![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
ফেসবুকের বাংগালীদের অদ্ভুত কিছু সমস্যা আছে।
এক জায়াগায় দেখলাম তামিম ইকবাল নাকি অটোগ্রাফ প্রত্যাশী এক নারীকে মা***দ বলে গালি দিছে।
ভিডিওটা দেখলাম, খুব সহজভাবেই বুঝলাম ক্যামেরা যার হাতে ছিল তার থেকে খানিকটা নিচে গ্যালারী থেকে একদল মানুষ তামিম, তামিম, ভুয়া ভুয়া বলে চিৎকার করতেছিল।
সে সময়ই তামিম ইকবাল সিড়ি দিয়ে উপরে উঠা আরম্ভ করে। তখন ক্যামেরাওয়ালা'র পাশে থেকে একটা মেয়ে অটোগ্রাফ চায়।
তামিম তখন, ঐ নিচের ভুয়া গ্রুপটা পাড় হইতেছিল, এবং তখনই গালিটা দেয়।
মেয়েটাকে না, ও গালি দেয় ওকে উত্যক্ত করা পোলাপানগুলারে। এমনকি ভিডিওতে পরিষ্কার দেখা যায়, ও যখন ক্যামেরার পাশে থাকা মেয়েটাকে ক্রস করে তখন তার দিকে একটু তাকায়ও।
কিন্তু যেই ভিডিওটা আপলোড করছে, মানুষের ইমোশনে হিট করার জন্য অটোগ্রাফ প্রত্যাশী মেয়েকে গালি দেয়ার কাহিনী বানাইছে। এবং পুরোপুরি ফ্যাসাদবাজি করছে।
---------------------
অনেকে বলবেন যে কাউকে গালি দেয়া অনুচিত।
আমি বলবো, একজন খেলোয়াড়ের কাছে মহাত্মা গান্ধি মার্কা আচরন আশা করাটাই অনুচিত, আর সেই খেলোয়াড় যদি হয় একটা জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তাহলে তাকে উত্যক্তকারীদের জন্য শুধু গালি না, বরং ব্যাট দিয়ে স্পটেই পিটানো জায়েজ!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: ফর শিউর!
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
নিশ্চুপ শরিফ বলেছেন: হার্ড হিটার ব্যাটস ম্যান হইতে মুঞ্চায়
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
প্রজন্ম৮৬ বলেছেন: ট্রাই করেন, হইতে পারলে তো আমাদের জন্যই লাভ
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
খালি খিদা লাগে বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস .................. :-<
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: সুস্বাগতম!
সেজন্যই এদের ফোরপ্লেতে মনোযোগী করাইতে হবে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
পলাশ০১৯১১ বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস .................. / :-<
জটিল বলেছেন ভাই
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
প্রজন্ম৮৬ বলেছেন: উনি অলটাইম জটিল
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
এ. কে. এম. শফিউল আলম বলেছেন: এক জন ভিডিও প্রমাণ নিয়া অভিযুগ করে দোষী আরেকজন আইসা যুক্তি দ্বারা প্রমাণ করে নির্দোষ ।। বিচারক কই রায় টা দিব কে ????
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: আপনি তো একজন মানুষ, আপনার বিবেচনা আছে, আপনিই জনমত, সুতরাং আপনিই বিচারক
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ফরিদ আলম বলেছেন: জলিল, তামিম কেউই কি বাংলাদেশি সন্মান পায়না
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
প্রজন্ম৮৬ বলেছেন: আসলেই।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
লোনলিফাইটার বলেছেন: গালিটা স্পস্ট বুঝি নাই।একটা মানুষ টেম্পার লুজ করতেই পারে।আমি তামিমের পক্ষে আগেও ছিলাম এখনো আছি।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
প্রজন্ম৮৬ বলেছেন: আগামীতেও থাকুম
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খালি খিদা লাগে বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস ...
