![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
একেক গ্রুপ নিজ নিজ মনের মাধুরী মিশিয়ে হেফাজতে ইসলামের ১৩ দফা'র ব্যাখ্যা দিচ্ছে, এবং মানুষ'কে বিভ্রান্ত করছে।
আমি আমার পক্ষে যতটুকু সম্ভব মেরিট এবং বাস্তবায়নযোগ্যতা'র উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে বিশ্লেষন করলাম দাবীগুলোর।
নিচে বিশ্লেষন:
---------
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি
হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবিতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। দাবিগুলো হলো:
১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা। ---
(Merit) = অবাস্তব দাবী
(বিশ্লেষন-) ( এটা সংসদের এখতিয়ারভুক্ত ব্যাপার, জনপ্রতিনিধি'র মাধ্যমে সারা দেশে'র জনগণই সিদ্ধান্ত নিবে, কোন সংগঠন এই দাবী তুললে তা যথাযত হয় না)
(Implementation Possibility / প্রযোজ্যতা) = অগ্রহনযোগ্য দাবী।
----
২. আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।
-যৌক্তিক দাবী
( মৃত্যুদন্ডের যোগ্য অপরাধ হলে তাই হবে, কিন্তু বর্তমান আইনও যথেষ্ট শক্ত, ১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানাও যথেষ্ট ভাল আইন)
--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবী!
----
৩. কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।
-যৌক্তিক দাবী ,
(দেশবাসীও এটা চায়)
--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবি।
---
৪. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।
-- যৌক্তিক দাবী,
(বিজাতীয় সংস্কৃতি'র বিরুদ্ধে আমরা প্রতিটা বাংলাদেশী মানুষ, ডোরেমন- হিন্দি সিরিয়ালসহ কলকাতা'র সংস্কৃতি বাংলার সংস্কৃতি'কে গ্রাস করতে পারে না। এমনকি সরকার নিজেও)
--- বাস্তবায়নযোগ্য দাবী।
---
৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।
-যৌক্তিক দাবী
( ইসলাম ধর্মীয় শিক্ষা উঁচুমানের নৈতিক শিক্ষা দেয়, এবং বর্তমানেও সব স্তরে এই শিক্ষা আছে, নতুন করে করার কিছু নেই)
= ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।
৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতত্পরতা বন্ধ করা।
-যৌক্তিক দাবী
( কাদিয়ানীরা কাদিয়ানী ওদের অমুসলিম নয় কিন্তু কাদিয়ানী ঘোষনা করা প্রয়োজন)
-- বাস্তবায়নযোগ্য দাবী
৭. মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা।
-ঘোলাটে দাবী
( কেউই চায় না ঢাকা মূর্তি'র নগরী হোক, তবে মানুষ যেখানে যেটা চাইবে সেটাই করা হোক, মসজিদ বা মূর্তি কোনটাই প্রায়োরিটি বা দমন করা যাবে না আইনের আলোকে)
--- অবাস্তব দাবী।
৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা।
- অত্যন্ত যৌক্তিক দাবী --
(সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইবাদতে'র ক্ষেত্রে বাঁধা কাম্য নয়)
---বাস্তবায়ন হচ্ছে তবে কিছুটা সুনজর দরকার।
৯. রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসিঠাট্টা এবং নাটক-সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা।
-অত্যন্ত যৌক্তিক দাবী,
( এ বিষয়ে সরকার থেকে মিডিয়ার প্রতি অভিবাবকসুলভ নির্দেশ কাম্য)
-- বাস্তবায়নযোগ্য দাবী।
১০. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিষ্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণসহ সব অপতত্পরতা বন্ধ করা।
-- যৌক্তিক দাবি,
( পার্বত্য চট্টগ্রাম সেনসেটিভ এরিয়া, জঙ্গী এবং বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে সেখানে বিদেশীদের আনাগোণা নিয়ন্ত্রন প্রয়োজন)
-- বাস্তবায়নযোগ্য দাবী
১১. রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা।
--অত্যন্ত যৌক্তিক দাবী
( সরকার রাসুল প্রেমিকদের নয়, রাসুল প্রেমিক সেজে বিশৃঙ্খলাকারী রাজাকার সমর্থকদের দমন করছে, তবে সরকার'কে আচরন নিয়ন্ত্রন করতে হবে)
--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।
১২. সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাঁদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা।
-- অত্যন্ত যৌক্তিক দাবী,
( এটা সুশাসনকামী এবং সভ্য সমাজে বসবাসরত সকলের দাবী )
--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।
১৩. অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
- যৌক্তিক দাবী
( যারা রাজাকার সমর্থক নয় তাদের মুক্তি এবং ক্ষতিপূরণ দেয়া উচিত)
-- বাস্তবায়নযোগ্য দাবী।
-------------------
সুতরাং, দাবীগুলো'র মেরিট অনুযায়ী ১৩টার ভেতর দেখা যাচ্ছে, ১টা অবাস্তব দাবী এবং ১টা ঘোলাটে দাবী ছাড়া বাকী ১১টা'র ভেতর ৪টা অত্যন্ত যৌক্তিক দাবী আছে, আর বাকী ৭টা যৌক্তিক দাবী।
আর বাস্তবায়ন সম্ভাবনা বিবেচনা করে দেখা যায়, ১৩টা'র ভেতর, ১টা অগ্রহনযোগ্য, ১টা অবাস্তব দাবী এবং ১টা আন্তরিকতাকামী দাবী রয়েছে। বাকী ১০টা দাবী'র ৫টাই ইতিমধ্যে বাস্তবায়িত দাবী, আর ৫টা বাস্তবায়নযোগ্য দাবী রয়েছে।
-------------------
সবশেষে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার ব্যাক্তিগত মত, সরকার ২০০৬ সালে'র আইন অনুযায়ী অপরাধী ব্লগারদের দ্রুত বিচারের সম্মুখীন করে এই পরিস্থিতি নিরসনে ভূমিকা রাখতে পারে।
হেফাজতে ইসলাম'কেও বুঝতে হবে ঢাকা শহরের প্রশাসনিক গুরুত্ব এবং রাষ্ট্রের সীমাবদ্ধতা।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
প্রজন্ম৮৬ বলেছেন: আপনার দাবীটা অযৌক্তিক এবং এধরনের দাবী'র ফলেই আজকে দেশে'র অবস্থা খারাপের দিকে আসছে!
