নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ইপিআর, বিডিআর, বিজিবি অফিসারেরা ও জোয়ানেরা চোরাকারবারী থেকে আয় করেছে?

০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৬



আপনি কখনো কি শুনেছেন যে, পাকিস্তানী আমলে বাংলা-ভারত সীমান্তে চোরাকারবারী হতো? শুনেননি? যারা শুনেনি, তারা প্রশ্নফাঁস।

বাংলাদেশের জন্মের পর থেকে চোরাকারবারী বেড়েছে, নাকি কমেছে? আপনাদের এলাকার কেহ, আপনার পরিবারের কেহ ইহাতে যুক্ত আছে? ব্লগার অপু অনেক চোরাকারবারীকে চেনার কথা।

ফেনী থেকে মিরসবাই অবধি এলাকার ২০ ভাগ মানুষ বিবিধভাবে, বিবিধ সময়ে চোরাকারবারীর সাথে যুক্ত ছিলো ও আছে, এরা অন্যদের থেকে বেশী টাকা পয়সার মালিক।

শেখ সাহেবের ভাই শেখ নাসিরও নাকি চোরাকারী করতো; শেখ সেটা থামায়েছিলো। চোরাকারবারীতে ২ দেশের সীমান্ত প্রহরীরা যুক্ত আছে? তারা বড় অংকের টাকা আয় করে আসছে?

এই বড় অংকের টাকা নিয়ে সীমান্তের জোয়ান ও বেংগল রেজিমেন্টের ডেপুটেশানে থাকা অফিসারদের মাঝে সম্পর্ক কি রকম ভালো?



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ভালো বিষয়ে লিখেছেন । ইহা আলোচনার করার মতো বিষয় । চোরাকারবারির কথা শুনেছি। তবে মানুষের মুখে বইতে নয় ।

০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাদের লেখকদের ৯৬ ভাগ বই হচ্ছে গার্বেজ; অনেক লেখক ভুয়া, আমাদের জুল ভার্ণ, খায়রুল হাসানের মতো লেখক।
ভারত থেকে আমাদের আমদানী ছিলো গত বছর অফিসিয়েলী ১২ বিলিয়ন ডলারের; রপ্তানী ছিলো ২ বিলিয়ন ডলারের মতো।

কিন্তু কমপক্ষে ১০/১২ বিলিয়ন ডলারের স্বর্ণ গেছে ইন্ডিয়া ও সেখানে থেকে চোরাই পথে এসেছে ১০ বিলিয়ন ডলারের দ্রব্য। ইহা বিশাল পরিমাণ টাকা

২| ০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের মানুষ উপদেশ দেয়ায় খুব একটিভ । কাজের বেলায় ঠনঠন ? আবার এক দল আছে সরকারের সব পলিসি ভালো বলে “ম্যা… ম্যা… করে বেড়ায় ? বাকি দের ভুয়া বুঝ দেয় । এরা আবার নিজেরা সেইফ জোনে আছে তবে মানুষকে ভুগোল বুঝায় । আর ভুগোল কম বোঝা মানুষ মনে করে আাসলে আমারই problem ।

০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আজকের বিশ্বের অশিক্ষিত জনতা জাতির জন্য বোঝা ও ভয়ংকর। সুদানের সেনাবাহিনীতে শিক্ষিত কোন সৈনিক নেই; ইয়েমের হুতিরা স্কুলে যায়নি।

আমাদের শিক্ষিত পরিবারগুলো সব সম্পদ ও সুবিধা দখলে রাখার জন্য বাকীদের বিভ্রান্ত করে; আমি জানি বেগম জিয়া ক্বে, কিভাবে ক্ষমটায় গেলো, চুরি করলো ও কেক খেয়ে কি করে জেলে গেলো; এখন এই মহিলাকে ৫ আসন থেকে কারা বারবার নির্বাচিত করলো? জুল ভার্ণ কেন উনাকে "মহিয়সী নারী" বলছেন?

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের সব চেয়ে বড় মাদ্রাসা হচ্ছে দোয়েল চত্তরের পাশে।
এটাকে বৃত্তর ঢাকা মাদ্রাসা বলে।
অনেক বছর আগে এখানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল।


এক জন মানুষ হিসাবে তার রোগ মুক্তি কামনা করা উচিত।
তবে শাসক হিসাবে তিনি ব্যর্থ।

০২ রা ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার যদি মনে থাকে, জাতি যে, ভয়ংকর সমস্যার মাঝে প্রবেশ করেছে তা আমি ২০২৪ সালের জুলাইর মাঝামাঝি বলেছিলাম।

বেগম জিয়া প্রতিবারেই ৫ আসনে জিতেছিলেন; মানুষ কোন লেভেলের ইডিয়ট হলে এই কাজ করতে পারে!!

