![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা'র একটি ছবি সুরক্ষিত ফ্রেমে বাঁধাই করে রাখা দরকার। যেন আমাদের সন্তানেরা প্রতিদিন সেই ছবি দেখে বড় হতে পারে।
এটা করা দরকার দেশের ও দশে'র ভবিষ্যতের জন্যই।
আগামীদিনের অভিবাবকেরা প্রতিদিন তাদের সন্তানদের ঐ ছবিটি দেখিয়ে ৫টি অতি প্রয়োজনীয় সামাজিক শিক্ষা দিবেন।
প্রথম শিক্ষা হবে যে, একজন নেতা ব্যাক্তিজীবনে মানুষ হিসেবে যতই মায়াবতী/ মায়াবান বা আবেগী হোক, সময়মত সে শত শত বিরোধী পক্ষে'র মানুষ হত্যা-গুম করতে বা জেলে পুরতে মোটেও দ্বিধা করবে না। এবং নিজ দলের বড় বড় দুর্বৃত্তদের বিরুদ্ধে কখনোই এ্যাকশন নিবে না।
দ্বিতীয় শিক্ষা হবে যে, একজন নেতা নিজেকে যতই সৎ ও রাজনীতিতে ডেডিকেটেড দাবী করুক না কেন, তার পরিবার ও মন্ত্রীসভার চিন্হিত চোরদের পুরষ্কৃত করার অভ্যাস থাকতে পারে। এবং হয়তো তার রাজনৈতিক ডেডিকেশন দেশের প্রতি নয় বরং শুধুই ব্যাক্তিগত প্রতিশোধের লক্ষ্যে!
তৃতীয় শিক্ষা হবে যে, একজন রাজনৈতিক নেতা যতই নামাজ-রোযা করুক না কেন, সে মুসলমানদের প্রতি সদয় হবে বলে কোন নিশ্চয়তা নাই। বরং হতে পারে সেই ইসলামবিদ্বেষীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা!
চতুর্থ শিক্ষা হবে যে, একজন নেতা নিজেকে দেশপ্রেমিক দাবী করলেই বিশ্বাস করা যাবে না, হতে পারে সে শুধুই দেশপ্রেমে'র সাইনবোর্ড, কিন্তু তার নামের আড়ালে দেশী- বিদেশী জাতীয় শত্রুরা তৎপরতা চালায়।
পঞ্চম শিক্ষা হবে, যে কোন নেতাই বাংলাদেশীদের মুক্তিযুদ্ধে'র চেতনায় খোঁচা দিয়ে আমাদের আবেগ উস্কে দিয়ে বিবেক এবং বুদ্ধি'কে ভোতা করে দিয়ে নিজেদের ব্যাক্তি ও দলীয় স্বার্থ আদায়ের চেষ্টা করতে পারে। এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করে, মানুষে মানুষে ঘৃণা'র বীজ বপন করে, জাতি'কে বিভক্ত করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ধ্বংস করে দিতে পারে।
-------------
এই ৫টি শিক্ষা আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য অত্যন্ত বেশি দরকার। এই শিক্ষাগুলা না থাকলে যে কেউ আমাদের ভবিষ্যত প্রজন্মে'র আবেগ উস্কে দিয়ে বিভ্রান্ত করে আবার নেতৃত্ব নিয়ে নিতে পারে। ভবিষ্যত প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্ম ও আমাদের মত আবার নেতা নির্বাচনে ভুল করবে এবং অতিমূল্যবান সময় নষ্ট করে এই শিক্ষাই পাবে।
বড় বড় বিশ্ববিদ্যালয় বা দার্শনিকদের বদলে মাননীয় শেখ হাসিনা'র একটি ছবিই পারে আমাদের সন্তানদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দিতে!
তাই আসুন ঘরে ঘরে শেখ হাসিনা'র ছবি টাঙ্গাই!
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬
প্রজন্ম৮৬ বলেছেন: সহমত!
ভুলে গেলে বার বার ইতিহাস ভুলগুলো'র পুনরাবৃত্তি ঘটবে!
২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১
সবুজ সাথী বলেছেন: গ্রাফিক্সের কাজে পারদর্শী কাউকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি উপরের পয়েন্টগুলো দিয়ে একটা পোস্টার বানাতে, যাতে সেটা প্রিন্ট করে ঘরে ঘরে টাংগানো যায়।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১
প্রজন্ম৮৬ বলেছেন:
৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬
মাহমুদুর রাহমান বলেছেন:
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১
প্রজন্ম৮৬ বলেছেন:
৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেহেন দি কল্লেন কি????