বাংলাদেশ সৃষ্টি'র শুরু থেকে বাংলাদেশই ছিল, এবং থাকবে।
এখানে মানুষ কোনদিন অন্যায় মেনে নেয় নাই, এবং অপরের প্রতি অন্যায়ও করে নাই।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
রৌহান খাঁন বলেছেন: আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।
-যৌক্তিক দাবী
এটা যৌক্তিক দাবী হৈলো কেমনে?
কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।
-যৌক্তিক দাবী ,
(দেশবাসীও এটা চায়)
--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবি।
- শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারীরা কি শাহবাগ মঞ্চ থেকে নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনা করছেন ও ইসলামবিদ্ব্রচে অপপ্রচার করছেন?
৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।
-যৌক্তিক দাবী
( ইসলাম ধর্মীয় শিক্ষা উঁচুমানের নৈতিক শিক্ষা দেয়, এবং বর্তমানেও সব স্তরে এই শিক্ষা আছে, নতুন করে করার কিছু নেই)
= ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।
- বাংলাদেশ কি ইসলামী রাস্ট্র?
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
প্রজন্ম৮৬ বলেছেন: ৩'র ক্ষেত্রে ২০০৬ সাল থেকে এই বিষয়ে আইন আছে। ১০ বছরের জেল ও ১কোটি টাকা জরিমানা-- ইতিমধ্যে বাস্তবায়িত!
৫'র ক্ষেত্রে, দেশে প্রতিটি স্তরের শিক্ষা ব্যাবস্থায় নীতিশিক্ষা রয়েছে, যেহেতু নীতি শিক্ষা'র ক্ষেত্রে শিক্ষার্থীদের ভিন্নমত থাকতে পারে তাই, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা সম্ভব নয়। যতটুকু সম্ভব ও গ্রহনযোগ্য ততটুকু রয়েছে ইতিমধ্যেই।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
কোবির বলেছেন: বাংলাদেশে ১৬কোটি মানুষের মাঝে,হাতে গনা কয়েকজন নাস্তিক ।আর কয়েক জন নাস্তিকের কারনে হাজার হাজার বছরের পুরুনো ধর্ম আজ হারাতে বসেছে ? এর রহস্য কি?
স্বচ্ছ ও আর্ন্তজাতিক মানের তদন্ত কমিটি করা দরকার ।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
প্রজন্ম৮৬ বলেছেন: তদন্ত কমিটি দরকার এবং সময়মত অবশ্যই হবে।
এই বাংলায় অপরাধ করে পার পাইছে এমন একটা নামও কেউ দেখাইতে পারবে না। অনেকে হয়তো শাস্তি এড়ায়ে গেছে কিন্তু গণধিকৃত রয়ে গেছে!
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
পুংটা বলেছেন: যত ঝাকি, তত নেকি।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
নষ্ট ছেলে বলেছেন: প্রথম দাবিটা বর্তমান বিশ্বের পরিস্থিতি ও বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে পুরোপুরি মানা সম্ভব না। তবে কিছু কিছু অবশ্যই বাস্তবায়ন করা যায়।
তবে এই দাবিটা মুসলমান হিসাবে কেউ অস্বীকার করতে পারে না।
পোস্টে++++++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
প্রজন্ম৮৬ বলেছেন: বাস্তবতা এবং প্রয়োজনীয়তা'র আলোকেই দেখতে হবে এই সময় নইলে সংকট ঘনীভুত হবে।
বাস্তবায়ন সম্ভাবনা বিবেচনা করে দেখা যায়, ১৩টা'র ভেতর, ১টা অগ্রহনযোগ্য, ১টা অবাস্তব দাবী এবং ১টা আন্তরিকতাকামী দাবী রয়েছে। বাকী ১০টা দাবী'র ৫টাই ইতিমধ্যে বাস্তবায়িত দাবী, আর ৫টা বাস্তবায়নযোগ্য দাবী রয়েছে।
ধন্যবাদ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
আহমাদ জাদীদ বলেছেন: একমত পোস্টের সাথে ।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
ফরিদ বিন হাবিব বলেছেন: কোবিরের মন্তব্যের সাথে একমত। হেফাজতে ইসলাম (প্রকৃতপক্ষে হেফাজতে জামাত) ইতিপূর্বে নারীনীতি এবং শিক্ষানীতিসহ সরকারের বিভিন্ন প্রগতিশীল ও যুগোপোযোগী সিদ্ধান্ত বাধাগ্রস্ত করেছে। তাদের পশ্চাদমুখি মধ্যযুগীয় চিন্তাচেতনা বাংলাদেশকে একটি আধুনিক অসাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরের উদ্যোগ বিঘ্নিত করে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
প্রজন্ম৮৬ বলেছেন: বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানও হবে না, ভারতও হবে না।
বাংলাদেশ বাংলাদেশই থাকবে।
জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ!!!
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
বাংলার হাসান বলেছেন: ফেবু ও ব্লগে যখন বসি কত রকম জ্ঞানপাপী দেখী, পান্ডিৎ অর্জনে খুব পিছিয়ে আছি যদিও ছাত্র জীবনে কখনও পিছনের ব্যাঞ্চের ছাত্র হিসেবে শিক্ষা জীবন শেষ করি নাই। জ্ঞানের পরিধি খুব সীমিত হবার পরেও এটুক জানি যে, ইসলাম ধর্মের কোন বিষয়ে জায়েয় নাজায়েয বলার অধিকার শুধু মাত্র মুফতি সাহেবরাই বলতে পারে। তথাপি ব্লগ ও ফেবুকে এক একজন বিশাল বড় মুফতি হিসেবে অনেক ফতোয়া দেয়, জানিনা তারা সে অধিকার রাখে কিনা। ক্ষুদ্র জ্ঞানে দেখে শুনে মনে হচ্ছে এরা প্রকৃত জ্ঞানপাপী। যদি তাই না হবে তবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবার জন্য উসকানীমূলক লেখে এরা কেন লিখে?
