নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ফেরার দরকার নেই, দেশে যারা আছে, তাদের আওয়ামী লীগ ফিরবে!

১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪



"আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ জীবন নিবে"; এসব বুলশীট শান্ত্বনা, কোন কাজের ক্থা নয়; ইহা হাসিনার সাহস হারানোর প্রমাণ; সে জাতির আর কোন কাজে লাগবে না।

দল হিসেবে আওয়ামী লীগ ভীতু দল, তারা ৩ বার পালিয়ে তা প্রমাণ করেছে: (১) ১৯৬৮ সালে আগরতলা মামলায় শেখকে গ্রেফতার করায় লীগ পালিয়ে ছিলো (২) শেখ হত্যার পর পালিয়েছে (৩) শেখ হাসিনার সরকার পতনের আগেই আওয়ামী বড় নেতারা পালিয়েছে।

শেখ হাসিনা ফেরার সম্ভাবনা বাড়ছে; কিন্তু উনাকে ও উনার আগে ও পরে যারা নিজেদের ডাকাতীর টাকা রক্ষার জন্য পালায়েছে, এরা ফিরলে আওয়ামী লীগ আবারো দুর্বল থাকবে। এরাবারের আওয়ামী লীগ হতে হবে, যারা চুরি করেনি, দেশ থেকে পালায়নি তাদের নিয়ে।

মতিয়া চৌধুরী জীবিত থাকলে, এখুনি আওয়ামী লীগ কিছুটা প্রাণ ফিরে পেতো। সময় লাগবে, কিন্তু শক্ত ও সঠিক আওয়ামী লীগ ফিরবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

সৈয়দ কুতুব বলেছেন: জামাত পাওয়ারে আসলে কি problem ? এরদোয়ানের মতো দেশ চালাবে । টারকি নাকি তরতর করে এগিয়ে গেছে এরদোয়ানের আমলে ?

কেবল চেতনার কারণে কেন মানুষ আওয়ামি লিগ ফিরুক চাইবে ? আওয়ামি-বিরোধিরা যডি করাপশন কম করে , টাকা পাচার কম করে, মানুষের উপর চাপ বাড়ে তখন লিগের ফিরে আসার প্রয়োজনীতা মানুষ অনুভব করলেও করতে পারে ।

শেখ কিংবা ৭১ কে ধরেন বিরোধিরা অবমাননা করলো কিনতু দেশকে জাননাতুল ফিরদৌ বানিয়ে দিলো তখন লিগের ফিরে আসার দরকার টা কি ? :-B

বাংলাদেশের বেশিভাগ মানুষ পেটে ভাত পাইলে খুশি । পাশাপাশি একটু ধরম-করম এবং ছেলেমেয়েদের এডুকেশন । আর কি চাই ? চেতনা ধুয়ে কি পানি খাবে ? ;)

১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



জামাত এলে দেশ জংগী উৎপাদন করবে; বাংালীরা পাকিদের মতো দেশ হবে; জাতি দুষ্ট জাতিতে পরিণত হবে।

ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে, প্রটিদিন সকালে "আয়াত" পাঠ করবে

১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



আফগানিস্তান এখন যেভাবে আছে, ষেই দেশের মানুষ কখনো সুখের মুখ দেখবে না, জংগীরা ভালো থাকবে। জামাত, বিএনপি, হেফাজত এলে, জাতি অপদার্থ জাতিতে পারিণত হবে।

২| ১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: *কেবল চেতনার কারণে কেন মানুষ আওয়ামি লিগ ফিরুক চাইবে ? আওয়ামি-বিরোধিরা যদি করাপশন কম করে , টাকা পাচার কম করে তাহলে লিগকে নিয়ে কেন মানুষ ভাববে ? মানুষের উপর চাপ বাড়লে তখন কেবল লিগের ফিরে আসার প্রয়োজনীতা মানুষ অনুভব করলেও করতে পারে । ২নং কেটে দিন ।