আপনারে আমরা হারাতে চাই না
মিঠা সমালুচনায় কি আর চিরে ভিজে? চাই বিশুদ্ধ জল। ধূয়ে মুছে সাফ করে জীবন বাঁচানোর উপযোগী করতে এই দেশচিড়াকে।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২
প্রজন্ম৮৬ বলেছেন: টেনশন নিয়েন না, আমরা বাকস্বাধীনতাদ্বারা সুরক্ষিত
বেশি ঝামেলা হইলে নবী-রাসুলদের গালমন্দ করে কয়েকটা পোস্ট দিয়া দিমু, এরপর আমি ফুল প্রোটেক্টেড!
৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯
ক্ষুধিত পাষাণ বলেছেন: খুবই শিক্ষনীয় পোস্ট।
আমি এই পোস্টে প্লাস দিয়েছি সেই জন্য কি আদালত আমাকে শাস্তি দিবে?
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
প্রজন্ম৮৬ বলেছেন: নাহ, আমরা বাকস্বাধীনতা'র গঠনমুলক ব্যাবহার করছি।
৬| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
বিডি আমিনুর বলেছেন: ভাল আইডিয়া
আমি একটি চবির অর্ডার দিতে চাই।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
প্রজন্ম৮৬ বলেছেন: শীঘ্রই বাজারে পাবেন।
৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
নষ্ট ছেলে বলেছেন: ৭ বছর জেলে থাকার লাইগা রেডী হন
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
প্রজন্ম৮৬ বলেছেন: ধুর। কি সব অলক্ষুনে কথা বার্তা। আমার বাকস্বাধীনতা আছে। বেশি দরকার পড়লে মুক্তমনা হয়ে যাবো, টেমশম লট!
৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
স্পেলবাইন্ডার বলেছেন: লেখক বলেছেন: নাহ, আমরা বাকস্বাধীনতা'র গঠনমুলক ব্যাবহার করছি।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
প্রজন্ম৮৬ বলেছেন: আবার জিগায়!
৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮
মোহাম্মদ হারুন বলেছেন: তার সাথে যদি যোগ করতেন
আরো কিছু পয়েন্ট
যেমন
১) সেই প্রধান মন্ত্রীর ছবি প্রতিট ঘরে টাঙ্গানো উচিত, যে প্রধান মন্ত্রী রাষ্ট্রীয় টাকা চুরি করে ধরা পড়ে জারিমানা দিয়ে কালো টাকা সাদা করে।
২) সেই মেডামের ছবি টাঙ্গানো উচিত যার পুত্ররা দেশের রাষ্ট্রীয় টাকা বিদেশে পাচার করে ধরা খায়। আর বিদেশে পালিয়ে থাকেন,
৩) তার ছবি টাঙ্গানো উচিত যে রাজাকার আর যুদ্ধ অপরাধী নরঘাতক দেরসাথে আতাত করে ক্ষমতায় যেতে চায়।
৪) তার ছবি টাঙ্গানো উচিত যে সেনাবাহিনীর নিয়ম ভঙ্গ করে সেনা চাউনি হতে বের হয়ে অন্যায় আর বে আইনী ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রাস করে।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
প্রজন্ম৮৬ বলেছেন: ৫ম শিক্ষাটা মুখস্ত করেন।
১০| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯
মোহাম্মদ হারুন বলেছেন: উপরে একটু চুলকানির মলম দিলাম, লাগলে আরো দিব,
আশাকরি এবার চুদুরবুদুর নামক চুলকানি একটু কমবে।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০
প্রজন্ম৮৬ বলেছেন: সভ্য জায়গায় অগ্রহনযোগ্য আচরনের জন্য আপনাকে খোয়াড়াইজড করা হলো, মানে খোয়াড়ে প্রেরন করা হলো।
পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত আপনি আমার খোয়াড়ে আটক থাকবেন।
আদেশক্রমে, ব্লগার।
১১| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩
একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:১০
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১
সবুজ সাথী বলেছেন: ১০০% একমত। হাসিনার ইতিহাস আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখা দরকার।