নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, ৩২ নং জেগে উঠবে।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৭



শেখ দুর্বল ছিলেন, কামাল পাশার মতো শক্ত ছিলেন না; অবশ্য আমাদের জাতিটাও তুর্কীদের মতো শক্ত জাতি ছিলো না কোনকালে। ১০০ বছর পরে, তুরস্ক মোল্লা এরদেগানের দখলে গেলেও কামাল নিজের স্হানে আছেন; কামালকে মুছতে পারবে না এরদেসগানের মোল্লারা।

শেখকেও মুছতে পারবে না বাংলার রাজাকারেরা, তার আগেই আরেকটি ১৬ই ডিসেম্বর এসে যাবে।

আমাদের রাজাকারেরা শেখকে কিছুটা আঘাত করেছে; এরা আমাদের নারীদের ভয়ংকরভাবে আঘাত করেছিলো ১৯৭১ সালের যুদ্ধের সময়; সেই সময় চট্টগ্রাম ও নোয়াখালীর প্রতিতি নারী ভয় করতেন যে, রাতে রাজাকারেরা এসে তুলে নিয়ে পাকিদের হাতে তুলে দিতে পারে।

সেইসব শিয়ালকুকুর রাজাকারদের বংশের ২ নারী চাচ্ছে শেখের বাড়ীকে নিচিহ্ন করতে; আসলে, শেখকে নিশ্চিহ্ন করার অনেক আগেই, তাদেরকে তাদের রাজাকার ভাইয়েরা অসন্মান করার সম্ভাবনা অনেক বেশী।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনার বিশ্রামের প্রয়োজন। রায় শোনার পর থেকে আবল-তাবল লিখছেন।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৪৬

জেনারেশন একাত্তর বলেছেন:



বিশ্রাম নেয়া সহজ নয়; এখন কঠিন সময়, ১৯৭১ সালের মার্চ থকে ডিসেম্বরের মতো সময়।

২| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৪৮

আঁধারের যুবরাজ বলেছেন: কেউ পছন্দ করুক বা না করুক , কিছু নাম রয়ে যাবে আজীবন বাংলাদেশের সাথে।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ২:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংলাদেশের জন্ম হয়েছিলো বিশাল উৎসাহ ও সম্ভাবনা নিয়ে; এতে যাঁরা ছিলেন, তাঁরা সঠিক ও সৎ ছিলেন; এদের মুছা ফেলার আগে দুষ্টদের পতন হবে।
[native code]
}

৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:২৯

মাথা পাগলা বলেছেন: বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের জন্মদাগ - রাজাকাররা হাজার চেষ্টা করলেও মুছতে পারবে না।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:


একজন বিশ্বাসঘাতক মুক্তিযোদ্ধা কমান্ডার, মেজর জিয়া শেখকে হত্যা করে আমাদের স্বাধীনতাকে অর্থহীন করে দিয়েছে ; জিয়া আমেরিকার হয়ে হত্যাকান্ড চালানোতে জাতি বিভ্রান্ত ও পথহারা হয়ে গেছে। জিয়া যদি হত্যাকান্ড না'ঘটাতো আমাদের জাতিকে পাকিদের লেভেলে কখনো আসতে হতো না।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১২

এ পথের পথিক বলেছেন: B-)

৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

এ পথের পথিক বলেছেন: দাদো একটা সুর লিখলামঃ

ধরো বৈঠা মারো টান, আম্লিক যাবে হিন্দুস্থান
ভাঙ ৩২ জ্বালো আগুন, খুনিদের শৃঙ্খলে ধরবে ভাঙন


কেমন হয়েছে দাদো ?
জানি বলবেন ভাল হয়নি, রাজাকার আরো কত কি । B-)
দাদো

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



স্বাধীনতা যুদ্ধের অস্ত্র পেতে ও বিস্ফোরক ট্রেনিং দিতে আমি ভারত গিয়েছিলাম ১৯৭১ সালে।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার ফাঁসিতে আপনি খুশি তো? :(

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



না, হাসিনাকে আসতে হয়েছিলো কারণ পাকীরা, আমেরিকা ও আমাদের মিলিটারী মিলে শেখকে হত্যা করেছিলো।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ভাঙা ছাড়া নতুন তৈরি হয় না।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫১

জেনারেশন একাত্তর বলেছেন:



লেবানন, ইয়েমেন, গাজা, সুদান ভেংগে নতুন করে সুইজারল্যান্ড গড়েছে।

৮| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস বড়ই নিষ্ঠুর
....................................................
কার হাসি কে হাসে
ভবিষ্যত কি বলে ?
অপেক্ষা করুন !!!

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



ইতিহাসে সব কিছু লেখা হয়; বাংগালীরা ইতিহাসের পরীক্ষায় নকল করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.