী ৭ বছর টিকে ছিলো; অন্য নিক সোনাগাজী ২ বছর টিকে ছিলো; আমাকে সকল বাংগালী ব্লগার মোটামুটি চিনেন।

১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি সামুতে ১০ বছর, আমাকে ব্যান করার জন্য ২/৩ হাজার ব্লগার চেষ্টা করেছে গত ১০ বছর; সামুতে আমার ১২/১৩টি নিক ব্যান খেয়েছে; এই ২/৩ হাজারের মাঝে ৫/১০ জন ব্যতিত সবাই হারিয়ে গেছে! আমি একজনের কমেন্ট ব্যানও চাইনি।

সম্প্রতি ২ জন সাহিত্যিক আমাকে কটু কথা বলে কিভাবে হেরে গেলো দেখছেন?

৩| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার এই পোস্টে যারা কমেন্ট করেছেন, তারা কেউই জানাপু ভালো আছেন কি না তা নিয়ে চিন্তিত নন।
তারা অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন।
এটা আমার ধারনা।

আপনি মনে হয় আরেকটি নতুন নিকে আসবেন।

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



জানা'র ব্যাপার নিয়ে খুবই অল্প লোকজন ভাবেন।

আামাকে আরেকটি নতুন নিক নিতে হবে।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৮

dupur১২৩ বলেছেন: স্যার , কিমুন আছেন। ১৩ নভেম্বর , কেমন গেলো আপনার বাংলাদেশ। ভাতা কি ঠিক ঠাক মতো পেয়েছেন। এই তা কি বললেন , আমি কিন্তু আমারে বান মারসিলেন ভয়ে। ওই তা কি ভুলে গেসেন। আমারে মন থেকে বান মারলে কেমনে কি , আপ্নে না আমারে থ্রেড দিসেন, ব্লগ ছাড়া করবেন।

কোন সাহিত্যিক এর কথা বলসেন , ১ জন কি বোরো ভাই ছিল , যদি হয় তাহলে আপনার ধারণা ভুল , বোরো ভাই আপনারে দয়া করসে , না হলে আপনারে যে ............. দিসে , আপনি তো দিশাহারা হয়ে ............. মতো কেউই কেউই করছিলেন, ওই মাল কিন্তু আমার থেকেও বড় গালিবাজ, আপনার মতো মেনদ্দা জিনিস চালানোতে বিশাল অভিজ্ঞ , বাংলাদেশ এ আছেন খবর নিয়ে দেখেন ।

স্যার আফা কবে আসবে দেশে ? ১৩ নভেম্বরের জন্য কত ভাতা পেলেন। আফসোস আমি দেশে থাকলে আপনার সাথে থাকতাম , ভাতা পাবার লোভে।

" আবার তোরা মানুষ হো " স্যার এই টা জানি কোন কবিতা? B:-)

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:




বরোভাই নিকৃষ্ট জীব, উহার ভাবনাশক্তি নেই বললেই চলে; মনে হয়, ভালো কাবাব বানাতে জানে।

আওয়ামী লীগে নেতা নেই; ফলে, শিবির অনেক কিছু করছে আোয়ামী লীগকে বিপদে ফেলতে।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৯

dupur১২৩ বলেছেন: আরেকটা কথা কইতে ভুইল্লা গেসি , আমি ঠিক জানি না ID নিরাপদ লিস্ট এ রাখলে কমেন্ট করতে পারবে কিনা , আমার ছেড়া বেড়া ঘরে আপনাকে নিরাপদ লিস্ট এ রাখসি, একটু উঁকি মাইরেন।

কিছু গার্বেজ ছাগল নিয়ে বিশাল ঝামেলায় দিন পার করতাসি , আফা রে বইলেন একটু দোয়া দিতে।

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি আপার দোয়া চান! নিজামী, মুজাহিদ, সাকা ও কাদের মোল্লা আপনার দোয়া পেয়েছিলো জীবনে।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৪৫

dupur১২৩ বলেছেন: স্যার , আরেকটা কথা বলতে ভুলে গেসি , আপনি যে আসলেই আফার খাস বানদ্দা , তার প্রকৃত প্রমাণ হলো , নিজের পরাজয় শিকার না করা। যাহা আপনার আফা করিত।

আপনি যখন কারো সাথে না পারেন তখন topic চেঞ্জ করে.......... কেউই কেউই করেন। মাঝে মাঝে অবশ্য কাউয়া মতো কা কা ও করেন। ভাব নেন অনেক কিছু করে ফেলসেন গত ১২ বছর ব্লগ আসলে আপনি একটা চে...... বা...... ..

বাংলাদেশ এ আসছেন ঘুরেন ফিরেন , সবার সাথে দেখা করেন , ওই ফাউল মিটিং ফিটিং বাদ দেন। আপনার নেতা ওই দিনই দেশের হো.... মারা শুরু করসে , যেদিন বলেছিলো " তাজউদ্দীন আমি কিন্তু প্রধানমন্ত্রী হবো " আর আপনার আফা তো জন্ম থেকেই দেশের হো....... মারার জন্য , মরিয়া হয়ে আছে।

১৬ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৪৭

জেনারেশন একাত্তর বলেছেন:



এরশাদ, গেম জিয়া ও শেখ হাসিনা কি করে বাংলাদেশের রাষ্ট্র প্রধান হওয়ার সুযোগ পেলো?

