নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

দেন মাননীয় সরকার আরো বেশি বেশি বিলবোর্ড দেন, দরকার আছে!!!

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বিলবোর্ড দেয়াতে ভালই হইছে, জনগণ এখন জগাখিচুরী না পাকিয়ে সেক্টর ধরে ধরে আওয়ামী দুঃশাষন ও ব্যার্থতা স্মরণ করতে পারবে।



যেমন, --খাদ্য নিরাপত্তা'র কথা উঠলেই মানুষের মনে পড়বে ১০টাকা কেজি চালের প্রতারনা'র কথা। বাজারের আগুন তখন মাথায় চড়বে।



--কূটনৈতিক অর্জনের বিলবোর্ড দেখলেই মানুষ বলবে, তিস্তা'র পানি পাইলাম না, টিপাই বাঁধ দিয়া দিল, ট্রানজিট দিলাম মাগনা! জিএসপি সুবিধা গেল।



--দারিদ্র বিমোচনের বিলবোর্ড দেখলেই মনে পড়বে, নোবেল বিজয়ী ডঃ ইউনুসের গ্রামীন ব্যাংক খেয়ে দেয়ার কথা! ভৈরবে দারিদ্রতার চাপে মায়ের হাতে দুই শিশু'র মৃত্যুর কথা।



--যুগান্তকারী পরিবর্তনের বিলবোর্ড দেখলেই মনে পড়বে যুবলীগের মিল্কি তারেকের নাটুকে খুনের কথা।



--শিক্ষা'র সম্পর্কিত বিলবোর্ড দেখলেই মনে পড়বে কিভাবে ৫৬% কোটা ব্যাবস্থা মেধা ধ্বংস করছে, কিভাবে ঈদের আগে ফলাফল নিয়ে রাজনীতি চললো।



--যোগাযোগ ব্যাবস্থার বিলবোর্ড দেখলে জনগণ স্মরণ করবে পদ্মা সেতু আর দেশপ্রেমিক আবুলের কথা।



--ডিজিটাল বাংলাদেশের বিলবোর্ড দেখলেই মানুষ জানবে দেশের মানুষ নেট পায় না আর আসাম-ত্রিপুরায় রপ্তানীর কথা, আর প্রবাসী জয়ের অসংলগ্ন তথ্য ভিত্তিক কথা বার্তা!



--আইনের শাষন নিয়ে বিলবোর্ডের ফাঁকে ভেসে উঠবে মাদ্রাসার এতিম ছেলেদের ক্ষুধার্ত মুখগুলো আর রক্তস্নাত পাঞ্জাবীগুলো!





:) দেন মাননীয় সরকার, আরো বেশি বেশি বিলবোর্ড দেন, ঈদের আগে পণ্য আর বিজ্ঞাপন ব্যাবসায়ীদের পেটে লাথি তো মারলেনই, আর যারা ভুলে যাচ্ছিল সেসব জনগণেরও এগুলা দেখার দরকার আছে!!!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ভবঘুরে তানিম বলেছেন: মাত্র এটা নিয়ে ১ টা পোস্ট দিলাম। তবে আপনার টা ভাল হয়েছে ।, ;) ;) ;)

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: :)

২| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সরকার৮৪ বলেছেন:

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০০

প্রজন্ম৮৬ বলেছেন: :)

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

ঢাকাবাসী বলেছেন: পুরা দেশটাই তো হেরা দখল করসে হাজার কয়েক বিলবোর্ড দখল করলে আর এমন কি? শেষ বেলায় জোর দেখাইতে অইবোনা? নাইলে তো হিয়াল কুত্তায় খাইবো।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

প্রজন্ম৮৬ বলেছেন: এই বিলবোর্ডই ওদের শেষ আস্ফালন

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

ফুরব বলেছেন: আর কত নিচে নামবি রে আবুলের দল। জনগন এইবার তোদের ঝাড়ু দিয়া পিটাবে ভোট চাইতে গেলে।।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

প্রজন্ম৮৬ বলেছেন: মাটির তলে ঢুকে গেছে

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

আসফি আজাদ বলেছেন: এ আর এমন কি? সামান্য কটা বিলবোর্ডই তো! তাও কিছু নতুন ছবি লাগিয়েছে মাত্র; ভেঙ্গেচুরে হরেদরে লোহা-লক্কর যে বেচে দেয়নি সেটাকেই প্রাপ্তি হিসেবে দেখুন না কেন :-0

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

প্রজন্ম৮৬ বলেছেন: :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: এখানে কিছু দেখুন যা বিলবোর্ডে নেই।

দৈনিক গ্যাস উত্তোলন।
বি,এন,পি ২০০৬ = ১,৫৩১ মিলিয়ন ঘনফুট ।
আওয়ামীলীগ ২০১৩ = ২,২৫০ মিলিয়ন ঘনফুট।

সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন
বি,এন,পি ২০০৬ = ৩১০০ মেগাওয়াট। ৫ বছরে বৃধি মাত্র ৩০০ মেঃ
আওয়ামীলীগ ২০১৩ = ৮৫২৫ মেগাওয়াট। ৪ বছরে বৃধি - ৫,৫২৫ মেঃ


