নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

ছাগু ফাইটারদের রাজপথে দেখতে চাই!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ছাগু ফাইটারদের কালকে রাজপথে দেখতে চাই,



দেখতে চাই ছাগু ফাইটাররা রাজপথে ছাগু নিধন করছে, যদি করে, তবে তাদের প্রতি সমর্থন ও শুভকামনা থাকবে, কিন্তু রাজপথে ছাগুদের ট্যাকল না কইরা এরপর অনলাইন হম্বিতম্বি করলে ওদের মুখে ব্যাবহৃত ঢিলা-কুলুখ ঢুকায়া দেয়া হবে!!!



মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তুমি কে হে? তুমি কি? ছাগু ফাইটার দের উপ্রে খুব রাগ? তাইলে তো মনে হয় চিনছি। =p~ =p~ =p~ :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

প্রজন্ম৮৬ বলেছেন: আয়না রেখে পড়তে যাও

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

তামিম ইবনে আমান বলেছেন: @দিকভ্রান্ত*পথিক, না বুইঝা ভাই প্লিজ কথা কইবেন না। যারে চিনেন না তার ব্যাপারে বাম হাত না ঢুকানোই বেটার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

প্রজন্ম৮৬ বলেছেন: বাদ দেন। নতুন াল গজাইলে আয়না ছাড়তে চায় না। ওরে খোয়াড়ে ভইরা দিছি।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

নির্জন আমি বলেছেন: তোমারে জামাতীদের পক্ষে মাঠে নামতে বলা হইতাছে, যদি হও, তোমার োগা মারতে আমিও মাঠে নামমু।

ঠিকাছে ব্যাব্যা....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: কেনো রে বাল সমর্থক আবাল?

জামাত হরতাল দিছে, মাঠে নাইমা ওগোরে পোন্দা, নাইলে খোয়াড়ের ভিত্তে থাকিস। বাইর হইলে ঢিলা-কুলুখ ঢুকায়া দিমু মুখে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

হাছুইন্যা বলেছেন: দিকভ্রান্ত*পথিক এর পথ পুরাই দিকভ্রান্ত হয়ে গেছে /:) /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

প্রজন্ম৮৬ বলেছেন: দিকভ্রান্ত ছিল, আমি খোয়াড়ে ঢুকানোতে নির্জন হয়ে গেছে, আশা রাখি আগামীতে আসল রূপে আমার ব্লগে আসার সৎ সাহস পোলাটার আছে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

সরোজ রিক্ত বলেছেন: ওরা ব্লগে আর মিডিয়াতেই পারে, রাজপথে পারবে না। দেশের প্রকৃত চিত্র ভিন্ন। জামাতের সাথে সাধারণ জনগণও আছে, ছাগু ফাইটারদের নামতে বলেন। ধুতি আর থাকবে না পরনে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: সাধারন জনগণ কোন দুঃখে জামাতের সাথে থাকবে!!!

বিএনপি'ই নাই ওদের সাথে আর সাধারন জনগণ কেন থাকবে?

তবে, ছাগু ফাইটার নামক বীরগুলা'র ম্যাৎকার অসহ্য, তাই নজর রাখুন কালকে যদি এরা রাজপথে ছাগু পোন্দাতে না যায় তাহলে এরপর হম্বিতম্বি করতে দেখলেই ব্যাবহৃত ঢিলা-কুলুখ এদের মুখে গুজে দিয়েন

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

নেকড়ে বলেছেন: দেশে যে হাম্বা আর ছাগুর বাইরেও মানুষ আছে তা হাম্বা রা বুঝতে পারছে না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

প্রজন্ম৮৬ বলেছেন: হাম্বাদের চরম পরীক্ষা আগামীকাল, হাম্বা যদি ছাগু নিধন না করে তাহলে এর চেয়ে লজ্জা'র আর কিচ্ছু হবে না

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

এ.ডি.এম শাফী বলেছেন: কাহিনি কি ভাইজান,আপনে না সুশীল জাতীয়তাবাদি আছিলেন,এখন আবার এই মূর্তি ক্যান?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

প্রজন্ম৮৬ বলেছেন: এই মূর্তি মানে?

