| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেরা শাড়ী জামদানী, সেরা মুসলিম মামদানী?
খেয়াল করেছেন, ট্রাম্প নিজের অফিসে বসে বসে কথা বলছে, মামদানীকে চেয়ার বসতে বলেনি ট্রাম্প।
ট্রাম্প বিশ্বাস করে না, সাদা ব্যতিত অন্য কেহ আমেরিকার বড় পোষ্টগুলোতে কাজ করার যোগ্য। নিউইয়র্ক শহরের মেয়র আমেরিকার ১টি গুরুত্বপুর্ণ পদ, ইহাতে মামদানী নির্বচিত হওয়ায় সে ভয়ানকভাবে বিরক্ত; সেটা সে প্রকাশ করেছে ভোটের আগে ও পরে। গতকাল সাংবাদিকদের সামনে ট্রাম্প তার নিজের ট্রাম্প কার্ড খেলেছে, সে জিতেছে! মামদানীকে খুশী দেখা গেছে, দর্শকেরা খুশী, ট্রাম্প প্রেসিডেন্টের মতো আচরণ করেছে।
তবে, ২ জনের মাঝে একান্ত মিটিং হয়েছে, সেখানে ট্রাম্প মামদানীকে নিশ্চয় মনে করায়ে দিয়েছে যে, সে প্রেসিডেন্ট ট্রাম্প, মেয়র কোনভাবে তার কথার বাহিরে যেতে পারবে না। মামদানী নিজেও বুঝতে পারছে যে, সে ভোটের আগে যা যা বলেছে তার বড় অংশ আমেরিকান ক্যাপিটেলিজমের পরিপন্হি, সেগুলো করা সম্ভব হবে না।
সাংবাদিকদের সামনে ট্রাম্প আজকাল খুবই উদার; জিলেনস্কির সাথে যা যা করেছিলো, উহাতে ট্রাম্পের পাগলামী প্রকাশ পেয়েছে; এবং আজকাল সিএনএন'কে ফেইক নিউজ বলছে না। ট্রাম্প অনেকগুলো কাজ করেছে যা তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সে গত ২/৩ মাসে অনেক ভদ্র হয়ে গেছে।
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
গাজায় ট্রাম্প যাদু অলরেডি দেখায়েছে, মানুষ হত্যা বন্ধ করেছ।
বাকী আছে হামাসকে বের করা; সেটাও হবে; হামাস, হেজবুল্লাহদের সময় শেষ। বিশ্ব এখন হামাস, হেজবুল্লাহ, হুতি, জামাত-শিবির, ব্রাদারহুডকে সহ্য করবে না।
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
গাজায় ট্রাম্প যাদু অলরেডি দেখায়েছে, মানুষ হত্যা বন্ধ করেছে।
বাকী আছে হামাসকে বের করা; সেটাও হবে; হামাস, হেজবুল্লাহদের সময় শেষ। বিশ্ব এখন হামাস, হেজবুল্লাহ, হুতি, জামাত-শিবির, ব্রাদারহুডকে সহ্য করবে না।
২|
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:সে গত ২/৩ মাসে অনেক ভদ্র হয়ে গেছে।
- ট্রাম্পের মতো ক্ষমতাশালী মানুষও ভদ্র হয়ে গিয়েছে। শেখ হাসিনা মনে হয় তার চেয়েও ক্ষমতাশালী ! উনি এবং বর্তমান আওয়ামীলীগের হর্তা কর্তাদের হুমকি ধামকি থামছেই না।
লেখক বলেছেন: বিশ্ব এখন হামাস, হেজবুল্লাহ, হুতি, জামাত-শিবির, ব্রাদারহুডকে সহ্য করবে না।
- বিএনপির নাম বললেন না ?
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
হাওয়া ভবন ও ৪০ চোর ছিলো বিএনপি'র ১৮ পয়েন্ট রাজনীতির আসল শক্তি; বেগম জিয়াও চোর মাত্র; টাইপিং'এ বিএনপি বাদ পড়েছে; তবে, ১৯৭১ সালে যারা "শান্তি কমিটিতে" ছিলো, সবাই বিএনপি'তে গিয়েছে।
শেখ হাসিনার নাম খরচের খাতায় লেখার দরকার; ৪৪ বছর ইডিয়ট মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলো।
৩|
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: হাওয়া ভবন ও ৪০ চোর ছিলো বিএনপি'র ১৮ পয়েন্ট রাজনীতির আসল শক্তি; বেগম জিয়াও চোর
- ঠিক বলেছেন , সেই অর্থে বর্তমান আওয়ামীলীগ,তাদের সমর্থকগণ ,সাঙ্গপাঙ্গ সবাইকে বলা চলে "দরবেশ" ![]()
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখা হাসিনার সময়, শেখ পরিবারে লোকজন, দলের লোকেরা, ব্যবসায়ীরা, ব্যাংকের লোকজন, ব্যুরোক্রেটরা ও ফোর্সের লোকেরা যেই ডাকাতী করেছে সেজন্য উনার আজীবন জেল হওয়ার দরকার।
২২ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
শেকগ পরিবারে, শেখ ব্যতিত সবাই অসৎ ছিলো।
৪|
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:১২
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: শেকগ পরিবারে, শেখ ব্যতিত সবাই অসৎ ছিলো।
-কি যে বলেন , সব দোষ জিয়া ,খালেদা জিয়া ,তারেক জিয়া আর বিএনপির ! কি যে বলেন , সব দোষ জিয়া ,খালেদা জিয়া ,তারেক জিয়া আর বিএনপির ! আর বাংলাদেশের সেই "সুদখোর" , মানে বাংলাদেশে তো ওই একটাই সুদখোর !
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
জিয়া যেই অপরাধ করেছে, সেটা ২০ কোটী মানুষকে পরাজিত জাতিতে পরিণত করেছে; আমাদের মুক্তিযুদ্ধের সকল অর্জন যে মুছে দিয়ে, আমাদেরকে ২য় পাকিস্তানে পরিণত করে, চট্টগ্রাম থেকে বিদায় নিয়েছে। চট্রগ্রাম হচ্ছে প্রীতিলতার শহর।
৫|
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫২
এ পথের পথিক বলেছেন: গার্বেজ এবং স্টুপিডের মত শিরোনাম ।
আচ্ছা বলেন তো cpp এর তুলনায় py এর রান টাইম কেন বেশী ?
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
cpp ও py দিয়ে কি বুঝায়েছেন আমি জানি না।
আপনি যদি C++ ও PYTHON বুঝায়ে থাকেন, তা'হলে উত্তর হবে, C++ অনেকটা "লো লেভেল, অনেকটা এসেম্বলী ল্যাংগুয়েজের মতো; PYTHON হাইলেভেল ল্যাংগুয়েজ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪
সৈয়দ কুতুব বলেছেন: গাজায় যদি ট্রাম্প জাদু দেখাতে পারে তাহলে পাশা উলটে যাবে ।