![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
শাহবাগ ১ আন্দোলনের প্রবাদ প্রুষ, বাংলার চেগু ভায়রারা বলতেছেন "দ্যি নিউ শাহবাগ আন্দোলন ইজ নট এ সহি আন্দোলন", সেই সাথে এই আন্দোলনের উপর সরকারকে নজর রাখার আহবানও জানাইছেন তাহারা,
আমিও বলি আসলেই যারা শাহবাগে গেছে তারা ভুল করছে।
তারা আন্দোলনের ভুল ফর্মুলা ফলো করছে,
তাদের উচিত ছিল প্রথমেই শাহবাগ যেয়ে ডাক্তার ইমরান, আরিফ জেবতিক, মারুফ রসুলদের পদধুলিপ্রাপ্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘেরাও দিয়ে, প্রত্যেকে মুজিব কোট পড়ে সেই কাঁটাতারের পাশে সমবেত হয়ে বসে ঢোল, গিটার আর বাঁশি নিয়ে বসা।
মেধাচত্বর নামকরনও মস্ত অপরাধ হয়েছে, তাদের উচিত ছিল, আশিকি ২ এর মত করে প্রজন্ম চত্বর ২ নামকরন করা।
এর মাঝেই চলতো, রাস্তায়, তরুনীদের গালে "বৈষম্যমূলক কোটা বাতিল করো" বলে আলপনা আঁকা।
বিকেলের সূর্য্য ঢলার আগেই মুর্গী স্যরি শাহরিয়ার কবির, ডঃ জাফর ইকবালদের আমন্ত্রন করা, এবং আরিফ জেবতিক, ডাক্তার ইমরানদের সভায় হাজির করা, আর ওদিকে অমি পিয়াল আর শমি কায়সারের জামাইকে ৭১'র টিভি'র সেটে পাঠানো।
উপরের ফর্মুলাগুলো ফলো করলে আন্দোলনে'র লক্ষ্য কি হবে সেটা নিয়ে ততক্ষনে জমির চাচারা ঢাঃবিঃ'র ছাত্রলীগের সভাপতি- সম্পাদকসহ হাজির হয়ে যেত!
থাকতো বাকী শুধু গভীর রাতে অরুন চৌধুরীদের খোয়াড়ে কিছু বিপ্লবীকে পাঠিয়ে পরদিন প্রত্যুষে প্রথম আলো'তে ফেভারেবল হেডিং ছাপানোর ব্যাবস্থা করা।
-----
তাহলেই হতো ৪ স্তরের নিরাপত্তাবিশিষ্ট, পারফিউম ও বিরিয়ানী'র গন্ধে মৌ মৌ করা, নাচে-গানে ভরে ওঠা অপূর্ব এক 'সফল শাহবাগ আন্দোলন'।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০১
প্রজন্ম৮৬ বলেছেন: আন্দোলন ইজ এ সিরিয়াস ইস্যু, হাসতে মানা!
২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
মোঃ_হাসান_আরিফ বলেছেন:
এখানে গিয়ে ঢুমারেন
৩. Click This Link
২, Click This Link
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০১
প্রজন্ম৮৬ বলেছেন: এভাবে লিংক দিবেন না, স্ক্যাম হতে পারে।
৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১৪
অস্থির পোলাপাইন বলেছেন: মজা লইলেন ভাই!
আন্দোলন লয়া মজা লয়ন ভালা না।
দেশোদ্রোহী মনে হৈতাসে।
নব্য রাজাকার মনে হৈতাসে।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২
প্রজন্ম৮৬ বলেছেন: ভাত ইজ ভাত, ইহাকে অন্ন বলবেন না।
৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬
হরিসূধন বলেছেন: পোষ্টে উল্ল্যেখিত ব্যাক্তিদের (ষাড়বাগীদের) কি যে হবে! ৩/৪ মাস পরে। কোন কোটায় যে তারা ডিম থেরাপী খাবে, পুদিনা খাইয়া চেতনার জাবর কাটবে।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২
প্রজন্ম৮৬ বলেছেন: জোত্যিষী বলছে, ডিসেম্বরের মধ্যেই ওদের বিদেশ গমন আছে।
৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১
নিয়েল হিমু বলেছেন: প্রজন্ম চত্তর থেকে বলা হচ্ছিল রাজাকারের দুই গালে জুতা মারতে আর এখানে বলা হচ্ছে বিপরীতটা । প্রজন্ম চত্তর থেকে রাজাকারের ফাঁসি চায়া হৈলাম নাস্তিক........... ধুর ছাতা এইসব বাদ ম্যা ধাবী চত্তর থেকে সরকার পতন আন্দলনের ডাক কখন আসবে ? তত্বাভোদাইর দাবীটাও দরকার ঐটা কখন আসবে ?