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
প্রজন্ম৮৬ বলেছেন: কাদের উদ্দেশ্যে বললেন?
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
উড়োজাহাজ বলেছেন: Valo beslason. But ongula angshik bastobayeto.
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ,
হ্যা, ১৩টা'র ভেতর, ১টা অগ্রহনযোগ্য, ১টা অবাস্তব দাবী এবং ১টা আন্তরিকতাকামী দাবী রয়েছে।
বাকী ১০টা দাবী'র ৫টাই ইতিমধ্যে বাস্তবায়িত দাবী, আর ৫টা বাস্তবায়নযোগ্য দাবী রয়েছে।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
কোবির বলেছেন: ধন্যবাদ ফরিদ বিন হাবিব।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
শিরোনাম বলেছেন: পোস্টের সাথে একমত।
সম্ভব হইলে এই পোস্টাও একটু দেইখেন -
ইসলাম বিদ্বেষী ব্লগাররা এমনি একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। আজকে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
আহমাদ জাদীদ বলেছেন: ৩ নং পয়েন্টা নিয়েও অস্পস্ট তা আছে । এটা নিয়ে আরো আলোচনা দরকার ।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: ৩ নং পয়েন্টের প্রেক্ষিতে দেখবেন, ২০০৬ সাল থেকেই বাংলাদেশে আইন আছে, ৫৬ থেকে ৬৬ ধারা পর্যন্ত বিস্তৃত!
যাতে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১ কোটি টাকা শাস্তি'র বিধানও আছে।
এখন যথাযতভাবে ঐটা প্রয়োগ প্রয়োজন!
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
মরমি বলেছেন: Click This Link
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মামুর বাড়ির আবদার :-< :-<
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
নষ্ট ছেলে বলেছেন: রৌহান খাঁন বলেছেন: আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।
-যৌক্তিক দাবী
এটা যৌক্তিক দাবী হৈলো কেমনে
যদিও প্রশ্নটা লেখককে করেছেন তারপরও আমার দৃষ্টিকোন থেকে আমি একটা উত্তর দেই।
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড তার মানে এই না যে কেউ অবমাননা বা কুতসা রটনা করলেই তাকে মৃত্যুদন্ড দেওয়া হবে। অপরাধের ধরন থেকে শাস্তির মাত্রা বিভিন্ন হতে পারে।
ধরুন, কেউ একজন এই ধরনের কাজ করল এতে করে দেশে একটা দাঙ্গা লেগে গেল। প্রচুর মানুষ মারা গেলে। সেক্ষেত্রে এই মৃত্যুর জন্য দায়ী থাকবে কে? অবশ্যই ঐ কটুক্তিকারী। এক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন।
আর এই আইনটা সব ধর্মের জন্যই কার্যকারী করা উচিত। অতি উৎসাহী কিছু মুসলিমও এই কাজ করতে পারে। শুধু মুসলমানদের জন্য করলে অন্য ধর্মের জন্য জুলুম হয়ে যাবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।
আপনি আমার চেয়ে সুন্দর করেই উত্তরটা দিয়েছেন।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
হামজা কানাল মোস্তফা বলেছেন: ৪ নং দাবি কোনভাবেই যৌক্তিক হতে পারে না। আপনি যদি বিজাতীয় সংস্কৃতির দোহাই দিয়ে ঘর দরজা বন্ধ করে রাখেন, তাহলে প্রথমেই প্রশ্নবিদ্ধ ইসলাম ধর্ম ও ইসলামি সংস্কৃতি। কারণ ওলী আল্লাহদের মাধ্যমে এই ভূ খণ্ডে ইসলাম ধর্মের প্রচার ওপ্রসার হয়েছে। স্পষ্টভাবে দাবিটা হওয়া উচিত ছিল, আমাদের নিজস্ব সংস্কৃতির জন্য হুমকি ও সাজুয্যতা নেই, এধরণের সংস্কৃতির বিলোপ সাধন।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
প্রজন্ম৮৬ বলেছেন: ৪ নং দাবীটা কিন্তু সরকারের করনীয় খুবই কম বর্তমান সময়ে। জনগণ স্বাধীনভাবে বেছে নিবে তারা কি চায়। তবে সরকার এখানে অভিবাবকসুলভ কিছু করতে পারে জনগণের মতামতের ভিত্তিতে।
আপনি বলেছেন, দাবিটা হওয়া উচিত ছিল, আমাদের নিজস্ব সংস্কৃতির জন্য হুমকি ও সাজুয্যতা নেই, এধরণের সংস্কৃতির বিলোপ সাধন।---- পুরোপুরি সহমত!
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো বলেছেন ।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
অভি৯১৭৫ বলেছেন: ২০১৩ সাল , ১৩২০ সাল না।
৬,৮, ১১( আপনার ব্যখা সেটিসফাইট হয়ে) একমত। বাকীগুলো মানতে পারছি না।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
প্রজন্ম৮৬ বলেছেন: আমি আমার সাধ্যের ভেতর নিরপেক্ষভাবে বিশ্লেষন করেছি।
দ্বিমতের ক্ষেত্রগুলো তুলে ধরলে আলোচনার মাধ্যমে কমন গ্রাউন্ড খুঁজে পেতে পারি। সেই উদ্দেশ্যেই তো ব্লগে আছি
: )
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
কর্ণেল সামুরাই বলেছেন: সুন্দর বিশ্লেষণ। পোষ্টে ++
@রৌহান খাঁনঃ (আপনার বোল্ড করা লাইনগুলো নিয়ে বলি)
আপনি বলেছেনঃ এটা যৌক্তিক দাবী হৈলো কেমনে? (সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের)
== ১. আপনার হিসাবে শাস্তি কি হওয়া উচিত?
শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারীরা কি শাহবাগ মঞ্চ থেকে নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনা করছেন ও ইসলামবিদ্ব্রচে অপপ্রচার করছেন?
একটি ভালকাজ দ্বারা খারাপ কাজ মাফ হয়ে যায়? আল্লামা সাঈদী ওয়াজ-নসিয়তে ভাল কথা বললেই কি তার অপরাধ মাফ হবে? একইভাবে নাস্তিকেরা গণজাগরণমঞ্চে গিয়ে ভাল কথা বললেই কি তাদের অপরাধ মাফ হয়ে যাবে?
বাংলাদেশ কি ইসলামী রাস্ট্র?
বাংলাদেশ যেহেতু ওআইসির সদস্য তাই সার্টিফিকেটগতভাবে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র। তবে সরকার সেক্যুলারিজম প্রাকটিস করে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। জাতিসংঘ বাংলাদেশকে বিবেচনা করে moderate Muslim democratic country হিসাবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ কর্ণেল। ব্লগে আপনাকে দেখে সবসময়ের মতই ভাল লাগলো
২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
সৌভিক ঘোষাল বলেছেন: ইসলাম মানে শান্তি। ইসলাম মানে সমর্পণ। ইসলাম মানে যারা বলতে চায় 'জেহাদ', ভিন্ন ধর্মের বিরুদ্ধে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে, একটি কোনও নির্দিষ্ট 'মৌল' মতবাদের ও তার রূপায়ণের পক্ষে, তারা ইসলামের অন্যতর ব্যাখ্যায় অভ্যস্ত। ইসলামের এই দুই চেহারার মধ্যে একটা লড়াই চলছে যুগ যুগ ধরে। শুধু ইসলামেই বা কেন, হিন্দু, খৃষ্টান - সব ধর্মেই কড়া ধর্মধ্বজীদের সঙ্গে উদারপন্থীদের একটা দ্বন্দ্ব আছে। নাস্তিকদের সঙ্গে কড়া ধর্মধ্বজীদের লড়াইয়ের কথা ছেড়েই দেওয়া যাক, তা তো স্বাভাবিক। এখন দেখা দরকার উগ্রবাদী নাস্তিক, তাদের দায়বদ্ধতা স্বত্ত্বেও বাস্তবতা না বুঝে অনেক সময়েই বাড়াবাড়ি করে বিপরীত উগ্র ধর্মধ্বজীদের সামনে আসার সুযোগ করে দেন। তাতে উদারপন্থী ধর্মবিশ্বাসীরাও 'ধর্মসঙ্কটে' পড়েন।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
প্রজন্ম৮৬ বলেছেন: সংকট থাকে এবং তা থেকে উত্তরনও থাকে।
আমরা উত্তরনের পথে
২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
হামজা কানাল মোস্তফা বলেছেন: সামুর মডুরা ইদানিং রসগোল্লা নীতিতে চলছে। এই পোস্টটি নিয়ে অনেকের দ্বিমত বা ততোধিক মত থাকতে পারে। তবুও এ ধরণের লেখা নিয়ে আলোচনা হওয়াটা জরুরি। অথচ সামুর মহামান্য মডুরা এই ধরণের পোস্টকে নির্বাচিত না করে নিজেদের গা বাঁচানো টাইপের চরিত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: মডু'রা ডমেস্টিক ব্লগার খুঁজে, আমাকে ওরা সম্ভবত চেনে, এবং সম্ভবত আমাকে 'ভালবাসে' না
২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
রৌহান খাঁন বলেছেন: @সামুরাই সাহেব -
ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড -
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন হবে সেটা আগে বুঝিয়ে বলেন? আমার হিসাব এখানে মুখ্য নয়। তবে আমার হিসাবের সাথে এই হিসেব মিলেনি। ধরেন কেউ হিন্দু ধর্মের অবমাননা করল এবং হিন্দুদের বিরুদ্ধে কুৎসা রটাল, তখন কি হবে?
একটি ভালকাজ দ্বারা খারাপ কাজ মাফ হয়ে যায়? আল্লামা সাঈদী ওয়াজ-নসিয়তে ভাল কথা বললেই কি তার অপরাধ মাফ হবে? একইভাবে নাস্তিকেরা গণজাগরণমঞ্চে গিয়ে ভাল কথা বললেই কি তাদের অপরাধ মাফ হয়ে যাবে?
এটা এই পরিস্হিতিতে একটা গরু ঘাস খায়, আমরা ঘাস খাই টাইপ যুক্তি হৈছে। কারণ নাস্তিক হৈলে সে রাজাকারদের বিচার চাইতে শাহবাগে যাইতে পারবে না, সেখানে নেতৃত্ব দিতে পারবে না এটা কাঠমোল্লাদের মুখে বেশ ভাল মানায়। নাস্তিক ইস্যুটা কেন শাহবাগের সাথে ব্লেন্ড করা হইছে সেটা খুব ফকফকা -
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ও আইসির সদস্য এক জিনিস ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনা অন্য জিনিস।
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
আমি মোঃ চয়ন বলেছেন: এতই যদি যৌক্তিক দাবী হয় কেন তবে এই দাবীকারীদের ঠেকাতে আবার জেগেছে শাহবাগ
আর আগে ঘুমাইতেইবা গিয়েছিল কেন??
জামাত নিষিদ্ধ না করে তারা বাড়িতে ঘুমাইতে গেল।
রুমি স্কোয়াড 17 জন অনশন করল। আর বাকিরা ঘরে বইসা খাইল আর ঘুমাইল
বলেছিল সব রাজাকারের ফাঁসি কার্যকর না হওয়া পযন্ত তারা ঘরে ফিরবে না। কিন্তু তারা ঘরে গিয়া ঘুমাইছিল।
প্রধানমন্ত্রী বললঃ "এখনই জামায়াত নিষিদ্ধ সম্ভব নয়" তখনো তরা ঘুমায়া ছিল।
এখন হটাৎ যৌক্তিক দাবীকারীদের ঠেকাতে জেগে উঠার কারনটা কি একটু বলবেন ??
