নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন বেগম জিয়া--- কেকটা কাটা আসলেই দরকার ছিল!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

জন্মদিনের শুভেচ্ছা বেগম খালেদা জিয়া।



গতকাল রাতে কেক না কাটা'র ঘোষনা দেয়ার পরও প্রথম আলো পত্রিকা'র মত আপনার বিরোধী গণমাধ্যমগুলো আপনার সৌজন্যতাকে স্বাগত না জানিয়ে সংবাদ করলো যে, হরতালে'র কারনে কেক কাটবেন না।



এরপর শেখ হাসিনা'র পুত্র ফেসবুক স্ট্যাটাসে একদম ব্যাক্তি আক্রমন করে বসলো।



আর সারাদিন ধরে অনলাইনে উর্দুলীগাররা বঙ্গবন্ধু'র জন্য দোয়া বা স্মৃতিচারন কি করবে আপনার জন্মদিন নিয়েই পড়ে রইলো!



সবকিছু ঘটেছে আপনি কেক কাটবেন না বলার পরও!



কথায় আছে, অসভ্য'কে সন্মান করলে সেটা দূর্বলতা মনে করে!



আপনি সৌজন্যতা দেখিয়েছিলেন কিন্তু ওরা বর্বরতা অব্যাহত রেখেছিল।



তাই, রাত ৯টায় কেক কেটে আপনি সমুচিত জবাবটিই দিয়েছেন।









শুভ জন্মদিন দেশনেত্রী!!!

মন্তব্য ৮২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: গুড !! কয়লা দুইলে ময়লা যায় না ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

প্রজন্ম৮৬ বলেছেন: ঠিক, তাই কয়লা ধোয়ার বৃথাচেষ্টা না করে পুড়ানোই উত্তম।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

নিয়ামুল ইসলাম বলেছেন: মুজিব স্বাধীনতাকামী সকল বাংলাদেশির সে কোন রাজনৈতিক দলের সম্পত্তি না। তবে রাজাকদের পা চাটারা কি ভাবল আর কি করল তা দিয়া কিছুই আসে যায় না।
আর কেউ কত অকৃতজ্ঞ তা বুজানোর জন্য প্রহসনের জন্মদিন পালনের কোন দরকার ছিল না।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

প্রজন্ম৮৬ বলেছেন: আপনারা হইলেন সেই সুশীল, যারা বিরোধী দলে'র কি দরকার ছিল না সেটা ঠিক বুঝেন, কিন্তু সরকারী দল কি আকামটা করলো তা দেখেও দেখেন না।

সুতরাং, যাদের মেসেজ দরকার ছিল তাদের কাছে মেসেজ পৌছানো অব্যাহত থাকুক

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

ইঁন্দুর বলেছেন: কেকের সাইজ ছুট হইছে ।

আর কেকটা ৩২ নম্বরের সামনে কাটা উচিত ছিল ।

ভদ্রতা মানুষের সাথে দেখানো যায় ............ হাম্বায় চিনে পাছার উপর গদাম ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

প্রজন্ম৮৬ বলেছেন: কঠিন সহমত!

শুধু হাম্বাই না, হাম্বা'র রাখাল মিডিয়াগুলাও গতরাত থেকেই যথেষ্ট উসকানী দিছে

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

উপপাদ্য বলেছেন: জয়ের স্ট্যাটাস পইড়া আমার মুত চলে আসছিলো। অবাক হয়ে গেছি এদের কি বংশটাই এরকম। বাপের কাছ থেকে কিছুই শিখে নাই।

আ্যাজ ইউজুয়াল প্রথমে নানা নানী মামার জন্য কান্নাকাটি। নেভার মাইন্ড, এটা করতেই পারে। মেনেও নেয়া যায়।

কিন্তু স্ট্যাটাসের শেষের অংশটা পুরাই ভন্ডামী। আরে বেটা আর কে কি করলো তা দিয়ে তোর কি আসলো গেলো। এদেরকে একথায় বলে "পরশ্রীকাতর"।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০

প্রজন্ম৮৬ বলেছেন: সে তার পরিবার লোকজনের জন্য আল্লাহ'র কাছে দোয়া করবে, সেটাই তো দেখতে চাই কিন্তু বিরোধী দলীয় নেত্রী'র প্রতি যে অসৌজন্যমূলক কথা বার্তা বললো তার কোন জবাব হতে পারে না।

৬৮ পাউন্ডে'র কেকটা ওর মুখেই পড়ছে!