১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:



প্রত্যেক জাতির গৌরবের উৎস থাকে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের বিষয়; রাজাকার হলো জামাতের গৌরবের বিষয়।
আওয়ামী লীগেই আসল বাংগালীরা ছিলো; কিন্তু শেখ না'থাকায় বর্গী বাংগালীরা বিএনপি'তে ও আওয়ামী লীগে স্হান করে নিয়েছিলো।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

সৈয়দ কুতুব বলেছেন: বিদেশিদের port দেয়ার লাভজনক এবং ঝুকি কেমন ? ইনটেরিম ৫ টা port দিয়েছে বিদেশিদের । উহা করবার এখতিয়ার তাদের আছে কিনা ?

আনু মোহামমদ হাউকাউ লাগিয়েছেন । বামাতিদের কেবল হাউকাউ করতেই শোনা যায় । কামের বেলায় লবডংকা । =p~

১৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:




আনু ইডিয়ট।

২০২৫ সালে বাংগালীদের পোর্ট, গ্যাস ফিল্ড, বিদ্যুত উৎপাদন, রাস্তা মেরামত, যাতায়াত ( বিমান ) যদি অন্যদের হাতে থাকে, জাতির "মুল আয়" কোথা থেকে বাড়বে?


ইডিয়ট সুদ খোর কি জাতিকে সুদ ব্যবসা এনে দিবে যে, বাংগালীরা পাকিস্তান ও কাবুলীওয়ালাদের দেশে গিয়ে মানুষকে ঋণ দিবে?

৪| ১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০০

সৈয়দ কুতুব বলেছেন: বলে বন্দর বিদেশিদের দিলে বেশি আয় হবে। চাদাবাজি কমবে।

বিএনপি-জামাত চুপ। তারা কি বিদেশিদের বন্দর দিলে লাভ না ক্ষতি বুঝে না? জামাত তো আবার ইউনুস সাহেবের খাস পেয়ারা দল। আসলে দেশের এসব বিষয় ভালো বা মন্দ সাধারণ মানুষ(ক্ষেত্র বিশেষে) আমিও বুঝি না। মেইনস্ট্রীম বিরোধী দলের দায়িত্ব হচ্ছে এসব জনসাধারণ কে বুঝানো। তারা বা*ল ডাও ফেলে না।

গণভোটে হ্যা/না তে রেখেছে চারটা প্রশ্ন। মানুষের গণভোট নিয়ে কোনো আগ্রহ নেই।

১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



সাধারণ মানুষ বুঝে না বলেই শিক্ষিতদের দায়িত্ব বেশী; কিন্তু প্রশ্নফাঁসদের দ্বারা সেই কাজ হবে না; ফলে, জাতি পাকিদের মতো বাস করবে।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব গড় বাঙালির চেয়ে মেধাবী খেয়াল করেছেন ?

১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:২০

জেনারেশন একাত্তর বলেছেন:



খেয়াল করেছি, উনি মেধাবী নন, উনি বিশ্ব প্রতারক।

১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:২১

জেনারেশন একাত্তর বলেছেন:




ড: আলীকেও মেধাবী মনে হচ্ছে না, সরকারী বড় অফিসার খায়রুল আহসানকে মেধাবী মনে হচ্ছে না।

৬| ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগ হতে হবে, যারা চুরি করেনি, দেশ থেকে পালায়নি তাদের নিয়ে।
...............................................................................................................
রায় যদি সঠিক হয়,
নিরাপত্তা উপদেষ্ঠা ভারতে গিয়ে অজিদ দোভালের সাথে
কেন মিটিং করছে ???
ভারতকে তো আলটিমেটাম দেয়াই আছে
কথা না শুনলে তোমার
সেভেন সিষ্টার্স আমরা নিয়ে নেব ।
...........................................................................................
হাতি ঘোড়া গেল তল
ভেড়া বলে কত জল ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.