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

সান কিং-১ বলেছেন: ব্লগে নতুন নতুন একটা আবাল সিন্ডিকেট আইছে এরে ব্যান চাই ওরে ব্যান চাই কইরা সারাদিন বেক্কেলের মত চিল্লায়। পুরান যেইগুলা যারে তারে ছাগু ট্যাগ দিয়া বেড়াইত সেগুলার তাও একটা কোয়ালিট ছিল। এই নতুন সিন্ডিকেটের মিনিমামান কোয়ালিটিও নাই। হাম্বালীগ বিরোধী পোষ্ট পাইলে দল ধইরা গালিগালাজ করা আর অবসরে একটা বিশেষ মাইয়ার লগে লুলামি করা হইল ইনাগো ব্লগিং

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: হ ভাই, এগুলারে দেখছি। আশ্চর্য্য রকমের বেকুব এগুলা। সম্ভবত চাকরী বাকরী পাওয়ার আগ পর্যন্ত টাইম পাস করতেছে।

আমি অবশ্য এই পোস্ট এদের উদ্দেশ্যে দেই নাই। পুরানগুলার উদ্দেশ্যেই দিছি।

যেমন ধরেন, অমি পিয়াল, সে বিয়া করছে ছাত্রীসংস্থা'র একজনারে। এখন বিয়া কইরা ছাগু পুন্দানী আর কত?

এইবার রাস্তায় নাইমা তার শশুরবাড়ি'র আত্মীয়দের ঠেকানো উচিত।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

সংকেত মাহমুদ বলেছেন: @সরোজ রিক্ত, তোরমত ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ





১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: একদম উপরেরটা হচ্ছে সামুর নব্যসুশীল........বুকে হাম্বা উপরে সুশীল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

প্রজন্ম৮৬ বলেছেন: একেবারে সঠিক। তবে বিরাট সম্ভাবনা আছে যে এটা পুরান পাপী। ব্যান বুন খায়া নতুন লেবাস ধরছে। আগামী কিছুক্ষনে জানা যাবে সে কে :)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

ঘুড্ডির-পাইলট বলেছেন:
সবার সাথে আমিও রাজপথে থাকতে চাই ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: দ্যাটস দ্যা স্পিরিট ব্রাদার। আপনি তো বেশ এ্যাক্টিভ ব্লগার। আপনি থাকবেন বলে মনে হচ্ছে, কষ্ট করে একটু নজর রাইখেন তো কোন ছাগু ফাইটার রাজপথে ছাগু ফাইট করে কিনা কালকে?

দয়া করে ছবি আপ করে দিয়েন।

আমরা বীরদের ছবি দেখে দোয়া করবো এবং ব্লগার হিসেবে গর্বও বোধ করবো। আর না দেখলে এরপর থেকে ওদের হম্বিতম্বি করতে দেখলে মুখে ঢিলা-কুলুখ গুজে দিব।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: কেনো রে বাল সমর্থক আবাল?

জামাত হরতাল দিছে, মাঠে নাইমা ওগোরে পোন্দা, নাইলে খোয়াড়ের ভিত্তে থাকিস। বাইর হইলে ঢিলা-কুলুখ ঢুকায়া দিমু মুখে। ...

কথায় আছে না যত গর্জ তত বর্ষে না।
বাল সমর্থকরা তেমনি....

আর এখনতো দূর্নীতির লক্ষ কোটি টাকা খাইয়া পেটফোলা ধারী ইদুরের হাল =p~
লৌড়ানি দিলেই কাইত..... B-) B-) B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

প্রজন্ম৮৬ বলেছেন: আমি সুযোগ দেবার পক্ষে, দেখা যাক রাজাকার বিচারের রায়ের দিন জামাতের দেয়া হরতালে এদের ভূমিকা কি থাকে। খুবই টাইটানিক মুহুর্ত!

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

সান কিং-১ বলেছেন: ড্যানিশ কনডেন্সড মিল্ক@ একদম উপ্রেরটা হইল পয়লা নাম্বার ভোদাই রাম ছাগল।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

মাহির কাবির বলেছেন: indiar teke naki free tikit dya hyce..
sagu fighter der jnne

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

প্রজন্ম৮৬ বলেছেন: তো দেখা যাক, কেমন ফাইট করে :)

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

Admiral General আলাদীন বলেছেন: আশাকরি ছাগু ফাইটাররা কালকে রাস্তায় নেমে ছাগু নিধন করবেন।

অনলাইনেতো ভাল ফাইট দিতে পারেন। তবে বাস্তবে পালবেননা কেন ? অবশ্যই পারবেন।

আর যদি না পারেন তবে বলব, নপুংসকের-ও লিঙ্গ আছে। তবে ঐটা দ্বারা শুধু হিসু করা যায়। অন্য কিছু নয়। /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

