![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
আচ্ছা বিশিষ্ট পৈতালস, আপনারা কোথায়? ঐযে অনেক সুশীল, গবেষক গবেষক ভাব, অনেক আপাও আছে আপনাদের সাথে.... যারা মাদ্রাসার ছেলেরা মিছিল করলেও সামাজিক ডিসকোর্স আর রুট লেভেলের সমস্যা খুঁজে বের করে আগাগোড়া মুল্যবোধ সংস্কারের ডাক দেন?
এই যে যুবলীগ, ছাত্রলীগ দিনে রাতে কুপিয়ে, গুলি করে এত এত মানুষ মারে। এত এত চাঁদাবাজি করে, ধর্ষন করে, দখল করে, কৈ এদের ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল ডিসকোর্স কেন গবেষনা করছেন না?
এদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক মূল্যবোধের কোন জায়গাটাতে সমস্যা সেটা খুঁজে বের করা দরকার না?
কেন একটি নির্দৃষ্ট রাজনৈতিক দল করলেই মানুষ হিংস্র হয়ে যাচ্ছে, কেন একটি নির্দৃষ্ট রাজনৈতিক দলের কর্মী হলেই মানুষ অমানুষে পরিনত হচ্ছে সেটা তো গবেষনার বিষয়।
শত হলেও এদেশের অন্তত ২৮-৩০% ভোটার ঐ দলটার সমর্থক। এবং এরা সোসাইটি'র জন্য প্রত্যক্ষ হুমকি কারন, এদের ধ্বংসযজ্ঞ এবং হিংস্রতা সমাজের নারী শিশুদের উপর ব্যাপক প্রভাব ফেলছে এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাও ব্যাহত হচ্ছে।
পৈতালস ভাই ও আপা'রা আসুন, আপনারা গবেষনা করে বের করুন, ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সমস্যাটা কোথায় এবং এদের রিহ্যাবিটেশনের জন্য সমাজ ও রাষ্ট্রে'র কি করনীয়?
এদের সমস্যা'র একটা ক্লু আমি দিতে পারি, যেকোন দলের সমর্থকদের পেশা জিজ্ঞেস করলে, চাকরি বা ব্যাবসা কিছু একটা করে বলে জানা যায়, এবং পাশাপাশি দল সমর্থন করে, কিন্তু আওয়ামী লীগারদের, কি করেন? জিজ্ঞেস করলে জানা যায় তারা শুধু আওয়ামী লীগই করে!!!
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: সবুরে মেওয়া ফলতো, ইদানিং কি সুশীলও ফলে নাকি?
২| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ঢাকাবাসী বলেছেন: সবুর করেন।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: সবুরে মেওয়া ফলতো, ইদানিং কি সুশীলও ফলে নাকি?
৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫
একাকী বাংলাদেশি বলেছেন: এই যে আপনি যে এখানে এত কথা বলতেছেন দেখছেন আপনার পাশে ডয়েস ভেল কি নিউজ দেখায়? হেফাজতের আড়ালে জঙ্গী। সব দেখি নষ্টদের আখড়া। শালা তোরা মানুষও মারবি আবার এদিকে প্রতিবাদ করতে গেলে জঙ্গীও কবি। গালি দিতে মন চায়।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪
প্রজন্ম৮৬ বলেছেন: আমাদের মানে নন-সুশীলদের জেগে উঠা'র বিকল্প নেই!
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
মাথা_নষ্ট বলেছেন: চিক্কুর পাইরা লা্ভ নাই। সুশীলরা সব খোয়ারে আছে। সবুর করেন ছাগীর ডাক আসুক দেইখেন কি সুন্দর করে ম্যা ম্যা ডাকবো