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
প্রজন্ম৮৬ বলেছেন: কথা সত্য
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
নষ্ট ছেলে বলেছেন: গ্যালারী থেকে দর্শকদের গালাগালি একটা স্বাভাবিক ঘটনা। প্লেয়ারদের এইদিকে কান দেওয়া মোটেও উচিৎ না।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
প্রজন্ম৮৬ বলেছেন: সহমত, কিন্তু মানুষ তো! কোনসময় যে হুশ যায়!
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ফরিদ আলম বলেছেন: এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খালি খিদা লাগে বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস ...
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
প্রজন্ম৮৬ বলেছেন: আবার জিগস!
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
মেংগো পিপোল বলেছেন: যারা জাতীর যন্য কিছু অন্তত করছে তারা একটু আধটু গালি টালি দিলে কিছু হয় না। তামিম সাকিব রা আমাদের দেশটাকে দুনিয়াকে চিনিয়েছে। চরম দুর্নীতির আমাদের প্রিয় জন্ম ভূমি তে যখন আমরা প্রায় সব কিছু তেই পিছিয়ে যাচ্ছি। তখন এরাই ব্যাট বল হাতে নিয়ে জানিয়েছে আমরাও পারি মাথা উচু করে দাড়াতে, এই দুটো নাম খুব আপন। ওদের নিয়ে টানা হ্যাচড়া না করাই ভালো। ওরা ভালো থাকুক চার ছক্কায় আমাদের মাতিয়ে রাখুক।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
প্রজন্ম৮৬ বলেছেন: সহমত, সেই সাথে ওর নামে যেই অভিযোগ উঠলো ঐটাও যে উদ্দেশ্যপ্রণোদিত সেটাও সবাইকে জানানো দরকার
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
নিষ্পাপ কয়েদি বলেছেন: আপনে এত কিছু কেমনে টের পাইলেন কি হইসিলো? নাকি তামিমের পশ্চাতদেশে সেটে ছিলেন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
প্রজন্ম৮৬ বলেছেন: আপনার ডেলিভারিটা তো তখনই করাইলাম
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
কাউসার রুশো বলেছেন:
মানুষ অযথাই ভুল বুঝেছে
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
প্রজন্ম৮৬ বলেছেন: মানুষেরা না, কিছু অদ্ভুত বাংগালী!
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
একজন ঘূণপোকা বলেছেন: ফরিদ আলম বলেছেন: এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খালি খিদা লাগে বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস ...
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
একাকী সমুদ্রে বলেছেন: খালি খিদা লাগে বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস ..................
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
আশিক মাসুম বলেছেন: খালি খিদা লাগে বলেছেন: বাঙ্গালির আবেগ যৌন কর্মে লিপ্ত পুরুষের উত্থিত লিঙ্গের মতন ।
সাময়িক সময়ের জন্য আইফেল টাওয়ার ।
অল্প কিছুক্ষন পরেই ফুঁস .................. / :-<
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
আন্ডারটেকার বলেছেন: কাল একটা পোষ্টে যে মন্তব্য করেছিলাম......
”স্টেডিয়ামে বহুবার দেখেছি দর্শকরা প্লেয়ারদের অকারনে যাচ্ছেতাই গালাগালি করে। প্লেয়াররা সামনে আসলে কেউ উৎসাহ দেয় আবার কেউ শুধু শুধুই জঘন্য নোংরা কথা বলে। এই ঘটনায় তামিম যেটা করেছে সেটা বলা হচ্ছে কিন্তু দর্শক কিছু না বললে শুধু "তামিম ভাই তামিম ভাই" বললে, তামিম তাকে মারার জন্য উদ্যত হবে এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। তামিম কি পাগল, সে তার ক্যারিয়ার বোঝেনা? নিশ্চয় সেই দর্শক এমন কিছু বলেছে যাতে তামিমের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে। প্লেয়াররাও মানুষ, তাদের ধৈর্য্য বলে একটা কথা আছে।”
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
প্রজন্ম৮৬ বলেছেন: ওরা খেলোয়ার, গান্ধি হলে না হয় কথা ছিল!
