![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
দেলোয়ার হোসেন সাইদী গত ২০-৩০ বছর ওয়াজ মাহফিলে ভাল কথা বলে, মানুষের মাঝে ধর্মপ্রীতি বৃদ্ধি করে বাংলাদেশের অসংখ্য মানুষের মন জয় করছে, যেটা ভাল কাজ করছে। তার ফলস্বরূপ সে অনেক সন্মান এবং সমৃদ্ধি অর্জন করছে।
তবে তার আগে ১৯৭১ সালে তিনি হানাদার বাহিনী'র সাথে উপস্থিত থেকে অসংখ্য মানুষের ডাইরেক্ট ক্ষতি করছে। যার কোন ফল সে আগে পায় নাই।
কিন্তু মহান আল্লাহ'র বিচার শ্রেষ্ঠ। প্রতিটি কর্মের প্রাপ্য ফল তিনি ঠিকই দেন।
সে জন্যই সাইদী'কে যেমন ভাল কাজের জন্য অনেক পজেটিভ কিছু দিছেন, তেমনই এখন তার অতীতের খারাপ কাজের জন্য পৃথিবীতেই সর্বোচ্চ শাস্তি দিয়ে দিলেন।
এই রায়ে আমি সন্তুষ্ট। সৃষ্টিকর্তা কর্তৃক সত্যে'র প্রতিষ্ঠা যে অনিবার্য সেই বিশ্বাস আমার আরো দৃঢ় হওয়াতে বেশ খুশীও বটে।
কিন্তু কোন রকমের উল্লাস প্রকাশ করতে আমি অপারগ, কারন সে যেই হোক, একটা প্রাণের বিনাশে উল্লাস প্রকাশ করাটা বেশ বর্বরোচিত বলেই বোধ করছি। এবং যারা উল্লাস প্রকাশ করছে তাদের প্রতি সন্মান হারাচ্ছি।
বাংলাদেশ কলংকিত রাজাকার ইস্যু শেষের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় উল্লাসের প্রকাশে বলি, জয় বাংলা, আল্লাহ মহান
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
ঢাকার কুতুব বলেছেন: এখন ছাইদির উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার ফাঁসির রায় দ্রুত কার্যকর করণে আদালতকে সহযোগিতা করা। জয় বাংলা।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
পুংটা বলেছেন: হইছে........এইবার আপনি বসেন। বইসা বইসা স্লোগান ধরেন.... দুই একটা শিবির ধর... /// ধ....ধ....জ....ক
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
রাহুল বলেছেন: সোনি সুলতানা বলেছেন: ৪২ বছরের কলঙ্ক থেকে জাতি আজ মুক্ত হচ্ছে। এই বিজয় বাঙ্গালী জাতির, এই বিজয় তরুণ প্রজন্মের, এই বিজয় মুক্তিকামী সমগ্র জনতার, এই বিজয় গণজাগরণ মঞ্চের. সহমত
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
হাঁড় = ঘাঁড় বলেছেন: সাঈদী তো ভালো ওয়াজ করেনি। কথায় কথায় শহীদ হতে বলত। আর এই শহীদ হওয়ার কাজটাই তারা একাত্তরে করেছিল আর তার রিক্রুট করা শিবির কর্মিরা আজকে করে।
আপনি কিভাবে বললেন যে সে ভাল কাজ করেছিল ওয়াজ করে
৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
মনে নাই বলেছেন: এখন বিএনপির তরুনদের উচিত খালেদা জিয়ার বক্তব্যকে প্রত্যাহার করে আদালতের রায়কে স্বাগত জানানোর।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
সোনি সুলতানা বলেছেন: ৪২ বছরের কলঙ্ক থেকে জাতি আজ মুক্ত হচ্ছে। এই বিজয় বাঙ্গালী জাতির, এই বিজয় তরুণ প্রজন্মের, এই বিজয় মুক্তিকামী সমগ্র জনতার, এই বিজয় গণজাগরণ মঞ্চের..