প্রজন্ম৮৬ বলেছেন: আর আমাদের ঢিলা-কুলুখ একবার ব্যাবহৃত হবার পর আবর্জনায় পতিত হবে না, ঐ ব্যাবহৃত ঢিলা-কুলুখ দ্বারা কাপুরুষ ফাইটারদের মুখ বন্ধ করা হবে

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

আমি-টর্নেডো বলেছেন: রাকা নিক দিয়া তুমি যে ছাগুদের গদাম দিতা ভুইল্লা গেলা?সে হিসেবে তুমিও তো ছাগু ফাইটার।


কিন্তু রাজপথে ছাগুদের ট্যাকল না কইরা এরপর অনলাইন হম্বিতম্বি করলে ওদের মুখে ব্যাবহৃত ঢিলা-কুলুখ ঢুকায়া দেয়া হবে!!!

কথাটা তোমার বেলায় হবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: রাকা না, রাকাই।

আমি ছাগু ফাইটার বলতে ছাগুজীবি ফাইটারদের কথা বলছি। এমন কি নিঝুম মজুমদারের মতদেরও উদ্দেশ্য করে বলতেছি না।

বলতেছি অমি পিয়ালের মতগুলারে, যারা ছাগুদের মহিলা উইং ছাত্রিসংস্থা'র সদস্য বিয়া কইরা ছাগু পুন্দানীর দায়ীত্ব পালন করার মত ভন্ডামী করে ওদের।
-----

আমার গদাম অব্যাহত আছে, প্রয়োজনের সময় ঠিকই চলে।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

টুনির জামাই বলেছেন: দিকভ্রান্ত এবার ভালোই পেমেন্ট পেয়েছে বুঝা যায়। সব পোস্টে গিয়ে বালের নাম জপতেছে =p~ =p~ =p~

আগামিবার বাল ক্ষমতায় না আসলে ও ভাতে মরবে ভেবে কান্না পাচ্ছে :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

প্রজন্ম৮৬ বলেছেন: :( মন খারাপ করিয়েন না, উনি এখন খোয়াড়ে আয়না হাতে বেশ ভালই আছে আশা করি

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

হাছুইন্যা বলেছেন: এবার আপনার বক্তব্যকে ভিন্নদিকে ঘুরানোর আগে পোস্টে আরেকটু ডিটেইলস বলে দেন যে কাদের উদ্দেশ্য করে বলা হয়েছে, নাইলে ফাপরবাজরা নিজেদের সুবিধার্থে যারা নি:স্বার্থভাবে ছাগু নিধন করে গিয়েছে ওদের জড়িয়ে ফেলবে এই পোস্টে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

প্রজন্ম৮৬ বলেছেন: আমি কয়েকবারই বললাম, আবারো বলি, এই পোস্ট, অমি পিয়ালের মত ছাগু ফাইটারদের উদ্দেশ্যে, যারা ছাগুদের মহিলা উইং ছাত্রিসংস্থা'র সদস্য বিয়া কইরা ছাগু পুন্দানীর দায়ীত্ব পালন করার মত ভন্ডামী করে!

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ছোট নদী বলেছেন: রাজপথে ছাগুদের ট্যাকল না কইরা এরপর অনলাইন হম্বিতম্বি করলে ওদের মুখে ব্যাবহৃত ঢিলা-কুলুখ ঢুকায়া দেয়া হবে!!!
সহমত।
আমরা চাই অনলাইনের মত ছাগু ফাইটাররা একটিভ থাকবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

প্রজন্ম৮৬ বলেছেন: হ্যা, আর এ্যাকটিভ না থাকতে পারলে মুখে ঢিলা-কুলুখ লাগায়া বসে থাকবে

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

তামীম বলছি বলেছেন: পোষ্টে + দিয়া গেলাম।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ঠোঁটকাটা বলেছেন: একেবারে উপরেরটারে কয়েকবার চেস্টা করছি একটু লজ্জা দেবার। কিন্তু ওর লজ্জা নাই। নতুন বাল হবার সম্ভাবনা কম। পুরান পাপীই মনে হয়। কেউ ওর পরিচয় জানলে আওয়াজ দিয়েন।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল উদ্যগ । কে কে থাকবেন মাঠে বলেন আমি থাকব । আর কে কে আছেন ?


