নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা, আল্লাহ মহান!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। জন্মশত্রুদের বিচার ছাড়া আমাদের জীবন শুরু হচ্ছিল না। আজ থেকে সেই যাত্রা আরম্ভ হলো।



এই মুহুর্তে আমার শুধু মনে হচ্ছে, আল্লাহ মহান।



ইতিহাসে দেখা যায়, কোন অন্যায়কারীই মাফ পায়নি, পাচ্ছে না, পাবেও না। ধর্মের বাণী আওড়ালেও মানুষকে কষ্ট দেয়ার অপরাধের শাস্তি হয়ই! হিন্দুদের হত্যা ও নির্যাতনে ধর্ম ব্যাবসায়ী বাচ্চু রাজাকারের বিচারের রায় তাই অনেক বেশী কিছু।



এটা শুধু মধুর প্রতিশোধই না, এই বিচার হলো ৭১ নিগৃহীত লাখো মানুষের প্রাণের, লাখো মা-বোনের ইজ্জতের-সন্মানের বর্বর লঙ্ঘনের বিচার। এই বিচার শুধু আমাদের মাথা উঁচু করার প্রয়াস নয়, এই বিচার আমাদের লজ্জামোচনের বিচার।



মাকসুদের সাথে সাথে আমরাও মা'কে কথা দিয়েছিলাম, "আমি শত্রু চিনি মা'গো, তুমি ঘুমাও নির্ভয়ে", আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো। ধর্মের আড়ালে আশ্রয় নেয়া রাজাকারকে দিয়েই বিচারের সুফল ঘরে উঠতে আরম্ভ করলো।



এই রায়টা খুবই তাৎপর্যপূর্ণ। শুধু প্রথম বলেই নয়, ভিক্টিম ও আসামী'র পরিচয়গুলোও গুরুত্বপূর্ণ। এই বাচ্চু রাজাকার বেছে সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতন করেছিল। এবং সবদিক বিবেচনায়, ট্র‌্যাইবুন্যালের রায় ঘোষনা আরম্ভের জন্য উপযুক্ত ব্যাক্তিই নির্বাচিত হয়েছে।







( এই সেই অমানুষ, পার্ফেক্ট রাজাকার চেহারা! )



আওয়ামী লীগ'কে ধন্যবাদ না দিলেই নয়। ধন্যবাদ আওয়ামী লীগ, ধন্যবাদ বুবু।



সেই সাথে অনলাইনের গুন্ডা আমুলীগ'কেও ধন্যবাদ দিতে হয় ট্র‌্যাইবুন্যালের পক্ষে জনসমর্থন তৈরী'র নিরলস প্রচেষ্টার জন্য ( ব্যাপক শর্তস্বাপেক্ষে)



সরকারের কাছে অনুরোধ, যেই উৎসাহ ও উদ্দিপনা ছড়িয়ে দিলেন এই রাজাকারের বিচারের রায় ঘোষনা করে, কোনভাবেই এর রেশ কাটতে না দিয়ে একে একে আটক সবগুলো রাজাকারের বিচার করে রায় ঘোষনা করে ফেলুন। এত বছরের অপেক্ষা'র ইতি টানা আরম্ভ করেছেন, এর গতি অব্যাহত রাখুন।



ব্যাক্তিগতভাবে আগামী'তে সাকা আর গোআ'র বিচারের দৃষ্টান্তমূলক রায় কামনা করি।



জয় বাংলা, আল্লাহ মহান!!!

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

জ্বীন কফিল বলেছেন: এবার খাঁচায় থাকা যুদ্দেধাপরাধিদের বিচারের রায় দ্রুততার সাথে দেয়া হোক ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত।

২৬শে মার্চের আগেই সব রায় ঘোষিত হোক।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

লোনলিফাইটার বলেছেন: আমি জানতাম ঐ সাইড থেকে আজকে যদি কেউ পোস্ট দেয় সেটা প্রজন্মই দিবে।এবং সেটাই সত্য হলো।থ্যান্কস ব্রো।

আওয়ামী লীগ'কে ধন্যবাদ না দিলেই নয়। অনলাইনের গুন্ডা আমুলীগ'কেও ধন্যবাদ দিতে হয় ট্র‌্যাইবুন্যালের পক্ষে জনসমর্থন তৈরী'র নিরলস প্রচেষ্টার জন্য।

ফিল প্রাউড টু বি এ গুন্ডা ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

প্রজন্ম৮৬ বলেছেন: এইটা কি কৈলেন ভায়ে? ঐ সাইড!!!

