নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ইউনুসের সুদের কারবারে কি পরিমাণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে?

২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:১৬



ইউনুসের এনজিও থেকে ৮৫ লাখ পরিবার ঋণ নিয়েছিলো; ৭৮ থেকে ৮০ লাখ পরিবার ঋণের জালে আটকা পড়েছে। কি পরিমাণ মানুষ আত্নহত্যা করেছে, ভিটাবাড়ী বিক্রয় করে সর্বশান্ত হয়েছে, কি পরিমাণ মানুষ এখনো পালিয়ে বেড়াচ্ছে?

ইউনুস যে বিশ্বের সেরা প্রতারক এতে আমার কোন সন্দেহ নেই! সে বাংগালী জাতির দারিদ্রতা নিয়ে কান্না করার মতো একটা যায়গা পেয়েছিলো, সেটা হিলারী ক্লিনটনের পরিবার। হিলারী ক্লিনটন নিজ পরিবারের এনজিও নিয়ে আমেরিকানদের সামনে মিথ্যা বলায়, জরীপে ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্ট সামনে থেকেও ভোটে পরাজিত হয়েছিল; আমেরিকানরা ঠিক সময়ে তাকে বুঝায়ে দিয়েছে যে, মিথ্যা বলে সে বেশীদুর যেতে পারবে না।

আমাদের জাতি ভেতো বাংগালী; অনেক বাংগালী আমেরিকা আজীবন বাস করেও উত্তর বংগের বাংগালী, মফিজ মিয়াই থেকে যায়; দেশের মানুষ আধুনিক সভ্যতা থেকে অনেক দুরে আছে। ফলে, আমাদের প্রতারক ইউনুস মিয়া বাংগালীর জন্য কেঁদে নিজে বিলিওনিয়ার হয়েছে সহজেই, কোনভাবে বেগ পেতে হয়নি।



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিথ্যা বা প্রতারনা , একটি জাতিকে কতদূর
নিয়ে যেতে পারে ?
ইতিহাসে তার স্হান কোথায় হবে ???

২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাদের দেশে কি ইতিহাস লেখক আছে? প্রশ্নফাঁসেরা কি ইতিহাস বুঝে?
আমেিকান ক্যু'কে বিপ্লব বলছে ইডিয়টরা।

আমেরিকায়, জাতীয় ইতিহাস লেখার কাজে সরকারীভাবে নিয়োজিত আছে বেশ কয়েকটি সংস্হা ও মিউজিয়াম।

২| ২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ইউনুস আপনি সমসাময়িক! সে আমেরিকা পড়াশোনা করে সফল খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব..
আর আপনি ডলারের পে-চেক দিয়ে বেঁচে আছেন। জ্বালাটা এখানেই?
বিশ্ব প্রতারক, সুদি মহাজন এইসব বোগাস......

২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ২:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি চাইলে আজকে একটা এনজিও শুরু করতে পারি; কিন্তু আমি করবো না।

আমেরিকায় কমপক্ষে ৯০ হাজার বাংগালী পড়ালেখা করেছে; এদের মাঝে হাজার খানেক মানুষ এনজিও খুলেছে, এবং এরা সবাই প্রতারক।

২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ২:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আমেরিকায় প্রতারণায়:

১) নাইজেরিয়ানরা
২) পাকীরা
৩) বাংগালীরা

আপনি এখানে এলে অবশ্যই প্রতারণা করার সম্ভাবনা ৯৯.৯ ভাগ।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: সুদের কারবার করেছে সেটাও না হয় মেনে নিলাম। কিন্তু ইউনুস সাহেব জামাতের গোলাম হয়ে গেলো কেন?

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা উনার সুদের রাজত্বে হাত দিয়েছিলো; তখন তিনি জামাতের সাথে মিলে পাকিদের সাহায্য চেয়েছে আমেরিকার কাছে লবিং করে ক্যু ঘটাতে।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি তিনি এবং তাঁর প্রতিষ্ঠান নোবেল প্রাইস পেয়েছেন। আর আপনি সামুর সামনের পাতাও পান না। আফসোস!

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



উনি বাংলাদেশের গরীবদের জন্য কুম্ভীরের কান্মা করেছেন, সেটা ছিলো প্রতারণা; এটা বুঝার মতো ক্ষমতা আপনার নেই।

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুতে যারা কাজ করেন, তারা আপনার মতো বুদ্ধিমানও নন। আপনি আমাকে কোনদিনও ব্যান করার পক্ষে ছিলেন না।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০০

কিরকুট বলেছেন: জামাত ও ইউনুস এই দুই জনার ভিত্তি হলো মিথ্যা । চারিত্রিকগত ভাবে এই দুই জন এক।

জামাতের মিথ্যা বিহেশতের টিকিট আর ইউনুসের সামাজিক ব্যবসার নামে মিথ্যা ব্যাবসায়ী কারবার ।

এই দুই চারিত্র অনর্গল মিথ্যা বলে যেতে পারে বিনা দ্বিধায়।

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ইউনুস বাংলাদেশের গরীবদের জন্য কেঁদে পশ্চিম থেকে ক্যাপিটেল এনে নিজে বিলিোনিয়ার হয়েছে। জামাত রাজাকার ও রোহিংগাদের নামে আরব থেকে কয়েক বিলিয়ন ডলার এনে বাংলাদেশে ব্যাংক ও শতশত ব্যবসা খুলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.