আর দিকভ্রান্ত এত গুলার *** মার্ছিল জানা ছিল না :D :D :D
সাব্বাস বেটা দিকভ্রান্ত পথিক ।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

জানকিরান বলেছেন: ভাই, খানকির পোলাগুলারে চোদন দেয়ার এখনই সময়। আমি আছি আপনার সাথে। কখন, কোথায়, কিভাবে কি করতে হবে খালি জানান।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

প্রগতিশীল ইকবাল বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: ওরা ব্লগে আর মিডিয়াতেই পারে, রাজপথে পারবে না। দেশের প্রকৃত চিত্র ভিন্ন। জামাতের সাথে সাধারণ জনগণও আছে, ছাগু ফাইটারদের নামতে বলেন। ধুতি আর থাকবে না পরনে। ১০০%

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ইকবাল @ জাশির লগে জনগন আছে এই কথা কারা কয় জানো ? ব্রেইনের চেয়ে যাগো ঐটার ছাইজ বড় বুঝলা ? X( X(

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

মাহির কাবির বলেছেন: vai bus vangoner amar bohut sokh..jibone vangar parinai,keu ki bolte paren ABUL vaiyer bus kunta ???

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

বাঁশ বাগান বলেছেন: বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। কেই ব্লগে কেউবা রাস্তায়.........। কেউ সুবিধাবাদী কেউ অসুবিধাবাদী আর কেউবা বাস্তববাদী...

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

রাসেল মেটামোরফোজ বলেছেন: লেখক বলেছেন: বাদ দেন। নতুন াল গজাইলে আয়না ছাড়তে চায় না। ওরে খোয়াড়ে ভইরা দিছি।
হাসতে হাসতে শেষ।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ইমুব্লগ বলেছেন: রাজপথে ছাগুদের ট্যাকল না কইরা এরপর অনলাইন হম্বিতম্বি করলে ওদের মুখে ব্যাবহৃত ঢিলা-কুলুখ ঢুকায়া দেয়া হবে! সহমত

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
যে মধ্যম সে থাকে তফাতে। । !:#P

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

সবুজ ভীমরুল বলেছেন: ছাগু ফাইটার নামধারী বীর-পুরুষরা কাজের সময় গর্তে গিয়া লুকায়।

আর প্রজন্ম ভাই, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। যেই পুলিশ শিক্ষকদের উপর হিংস্রভাবে পিপার স্প্রে মারে, আর ছাগুদেরকে কিছুই করছে না??

আমার তো মনে হয় ইচ্ছে করেই কিছু করছে না। যদি পরে আম্বালীগ ও জামাত একসাথে নির্বাচনে যায়, তাহলেও অবাক হব না!!

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

সবুজ ভীমরুল বলেছেন: ছাগু ফাইটার নামধারী বীর-পুরুষরা কাজের সময় গর্তে গিয়া লুকায়।

আর প্রজন্ম ভাই, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। যেই পুলিশ শিক্ষকদের উপর হিংস্রভাবে পিপার স্প্রে মারে, আর ছাগুদেরকে কিছুই করছে না??

আমার তো মনে হয় ইচ্ছে করেই কিছু করছে না। যদি পরে আম্বালীগ ও জামাত একসাথে নির্বাচনে যায়, তাহলেও অবাক হব না!!

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

নসিমনের যাত্রী বলেছেন: রাজপথে গিয়া ছাগু পুন্দামু । আপনেরা 'জাতিয়তাবাদি' নামের ছাগিয়তাবাদিরা অনলাইনে অন্তত জামাত সংসর্গ পরিহার করেন,অনলাইনে একটু ছাগুফাইট করেন,দেখি কেমন হেডম।

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ব্লগে পতঙ্গের উৎপাত খুব বেড়ে গেছে প্রজন্ম। ব্লগীয় আলো তথা হিটের সন্ধান পেলেই দিক বেদিক হয়ে ঝাঁপিয়ে পড়ে। দেড়-দুই মাসে হিট কামানোর জন্য ছাগু ফাইটার তকমাটাও বেশ কার্যকর। বছর খানেক আগে এলেও ভাগাড়ে পড়ে থাকত, কিন্তু বর্তমান সামুতে এদের উপেক্ষা করার উপায় নেই। হয়তো সামুর বর্তমান মেধা শূন্যতাই এর জন্য দায়ী। /:)

৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

স্বর্গীয় শয়তান বলেছেন: পাডাঙার চান্দু বলেছেন: ব্ লগে পতঙ্গের উৎপাত খুব বেড়ে গেছে প্রজন্........।

সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.