নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

আমি ব্লগার এবং আমি অপরাধী ব্লগারের উপযুক্ত বিচার চাই!!! আমার নামে কেউ অপরাধী বাঁচানোর চেষ্টা করবেন না!

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

ব্লগারদের নাম ভাঙ্গিয়ে একটা নির্দৃষ্ট গ্রুপ আজকে সাম্প্রদায়িক অপরাধীদের বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে,



ব্লগার মানে একটা আদর্শ, সত্য ও ন্যায়ের পথই ব্লগারের পথ। আপনি যদি ব্লগার হন তবে এখনই আপনার নাম ভাঙ্গিয়ে এসব সাম্প্রদায়িক জঙ্গীদের বাঁচানোর প্রতিবাদ করুন।



আপনি ব্লগিং করে জানিয়ে দিন সবাইকে, কোন সাম্প্রদায়িক অপরাধীদের বাঁচানোর জন্য আপনার-আমার গর্বের পরিচয় ব্লগ ও ব্লগার শব্দগুলোর ব্যাবহার হতে পারে না, যারা সাম্প্রদায়িক কাল্টের তারা নিজ নিজ কাল্টের দোহাই দিয়ে অশুভ শক্তির ব্লগারদের মুক্তি দাবী করুক, কিন্তু ব্লগার নামে না, ব্লগার নামকে কলংকিত করে না!!!



আপনি-আমি চুপ করে থাকাতেই আজকে অশুভ কলম জঙ্গীরা ব্লগিংয়ের নামে সকল অপকর্ম হালাল করায় ব্যাস্ত। আজকে সাধারন ব্লগাররা নিজ নিজ জায়গা থেকে সারা দেশকে জানিয়ে দিন যে, আমরা ব্লগার এবং আমরা অপরাধী ব্লগারদের শাস্তি চাই!

মন্তব্য ৪৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

উৎস১৯৮৯ বলেছেন: আমরা ব্লগার এবং আমরা অপরাধী ব্লগারদের শাস্তি চাই


সহমত।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: আজকে ব্লগারদের নাম ভাঙ্গিয়ে শয়তানদের শাস্তি এড়ানোর যেই ডাক উঠেছে সেটা দাবিয়ে দিন!

২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

ভাবনার মেশিন বলেছেন: একমত। সনাব্লগের যেমন স্বাধীনতা থাকতে পারনা, থাকতে পারনা এইসব নোংরামির

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

প্রজন্ম৮৬ বলেছেন: ঠিক। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী, ব্লগার বা হেনতেন বলে কোনভাবেই দায় এড়াতে পারে না।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

চাচ্চু বলেছেন: এই ইস্যুতে আজ আওয়ামীলীগ, বিএনপি ভেদাভেদ ভুলে ইসলামকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবী জানানো উচিৎ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত!

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

আরাফাত মুন্না* বলেছেন: সহমত........

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।

ব্লগ ও ব্লগারদের দোহাই দিয়ে শয়তানদের মুক্ত করার বিরুদ্ধে ব্লগার হিসেবে রুখে দাড়ান

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

নাম জেনে কি হবে? বলেছেন: ইসলাম অবমাননাকারী ব্লগারদের শাস্তির দাবি জানাই

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

প্রজন্ম৮৬ বলেছেন: ওদের উপযুক্ত শাস্তি'র দাবী জানাই!

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমরা ব্লগার এবং আমরা ইসলাম অব মাননা কারী অপরাধী ব্লগারদের শাস্তি চাই

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

বিডি আমিনুর বলেছেন:

সহমত।
সহমত।
সহমত।
সহমত।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

নােয়ফ চৌধুরী বলেছেন: একমত।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ। পোস্ট দেন ভাই। বলেন সবাইকে যে আপনার ব্লগার পরিচয় নিয়ে কয়েকজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা সফল হতে দেয়া হবে না

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

কাজিম কামাল বলেছেন: সহমত

আমিও একটা পোস্ট দিলাম।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

প্রজন্ম৮৬ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি-আমি চুপ করে থাকাতেই আজকে অশুভ কলম জঙ্গীরা ব্লগিংয়ের নামে সকল অপকর্ম হালাল করায় ব্যাস্ত। আজকে সাধারন ব্লগাররা নিজ নিজ জায়গা থেকে সারা দেশকে জানিয়ে দিন যে, আমরা ব্লগার এবং আমরা অপরাধী ব্লগারদের শাস্তি চাই!