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

মিনেসোটা বলেছেন: উনি এত বড় কেক কাটে আমরা জনগন কোন ভাগ পাই না, খালি খবর শুনে হা পিত্যেশ করি। আপনে কি সেই কেক খেয়েছেন কোন দিন?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

প্রজন্ম৮৬ বলেছেন: আমরা তো জনগণ শুধু শুনি আর দেখি। না পাই কম্বল না পাই কেক।

কিন্তু বিবেচনাবোধ যেটা আছে সেটা কাজে লাগাই প্রতিনিয়তই!

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

নেয়ামূল হক বলেছেন: কিন্তু কারো মৃত্যুবার্ষিকীতে অন্যকেউ জন্মদিন পালন করতে পারবে না এই উন্মাদীয় ধারনা সম্ভবতত বাংলাদেশ ছাড়া অন্য কোথাও নেই।

এই ব্লগের প্রথম কমেন্টাই করছেন একজন উন্মাদ।

শুভ জন্মদিন দেশনেত্রীকে।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: প্রথম কমেন্ট?

আমি তো ভাবলাম সে উর্দুলীগের কয়লাসম চরিত্রের কথা বললো! :|

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

মনজুরুল হাসান বলেছেন: ভদ্রতা মানুষের সাথে দেখানো যায়!হাম্বাদের সাথে না!

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

প্রজন্ম৮৬ বলেছেন: কঠিন সহমত!

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

ধীবর বলেছেন: যেখানে আওয়ামি লিগের নেতা কর্মিরা নিজেরাই চাদাবাজি করে বিরিয়ানি রান্না করে, হিন্দি গান বাজিয়ে আর সন্ধ্যার পর সুরা সাকি নিয়ে আনন্দ উল্লাসে মত্ত হয়, সেই দিনটি শোকের কি করে হয়? আর ১৫ই আগস্ট বলেই কি মানুষের সব কিছু বন্ধ করে রাখতে হবে?

ইতিহাসের মহাসত্য হলো, ১৫ই আগস্ট ১৯৭৫ সাল ছিল জাতির জন্য মুক্তি ও স্বস্তির দিন। মিডিয়াতে প্রভাব বিস্তার করে, সেই সত্যকে অস্বীকার করা যাবে না।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

প্রজন্ম৮৬ বলেছেন: আওয়ামী লীগ শুধু নাচ-গান করে তাকে অপমানই করে না, বরং তাকে দখলও করে সাধারন মানুষকেও মৃত ব্যাক্তিটি'র প্রতি নেতিবাচক মনোভাব তৈরী করতে বাধ্য করছে

৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

আনুশকা বলেছেন: আল্লাহ বাংলাদেশকে ২টা নেত্রী দিসিল। একজনের মুখের কোন লাগাম নাই, ভালো কথা,উল্টাপাল্টা কথা, নোংরা কথা (অবশ্য ইদানিং পাপিয়া নামের একজন নোংরা কথার দিক দিয়ে হাসু আপাকে টেক্কা দেওয়ার অবস্হায় আছে) কিছুই আটকায় না। আরেক জন নেত্রী মুখে কিছু বলেন না, কিন্তু নোংরা মানসিকতার দিক দিয়ে অপ্রতিদন্বী। আমি এখনো চিন্তা করে পাইনা, একজন মানুষ কিভাবে আরেকজনকে আক্রমন করার জন্য নতুন একটা জন্মদিন বানিয়ে তার প্রতিদ্বন্দির পিতার মৃত্যদিবসে আনন্দ করে।

আরো কস্টের ব্যাপার যখন দেখি আপনার মত ব্লগার ঐসব নোংরা মানসিকতার পক্ষে লেখেন।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: আপনারা সত্যটা জানতে চান না, সেজন্যই অনেক কিছুই ভেবে পান না।

সত্যটা জানতে চাইলে দেখুন, https://www.facebook.com/projonmo.chiyashi


স্ট্যাটাসে যেই ব্যাখ্যাটা আছে সেটাও দেখুন

১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

নষ্ট শয়তান বলেছেন: এ কথা অস্বীকার করা যাবে না ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের হাত থেকে আর ১৫ ই আগষ্ট ১৯৭৫ সালে দেশ ভারতের হাত থেকে স্বাধীন হয়েছে। আর কে মারা গেল না গেল তাতে কারো জন্ম দিন পালন করা যাবে না এই সব যুক্তি কোথায় পাইছে এই সব হাম্বাগুলা?

