নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

রাজাকার ও শান্তি কমিটির জল্লাদেরা নবী কিংবা রাজনীতিবিদ হয়নি কোনদিন।

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩৩



জামাত-শিবির থেকে রাজাকার ও মুসলিম থেকে শান্তি কমিটি গঠন করা হয়েছিলো ১৯৭১ সালে; এদের মিশন ছিলো গণহত্যা চালিয়ে আমাদের জাতিকে পরাজিত করা। তা'ঘটেনি, এসব জল্লাদেরা তাদের প্রভুদের সাথে পরাজিত হয়েছিলো। ওরা রাজাকার নামে এখনো পরিচিত ও তাদের স্বভাব বদলায়নি; শেখ হত্যার পর, তারা আমাদের মিলিটারীর সাথে যোগ দিয়ে ২টি দল গঠন করেছিলো।

এরা রাজনীতিতে ছিলো ও আছে; কিন্তু তারা এখনো জল্লাদ; এর নবী বা রাজনীতিবিদে পরিণত হয়নি; এরা পাকিস্তানীদের সৃষ্টিকরা বিকলাংগ ও জল্লাদ মাত্র। ওরা আমেরিকান ক্যু'এ সহযোগীতা করে দেশ দখল করেছে; যতদিন তাা ইহা রাখতে পারে রাখুক; কিন্তু আপনাদের উচিত হবে না, এদেরকে কোনভাবে সহায়তা করা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫০

সৈয়দ কুতুব বলেছেন: এদেরকে সহায়তা করার লোকের অভাব নেই। এদের প্রধান অস্ত্র ধর্ম!

১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



ধর্ম থাকলে জিয়া ও এরশাদের জ্বীনেরা ভোট দিবে; শয়তানও এসে যোগ দিবে।

২| ১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা রাজাকারদের বিচার করলেন, ফাসি দিলেন। তারপরও দেখা যাচ্ছে দেশে রাজাকারের অভাব নেই।

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:




জাতির মাঝে পংগুদের সংখ্যাই বেড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.