++++++++++++++++++

নাস্তিক ব্লগার নামধারী ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই !!! এদের জন্য আমরা সাধারণ ব্লগাররা কলংকিত হতে চাই না !!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জহির ভাই।

আমরা গত ৩ বছর ধরে এদের বিরুদ্ধে অভিযোগ করে আসছি, আর আজকে আমাদের পরিচয়ের দোহাই দিয়ে এদের বাঁচানোর নিকৃষ্ট অপচেষ্টা ঠেকাতেই হবে

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সরকারের কাছে আবেদন, প্রকৃত ইসলাম অবমাননাকারী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করুন। বাকীগুলোও সোজা হয়ে যাবে !!

মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে... এখানে নয়ত ওখানে !!!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত।

আরিফুর, সবাকদেরও অবিলম্বে গ্রেপ্তার করা হোক

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

আশিকুর রহমান ১ বলেছেন: আমরা ব্লগার এবং আমরা অপরাধী ব্লগারদের শাস্তি চাই!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত!

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

নতুন বলেছেন: Click This Link

প্রথমবার তারা নাস্তিক দের ধরে নিলো,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো নাস্তিক না.
তারপর তারা ধরে নিলো জামাতীদের,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো জামাতী নই.
তারপর তারা ধরে নিলো বিরোধীদলকে,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো কোন দলই করিনা.
এরপরে তারা এলো আমাকে ধরে নিতে ( আমি জনগন সরকারের সমালোচনা করি)
কিন্তু তখন সেই খানে কেউই ছিলো না..
আমার পক্ষে প্রতিবাদ করতে.... ---
--First They Came For The Communists
- মুল- Martin Niemöller

( Martin Niemöller এর অনুকরনে লেখা... )


নাস্তিক নিধন না এই সরকারের উদ্দেশ্য আরো গভিরে...

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

প্রজন্ম৮৬ বলেছেন: এই কোটেশনটা যা তা ভাবে ব্যাবহৃত হতে হতে হতে হতে এখন চোর-চোট্টা গুন্ডা বদমাইশদের স্বার্থে ব্যাবহার করা শিখে গেছে :(

ভাই, বুকে হাত দিয়ে বলেন তো, আল্লামা শয়তান কি আসলেই অপরাধী না?

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

পত্রনবিস বলেছেন: সাইদি সাহেব জান্নাতের টিকেট বিক্রি করলেন, মসজিদে মসজিদে চাঁদে দেখা গিয়াছে বইলে ঘোষণা দিলেন , তারেক জিয়া জনগণের টাকা মাঈড়ে মুম্বাই টে নায়িকা দের সাথে ছবি টূলেণ, জয় আমেরিকার খৃষ্টান বীয়া করেন এডেড় কোন সমস্যা হয়ণা খালী ব্লগে লিখলে সমস্য, যদি আজ এই ব্লগাররা নাস্তিকতা করেন তবে এর সাথে দায়ী এদেশের ইসলামিক যতো রাজনৈতিক দল আছে তার সাথে যুক্ত এদেশের আলীগ, বি এণ পি ,জাতীও পার্টী আর জামাত কৈ তাদের ব্যাপারেও বিচার চাণ কৈ তাদের ব্যাপারে চুপ ঠাকেণ কে





০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: বাংলা পরিক্ষার সময় হিসাব বিজ্ঞানের উত্তর খুজে ভন্ডরা

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

জুল ভার্ন বলেছেন: সহমত জানাই। নাস্তিক/আস্তিক কোনো ব্যপারনা-যারা যেকোনো ধর্মের বিরুদ্ধে অশ্লীলতা করেছে, অপরাধী যে-ই হোক তার বিচার চাই। একই সংগে ব্লগে/ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কুরুচীপূর্ণ ছবি, মন্তব্য ও পোস্ট দিচ্ছে-তাদেরও বিচারের আওতায় নেয়া হোক।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ। এবং আপনার প্রস্তাবের সাথেও একমত।