শুভ জন্মদিন প্রিয় নেত্রী

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

প্রজন্ম৮৬ বলেছেন: শুভ জন্মদিন বেগম জিয়া!

১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

আবুল হাসান নূরী বলেছেন: ১৫ই আগস্ট যদি ঈদের দিন হয় তবে দিনটিকে কিভাবে পালন করা হবে, ঈদের দিন নাকি শোকের দিন?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: ভাল প্রশ্ন, তবে যদি ক্ষমতায় আওয়ামী লীগ থাকে আর ঈদটা যদি ঈদুল ফিতর হয় তাইলে অঘটন ঘটার চান্স আছে

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আমি ভূমিপুত্র বলেছেন:
হাসিনা বাপের খুনী থাইক্যা পুরস্কার নিতে পারবো
মাগার
১৫ ই আগস্ট কেউ জন্মাইতে পারবোনা..না..না....

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০২

প্রজন্ম৮৬ বলেছেন: :)

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

স্বাধীকার বলেছেন:

খালেদা জিয়া/বিএনপিকে আমরা বহুবার এ জন্মদিনে কেক না কাটার জন্য অনুরোধ করেছি। আম্লীগের জন্য দিনটি সত্যিই শোকের-তাই তাদের শোকে্র কথা বিবেচনা করে এরকম অনুরোধ করেছি।
কিন্তু তাদের শোক যখন প্রতিহিংসা, ইনকাম আর মৌজের পর্যায়ে যায়, খালেদা জিয়ার সৌজন্যতাকে স্বাগত না জানানোর মতো দীনতা দেখায় তখন জন্ম পালন না করার অনুরোধ থেকে সরে আসা ছাড়া আমাদের উপায় থাকেনা।

সৌজন্যতা বাকশালীদের ডিকশনারিতে নেই, অন্যকে সন্মান জানানোর মানসিকতা কোনো কোনো আম্লীগারের মধ্যে থাকার কথা নয়, থাকেওনি। বাকশালীরা কোনো কালেই মানুষের পর্যায়ে থাকেনা, থাকতে পারেনা।

লেখককে ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৫

প্রজন্ম৮৬ বলেছেন: গতরাতে বলা হলো এবার উনি জন্মদিন পালন করবে না,

প্রোপাগান্ডার বাচ্চারা খবর ছড়ালো যে, হরতালের কারনে কেক কাটবে না!

সারাদিন অকথ্য কটুক্তি হলো।

প্রধানমন্ত্রী পুত্র পর্যন্ত কটুক্তি করলো!

সেজন্যই ৯টায় এই কেক কাটা, যাকে স্বাগতই জানাই!

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

মেনন আহমেদ বলেছেন: কি বলবো আমি!!!!


থাক কিছুই বললাম না।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৭

প্রজন্ম৮৬ বলেছেন: হয়, মাঝে মাঝে এমন হয়

১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০২

অনিক রহমান বলেছেন: শুভ জন্মদিন দেশনেত্রী!!

কয় নাম্বার জন্ম দিন?একটা মানুষের কয়টা জন্ম দিন হয়?৬৯ বছরের একজন মহিলা এত গুলি পুরুষের মাঝে কি করছে?ইসলামে কোথায় আছে এরকম জন্মদিন পালন করা?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৮

প্রজন্ম৮৬ বলেছেন: ইসলামে কোথায় আছে মৃত্যুদিবসে গান ছাইড়া নাচানাচি করার?