অঃটঃ মুক্তি যোদ্ধার ঠাই এই বাংলায় নাই স্লোগানটা দেয়া যায় নাকি দেখেন তো ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৪
প্রজন্ম৮৬ বলেছেন: এই স্লোগানের গুজব মাঠে মারা গেছে।
পারলে একটা ভিডিও দিয়া প্রমান করেন ঐরকম স্লোগান কেউ দিছিল।
চটি লেখক অমি আর তার জোগালী রাসেলের তৈরী গুজবে কান দিয়েন না, কান পঁচে যাবে।
৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫
অ্যামাটার বলেছেন: হাঃ হাঃ হাঃ
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫০
প্রজন্ম৮৬ বলেছেন:
দ্যি নিউ শাহবাগ আন্দোলনের প্রজন্ম চত্বর ২ ইজ নট এ সহি আন্দোলন!
৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯
উপপাদ্য বলেছেন: সহি আন্দোলনের তরিকা শিখতে গার্মেন্ট ব্যাপারি আরিফের কেলাস করতে হপে। আর বেশি বেশি করে বমি শিয়াল সাহিত্য পড়তে হপে।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: ঠিক, তবেই জমির চাচা'রা ক্যামেরা, বিরিয়ানি আর বুদ্ধি নিয়ে হাজির হবে
৮| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৬
এই আমি সেই আমি বলেছেন: অপেক্ষা করেন কয়েক মাস , নতুন পতাকা উড়ামু , মুক্তিযোদ্বা কোটা বাদ দিয়া রাজাকার কোটা চালু করুম ।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২
প্রজন্ম৮৬ বলেছেন: তুই রাজাকার
৯| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৮
রাসেল মাহমুদ মাসুম বলেছেন: চরম হইছে বস !!!
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই
১০| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২২
একাকী বাংলাদেশি বলেছেন: বাংলাদেশে দালাল গোষ্ঠির অভাব হয়না। সরকারের দালালি করার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে যে পরিমান ব্যাবসা দালাল শ্রেনী অনলাইনে অফলাইনে করে যাচ্ছে, তাতে মুক্তিযুদ্ধ'কে চরমভাবে অপমান করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধ-কে একটা হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।
আরে হাম্বার দল শুনে রাখ মুক্তিযুদ্ধ বলতে শুধু ৭১'ই বুঝায় না। ৭১ এর বহু আগে থেকেই যে আন্দোলন গড়ে উঠেছিলো বঙ্গবন্ধুর নেতৃত্বে তার প্রধান কারন ছিলো সব ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানের হাতে তৎকালীন পুর্ব পাকিস্তানের লোকের চরমভাবে শোষিত হত। সেই শোষন'এর কারনেই জনগন পাগল হয়ে গিয়েছিলো পশ্চিম পাকিস্তানের নাগপাশ হতে মুক্তি পেতে । কারন তখনকার পশ্চিম পাকিস্তানের সরকার তার স্বার্থে আঘাত লাগলেই আজকের আলীগ সরকার এর মতই তার পুলিশ বাহিনী লেলিয়ে দিত আর তারা ক্ষমতায় বসে বাঙ্গালীর দুর্দশা দেখে হাসত। আর সেই ক্ষোভেই বাংলার শোষিত এবং বঞ্চিত মানুষ নিজের জীবন বিপন্ন করে বেড়িয়ে পড়ে স্বাধীনতা অন্বেষনে।
আর আজকের কুকুর শ্রেনীর দালাল'রা যাদের সাথে তৎকালীন পশ্চিম পাকিস্তানী শাষকদের কোন পার্থক্য নাই, সেই আমাদের চরম গর্বের মুক্তিযুদ্ধ 'কে ব্যাবসা করে খায়। অবশ্য আশ্চর্যের কিছু নাই যে তারা মুক্তিযুদ্ধ'কে নিজের সাজ-সজ্জা হিসেবে ব্যাবহার করবে। কারন যার ভিতর টা ফাকাঁ তার তো অতিরিক্ত সাজ-শজ্জার প্রয়োজন হবেই। ঘরের বউ এর তো শয্যার যাওয়ার জন্য অতিরিক্ত মেকাপের প্রয়োজন পড়ে না। কিন্তু যে বেশ্যা তার জন্য তো মেকাপ ছাড়া কোন গতি নাই। যত বেশি আকর্ষনীয় মেকাপ তত বেশী ব্যাবসা।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: খুব ভাল বলেছেন, পুরোপুরি সহমত ++++++
১১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯
ধীবর বলেছেন: আরে প্রজন্ম ভাই। আজকে অনেক অনেক দিন পর আপনাকে দেখলাম। লেখা নিয়ে কিছু বলার নেই। প্লাস অবশ্যই।
আবারও প্রমানিত হলো, যে শাহাবাগ আন্দোলন ছিল আওয়ামি আর রামপন্থি বামদের যুগপত নাটক।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
প্রজন্ম৮৬ বলেছেন: ধীবর ভাই আশা করি ভাল আছেন।
ওল্ড শাহবাগ যে নাটক ছিল সেটা সবাই বহু আগেই নিশ্চিত হয়ে গেছে, এখন দেখলাম ওরা শাহবাগের স্বত্ব পর্যন্ত দাবী করছে!
