![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
'গণজাগরন মঞ্চ' এবং 'হেফাজতে ইসলাম', দুটো'ই গণমাধ্যমের বাই-প্রোডাক্ট! এই দুই 'প্রোডাক্ট' আজকে বাংলাদেশে'র সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক সেক্টরগুলো'কে চরম ক্ষতিগ্রস্থ করেছে। রাষ্ট্রে'র প্রধান প্রধান ইনস্টিটিউশনগুলো বিকল হয়ে পড়ছে!
কিছু পার্ট টাইম অথবা ব্যার্থ সাংবাদিক / ব্লগার এবং অনলাইনে রিসেন্ট টাইমে গজিয়ে ওঠা অনলাইন নিউজপেপার নামের অসংখ্য গার্বেজ এবং রাজনৈতিক দলে'র প্রচারকেন্দ্র হিসেবে কাজ করা নিউজ সাইট দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি'র অত্যন্ত সফল প্রচার করেছে অনলাইন নিউজ সাইটগুলোতে চাকরীরত কিছু ব্লগার / ফেসবুকার!
এদের আত্মনিয়ন্ত্রন কামনা করি।
জনসংখ্যা'র দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহৎ একটি রাষ্ট্র। এই দেশটি'র অতীত যেমন আছে তেমনই বর্তমান এবং ভবিষ্যতও রয়েছে। আজকে দেশে'র অর্থনীতি'তে অস্বাভাবিক অবস্থা চলছে। এর ফলে অচিরেই সংকট আরম্ভ হতে পারে।
বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো, গণমাধ্যমের চোখে দেখে দেশ শাষন করা'র আগে সংবাদের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করে দেখুন। স্থানীয় প্রশাসনের সাহায্যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন।
এবং অবশ্যই অবশ্যই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গুজব ও অপপ্রচার বন্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করুন।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০
প্রজন্ম৮৬ বলেছেন: ঠিক, বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো না, এবং আমাদের গত ২০ বছরের প্রগ্রেস পুরোটাই ব্যার্থ হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
অনেকের মধ্যে একজন বলেছেন: একমত। বাংলাদেশ এমন কোন উন্নত দেশ না যে এসব অর্থনৈতিক বিপর্জয় সহজে কাটিয়ে উঠতে পারবে।