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
প্রজন্ম৮৬ বলেছেন: মানুষের পরিচয় সম্পর্কে মানুষ সন্দেহগ্রস্থ হয়ে গেছে। দলীয় কর্মীরা সাধারন জনতা পরিচয়ে, রাজাকারেরা ধার্মিক পরিচয়ে, ধর্মবিদ্বেষীরা মুক্তমনা পরিচয়ে, বিদেশী চরে'রা বুদ্ধিজীবি পরিচয়ে পুরো সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে!
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
তথই বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানও হবে না, ভারতও হবে না।
বাংলাদেশ বাংলাদেশই থাকবে।
জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ!!!
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
প্রজন্ম৮৬ বলেছেন: জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ!!!
২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
দখিনা বাতাস বলেছেন: এই ১৩টা দাবী যদি হইতো তাইলে তো কোন সমস্যা ছিলনা। কিন্তু তাদের মনের ভিতর গোপন একটা দাবী আছে কিনা, ঐটার সন্দেহের কারনেই তো যত ঝামেলা হইতাছে।
ঐ দাবীটা নিয়া আলোচনা করেন ভাই।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
প্রজন্ম৮৬ বলেছেন: যে কথা কেউ বলে নাই সে কথা নিয়ে আলোচনা কোনভাবেই গঠনমুলক না!
এসব করেই তো আজকে এই অবস্থা!
২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
রামন বলেছেন:
আমি যোগ করি:
১৬. পশ্চিম দিক তথা কাবা শরিফ লক্ষ্য করে হাগু-মূত করা হলে তাৎক্ষনাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেই ব্যক্তির পায়ু পথ সেলাই করে দেয়ার ও শিশ্ন কর্তন করার ব্যবস্থা রেখে শারিয়া আইন প্রনয়ন করতে হবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
প্রজন্ম৮৬ বলেছেন: ভ্রাম্যমান আদালত দ্বারা পায়ুপথ সেলাইয়ের প্রয়োজন নেই!
বাংলাদেশী হলে আপনি জানতেন যে, বাংলাদেশে সব টয়লেটই উত্তর-দক্ষিন!
আর পথে ঘাটে যারা টয়লেট করে ওদের জন্য সিটি কর্পোরেশন, ভ্রাম্যমান আদালত দরকার নেই!
তবে, মনগড়া উস্কানী মুলক কথা প্রচারের জন্য আপনার মত মানুষজনের হাত-মুখ সেলাই করে দেয়া উচিত!
২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
এস আর সজল বলেছেন: ১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা। ---
বাংলাদেশের ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বী আর আদিবাসীদের ব্যাপারে কি হবে????
২. আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।
ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়, মূর্তি ও আবাস্থল ভাংচুর এবং আগুন দেওয়া, তাদের ধর্ম অবমাননা হলে শাস্তি কি হবে????
৩. কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।
"কথিত শাহবাগি আন্দোলন" বলতে??? কেউ কি নাস্তিক হতে পারবে না?? নাস্তিকরা কি কোন যৌক্তিক দাবি করতে পারবে না? কেন?
৪. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।
তাহলে আমারা শহীদ মিনার কিংবা স্মৃতিসৌদে ফুল দিতে পারবো না??? মোমবাতি প্রজ্বালন বিজাতীয় সংস্কৃতি হল কিভাবে???
৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।
"ধর্মহীন শিক্ষানীতি" আসলো কোথা থেকে???? বাংলাদেশের শিক্ষানীতির কোন দিক থেকে "ধর্মহীন শিক্ষানীতি" হল?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
প্রজন্ম৮৬ বলেছেন: ১- পোস্টেই বলা আছে অযৌক্তিক দাবী!
২- সব ধর্মের ক্ষেত্রে একই প্রয়োগ।
৩- থাবা বাবা'কে শহীদ উপাধী দিয়ে শাহবাগ আন্দোলনের নেতৃত্বে থাকা'র কথা উঠাতেই আজকে থাবা বাবা'র মৃত্যু'র পর অপরাধী নাস্তিকদের আন্দোলন হিসেবে শাহবাগ মুভমেন্ট পরিচিত!
৪- আমরা কবে কোথায় মোমবাতি জ্বালিয়ে জাতীয় ইভেন্ট অংশগ্রহন করেছি। কিন্তু ইন্ডিয়ায় দীপাবলি, ইসরাইলে হানুকা'তে এসব হয়। সেসব অবশ্যই ভিনদেশি!
৫- পোস্টে বলা আছে এই দাবী ইতিমধ্যেই বাস্তবায়িত!
----
পোস্ট না পড়ে মন্তব্য করলে আলোচনা জমে না!
২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
দি সুফি বলেছেন: যারা মনে করেন এটা ২০১৩ সাল, ১৪০০ বছর আগের না; তারা মনে রাখবেন ১৪০০ বছর আগেো মানুষ মারা গেছে, এখনও মানুষ মারা যায়। ১৪০০ বছর আগে মারা যাওয়া মানুষও বিচারের মুখোমখি হবে, এখন মারা যাওয়া মানুষও বিচারের মুখোমুখি হবে, কেউ পার পাবে না। মহাবিচারের দিনে আপনারা হরতাল ডাইকেন, লংমার্চও কইরেন।
১৩টা দাবির সাথেই একমত। কিন্তু যেভাবে সহিংশতার দিকে এগোচ্ছে এটা মেনে নিতে পারছি না। সহিংশতার জন্য দুই পক্ষই দায়ী থাকবে। আলেমদের উচিত ছিল ধৈর্য ধারন করা। আর চুচিলদের (যারা নাকি একেকজন উচ্চশিক্ষার ঢেকি) উচিত ছিল বুদ্ধি-বিবেচনার দ্বারা কাজ করা।
গতকাল পর্যন্ত হেফাযতে ইসলামের আন্দোলনকারীদের প্রতি সমর্থন ছিল। কিন্তু আজকে থেকে সেটা কমতে শুরু করল, যদিও দাবিগুলোর সাথে একমত।
আর শাহবাগের আন্দোলনকারীদের প্রতি অনেক আগেই সমর্থন জানানোর যৌক্তিকতা হারিয়ে ফেলেছি, যদিও তাদের ২টি দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে (যুদ্ধাপরাধীর বিচার এবং জামাত-শিবির নিষিদ্ধ করন)।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: চমৎকার মন্তব্য!