৭| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৫১

dupur১২৩ বলেছেন: হাঃহাঃ............ , আপনি আসলেই একটা ছাগল। হাঃহাঃহাঃ। স্যার আমারে ব্লগ ছাড়া করেন। আপনি না ১০০ ব্লগার কে ব্লগ ছাড়া করসেন। আমারেও ব্লগ ছাড়া করেন। বোরো ভাই আসলে ঠিকই বলসে আপনি আসলেই একটা ছাগল।


কপি ফ্রম chatgpt

ছাগল ছানা করে "ব্যা-ব্যা", ঘাস না পেয়ে খায় শুধু জ্যাকেট! পাশের বাড়ির কাকিমা রেগে, বলে, "ওরে ছাগল, এ কেমন কান্ড! আমার জামার ফ্যাশনটা আজ, করে দিলি দেখছি উধাও!"

১৬ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:




ব্লগে ১ জন মুক্তিযোদ্ধা আছেন, নাম জু ভার্ণ; উনার পোষ্টে মন্তব্য করে জাতে চাইবেন, আমি কেমন ব্লগার?

৮| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:১৪

নতুন নকিব বলেছেন:



লেখক বলেছেন: আমি সামুতে ১০ বছর, আমাকে ব্যান করার জন্য ২/৩ হাজার ব্লগার চেষ্টা করেছে গত ১০ বছর; সামুতে আমার ১২/১৩টি নিক ব্যান খেয়েছে; এই ২/৩ হাজারের মাঝে ৫/১০ জন ব্যতিত সবাই হারিয়ে গেছে! আমি একজনের কমেন্ট ব্যানও চাইনি।

@জেনারেশন একাত্তর,

চাপাবাজির একটা সীমা থাকা উচিত। হাজার সংখ্যাটার মানে বোঝেন??? আপনার মত লোককে ব্যান করানোর জন্য চেষ্টা করতে হবে ২/৩ হাজার ব্লগারের??? আপনাকে ব্যান করার জন্য তো একজন ব্লগারের সামান্য অঙ্গলি ইশারাই কাফি!!! অঙ্গুলি বুঝেন তো? আঙুল। হাতের আঙুল।

বাকশালি স্টাইলে চাপাবাজিটা এখন একটু বন্ধ করুন। এমন চাপা মারা ফ্যাসিবাদীদের পক্ষেই শোভা পায়। আশা করি, অচিরেই এই মিথ্যা চাপাবাজির জন্য ভুল স্বীকার করবেন।

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:




কাল্পনিক ভলোবাসা বলেছেন যে, আমাকে ভয়ংকর কটু কথা বলে রাগান্বিত করার দায়ে উনি ৪৭২টি ব্লগারের নিক ব্যান করেছেন।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৫

নতুন নকিব বলেছেন:



কলিমুদ্দি দফাদার বলেছেন: হা হা হা... ইবলিশকে বোতল বন্দির মতো আবারো ও মন্তব্য ব্যান।

@কুতুব সাহেব, লীগার এবং বাকশালীদের রাজনীতি, মুক্তচিন্তা, বাক স্বাধীনতা দিলে যে তারা দেশে ও সমাজে নৈরাজ্য ছড়ায় তা জেনারেশন একাত্তর কে দেখে বুঝেন। ওনার আইডি বিকলাঙ্গ করে রাখাই ঠিক আছে; তা না হলে অনন্যা পোষ্টের মন্তব্য যেয়ে নাশকতা করবে।

সামু জিন্দাবাদ,‌ বাকশাল নিপাত যাক।


-দফাদারের মন্তব্যে অনস্বীকার্য বাস্তবতা ফুটে উঠেছে। যথার্থ ও সময়োপযোগী মন্তব্যের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ।

সামুর অনলাইন কমিউনিটিতে শৃঙ্খলা নষ্টকারীদের নিয়ন্ত্রণে রেখে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামুর বিজ্ঞ মডারেটর টিম যেভাবে কার্যকর ভূমিকা পালন করছে, তার জন্য তাদেরকেও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাকে বোতলে রাখে সামু, আপনাদের মতো লোকজনের জন্য হাসিনা বোতল কিনেনি; হাসিনা রশি কিনেছিলো, নিজমাী সাক্ষী দিতে পারবে।

১০| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: না আমি জানি না, উনি কেমন আছেন।
জাদিদ ভাইয়া হয়তো জানেন।

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:





জাদিদ এই ব্যাপারে কিছু বলেন না।

১১| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩১

ক্লোন রাফা বলেছেন: জানা আপা মনে হয় খুব ভালো নেই। ফেসবুকে একাউন্ট থাকলে সরাসরি জিজ্ঞেস করতে পারতেন। আমি মাঝে মধ্যে কিছু শেয়ার করি , কিন্তু চুপ করে থাকেন।

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:




উনি সংগ্রামীমানুষ

১২| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন, হা হা হা... ইবলিশকে বোতল বন্দির মতো আবারো ও মন্তব্য ব্যান।





আর যাই হোক আমি আপনাকে ব্যন চাইনা।

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:



থাই মেয়ে ও আমেরিকান বিয়ার দফাদারকে রাজনীতিবিদ বানায়ে দিচ্ছে!

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আর যাই হোক আমি আপনাকে ব্যন চাইনা।

উনার পোষ্ট আলোচিত পাতায় যাচ্ছে; শুধু মন্তব্য ব্যান। মনে হচ্ছে ব্লগার জাদিদের পোষ্টে যাতে "নাশকতা বা আগুন সন্ত্রাসীদের কার্যক্রমের মতো মন্তব্যে করতে না পারে সেজন্য সাময়িক ব্যান :p দেখা যাক কিছুদিন.....এই কয়দিন জেনারেশন একাত্তরের শুভাকাঙ্ক্ষীরা উনার পোষ্টে এসে দয়া-দক্ষিনা দিয়ে যাবে সমস্যা নেই। =p~

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:




জাদিদ ও শায়মা ব্লগে পোষ্ট ( গার্বেজ ) দেয়ার আগে আমার কমেন্ট ব্যান করে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.