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: সব ই ঠিক আছে।তামিম কেও সাপোর্ট করি,করবো।কিন্তু একজন অপিনিয়ন লিডার এর কাছে এমন আচরন আশা করিনা।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০
প্রজন্ম৮৬ বলেছেন: একজন হার্ড হিটার ব্যাটসম্যানের কাছে কূটনীতিবিদের আচরন আশা করলে স্বপ্নভঙ্গই হবে
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
বিডি আইডল বলেছেন: বাংলাদেশের একেকটা খেলোয়াড় হলো একটা আইকন, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এম্বাসডর, দেশের দূত। রাষ্ট্র এবং বিভিন্ন প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ঢালছে এদের পিছনে। সেই এখন যখন ব্যাট নিয়ে একজন দর্শকের দিকে তেড়ে যায় মাদারফাকার বলে পিটাতে, তখন বুঝতে হবে এর মাঝে বড় ধরণের গলদ আছে। আপনে চিন্তা করেন তো দেখি এটা যদি আজ একটা আর্ন্তজাতিক খেলা হত আর বিষয়টা আইসিসির ও বিদেশী মিডিয়ার নজরে যেত কি হত??
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
প্রজন্ম৮৬ বলেছেন: এটা অপ্রয়োজনীয় সুশীলতা করছেন।
গলদ তো অবশ্যই আছে, স্টেডিয়ামের দর্শকগুলা যে কত ফাউল সেটা গ্যালারীতে বসার অভিজ্ঞতাসম্পন্ন সবাই জানে। খেলোয়ারদের এমন অমানুষিক ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে সংশ্লিষ্ট সবাই খুব খারাপ করতেছে
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আবাল বাঙালির কাছ থেকে আর কি আশা করেন? একটা প্লেয়ার খারাপ খেলছে, এমনেতেই তার মেজাজ খারাপ থাকার কথা। এখন যদি বাজে কথা বলে তাহলে কেমন লাগবে? ভিডিও দেখে মনে হলো পরিকল্পনা করেই তামিমকে ক্ষেপিয়ে ভিডিওটা করা হয়েছে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
প্রজন্ম৮৬ বলেছেন: যারা আপলোড করছে ওরা আসল ফাউল। বুঝে না যে, ফেসবুকে কয়টা লাইকের জন্য কত খারাপ করতেছে
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
নিহন বলেছেন: post er sathe akmot...
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
নাইট রিডার বলেছেন: স্টেডিয়ামে মাঝে মাঝে প্লেয়ারদের মা-বাবা তুলে গালিও দিতে দেখেছি্। অনেকে বলবেন, প্লেয়াররা আমাদের অনুকরণীয়। তাদের আরও ধৈর্য্য ধরতে শিখতে হবে। ভাই কতটা ধৈর্য্য থাকলে নিজেও পরিবারকে জড়িয়ে গালি সহ্য করা যায়। সেটাও আমাদের দেশের খেলোয়াররা প্রতিনিয়ত দেখান। তাই তামিমের এই গালি দেয়ার অধিকার রয়েছে ১০০ ভাগ। কেউ যদি মনে করে সে সাপোর্টারদের গালি দিয়েছে সেটা ভুল। তামিম গালি দিছে সাপোর্টার নামধারী কিছু কুলাংগারকে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
প্রজন্ম৮৬ বলেছেন: আমার গ্যালারীর অভিজ্ঞতা থেকে বলতে পারি, দর্শকের আচরন খুব খুব খারাপ হয়। এমন ২-৪টারে ব্যাট দিয়া স্পটে পিটাইলে কামের কাম হইতো
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