১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১০

নীল_সুপ্ত বলেছেন: সৌজন্যতাবোধ কখনো একপাক্ষিক হতে পারে না, আমি সৌজন্য দেখাবো আর আপনি তার সুযোগ নিয়ে আমাকে যাচ্ছেতাই বলবেন এটা কখনোই সম্ভব নয়। আর প্রথম আলো গং দের কি বলবো এক এগারোর সময় যেই গং দুই নেত্রীকে মাইনাস করার মূল যোগান দিয়েছিল তাদেরকে কি আর বলার আছে... ওদের জন্য একদলা থু।

শুভ জন্মদিন দেশনেত্রী... যখন অনেকেই তাদের পারিবারিক ও রাজনৈতিক স্বভাববশত দেশকে বিপদের দ্বারপ্রান্তে রেখে দূর প্রবাসে পাড়ি জমিয়েছেন ( সে হোক ভারত কিংবা আমেরিকা) আপনি এই দেশেই ছিলেন...

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

প্রজন্ম৮৬ বলেছেন: তীব্রভাবে সহমত!


"শুভ জন্মদিন দেশনেত্রী... যখন অনেকেই তাদের পারিবারিক ও রাজনৈতিক স্বভাববশত দেশকে বিপদের দ্বারপ্রান্তে রেখে দূর প্রবাসে পাড়ি জমিয়েছেন ( সে হোক ভারত কিংবা আমেরিকা) আপনি এই দেশেই ছিলেন..."

১৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১০

নষ্ট শয়তান বলেছেন: @অনিক হাম্বা একটা মানুষের এক্টাই জন্ম দিন থাকে আর সেটাতেই সে পালন করে। ইসলামের কোথায় আছে মহানবী (সাঃ) নামে কুৎসা রচনার প্রতিবাদে নির্বিচারে মানুষ হত্যা করে সেটা নিয়ে ব্যাঙ্গ করা যাবে।

হাম্বা তোমার তো দাত ই ওঠে নাই। একজন জাতীয় নেত্রী কখন কোথায় থাকবে সেটা তোমার মত আবাল কিভাবে বুজবে?

১৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১২

নীল_সুপ্ত বলেছেন: সৌজন্যতাবোধ কখনো একপাক্ষিক হতে পারে না, আমি সৌজন্য দেখাবো আর আপনি তার সুযোগ নিয়ে আমাকে যাচ্ছেতাই বলবেন এটা কখনোই সম্ভব নয়। আর প্রথম আলো গং দের কি বলবো এক এগারোর সময় যেই গং দুই নেত্রীকে মাইনাস করার মূল যোগান দিয়েছিল তাদেরকে কি আর বলার আছে... ওদের জন্য একদলা থু।


শুভ জন্মদিন দেশনেত্রী... যখন অনেকেই তাদের পারিবারিক ও রাজনৈতিক স্বভাববশত দেশকে বিপদের দ্বারপ্রান্তে রেখে দূর প্রবাসে পাড়ি জমিয়েছেন ( সে হোক ভারত কিংবা আমেরিকা) আপনি এই দেশেই ছিলেন..

১৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

তিক্তভাষী বলেছেন: আমি দ্বিমত পোষণ করছি। আগের সিদ্ধান্ত বহাল রেখে প্রথম আলো/জয় গং-কে ইগনোর করাটাই বুদ্ধিমানের কাজ হতো বলে আমি মনে করি।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: আওয়ামীদের কাছে বঙ্গবন্ধু'র খুব প্রিয় একটা ডায়ালগ হলো, হোয়েন ইউ প্লে উইথ এ্যা বাস্টার্ড, প্লে বিগার বাস্টার্ড!

২০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

অনিক রহমান বলেছেন: নষ্ট শয়তান@আমাকে হাম্বা বলার মানে কি?আমি কি আপনারে ছাগু বলছি?ব্লগে দেখছি ছাগুদের ছাগু বললে জবাবে হাম্ব বলে।

লেখক@কেউ একজন লেনটা হয়ে রাস্তায় হাটবে দেখে কিআপনারো লেংটা হতে হবে?
প্রশ্ন করছি উত্তর দেন।

ইসলাম অনুযায় ম্যাডাম কি সঠিক?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

প্রজন্ম৮৬ বলেছেন: ফজলুল বারী নামক হাম্বা যিনি কিনা জনকন্ঠ থেকে টাকা চুরি করে অস্ট্রেলিয়ায় বর্তমানে গে ভিসায় আছে, গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদারের ভক্ত যিনি তারে হাম্বা বলবে না তো কি দেশপ্রেমিক বলবে নাকি?

