| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন এগ্রিকালচার পিএইচডি যখন লিখেন যে, প্রতিদিন ১ টি আয়াত কিংবা ধর্মীয় বাণী পড়লে মনের ভেতরে আলোর বিস্ফোরণ ঘটে, ইহা অবশ্যই "গার্বেজ"।
আয়াত ও ধর্মীয়বাণী প্রচার করার জন্য মক্তবের ম্যাঁওপ্যাঁও'রাই যথেষ্ঠ: এগ্রো-পিএইচডি, অংকে পিএইচডি, ফিজিক্সে পিএইচডি করার কোন দরকার পড়ে না।
দেশের এই বিশৃখলার সময়, একজন এগ্রিকালচার পিএইচডি থেকে আমি শুনতে চাই দেশে যখন সরকার নেই, দেশের জমি যখন ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে, ধানের জমিতে যখন বাড়ী উঠছে, জমির দাম যখন নিউইয়র্ক শরের জমির দামের সমান, জমিগুলো যখন ভুমিদস্যু বসুন্ধররা দখল করে চলছে, মওলা ব্রাদার্স (চট্টগ্রাম ) ও অন্যন্য কর্পোরেশন দখল করছে, ভুমিহীন কৃষকের ছেলেরা যখন আরবদেশে উট চরাচ্ছে, তখন এই মাইক্রোস্কোপিক দেশের ২০ কোটী মানুষকে খাওয়ার জন্য কিভাবে চাষ করতে হবে!
ইসরায়েলের এগ্রি-পিএইচডিরা ফিলিস্তিনের মরুকে সবুজ বাংলাদেশে পরিণত করেছে, তারা আমেরিকায় অলিভ অয়েল ও সব্জি রপ্তানী করছে; আয়াতের দেশ গাজা ৭৭ বছর আয়াত পড়ছে ও রেডক্রসসের দেয়া বিলিফ খাচ্ছে! গাজা ও ইয়েমেনের লোকজন নবুয়ত পাচ্ছে না, লন্ডনে বসে বাংগালী এগ্রো-পিএইচডি নবুয়ত পাচ্ছেন? গার্বেজ
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
সবাই মিলে এগ্রো-পিএইচডির "আয়াত পড়ার" মতো গার্বেজ ভরায়েছে মন্তব্য করে; মন্তব্যগুলোর আয়তনও অনেক বড়; কারণ, গার্বেজের মাঝে তারা গার্বেজ ফেলেছে।
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি অনুসরণ করি আমাকে।
আমি রাজিব নুরের লেখা পছন্দ করি; কারণ, উনি যা দেখেন ও বুঝেন তা লিখেন; উনার লেখা ২০ বছর পড়ছি, ভুল থাকলে আমি উল্লাখ করি।
২|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা আলোচিত অংশে যাচ্ছে। অনেকদিন বন্ধ ছিলো।
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
লিলিপুটিয়ানরা আমাকে কমেন্ট করতে দেয় না; এই সুযোগে দুনিয়ার পিএইচডিরা মক্তবের ছাত্রদের মতো লিখছে; শিবিরেরা রাজনীতি নিয়ে লিখছে; গার্বেজে ভরে গেছে সামু।
৩|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি সবাইকে নিয়ে তিরস্কার করে ব্লগ লিখেন কিন্তু আমাকে নিয়ে লিখেন না। ইভেন আমার নাম ও উচ্চারণ করেন না। হতাশ হলাম।
।
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আপানার লেখায় দেশের খবর থাকে, আপনাকে আমি সাংবাদিক হিসেবে নিয়েছি।
কিন্তু আমি চাইনা কোন গার্বেজ নিয়ে ( ধর্মীয় বাণী মনে আলোর বিস্ফোরণ ঘটায় ) লেখার মন্তব্যের বিপরিতে ড: আলী ৫১ লাইন উত্তর ( মন্তব্যের উত্তর ) লিখুক।
৪|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি অনুসরণ করেন কাকে? রাজিব নুর নাকি এম আলীকে? উনি পছন্দ করেন ব্লগার জনমদাসী কে, ব্লগে আসা সিংগেল মাদ্যারদের কে..... সামুর এরশাদ বলে কথা। বিদিশার ও নেশা।
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি চেনেন থাই নারীদের, যারা ভালোবাসা বিক্রয় করে ভালোই থাকে; বাংগালী নারীকে স্বামী ফেলে চলে গেলে তারা কি বিপদে পড়ে। বিয়ার খেয়ে সেটা বুঝার ক্ষমতা লোপ পেয়েছে আপনার।
৫|
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩৫
এ পথের পথিক বলেছেন: দাদো দুষ্ট পুলাপাইন নতুন গান বানাইছে একটু কষ্ট করে দেখবেন,
জয় বাংলার নতুন গান
জয় বাংলা, ফাঁসি এবার সামলা
১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনা নিজামী, মুজাহিদ, মীর কাশেম আলী, কাদের মোল্লা সাকা'কে ফাসী দিলো, তখন গান বের হয়নি কেন?
৬|
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: জামাত শিবির যেভাবে দেশের গলা চিপে ধরেছে, ব্লগের জামাত শিবিরেরা আপনার গলা চিপে ধরতে চাইছে। আপনি ভুলেও ওদের সুযোগ দেবেন না। লেখা (পোষ্ট) এবং মন্তব্যে আপনি সঠিক পথেই আছেন।
১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগে এখন শ'খানেক ব্লগার মোটামুটি একটিভ; এর মাঝে আমরা ১০ জনের মতো ব্লগিং করছি বাকীগুলো গার্বেজ।
৭|
১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার কলিম দফাদার ও ব্লগার শ্রাবণধারা আমার প্রিয় ব্লগার ।
।
১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
ভালো কথা; আপনিও হয়তো উনাদের প্রিয় ব্লগার।
দফাদার প্লেবয়, শ্রাবনধারা চুপা-মৌলবাদী।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩২
সৈয়দ কুতুব বলেছেন: আপনি অনুসরণ করেন কাকে? রাজিব নুর নাকি এম আলীকে?
আমি এম আলীর পোস্টে কমেন্ট করতে পারতাম যে তিনি আপনার পছন্দের ব্লগার। বাট সবাই মিলে আপনার পোস্টমর্টেম করছে তাই আর কিছু লিখলাম না।
আপনি একদিন বলেছিলেন।