সমানুপাতিক বলেছেন: বিডি আইডল এর বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত । তামিমকে anger management কোর্স করতে পাঠানো হউক
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
প্রজন্ম৮৬ বলেছেন: হ, এইটাই বাকী আছে এ্যালা
২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: ব্যাট দিয়ে স্পটেই পিটানো যায়েজ ।।
২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
প্রজন্ম৮৬ বলেছেন: সহমত
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
নোমান নমি বলেছেন: ভালো পোষ্ট। আমি ফেসবুকে দিমু ভাবতেছিলাম। মানুষতো হায় হায় তামিম শ্যাষ,সর্বনাশ, পোলাটা আগে থেইকা বেয়াদব! কেউ কেউতো কয়া রাখছে আমি জানতাম এ এই রকম করবো।
ঘটনা হইল তামিম যখন চাইর আঙ্গুল দেখাইয়া লোটা কামালের পোঙ্গা মেরেছিল তখন সেইটা সবাই প্রশংসা করেছিল। আইজ ভুয়া ভুয়া বলা দর্শকরে গালি দিয়া খুব অন্যায় করছে। ভাইরে মাঠেতো হে একলা খেলে, একলা একজন মানুষ বাজেভাবে আউট হইয়া ফিরলে কত কষ্ট লাগে হে বুঝে। এই সময় যদি উৎসাহের বদলে ভূয়া শুনতে হয় তামিমের মত আচরনই করবে। আর তামিমতো এম্নিতেই একটু এগ্রেসিভ।
মাইনষের কথা শুইনা মনে হৈতাছে তামিম ক্রিকেট খেলে,হে আইসবার্গ,হে ডিপফ্রিজ, তারে ভূয়া কইবো আর সে ধন্যবাদ ভালো লাগলো বইলা ড্রেসিংরুমে যাইয়া মুড়ি খাইবো।
ভালো পোষ্ট।
২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪
প্রজন্ম৮৬ বলেছেন: দেশে আসলে তামিমের মত এ্যাগ্রেসিভ লোকজনের দরকার আছে। পোলার যোগ্যতা আছে, অটো ফাউল পোলাপাইনরে লাই দিব কেন? অনেকে তামিমের সাথে শায়খুল হাদিসরে মিলায়া ফেলতেছে। মনে হয় খেলোয়ারদের উপর দেশ ও জাতি গঠনের দায় দেয়া হইছে
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
রবি_জল বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: চিয়ার আপ, হেটার্স ডিডন্ট ঔন দ্যা গেইম
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬
দি সুফি বলেছেন: আমরা দরকার হলে মাথায়ও তুলতে পারি, আবার আছাড়ও দিতে পারি! দর্শকেরা মাঠে যেই পরিমাণ গালাগালি করে, তাতে কিছুই হয়না; আর তামিমরা একদিন গালি দিলে, তামিম ইকবালদের গোষ্ঠী উদ্ধার হয়ে যান ফেইসবুক আর ব্লগে।
২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯
প্রজন্ম৮৬ বলেছেন: সবশেষে আশা'র কথা যে আমাদের সংখ্যাও কম না
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬
আমি মুখতার বলেছেন: আরে, তামিম আমগো ভাই বেরাদর। ২-১টা গাল দিলে আর এমন কি!!! আমি থাকলে তো অই ভুয়া পার্টিরে সিওর মাইরা আল্লাহ্র প্রিয় বান্দা বানাইয়া দিতাম। সে হিসাবে আমগো তামিম ভায়া বহুত ভালা।
২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩
প্রজন্ম৮৬ বলেছেন: দ্যাটস দ্যা স্পিরিট ( রূপক অর্থে নিলাম আপনার মন্তব্যটা)