লংমার্চের মাধ্যমে রাজধানী লাখ লাখ মানুষের প্রবেশ ও সমাবেশ সরকারের জন্য অবশ্যই দুশ্চিন্তা'র কিন্তু একই দিনে হরতাল-অবরোধ ডাকা চুড়ান্ত উসকানীমূলক এবং সংঘাতকামী।
সব পক্ষকেই রাষ্ট্রের সীমাবদ্ধতা এবং দেশ ও দশে'র কথা ভাবতে হবে। তার আগে মিডিয়া'কে প্যানিক সৃষ্টি থেকে বিরত থাকতে হবে!
দেশবাসি সব দেখে, সব বুঝে, আমার বিশ্বাস সময়মত উপযুক্ত জবাব নিয়ে দেশের মানুষ তৈরী আছে!
২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
অভি৯১৭৫ বলেছেন: ৯ - বাংলাদেশে শুধুমাত্র মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাতে রাজাকার চরিত্র দেখানোর জন্য দাঁড়ী-টুপি ওয়ালা লোক ব্যবহার করা হয়। এছাড়া কোন নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস ব্যবহার বিন্দু মাত্র আছে বলে মনে করি না।
রাজাকার চরিত্রে দাঁড়ী-টুপি ওয়ালা ব্যবহারের জন্য কে দায়ি? ৭১ এ যারা দাঁড়ী-টুপি ছায়ায় আশ্রয় নিয়ে দেশ এর বিরোধিতা করে ছিল ,তারাই কি দায়ী নয়?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
প্রজন্ম৮৬ বলেছেন: কে দায়ী তা দেখে তো হবে না। কি হচ্ছে এবং কি করা দরকার তা দেখতে হবে।
অনেক ফটো রয়েছে গ্রেপ্তারকৃত রাজাকারদের, অধিকাংশ রাজাকারদেরই দেখা যায় ক্লিন শেভড!
একটাও ক্লিন শেভড রাজাকার দেখায় কেন মিডিয়া? উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠার অবকাশ অবশ্যই আছে, ভাই!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
প্রজন্ম৮৬ বলেছেন: কে দায়ী তা দেখে তো হবে না। কি হচ্ছে এবং কি করা দরকার তা দেখতে হবে।
অনেক ফটো রয়েছে গ্রেপ্তারকৃত রাজাকারদের, অধিকাংশ রাজাকারদেরই দেখা যায় ক্লিন শেভড!
একটাও ক্লিন শেভড রাজাকার দেখায় কেন মিডিয়া? এতো সত্য ঢাকা দেয়া'র অপচেষ্টা!
এজন্যই ওদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠার অবকাশ অবশ্যই আছে, ভাই!
৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
ইনফা_অল বলেছেন: আওয়ামী লীগের নির্বাচনী মেনোফেষ্টে'র ১২ পৃষ্ঠায় ২১.৩ আছে "কুরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রনয়ন করা হবে না।
Click This Link
এখন আওয়ামী লীগের দায়িত্ব হল কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো আইন যদি থেকে থাকে তা বের করে পরিবর্তন করা বা বাতিল করা, তাহলেই তো হেফাজতে ইসলামের ১ নং দাবীটির যৌক্তিকতা প্রমানিত হয়।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
প্রজন্ম৮৬ বলেছেন: আওয়ামী লীগ না, বাংলাদেশে এমন কোন দলই নেই যে কোরআন ও সুন্নাহ'র পরিপন্থী আইন প্রণয়ন করবে।
অনেক আইনের অবস্থান নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু নিশ্চিত হবার জো নেই। এজন্যই ১নং দাবীটি অগ্রহনযোগ্য হয়ে পড়ে। কারন এর কোন কংক্রিট এ্যান্সার নেই।
৩১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
আশফাক সুমন বলেছেন: দলীয় কর্মীরা সাধারন জনতা পরিচয়ে, রাজাকারেরা ধার্মিক পরিচয়ে, ধর্মবিদ্বেষীরা মুক্তমনা পরিচয়ে, বিদেশী চরে'রা বুদ্ধিজীবি পরিচয়ে পুরো সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে!---- ভাই আপনারে ধন্যবাদ। বড় সুন্দর করে সত্য বাক্যটা লিখেছেন ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার পর্যবেক্ষনটিকে সত্য বলে গ্রহন করেছেন জেনে খুব ভাল লাগলো।
৩২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
এস আর সজল বলেছেন: ৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতত্পরতা বন্ধ করা।
কাদিয়ানিদের কি নিজস্ব বিশ্বাস মানার অধিকার নাই???? শিয়া প্রধান মুসলিম দেশগুলাতে তো সুন্নিদের অমুসলিম ঘোষণা করা হয় নাই কিন্তু কোন দিন......
৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা।
"ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান" কোথায় হচ্ছে??? গতকালকেও আমার এলাকায় ওয়াজ-মাহফিল হইলো, কই কোন বাধা তো দেখলাম না????
ভাই, আমি একজন আন্ডারগ্রেড। এখন ক্রসরেফার করা শিখিনি। অনেক কিছুই জানি না। ছোট মুখে বড় বড় কয়েকটা প্রশ্ন করে ফেলেছি। মাফ করবেন। বিনীত।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: আমি সেটাই বলেছি, কাদিয়ানীদের অমুসলিম নয় কিন্তু কাদিয়ানী ঘোষনা করা যৌক্তিক দাবী।
৮- বায়তুল মোকাররমে'র উত্তর গেট যে বন্ধ করে দেয়া হয়েছে ( খুলেছে বলে আমি কোন সংবাদ দেখি নাই) আপনি জানেন?
