| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজার মানুষ স্বাধীনতা না'চেয়ে চেয়েছিলো ইসরায়েলীদের উৎখাত করতে; সেজন্য গাজার মানুষ ২০০৬ সালে পিএলও'র যায়গায় "হামাসকে" ভোট দিয়েছিলো। গাজার মানুষ জানতো না যে, তারা নিজেদের জন্য মৃত্যু কিনে নিয়েছে।
এরপরও গাজার মানুষ একটা হুশিয়ারী পেয়েছিলো: ২০১৪ সালে হামাস ৩টি ইহুদী কিশোরকে হত্যা করায় ৩০০০ হাজার ফিলিস্তিনীর প্রাণ গিয়েছিলো ও গাজাকে ধুলায় পরিণত করেছিলো ইহুদীরা।
বাংলার মানুষ সময় থাকতে কিছু করছে না; তাদের সামনে ১৯৭১ সালের গণহত্যা ও নারীদের উপর অত্যাচারের ইতিহাস এখনো মনে থাকার কথা। ১৯৭৫ সালের হত্যাকান্ডের ইতিহাস এখনো মুছে যায়নি; ২০২৪ সালের ক্যু'কে যারা "বিপ্লব" দিয়ে প্রতারণা করেছে, তাদের ডাকাতী কিন্তু এলার্ম। এখনো সময় আছে রাজাকারের সন্তনাদের থামানোর।
©somewhere in net ltd.