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩
টয় বয় বলেছেন: কিংবদন্তি ফুটবলার সালাহউদ্দীনকে মোহামেডানের সমর্থকরা কত গালি দিছে, গ্যালারিতে লুংগি তুইলা দেখাইছে, কই সে তো "মাদার...." কইয়া গালি দেয় নাই|
ওয়েস্ট ইন্ডিজের কালো খেলোয়ারদের ব্রিটিস সমর্থক শুধু নয়, মাঠের খেলোয়াররাও " বন মানুষ" বলে গালি দেয়, বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়ার পাল্টা "মাদার....." বইলা গালি দেয় না|
ইন্ডিয়া আর শ্রীলংকার খেলোয়ারদের অনেক বার রেসিস্ট আক্রমন করেছে ইংল্যান্ড-অস্ট্রেলীয়ার সাদা খেলোয়াররা, বিনিময়ে ভারত-শ্রীলংকার কোন খেলোয়ার পাল্টা "মাদার....." বইলা গালি দেয় না|
হাসিম আমলা মুসলমান হওয়াতে অনেক কথা শুনতে হয়েছে তার, কই সে তো কাউরে " মাদার...." কইয়া খালি দেয় নাই|
বোলিং আর বেটিং করলে তারে বলে খেলোয়ার, আর রুচিবোধ আর আচার আচরনে যে মার্জিত তারে বলে "স্টার"|
আমাগো দেশের গুলা যত বড় খেলোয়ারই হোক, স্টার হইতে পারে নাই, কোন দিন পারবো বইলা মনেও হয় না|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬
প্রজন্ম৮৬ বলেছেন: স্টার হওয়া মানে যদি স্বাভাবিক আচরন বাদ দিয়ে কলের পুতুল হওয়া বুঝায়, তাইলে বাংগালীদের মাঝ থেকে তেমন স্টার না হইলেই ভাল
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
টয় বয় বলেছেন: সালাউদ্দীন,চুন্নু.......আরো অনেকেই বাংলাদেশী স্টার, তারা কাউরে গালি দেয় না, তারা কেউই কাঠের পুতুল না|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
প্রজন্ম৮৬ বলেছেন: ফুটবল মাঠের আর ক্রিকেট মাঠের আমেজে অনেক পার্থক্য।
ফুটবল মাঠে দর্শকদের আচরন এবং তাদের সাথে খেলোয়ারদের আচরন কেমন হয় বা হওয়া উচিত, এ নিয়ে প্রতিষ্ঠিত ধারনা আছে ক্লাবগুলায়।
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
রিফাত হোসেন বলেছেন: লাফালাফি ভাল, এতটা ভাল না ।
তামিমের প্রতি যারা করেছে অবশ্যই খারাপ করেছে, বিনিময়ে তামিম যা করেছেন তা আরও খারাপ করেছে ।
এইটা যদি না মানেন তো আপনিও... াহাহাহাহাহাহ
ছক্কা চার এ পয়সা দর্শক এর কাছে যায় না । তামিমের পকেটেই যায় , উতসাহ দিলেই কি না দিলেই কি !
দেশ যতটুকু বড় তার থেকে বেশী বড় তাদের কাছে পয়সা অবশ্যই , কারন অফার পেলে দেশের লীগ ছেড়ে বাহিরের লীগে ঠিকই খেলবে !
কি বলেন খেলবে না ?
আন্তজাতিক ম্যাচ খেললেই কি দেশের জন্য খেলা শেষ হয়ে যায় ?
সাকিব তো আইপিএল খেললো এর পর জিম্বাবুয়ে না কোন সফরে না যেয়ে অবসর চাইল .. কই চাইল না ?
অবশ্যই আমাদের উচিত উতসাহ দেয়া । তবে অনেকে হয়ত মজা করে বলেছে তামিম ভুয়া টুয়া যাই হোক ।
এইটাকে কড়া সিরিয়াস নিয়ে গালি দেওয়ার মত কাপুরুষতা কাপুরুষরাই করতে পারে ।
তাই বলে তামিমকে কাপুরুষ বলা যাবে না ,সে আগের সভাপতিকে ভালই উত্তর দিয়েছে ব্যাটে বলে..
