| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার 'সোনাগাজী' নিকটি ব্যান হওয়ার পর, গত ১৪ মাস পেছনের পাতা থেকে ব্লগিং করছি। এখনকার নিক হচ্ছে, 'একাত্তরের জেনারেশন'; ইহা ৩ মাস টিকেছে" লেখা সামনের পাতায় যায় না, আমি কমেন্ট ব্যানে আছি; গত ৩ দিন থেকে পোষ্ট আলোচিত ব্লগে যাচ্ছে!
যাঁরা আমার পোষ্ট পড়েন, তাঁরা আমাকে 'চাঁদগাজী/সোনাগাজি' নিকে চিনতেন; অনেক পুরাতন ব্লগার আমাকে খুঁজে পান না; আমি প্রতিনিয়ত নতুন নতুন নিকে আসছি; ফলে, তাঁরা আমাকে খুঁঝে পান। তবে, পুরাতন ও পরিচিত ব্লগারেরা আজকাল ব্লগে আসছেন না। ২/১ জন পুরাতন ব্লগার এখন অনেকটা নিয়মিত হয়েছেন; তবে, এদের পোষ্ট মোটামুটি গার্বেজ, আগেও ছিলো গার্বেজ, এখনো গার্বেজ।
গত ১৪ মাসে ১৮টির মতো নিক ব্যবহার করেছি; বেশীরভাগই ব্যান করা হয়েছে; ২/৩টা আছে কোন কিছুই করা যায় না: নতুন পোষ্টও লেখা যায় না। অবশ্য এখন আমি গতকাল কি লিখেছি সেটাও আর পড়ে দেখি না।
সম্প্রতি, কয়েকজন পরিচিত ব্লগার নতুন নিকে আমাকে গালি দিতে বা কটু কথা বলতে চেষ্টা করছেন; কিন্তু ঠিক সব সময়ের মতো, অসফল হয়ে মনোকষ্ট পাচ্ছেন।
আমার সাথে খারাপ আচরণ করে কেহ সুবিধা করতে পারার কথা নয়; ইহা মোটামুটি জানা কথা। দু:খের বিষয় হলো, শতকরা ৮০/৮৫ জন শিক্ষিত বাংগালীর আচরণে ও শিক্ষায় মহা সমস্যা আছে।
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
আমরা তুর্কি জাতি নই; ৩০ জন ব্লগারের মাঝে ২০ জনই ম্যাঁওপ্যাঁ.
এসব লিলিপুটিয়ানরা কোন কাজের নয়; এগ্রো-পিএইচডি বলেছেন প্রতিদিন "আয়াত" পড়তে; আরেকজন ম্যানেজমেন্টের পিএইচডি ব্লগার বই লিখেছেন, "অলৌকিক কুরান ও বিস্ময়কর হাসিস"; শেষের জন ব্লগ ত্যাগ করেছে।
২|
২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: ১৪ মাস থেকে আপনার সাথেই তো ছিলাম। সবকিছু প্রত্যক্ষ্ করেছি। দেখতে দেখতে আমারো ১৩ মাস সময় পার হয়ে গেছে।
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
ভালোই করেছেন ১৩ মাসে।
কতজন ব্লগারের পোষ্ট পড়েন?
৩|
২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগে জানতাম হাকিম নড়ে তো হুকুম নড়ে না।
আর এখন দেখছি- হাকিম তো নড়েই ।
সাথে সাথ হুকুমও নড়ে যায়।
যেই আদালত অবৈধ বলেছিল সেই আদালতই এখন আবার বৈধ বলছে।
এটা প্রশাসনের কালো বাতাসের কারণে হয়।
আইন সবার জন্যই সমান।
সকল সময়ের জন্যই সমান।
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
স্হান আগের মতো আছে, লোকজন বদলেছে; বাংগালী উট চরাতে জানে, বিচারক হতে পারে না।
৪|
২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: ওস্তাদ, ব্লগের নামে কি মামলা করা যায়? আছে কোনো এরকম নিয়ম কানুন?
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
নিয়ম কানুন আছে।
সামুটিমের লোকজন সোস্যাল মিডিয়া চালানোর মতো দক্ষ নন। ওদের ২/১ জনের ব্লগিং তো দেখেছেন।
৫|
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮
সৈয়দ কুতুব বলেছেন: লেখক আজাদেের বিষয়ে আপনার কি মতামত ? উনাকে নাকি সামু টিম লিখতে দিতেসে না । এদিকে তিনি মনে করছেন লেখকেরা(আমি সহ) উনার লেখায় বাধা দিয়েছি। তিনি এদিকে আমাকে block করে রেখেছেন ।
উনি একজন গুজব বাজ লেখক । তবুও লিখতে চাইলে বাধা কি দেয়া উচিত ? উনার complain গুরুতর। post নাকি decline করে দেয় । আবার ছবি এড করতে পারে না ।
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
উহা গার্বেজ ঢালতে পারছে না?
উনার লেখার মান নীচু, গরুর রচনা। উহার গার্বেজ বন্ধ করার পেছনে সামুটিমের ব্যবসায়িক কোন কারণ আছে।
৬|
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ডরে এখন ব্লগাররা গার্বেজও লিখতে চান না।
২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৭
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশের এই ভয়ংকর সময়ে ব্লগারদের মগজ দেখছেন তো? ৮০ ভাগই উটের রাখাল হওয়ার যোগ্য।
৭|
২১ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: দেশের এই ভয়ংকর সময়ে ব্লগারদের মগজ দেখছেন তো? ৮০ ভাগই উটের রাখাল হওয়ার যোগ্য। চাইলেও অনেকে অনেক কথা বলতে পারেন না। জানের ভয় আছে।
২১ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশে যেখানে ক্যু হয়েছে, সেটাকে ব্লগে ক্যু বললে কে খেয়ে ফেলবে? ইডিয়টরা মনে করে যে, ইহা জামাত-শিবিরের জনবিপ্লব।
কোন পায়খানার ১ শিবিরকে নিজেরা হত্যা করে জাতির পিতা বলছে জংগীরা; সেখানে বলার দরকার ছিলো, উহা জাতির পিতা নয়, উহা রগকাটা-শিবির।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: কামাল আতারতুক হয়ে কেউ বাংলাদেশে আসবেন না। খোমেনি মতো ত্রাতা আসতে পারেন।