| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুনের কিছুই ভালো লাগছে না; "৩৬শে জুলাই'র" স্বাধীনতা, বিপ্লব কিছুই ভালো লাগছে না? ১৯৭১ সালে, চিটাগং'এর মেয়েরা রাজাকরের ভয়ে রাতে ঘুমাতো না; সেই রাজাকারদের ছেলেপেলেরা "বিপ্লব" করেছে; জুন বিপ্লবের সাপোর্টার!!
নীচে যেই ষ্টেইটমেন্টটা (৩য় প্যারা ) দেখছেন, ইহা আমাদের ব্লগার জুনের-করা মন্তব্য। আমি চট্টগ্রামের মানুষ, কিশোরী বয়সে জুন সীতাকুন্ডে ছিলেন; তিনি যখন সীতাকুন্ডে ছিলেন, ঠিক সেই সময়ে ( বয়সের অনুমানে ) সীতাকুন্ডের রাস্তাঘাট ও পাহাড়ে আমার পুর্ণ বিচারণ ছিলো। জুন কোন কারণে ক্রিমিনাল টাইপের ব্লগারদের ( জটিল ভাই, আফলাতুন হায়দার, জুল ভার্ন , সাড়ে চুয়াত্তর, ভুয়া ) সাথে খুবই মাখামাখি করে আসছেন সব সময়। যাক, সেটা উনার ব্যাপার; কিন্তু সীতাকুন্ড ছিলেন বলেই আমি উনাকে এখনো পছন্দ করি।
জুলের লেখা সব সময় পড়ি, "কমেন্ট ব্যানে" না'থাকলে উনার পোষ্টে কেমন্ট করি; আমার ধারণা, কোন বিষয়ে উনার "পিএইচডি ডিগ্রি" নেই; ফলে, ১ জন বাংগালী পিএইচডি যখন ধর্মীয়বানী, আয়াত, শ্লোক পড়ার ফজিলত নিয়ে ব্লগে লিখেন উনার "কাগু" কেন রেগে যান, উহা উনার বোধগম্য হওয়ার কথা নয়।
জুন বলেছেন: আমি অনেক ব্যাক্তিকেই দেখি কি অবলীলায় একজন আর একজনকে অপদস্ত করছে, হেয় করছে। লেখা ভালো না লাগলে না পড়লেই হয়। এখানে কোন কালীদাস, রবীন্দ্র, নজরুলরা লিখতে আসে না। আমাদের মত গার্বেজরাই এখানে অধিকাংশ লেখক। সুতরাং গার্বেজ লেখকদের গার্বেজ লেখা পড়ে গার্বেজ বলাটা কোন বুদ্ধিমত্তার পরিচয় না। আর উনার বোঝা উচিত এত বছরেও সে আমাদের সামু ব্লগের গাধাগুলো ( গার্বেজ লেখক) পিটায় গরু বানাতে পারে নাই। তার তো এখন ক্ষ্যান্ত দেয়া উচিত ![]()
উহা যে কেন ডাস্টবিনে পরে আছে বছরের পর বছর এটাই আমি বুঝতে পারছি না আলী ভাই ![]()
আপনার লেখাটি অসাধারণ হয়েছে কিন্ত কাজে লাগ্লে হয়।
২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি মানুষকে পছন্দ করি, গোলাম আজম মানুষ ছিলো না, উহা ছিলো অমানুষ ও জল্লাদ।
২|
২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২০
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে সমালোচনা করে লেখালেখি করে বহু লেখক ফেমাস হয়েছেন। আপনার নিজের লেখা থেকে সেটা জানতে পেরেছি।
২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার বিপক্ষে ১ম পোষ্ট এসেছিলো আমি সামুতে আসার ২ দিন পর, একজন বেশ নামকরা গল্পকার সেটা লিখেছিলেন, ৩/৪ গন্টার মাঝে ৩০০ মন্তব্য এসেছিলো আমাকে গালি দিয়ে; এর ২/৩ মাস পর থেকে উনি ক্রমেই ব্লগ থেকে হারিয়ে গেছেন।
২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
জটিল ভাই নামে এক পরিত্যাক্ত নিক ব্যবহার করে ব্লগার কয়েকজন সুপরিচিত ব্লগার আমাকে নিয়ে ২ মাসে ৭২টি পোষ্ট দিয়ে ৪৫০০ মন্তব্য পেয়েছিলো; এর আগে ১০ বছরে উনার মন্তব্য ছিলো ৪০৫ টি।
জুল ভার্ন ২ বার সামু ত্যাগ করেছে আমাকে গালি দিয়ে লিখে; ১০/১২ জন ব্লগার উনাকে তেল তুল দিয়ে ব্লগে ফিরায়েছেন; কিন্তু উনার অবস্হা দেখছেন, যারা উনাকে ফিরায়েছেন, তারাও উনার পোষ্ট আসেন না।
২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আনিয়ারুল ইসলাম নামে ১ জন ধ্মীয় ব্লগার আমাকে গালি দিতে দিতে ব্লগািং শেষ করেন। এখনো সময় সময় এসে আমার পোষ্ট পড়েন; কিন্তু শুভেচ্ছো জানান। কালীদাস নামে ১ এলিট ব্লগার নিজের চুল চিঁড়ে ব্লগ চেড়েছেন। এরা আমার বিপক্ষে লিখতেন।
৩|
২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
এ পথের পথিক বলেছেন: আমাদের জেনারেশন ৭৫ এর ট্রাক্টর দাদু ।
দাদো ব্লগে কারো পোষ্ট না দেখলেও, না পড়লেও, না কমেন্ট করলেও আপনার ওয়ালে ঘুরে যায় । কমেন্ট করে যায় । গার্বেজ সব কমেন্ট
২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার ফিডব্যাক পেয়ে শতশত ব্লগার উপকৃত হয়েছেন; আবার শত শত ব্লগার ব্লগিং থেকে অবসরে গেছেন।
কেহ আমাকে ভয়ানক গালি দিয়ে লিখলে এখনও কমপক্ষে ৫০টি মন্তব্য পারে; কিন্তু হজ্বের উপর লিখলে ০ মন্তব্য পাবার সম্ভাবনা ৯৫ ভাগ; আমাকে গালি দিলে সওয়াব বেশী।
৪|
২১ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজনীতি করলে ভালো মন্দ চেনার ক্ষমতা থাকতে হয়।
সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হয়।
মানুষ চেনার ক্ষমতা থাকতে হয়।
সঠিক সময়ে সঠিক কাজ করার সক্ষমতা থাকতে হয়।
এ্গুলো কি উনার মাঝে ছিল?
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭
আঁধারের যুবরাজ বলেছেন: কিন্তু সীতাকুন্ড ছিলেন বলে উনাকে আমি এখনো পছন্দ করি।
- গোলাম আজম আপনার গ্রামে থাকলে কি তাকেও পছন্দ করতেন ? এলাকার লোক হলেই তাকে পছন্দ করতে হবে, এটা কি যুক্তিপূর্ণ কথা ?