জবাবটা তার ব্যাটে বলে এইবারও দেওয়া উচিত ছিল ।
এখন যদি মনে করেন , দূর থেকে কেন ,,,, কাছ থেকে টিভির সামনে জাতির উদ্দেশ্যে গালি দিলে সে ভুল করবে না ! তা হলে কিছু বলার নাই .... (জাতি কাল্পনিক অর্থে)
জয় গালিবাজদের জয় !
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: ওর গালাগালি জায়েজ করার জন্য পোস্ট দেই নাই আসলে, তামিম নাকি অটোগ্রাফ চাওয়ায় এক মেয়েরে গালি দিছে, এই মিথ্যার প্রতিবাদে পোস্ট।
পাবলিকের ইমোশনে হিট করানোর জন্য মিথ্যা ছড়াইছে
৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
রিফাত হোসেন বলেছেন: '' অবসর বলতে # সাকিবের সাময়িক রেস্ট বা আরাম চাওয়া বুঝিয়েছি ।
৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
আরজু পনি বলেছেন:
ভিডিওটা দেখিনি। তবে আপনার কথা মেনে নেবার মতো। হয়তো তামিম সেই নারীকে গালি দেয় নি।
কিন্তু যখন মানুষ আর সাধারণ মানুষ থাকে না, অসাধারণ হয়ে যায়, তখন তার টেম্পার লুজ করাটা সাধারণের কাছে মেনে নেয়া কষ্টকর হয়ে যায়। কারণ তাহলে তার অসাধারণত্ব কোথায় রইল!! মানুষ হলেও সাধারণ আর অসাধারণ এর পার্থক্য নিয়ন্ত্রণেই।।
তবে আপনাকে সাধুবাদ জানাই....এগেইন্স দ্য উইন্ডে সাহস করে কথা বলার জন্যে, আগেও খেয়াল করেছি.........খুব ভাল।
শুভকামনা রইল।।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কনসিডারেশনের জন্য।
আমি আসলে তামিমের গালি দেয়াকে গ্রহনযোগ্য করতে চাই নাই, সত্য-মিথ্যা জড়িয়ে ওকে পঁচানোর জন্য ফেসবুকে কিছু কর্মকান্ড দেখলাম, কিন্তু কোন ন্যায্য প্রতিবাদ ছাড়া বিষয়টা ছড়িয়ে পড়তে আরম্ভ হলো দেখার পর দায়িত্ববোধ থেকেই পোস্ট।
আবারো ধন্যবাদ ইন্সপায়রেশনের জন্য
৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
টয় বয় বলেছেন: লেখক বলেছেন: ফুটবল মাঠের আর ক্রিকেট মাঠের আমেজে অনেক পার্থক্য।
========>> যাকগা, তাল গাছ আপনার
আপনি এখনো সুরন্জিত বাবুতে ভরসা রাখেন কি-না, খুব জানতে ইচ্ছে করে
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: আজব তো ভাই!
আপনে কি জানেন না ফুটবল খেলোয়ারদের দর্শকের সেন্টিমেন্ট সম্পর্কে দল-ক্লাব থেকে বিশেষভাবে জানানো হয়
--------
সুরঞ্জিত কিন্তু পদত্যাগ কইরা আমার ভরসা ঠিকই রাখছিল। এখনো বিশ্বাস করি সে অন্য অনেক লীগারের তুলনায় ভাল। কয়দিন আগে কি বলছে শুনছেন? বলছে যে, বলি ছাড়া পদ্মা সেতু হবে না
৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
রিফাত হাসান০২২৮ বলেছেন: ভিডিওটা ভালা মতোন দেখেন, মেয়েটার গলার স্বর, হাতের অবস্থান দেখেন। তামিমের চোখের দৃষ্টি অনুসরণ করেন। তিনি যাকে বলেছেন কটু কথাগুলা, তার কোনটাই মেয়েটাকে উদ্দেশ্য করে ন...