-----
না ভাই, আমার আর আপনার দু'জনেরই মুখ সমান। দুজনই আমরা মানুষ। দোয়া করি চমৎকারভাবে আন্ডারগ্র্যাড কমপ্লিট করেন।
কিন্তু আমার মনে হচ্ছে আপনি পোস্টটা পড়েন নাই অথবা তাড়াহুড়ো করে পড়েছেন, এজন্য কিছু প্রশ্নের রিপিটিশন হয়ে গেছে।
যাইহোক, অল দ্যা বেস্ট!
৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
রামন বলেছেন:
আজব !আমি বললেই উস্কানি হলো আর আপনি যে ফতোয়া গুলো দিলেন সেগুলো কি বাংলাদেশের মত একটি অসম্প্রদায়িক দেশের জন্য উস্কানিমূলক নয়?
যাইহোক বাংলাদেশে সব টয়লেটের অবস্থান উত্তর দক্ষিন মানলাম, যদি কেউ পূর্ব-পশ্চিম দিক লক্ষ্য করে বানায় তার শাস্তি কি হবে ? পশ্চিম দিক লক্ষ্য করে হাগুমুত করা হলে কি ইসলামের অবমাননা করা হবে না ?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
প্রজন্ম৮৬ বলেছেন: আমি ফতোয়া দেই নাই। শিরোনামেই আছে এটা কি, বিশ্লেষন!
আমি আপনার মনে আঘাত দিতে চাই নাই। মনে আঘাত পেলে দুঃখিত।
কিন্তু আপনি পুরান ব্লগার হয়ে কিভাবে ঠাট্টাচ্ছলে এমন ফালতু এ্যানালজি ব্যাবহার করলেন আমি বুঝিনি!
দয়া করে বলুন তো, আপনি কি বাংলাদেশী?
৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
দমকল৮৬ বলেছেন: এত অনিয়মিত কেন ব্লগে ?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: ফেসবুকে নিয়মিত হইছি।
ফেসবুকের তুলনায় ব্লগ ন্যারো প্লেস, তার উপরে হাইলি বায়াসড মডারেশন, সেচ্ছাচারী আচরন করে এরা। নির্দৃষ্ট কিছু কাল্ট'রে সাপোর্ট দিয়া আনফেয়ার প্লেয়িং ফিল্ড বানাইছে।
সবকিছু মিলায়া ব্লগে আনাগোনা কমায়া দিছি।
৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
আহলান বলেছেন: দাবী যৌক্তিক আর অযৌক্তি যাই হোক , তাদের কথা মেনে নিয়ে সরকার ব্লগারদেরকে ধরেছে। তাদেরকে বাঁশ ডলা দিচ্ছে না জামাই ভোজ করাচ্ছে, সেটা ভিন্ন কথা, তবে সরকারের দূরদর্শিতার অভা্বেই আজ এই অবস্থা ,,,,
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
প্রজন্ম৮৬ বলেছেন: এইটা ঠিক।
ওরা না থাকলে অপরাধী নাস্তিকদের বাড়াবাড়ি আজো অব্যাহত থাকতো।
তবে ব্যালেন্স থাকতে হয় তো। আশা করি ব্যালেন্স বজায় থাকবে।
৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
দমকল৮৬ বলেছেন: সব কিছুর পরও ব্লগকেই আমার ভালো মনে হয় । আর বৈরি পরিবেশেই গদাম দিয়া মজা । দেখেন না এত বায়াসড হবার পরও ব্লগে হাম্বা আর নাস্তিক দুই গ্রুপেরই ঘোর কলিকাল চলতেছে । প্লেয়িং ফিল্ড লেভেল হলে এদের তো আর খুইজাই পাওয়া যাবে না ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
প্রজন্ম৮৬ বলেছেন:
কথা সত্য। রিয়েল ফাইটারদের এমন মনে হওয়াই স্বাভাবিক। মডু'গো ভাবচক্কর দেখলে কন্ট্রোল জায়গা মাঝে মধ্যে মনডা কয় কিছু করি কিন্তু আল্টিমেট রেজাল্ট তো নাই!
আর এই যুগে কমিউনিটি ব্লগ আর কয়দিন থাকে সেটাও আরেক চিন্তা'র বিষয়!
তাই সবকিছু মিলায়া ব্লগ থেকে আমার মন উঠে গেছে কিছুটা।
৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
আমি তুমি আমরা বলেছেন: দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
প্রজন্ম৮৬ বলেছেন: ইনশাল্লাহ, যা হবে ভালই হবে। এই কামনাই করি চলেন।
৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
ইউসুফ আলী রিংকূ বলেছেন: প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ মানে কি ছেলে মেয়ে একসাথে পড়াশুনা করতে পারবে না , চাকরি করতে পারবে না , বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না ?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
প্রজন্ম৮৬ বলেছেন: না রে ভাই। এত দুর চিন্তা'র প্রয়োজন নাই।
মনে আছে, ফোনে পরিচয়ের পর দেখা করতে যেয়ে এক নারী খুন হইলো ঢাকায়? তাকে বটি দিয়ে কেটে জানালা দিয়ে ছুড়ে ছুড়ে ফেলছিল? ঐসব সিচুয়েশনের কথা বলছে। তবে এসব দাবী'র বাস্তবায়ন মাপা'র কোন স্কেল নাই।
একমাত্র অপরাধী ব্লগারদের বিচার ছাড়া অন্যান্য দাবীগুলো নিয়ে টেনশিত হবার কারন বা প্রয়োজন নাই বলেই মনে করি।
৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
এস আর সজল বলেছেন: আপনার পোস্টটা আমি প্রায় ৮-৯ বারের মত পড়েছি এবং তারপর প্রশ্ন করার চেষ্টা করেছি। বেয়াদবি মাফ করবেন।
একটা পোস্টে এরকম প্রশ্ন করতে যেয়ে গালি খেয়েছি, এরপর থেকে কমেন্ট করা প্রায় বাদ দিয়ে দিয়েছি। আপনার ব্লগ অনেক দিন ধরে পড়ি তাই সাহস করে প্রশ্ন করার চেষ্টা করেছি।
আর আমি যতদুর জানি, বায়তুল মোকারমের উত্তর গেট খুলে নাই।
বিনীত।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
প্রজন্ম৮৬ বলেছেন: তাহলে আমারই বুঝতে ভুল হয়েছে, দুঃখিত!
