নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ। তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন। ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

গেন্দু মিয়ার চরিত্র – ফুলের মতন পবিত্র!

গেন্দু মিয়া

কিছু জানার চেষ্টা থেকে ব্লগে আসা। সাহিত্য চর্চা করতে চাই।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্যঃ গুম হয়ে যাই

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৩

বঙ্গদেশের বঙাল মোরা,

সুখীতম কাঙাল মোরা,

হাসিতে খুশিতে ঝুম হয়ে যাই।

মাঝে মাঝে শুধু গুম হয়ে যাই।।



খালের বিলের নদীর জলে,

লাশের মিছিল পঁচে-গলে।

দেখে দেখে নির্ঘুম হয়ে যাই।

মাঝে মাঝে তবু গুম হয়ে যাই।।



রাজনীতির এই মঞ্চনাটক

ইঁট-গাঁথা সব জান্‌লা-ফটক,

আচানক মর-হুম হয়ে যাই।

দুম্‌ করে মোরা গুম হয়ে যাই।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:০০

বোধহীন স্বপ্ন বলেছেন:
ছড়াখানা ভালা পাইছি।

০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:৪২

গেন্দু মিয়া বলেছেন: তাই নাকি??

চলেন গুম হয়ে যাই। :-P :-P

২| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

জটিল ছড়া হইছে ভাই।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৭

গেন্দু মিয়া বলেছেন: থ্যাঙ্ক ইয়ু ভাই।

:D

৩| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:০৪

মামুন রশিদ বলেছেন: এইবার গুমপনা ছেড়ে প্রকাশিত হোন !

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮

গেন্দু মিয়া বলেছেন: দুম করে একদিন প্রকাশিত হয়ে যাব।।

:D

৪| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:০১

চড়ুই বলেছেন: প্লাস দিছি। ভালো হইছে।

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০০

গেন্দু মিয়া বলেছেন: একগুচ্ছ ধনেপাতা!

:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.