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
প্রজন্ম৮৬ বলেছেন: আমার কেন জানি ভালমতও দেখতে হয় নাই, ১ম বার দেখেই বুঝছি। কিন্তু আশ্চর্য্য হইছি ঘটনাটা বিনা বাঁধায় অনেক দুর আগায়া যাইতেছিল দেখে
৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++++++++++++
হুজুগে বাঙ্গালী। যারে দেখতে নারি, তার চলন বাঁকা।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই।
হুজুগে বাংগালীরে হুজুগের টপে থাকতে থাকতেই নামায়া দেয়া দরকার
৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
জইল্লা পম গানা বলেছেন: ইসলাম ও বলছে তোমারে যদি কেউ ভুয়া বলে তুমি সাথে সাথে তারে মাদারচোদ বইলা ব্যাট নিয়া তাড়ানি দাও।
আপনে তুরস্কের সাফাই গাওয়া সেই বান্দা না?
এর চাইতে ভালা পোষ্ট আর কি আশা করমু আপনের কাছে !!
বাঙ্গালীর আসলেই অদ্ভুত সমস্যা আছে...যেমনটা আছে আপনের।
খারাপ ব্যাটিং কইরা ভুয়া কথা ও শুনতে পারবো না ?? পাছায় তেল হইছে? খালি মাথায় লইয়া নাচানাচি করলেই ভালো।
মাদারচোদ বইলা যাগোরে গালি দিছে ওইখানে আমি থাকলে বুঝাইতাম খুলনায় যাইয়া পাবলিকের লগে গোয়ামারামারির মজা...এইসমস্ত চুদির ব্যাটারে সাইজা করা তুড়ির ব্যাপার।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
প্রজন্ম৮৬ বলেছেন: ইসলামে বলা হইছে, মাল্টি *** না। সো, *দলাম না
৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
তামিমের আলগা ভাব কেন জানি সহ্য হয় নাহ
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
প্রজন্ম৮৬ বলেছেন: আমার তো ওর ফ্যামেলি ব্যাকগ্রাউন্ডটাই সহ্য হয় না।
কিন্তু তার মানে এই না যে ওর বিরুদ্ধে অন্যায় হইতে দেখলে প্রতিবাদ না করে বসে থাকবো।
৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
ইথান মাহমুদ বলেছেন: আমি বলবো, একজন খেলোয়াড়ের কাছে মহাত্মা গান্ধি মার্কা আচরন আশা করাটাই অনুচিত, আর সেই খেলোয়াড় যদি হয় একটা জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তাহলে তাকে উত্যক্তকারীদের জন্য শুধু গালি না, বরং ব্যাট দিয়ে স্পটেই পিটানো জায়েজ!
আমাকে যদি ব্যাট দিয়ে পিটাইতো আমি তাইলে ষ্ট্যাম্প দিয়ে পিটাইতাম।
৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
জইল্লা পম গানা বলেছেন: তুই কি *দবি রে তার্কিশ ছাগু !!
*দতে হইলে জিনিস থাকা চাই....
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
প্রজন্ম৮৬ বলেছেন: তুই তাইলে আমার প্রোডাকশন না, হারামজাদা!!!
৪১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
রাসেল মেটামোরফোজ বলেছেন: আমি বলবো, একজন খেলোয়াড়ের কাছে মহাত্মা গান্ধি মার্কা আচরন আশা করাটাই অনুচিত, আর সেই খেলোয়াড় যদি হয় একটা জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তাহলে তাকে উত্যক্তকারীদের জন্য শুধু গালি না, বরং ব্যাট দিয়ে স্পটেই পিটানো জায়েজ!
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
নিশ্চুপ শরিফ বলেছেন: ব্যাট দিয়ে স্পটেই পিটানো জায়েজ!