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: বর্ডার এলাকায় দুই দেশের সিন্ডিকেট আছে।
এদের আন্ডারে অনেক অল্প বয়সী ছেলে আছে। এই ছেলে গুলো কাটাতার পেরিয়ে নানান রকম জিনিস আনে। (দুই দেশের বর্ডার গার্ড, বিষয়টা জানে) আপনি বর্ডার এলাকায় গিয়ে কিছু চাইলেই পাবেন। হোক মাদক বা সাবান, শ্যাম্পু অথবা ওষুধ।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:




বাংলাদেশ থেকে ভারতে মুলত: স্বর্ণ পাচার হয় বিশাল অংকে; বাংলাদেশের শুরু থেকেই ভারতীয় গরু ছিলো পাচার মুল্যবান অংশ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্ডারে সৎ মানুষের সংখ্যা কম। হাসিনা পুলিশ, বিজিবি, রাব ও সেনাবাহিনীকে বলেদিয়েছিল যে তোমরা যা ইচ্ছা কর কিন্তু আমার সিংহাসন চাই। তারপর যা হবার তাই হয়েছে করাপশন আরো বেড়েছে।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



হাসিনার বাবাকে যারা ( সিআইএ, পাকিস্তান, সেনাবাহিনী ) হত্যা করেছিল, তারা কখনো থামেনি; তারা হাসিনাকে মারার জন্য ও দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছিলো সব সময়; উনি দেশের জন্য যতটুকু পেরেছেন করেছেন, কিন্তু নিজে বাঁচার জন্য সব চেষ্টা করেছেন।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে একটা লাইক দিলাম।

০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:




আমাকে লাইক দিলে আপনার মন ভালো থাকবে; ভুয়া ও অথর্বদের পোষ্টে লাইক দিলে, লাইকটা গার্বেজে পড়বে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

শূন্য সারমর্ম বলেছেন:



তারেক দেশে কেন আসছে না? কারণ কি কি?

০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:




যেসব মিলিটারী অফিসার ( জিয়া গ্রুপের ) তাকে লাথি মেরেছিলো, তারা এখন সেনাবাহিনীকে কমান্ড দিচ্ছে। পাকিস্তান এখন জামাতকে বেশী গুরুত্ব দিচ্ছে; জামাত আমাদের দেশকে দ্রুত ধ্বংস করতে সক্ষম হবে।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: যেসব মিলিটারী অফিসার ( জিয়া গ্রুপের ) তাকে লাথি মেরেছিলো, তারা এখন সেনাবাহিনীকে কমান্ড দিচ্ছে। পাকিস্তান এখন জামাতকে বেশী গুরুত্ব দিচ্ছে; জামাত আমাদের দেশকে দ্রুত ধ্বংস করতে সক্ষম হবে।

পাকিস্তান এবং টারকি ইনটিলিজেনস এখন বাংলাদেশে একটিভ । তবে তারেকের ফেরা আমেরিকার এক ইশারায় কাফি । জামাত কে বেশি ভাও দিয়ে লাভ নেই । পাওয়ারে গেলে বিএনপি-আওয়ামি লিগ এক হয়ে এক বছরের মাঝে সরকার পতন ঘটাবে। ইলেকশন ইনজিনিয়ারিং এর দায়ে ইউনুস সাহেব জেলে যাবেন ।,

টারকি নিয়ে বহু সংবাদ আসছে ।

০২ রা ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



তুরস্কে "ইনটেলিজেন্স"লোকজন এখন আছে? আমার ধারণা এরদেগান জাতিকে ইডিয়ট মোল্লা জাতিতে পরিণত করেছে।

পাকিস্তান বাংলাদেশকে সুদান না'বানায়ে ছাড়বে। ট্রাম্প বাংলাদেশ, ইয়েমেন, লেবানন, লিবিয়া, সুদানের নামও হয়তো শুনতে চাইবে না; তারেক মারেক, এসব শব্দ সে শুনতে চাহে না; জন, মার্ক, রবার্টের বাহিরে সে নাম জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.