আশা করি আমার উত্তরগুলো দেখেছেন। আরো প্রশ্ন থাকলে করুন।
ফেয়ার নিয়তে আমার পোস্টে শুধু প্রশ্ন না, উপযুক্ত সময়ে দরকারে ঝগড়াও করুন, আমি সব সময় স্বাগতম জানাবো।
একমাত্র কিছু দুষিত মানবকাঁটা আছে যারা ইচ্ছাকৃত ঝামেলা তৈরী করতে চায়, ওরা বাদে সবাই আমার কাছে সন্মানীত।
৪০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
কর্ণেল সামুরাই বলেছেন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন হবে সেটা আগে বুঝিয়ে বলেন?
রাষ্ট্রদ্রোহীতার সাজা হল মৃত্যুদন্ড। এটা কেন মৃত্যুদন্ড এ ব্যাপারে আপনার কোন ব্যাখ্যা আছে? কোন শাস্তি কেন ১০ বছর জেল (৬বছর নয় কেন) এটা নির্ধারণ করে অথোরিটি। এগুলোর সুস্পস্ট কোন ব্যাখ্যা বাস্তবে আছে কি? বাংলাদেশে খুন করলে সাজা ফাসি কিন্তু কানাডায় ফাসি জিনিষটাই নাই। রাষ্ট্রদ্রোহীতার সাজা মৃত্যুদন্ড কেন এটা আগে ব্যাখ্যা করুন তাহলে আপনার ব্যাখ্যার পয়েন্ট অনুসারে ধর্মদ্রোহীতার শাস্তি কেন মৃত্যুদন্ড তা ব্যাখ্যা করা যাবে। নতুবা আপনি কি চাচ্ছেন তা বোঝা যাবেনা।
আমার হিসাব এখানে মুখ্য নয়। তবে আমার হিসাবের সাথে এই হিসেব মিলেনি। ধরেন কেউ হিন্দু ধর্মের অবমাননা করল এবং হিন্দুদের বিরুদ্ধে কুৎসা রটাল, তখন কি হবে?।
হিন্দু ধর্মের অবমাননা কিসে হয় সেটা হিন্দুমতাদর্শীরা আগে বের করুক। তাদের ধর্ম অবমাননা করলে তাদের যদি মাথা ব্যাথ্যা না থাকে তো আমার থাকবে কেন? আমরা যেমন স্পস্ট করে বলতে পারি, আল্লাহ, রাসূল ও কোনআন নিয়ে কটুক্তিকর কিছু বলা যাবেনা, তাদেরও উচিত নির্ধারণকরা কোনগুলো তাদের মৌলিক বিশ্বাস যেগুলো নিয়ে কটুক্তি করা যাবেনা। তারপর সে অনুযায়ী শাস্তির আইনের দাবী তোলা যাবে।
এটা এই পরিস্হিতিতে একটা গরু ঘাস খায়, আমরা ঘাস খাই টাইপ যুক্তি হৈছে। কারণ নাস্তিক হৈলে সে রাজাকারদের বিচার চাইতে শাহবাগে যাইতে পারবে না, সেখানে নেতৃত্ব দিতে পারবে না এটা কাঠমোল্লাদের মুখে বেশ ভাল মানায়। নাস্তিক ইস্যুটা কেন শাহবাগের সাথে ব্লেন্ড করা হইছে সেটা খুব ফকফকা -
বক্তব্যের পয়েন্টের আগা মাথা কিছুই পাইলাম না। আপনি বলেছেন, "নাস্তিক হৈলে সে রাজাকারদের বিচার চাইতে শাহবাগে যাইতে পারবে না" - কেন পারবেনা?
বিচার চাওয়া হইছে ধর্মঅবমাননাকারীদের, শাহবাগের বিচার চাইছে কেউ? সহজকথায়, বিচার চাওয়া হইল "আসিফ মহিউদ্দীনের" এখন সে যদি শাহবাগে থাকে তাতে কি সে দুধে ধোয়া তুলসি হয়? নাকি তার বিচার চাইলে শাহবাগের বিচার চাওয়া হয়?
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ও আইসির সদস্য এক জিনিস ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনা অন্য জিনিস।
: আপনি জানতে চাইছেন বাংলাদেশ কি শরীয়াহ আইন পরিচালিত রাষ্ট্র? কিন্তু প্রশ্ন করছেন অস্পস্ট ভাষায়। না, বাংলাদেশ শরীয়াহ আইন পরিচালিত রাষ্ট্র নয়।
৪১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
মাজহারুল হুসাইন বলেছেন: আমার জানা মতে, এই সরকার এসে নতুন যে শিক্ষানীতি তৈরী করেছে এতে তাদের আপত্তি আছে । ২০১০ সালে এই সরকারের করা নারীনীতি ও নতুন প্রণীত শিক্ষানীতির প্রতিবাদ করেই তারা লাইম লাইটে এসেছিল ।
৪২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭
মেঘ বলেছে যাব যাব বলেছেন: একমত পোস্টের সাথে ।
৪৪| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মুর্তজা হাসান খালিদ বলেছেন: কিছু বিশ্লেষণ করতে চেয়েছি, অনুগ্রহ করে সময় নিয়ে পড়বেন
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
কোবির বলেছেন: হেফাজতে ইসলামের ১৩ দফার উদ্দেশ্য আসলে একটাই- বাংলাদেশকে আরেকটি অপপাকিস্তান বানানো।