বাকস্বাধীনতার নামে আমাদের নেতানেত্রী এবং শ্রদ্ধেয় ব্যাক্তিদের উপর যেভাবে আঘাত হয় তা রীতিমত অপরাধ, ন্যায় প্রতিষ্ঠার স্বার্থেই সেসবের বিচার হওয়া উচিত

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

এস. এম. রায়হান বলেছেন: আগামীকাল কোনো ব্লগার যদি খুন বা ধর্ষণের অপরাধে ধরা পড়ে তাহলেও কি তার মুক্তির জন্য সামুতে নোটিশ লটকানো হবে, যেহেতু সে একজন ব্লগার ছিল? সামু'র কতৃপক্ষের কাছে জবাব চাই।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

প্রজন্ম৮৬ বলেছেন: আমি অত্যন্ত ক্রুদ্ধ যে, আমার পরিচয় দিয়ে কিছু অপরাধীর পিঠ বাঁচানোর চেষ্টা চলছে!!!

এর বিরুদ্ধে কঠোরভাবে দাড়াতে হবে

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

তথই বলেছেন: আমরা ব্লগার এবং আমরা অপরাধী ব্লগারদের শাস্তি চাই


সহমত।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

প্রজন্ম৮৬ বলেছেন: ৭ ডেইজ এ্যা উইক ডিম এভরি'ডে কিপস শয়তানী এ্যাওয়ে

ধন্যবাদ

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

জালিমের দুশমন বলেছেন: এদের কারণে কোথাও নিজেকে ব্লগার পরিচয় দিতে ভয় লাগে।


পোস্টে সহমত

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।

ব্লগার হিসেবে অপরাধীদের শাস্তি দাবী করে ব্লগারদের সুনাম রক্ষা করুন

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

উড়োজাহাজ বলেছেন: সকল প্রকার উগ্রপন্থি নিপাত যাক, স্বাধীন বাংলা রক্ষা পাক।।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত!

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

নতুন বলেছেন: ভাই, বুকে হাত দিয়ে বলেন তো, আল্লামা শয়তান কি আসলেই অপরাধী না

সে ইসলাম বিরোধী লেখা লেখে.... তার লেখা মডারেসন করলেই হইলো... কিন্তু সরকারকে নাস্তিকের নামে ব্লগের কন্ঠবন্ধ করার সুযোগ দেওয়া ঠিকনা...

সরকারের কাজে কি আপনার মনে হয় যে তারা ইসলাম///আস্তিক..নাস্তিক নিয়া মাথা ঘামায়?

এটা তারা ব্যবহার করবে ব্লগ নিয়ন্ত্রনে...

এই সত্য কিছুদিন পরেই সবাই বুঝতে পারবে....

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

প্রজন্ম৮৬ বলেছেন: কেন করছে সেটা না দেখে কি করছে সেটা দেখাটাই এখন দরকার।

২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

রাহী আবদুল্লাহ বলেছেন: পোস্টে প্লাস।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ। সত্যের জয় হবেই হবে

২২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

ইকবাল পারভেজ বলেছেন: সহমত। পোস্টে প্লাস।

আর আল্লামা শয়তান , সবাক, আলবার্ট_আইন্সটাইন, আরিফুর, আসিফ মহিউদ্দিন সহ নাস্তিকতার আড়ালে চিহ্নিত চরম ইসলাম বিদ্বেষী গুলাকে(ধর্মকারির বেশীরভাগ লেখক, যারা অন্যের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করছে) দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

প্রজন্ম৮৬ বলেছেন: আমিও সহমত!

দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

রাসেল মেটামোরফোজ বলেছেন: এস. এম. রায়হান বলেছেন: আগামীকাল কোনো ব্লগার যদি খুন বা ধর্ষণের অপরাধে ধরা পড়ে তাহলেও কি তার মুক্তির জন্য সামুতে নোটিশ লটকানো হবে, যেহেতু সে একজন ব্লগার ছিল? সামু'র কতৃপক্ষের কাছে জবাব চাই।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

সোহাগ সকাল বলেছেন: অন্যায় করলে সাজা তাকে অবশ্যই পেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.