১২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮
কাঙাল বলেছেন: ইমরান ছারখারের দল প্রায় তিনমাস শাহবাগ দখল কইরা রাখলো, তাতে কোন সমস্যা হইল না, আর কোটা বিরোধীরা একদিন অবস্থান নেওয়াতেই দেশের অবস্থা শেষ?
আরেকটা কথা, সরকার তো কোটা বিরোধীদের দাবী মাইনাই নিছিল। তাইলে পরেরদিন আকামটা করলো কেন? শালা বেকুবের দল। এরাই নাকি বিসিএস ক্যাডার হইবো। পিটা শ্যালকদের.......
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩
প্রজন্ম৮৬ বলেছেন: কি আর করবে বলেন, হঠাৎ পাখা গজায়া গেছে তাই ২য় দিন ঐ পাগলামীটা করলো, এখন নিয়তি'র লিখন না যায় খন্ডন!
১৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২০
কাঙাল বলেছেন: পুনশ্চ: আপনার লেখাটা জোশ হইছে ধীবর ভাই, জোশ
কেনযে আপনের মতন............
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই
১৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১
কাঙাল বলেছেন: সরি.... প্রজন্ম ভাই
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
প্রজন্ম৮৬ বলেছেন:
১৫| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩
মরু বালক বলেছেন:
১।বিয়ে করতে আগ্রহী!!
মেয়ে ল্যাংড়া,লুলা, কানা, কালা যাই হোক না কেন !!! চলবে ...
শর্ত শুধু মেয়ের বাপের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকতে হবে।
চাকরীর যা দিন কাল পড়ছে!!!
২।
-আমার বাবা মুক্তিযোদ্ধা! আমি আপনের মাইয়েরে বিয়ে করুম!
-খাড়াও! উপজাতি কোটা বাকী আছে!
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
প্রজন্ম৮৬ বলেছেন:
১৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬
দূর্যোধন বলেছেন: ফেসবুকে ব্লকড থাকার কারনে কথা বলতে পারছিলাম না । ভালোই হইল । চুতিয়াগিরির একটা সীমা থাকে । সবকিছুতেই মুক্তিযোদ্ধাদের টাইনা আইনা তাদের মাথায় বরই থুইয়া লবন খাওনের বেবসা করার লীগিয় পন্থা এইবারো হইলও না । যেইখানে কোটাধারীদের স্বল্পতার কারনে কোটার পদ খালি রাখতে হয় , তারপরও অনেক দালাল কোটা কোটা বইলা লাফাবে । আর গুজবের চাষবাষ আছেই । একজনেও চাক্ষুষ প্রমান দিতে পারলোনা মুক্তিযোদ্ধাদের অপমান করা হইছে কিনা কিন্তু গান্জার চাষ বরাবরই পাহাড় বাইয়া গেছে গিয়া । বিস্তারিত পরে লিখুম নে ।
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
প্রজন্ম৮৬ বলেছেন: আহা, আপনি ব্লকড!
কিছুক্ষন আগে ভাবতেছিলাম, আপনে কই? --- বাঁচবেন বহুদিন
দিমু নাকি এই কমেন্ট আমার প্রোফাইল থেকে শেয়ার কইরা?
১৭| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
একজন ঘূণপোকা বলেছেন: হরিসূধন বলেছেন: পোষ্টে উল্ল্যেখিত ব্যাক্তিদের (ষাড়বাগীদের) কি যে হবে! ৩/৪ মাস পরে। কোন কোটায় যে তারা ডিম থেরাপী খাবে, পুদিনা খাইয়া চেতনার জাবর কাটবে।
এই আমি সেই আমি বলেছেন: অপেক্ষা করেন কয়েক মাস , নতুন পতাকা উড়ামু , মুক্তিযোদ্বা কোটা বাদ দিয়া রাজাকার কোটা চালু করুম ।
লেখক বলেছেন: তুই রাজাকার
পারফেক্ট কমেন্ট।
আর পোষ্টে পেলাস
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১
খেয়া ঘাট বলেছেন: হাহাশে।