খাদ্য নিরাপত্তা পরিস্থিতি।
বি,এন,পি ২০০৬-০৭ = ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য (ঘাটতি)
আওয়ামীলীগ ২০১৩ = ২৩ লক্ষ মেট্রিক টন খাদ্য ( উদ্বৃত্ত্ব


স্বাস্থ সেবা।

বি,এন,পি ২০০৬ = কমিউনিটি ক্লিনিক - নাই
আওয়ামীলীগ ২০১৩ = ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা

হাসপাতালের সংখ্যা।
বি,এন,পি ২০০৬ = ১,৬৮৩ টি।
আওয়ামীলীগ ২০১৩ = ২,৫০১ টি।

প্রত্যাশিত আয়ু।
বি,এন,পি ২০০৬ = ৫৬ বছর।
আওয়ামীলীগ২০১৩ = ৭১ বছর।

শিশু মৃত্যুর হার।
বি,এন,পি ২০০৬ = ৬.১০%
আওয়ামীলীগ ২০১৩ = ৩.৯৯%

মাথাপিছু গড় আয়
বি,এন,পি ২০০৬ = ৪২৭ র্মাকিন ডলার
আওয়ামীলীগ ২০১৩ = ৯১৪ র্মাকিন ডলার


রপ্তানি আয়।
বি,এন,পি ২০০৬ = ১.০৩ বিলিয়ন র্মাকিন ডলার।
আওয়ামীলীগ ২০১৩ = ২.৪৩ বিলিয়ন র্মাকিন ডলার। (বিশ্বমন্দা উপেক্ষা করে)


জনশক্তি রপ্তানি। পার ইয়ার।

বি,এন,পি ২০০৬ = ৯ লক্ষ ৮ হাজার
আওয়ামীলীগ ২০১৩ = ৪ লক্ষ ৪০ হাজার

গত টার্মে ও তত্তাবধায়ক টার্মে বিদেশে বেশী আদম রপ্তানী হয়েছে সত্য।
বেশী গেছিল ঠিকই, কিন্তু দুইনম্বরি ছিল, বেশী টাকাও খরচ হয়েছিল, যে কারনে বেশীরভাগই ফেরত আসছিল, নতুবা জেলে গেছিল।

কিন্তু এইবার সংখ্যার দিকে নয়, মানের দিকে নজর দেওয়া হয়েছে। প্রতি বছর ৫-৬ লাখ শ্রমিক বিদেশে যাচ্ছেন। এরা দক্ষ কিন্তু কম খরচে দক্ষতা নিয়ে বেশি বেতনে চাকরি নিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। এ কারণে জনশক্তি রপ্তানি কিছুটা কমতে পারে। তবুও বছর বছর চার লাখ লোক বিদেশ যাচ্ছেন। প্রতারনা, দুইনম্বরি নেই বললেই চলে।

পর্যাপ্ত নিরপত্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষনের মাধ্যমে বিপুল সংখক নারী শ্রমিক হংকং গেছেন ও অন্যান্ন দেশে যাচ্ছেন।

এর চমকপ্রদ ফলাফলও পাওয়া গেছে! রেমিটেন্স আসছে ৪ গুন বেশী!
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১৩ বিলিয়ন থেকে বেড়ে ৫০ বিলিয়ন!


গত দুই রমজানে ঢাকায় কোন পানিসংকট নেই। বিদ্যুত সংকট উল্লেখযোগ্য ভাবে কমেছে।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

প্রজন্ম৮৬ বলেছেন: ভাল বলছেন,

আওয়ামী লীগ মানুষের আয়ু বাড়াইছে =p~

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০

মিনেসোটা বলেছেন: ভাইজান

বিকল্প কি? আপনি তো বলেই খালাস, ভোটে দাড়ানোর সময় তো আর আপনিও প্রার্থী হবেন না, কয়েক কোটি টাকা না থাকলে নাকি এখন পানিও গরম করা যায় না, আর আপনি আসছেন ইলেকশনের কথা শুনাতে

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২০

প্রজন্ম৮৬ বলেছেন: বিকল্প হইলো মানুষের হকে'র বিলবোর্ড দখল না করে সহনীয় পর্যায়ে কিছু জায়গায় বিলবোর্ড লাগানো যেতে পারে। সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে।

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

আল ইফরান বলেছেন:
উপরে দেখি একজন তথ্য-উপাত্তের কালবৈশাখ ঘটায়া ফেলতেছে । :-B :P =p~

এই বিলবোর্ড টাঙ্গানোর আইডিয়াটা কেন যেন মনে হচ্ছে জয় বাবাজীর B-))
সরকার ভাবতেছে এইসব বিলবোর্ড দেখায়া নির্বাচনের আগেই মানুষের অপিনিয়ন চেঞ্জ করে ফেলবে, তবে হিতে বিপরীত হবে বলেই আমার ধারনা।
বাঙ্গালকে হাইকোর্ট দেখায়া লাভ নাই। X(

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: এই যুগপৎ আইডিয়াধারী'র কোন খোঁজ পাওয়া যাইতেছে না =p~

কি কাম করলো কাজী লাপাত্তা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.