আমার একটাই সাইড, অন্যায়ের বিরুদ্ধে!

;) গুন্ডা

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

দ্য ইমোশনাল বলেছেন: আগেভাগে একটা আর্জি জানাইয়া রাখি! সবগুলারে এই ২৬মার্চে স্বাধীনতা দিবসের মধ্যদুপুরে ঐতিহাসিক রেসকোর্সে ঝুলানো হোক!
পাতি রাজাকারেরা দেখুক, পাপ বাপকেও ছাড়েনা, ৪০বছর পার হয়ে গেলেও না!
জয় বাংলা! আল্লাহ মহান!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত।

এইটাই আর্জি। সাকা আর গোলামের ব্যাপারটা স্পেষাল কনসার্ন।

জয় বাংলা, আল্লাহ মহান!

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: জয়ের বাংলা না কইয়া কন মুক্ত বাংলা

২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮

প্রজন্ম৮৬ বলেছেন: জয় বাংলা সকল দলমত নির্বিশেষে সকল বাংগালীর স্লোগান। এই উচ্চারনের কোন বিভাজন করা ঠিক না।

নিজ দেশে নিজ অধিকার বুঝে নিন

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

শয়ন কুমার বলেছেন: লোনলিফাইটার বলেছেন:ফিল প্রাউড টু বি এ গুন্ডা ;);););)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: - জয় বাংলা ;)

no hasitation to say

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

প্রজন্ম৮৬ বলেছেন: জয় বাংলা প্রতিটা বাংগালী'র স্লোগান। হেজিটেশন থাকার মানেই নাই!

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লোনলিফাইটার বলেছে: ঐ সাইড ;)

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

আমি তুমি আমরা বলেছেন: আল্লাহ মহান
জয় বাংলা

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

বিপদেআছি বলেছেন: লেখক বলেছেন: জয় বাংলা সকল দলমত নির্বিশেষে সকল বাংগালীর স্লোগান। এই উচ্চারনের কোন বিভাজন করা ঠিক না

সহমত

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

বিপদেআছি বলেছেন: বিচারের রায় দ্রুততার সাথে কার্যকর হোক।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: এটাই দাবী!

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

ডাইস বলেছেন: অনলাইনের গুন্ডারা কারা?

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

মোটা মানুষ বলেছেন: বিচারের রায় দ্রুততার সাথে কার্যকর হোক।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

প্রজন্ম৮৬ বলেছেন: এটাই দাবী

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

এস্কিমো বলেছেন: আপনার প্রতিক্রিয়াটা দারুন। কোন অন্যায়কারীই রক্ষা পায় না - তার প্রমান হলো এই বিচার। আরমাত্র কয়টা বছর ধরে রাখতে পারলে হয়তো বিচারের আগেই এরা দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতো। কিন্তু আল্লাহ ইচ্ছা যে ভাবে হবার তাই হয়েছে।

আপনাকে অনেক ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ এস্কিমো ভাই। আসলেই কিন্তু সত্যে'র মৃত্যু হয় না!

অপরাধীদের বয়সের ব্যাপারটা খুবই ভাইটাল। ওদের স্বাভাবিক মৃত্যুর আগেই বিচার শেষ করা অত্যন্ত জরুরী।

আপনাকেও অনেক ধন্যবাদ।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

বিডি ফুল বলেছেন: দেশকে ইসলাম শূন্য করার জন্য আগে আলেম শূন্য করতে হবে, কামাল আতা তুর্ক এই ভাবেই শুরু করেছিলেন!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

প্রজন্ম৮৬ বলেছেন: বাচ্চু রাজাকারে আলেম হইলে জালেম কে? তারে যে আলেম বলে মানে সে একটা জালেম

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

রাফা বলেছেন: বাংলার আপামর জনগণের শ্লোগান জয়বাংলাএই অধীকার কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই।

আল্লাহ আসলেই মহান ।যার যা প্রাপ্য তিনি তাকে তা দিয়ে দেন যথাসময়ে।

ধন্যবাদ,প্রজন্ম৮৬ হিনমন্যতাকে প্রশ্রয় না দেওয়ার জন্য।এ বিজয় আমার আপনার সকলের।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত।

বাংলাদেশ সকলের, রাজাকারেরা সকলেরই জন্মশত্রু, তাই রাজাকারের বিচার মানে আমাদের সবার সুবিচার প্রাপ্তি।

ধন্যবাদ

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

রাসেল মেটামোরফোজ বলেছেন: জয় বাংলাদেশ, আল্লাহ মহান।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

প্রজন্ম৮৬ বলেছেন: জয় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.