ইসলাম অনুযায়ী ম্যাডাম সঠিক কি না সেটা আগামী রমজান মাসে টিভিতে প্রচারিত ইসলামি সওয়াল জবাব অনুষ্ঠানে করবেন, এখানে না!

২১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

অনিক রহমান বলেছেন: লেখক বলেছেন: ফজলুল বারী নামক হাম্বা যিনি কিনা জনকন্ঠ থেকে টাকা চুরি করে অস্ট্রেলিয়ায় বর্তমানে গে ভিসায় আছে, গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদারের ভক্ত যিনি তারে হাম্বা বলবে না তো কি দেশপ্রেমিক বলবে নাকি?

তা দেশপ্রেমিক হতে হলে গে ভিসায় তুরস্কে থাকা প্রজন্মের ভক্ত হওয়া লাগপে দেকি?

এরকম একজন বেপর্দা নারী যে কিনা এক ওয়াক্ত নামায পড়েনা ঘুম থেকে উঠে ১২ টা বাজে সে ইসলামের কথা মুখে আনে কেন?

কোথায় এখন তেঁতুল শফি?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

প্রজন্ম৮৬ বলেছেন: তুই হাম্বা না, তুই বরাহ।

আসল নিকে আমার খোয়াড়ে আছিস নিশ্চিয়ই!

যাহ, এই জনমেও আমার খোয়াড়েই থাক :)

২২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

রাফা বলেছেন: এটা আর নতুন কি শুকরের আর সাপের সাথে বসবাস করছি স্বাধীনতার পর থেকে।
জন্ম পরিচয় ভুলে ভুলে যায় যারা তাদের কাছে কোন কিছু আশা করা আহাম্মকি ছাড়া কিছুই নয়।
বিএনপি নামক দলটির সব কিছু রাতের অন্ধকারেই হয়।এটা জন্মলগ্ন থেকেই দেখে আসছি...।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

প্রজন্ম৮৬ বলেছেন: পিতা'র জন্য দোয়া করছেন? নাকি বিএনপি জপতে জপতেই বেলা গেল?

২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

সকাল-সারিকা বলেছেন: হোয়েন ইউ প্লে উইথ এ্যা বাস্টার্ড, প্লে বিগার বাস্টার্ড! (Y)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

প্রজন্ম৮৬ বলেছেন: যদিও ডায়ালগটা আমার ভাল লাগে না, কিন্তু কখনো সময় আসে আর কোন উপায়ও থাকে না

২৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

মাজহারুল হুসাইন বলেছেন: নেয়ামূল হক বলেছেন: কিন্তু কারো মৃত্যুবার্ষিকীতে অন্যকেউ জন্মদিন পালন করতে পারবে না এই উন্মাদীয় ধারনা সম্ভবতত বাংলাদেশ ছাড়া অন্য কোথাও নেই।

এই ব্লগের প্রথম কমেন্টাই করছেন একজন উন্মাদ।

শুভ জন্মদিন দেশনেত্রীকে



স্বাধীকার বলেছেন:

খালেদা জিয়া/বিএনপিকে আমরা বহুবার এ জন্মদিনে কেক না কাটার জন্য অনুরোধ করেছি। আম্লীগের জন্য দিনটি সত্যিই শোকের-তাই তাদের শোকে্র কথা বিবেচনা করে এরকম অনুরোধ করেছি।
কিন্তু তাদের শোক যখন প্রতিহিংসা, ইনকাম আর মৌজের পর্যায়ে যায়, খালেদা জিয়ার সৌজন্যতাকে স্বাগত না জানানোর মতো দীনতা দেখায় তখন জন্ম পালন না করার অনুরোধ থেকে সরে আসা ছাড়া আমাদের উপায় থাকেনা।

সৌজন্যতা বাকশালীদের ডিকশনারিতে নেই, অন্যকে সন্মান জানানোর মানসিকতা কোনো কোনো আম্লীগারের মধ্যে থাকার কথা নয়, থাকেওনি। বাকশালীরা কোনো কালেই মানুষের পর্যায়ে থাকেনা, থাকতে পারেনা।

লেখককে ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৮

সাইফ সানি বলেছেন: ভাই, সৌজন্যতা চলে ভদ্রলোকের সাথে। গরু ছাগল বা নিম্নরুচিত মানুষের সাথে ভদ্রতা চলেনা।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

প্রজন্ম৮৬ বলেছেন: তীব্রভাবে একমত!

২৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২২

দুঃস্বপ্০০৭ বলেছেন: অনিক হাম্বাটারে গদাম দেন । হেই একখান প্রথম শ্রেনীর থার্ড কেলাস হাম্বা ।

হক কথা কওনের লাইগা হাম্বাটা আমার পোস্টে হাম্বা হাম্বা করছে ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: এই জাতটারে চেনা মাত্রই গদাম সহযোগে ডাইরেক্ট খোয়াড়াইজড করা হয়!

সে এখন খোয়াড়ে জাবর কাটতেছে!

২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০

রাফা বলেছেন: না এখনও আপনাদের স্তরে নামতে পারি নাই..।
ঐ দলটির নাম জপতে পারিনা , কারন যতবার দলটির নাম মুখে নেই ততবার থুতু ফেলে কুলি করতে হয়।



১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

প্রজন্ম৮৬ বলেছেন: আজকে তো তাহলে মুখে ওয়াসা'র পাইপ সেট করতে হয়েছিল আপনাদের, সারাদিন যা করলেন!!!

২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৪

দেখা যাক!! বলেছেন: কুকুরের সাথে আবার ভদ্রতা কি? খালি লাথির উপর রাখা উচিৎ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

প্রজন্ম৮৬ বলেছেন: ঠিক!

২৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৫

চায়না০০৭ বলেছেন:

৩০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
মুখে বলে ইসলাম গেল! ইসলাম গেল!

৬৯ বছরের একজন মহিলা এত গুলি পুরুষ পাঁঠার মাঝে কি করছে? ইসলামের কথা বাদ দিলাম। এই মহিলার এটিচুড দেখে মনে হচ্ছে উনি জাতীয় শোক দিবসে খুনিদের নিয়ে উল্লাশ করছেন।
মনে হচ্ছে প্রথম আলোর উষ্কানিতে উনি ব্যাটাদের সাথে মাখামাখি আরো বাড়িয়ে দিয়েছেন!

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: হেজাফতের রক্তে রঞ্জিত হাতে আবারো সুযোগসন্ধানী'র মত ইসলামের কথা উল্লেখ করে আপনারা প্রমান করছেন ধর্ম'র প্রতি আপনাদের সন্মান কোন পর্যায়ের!

৩১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: ফালু ভাই কই ?!?

গোলাবী আফার জন্মদিন অনুষ্টানে ফালু ভাই নেই,এমন দৃশ্য দেখার আগে, ছাগুরা কানা, ল্যাংড়া, লুলা হয়ে গেলোনা কেন ?
:D :D

ফালু ভাইয়ের মতো এত্ত বড় নেতার প্রতি এমন অবিচার মাইনা নিতে পারলাম না।

মাইনাচ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯

প্রজন্ম৮৬ বলেছেন: কোন নর্দমা দিয়ে ভেসে এই দুনিয়ায় এসেছিস বেটা আবর্জনা!!!

৩২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৮

আমি ভূমিপুত্র বলেছেন: @ রাফা ,

থুথু নিজের মুখে মারেন....আর আব্বাজানের খুনীর কাছ থাইক্যা পুরস্কার লন থুঃ থুঃ

@ চায়না০০৭,
এইট পাশ মহিলার এস এস সির ছারটিফিকেট বানায় বলদা ছাগুরা
এইটা টেরাই করেন,আম্বা সরকারের ইস্যু করন পাসপোর্ট

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

প্রজন্ম৮৬ বলেছেন: আমার বিশ্বাস ওরা এসব ডকুমেন্ট দেখেও মিথ্যাচার অব্যাহত রাখছে।

তাই সময় নষ্ট করে এসব দেই না।

তবে, আপনাকে অনেক ধন্যবাদ

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: তেতুল সফি আর প্লেবয় সাঈদি থাকলে অনুষ্টানটা আরও উপভোগ্য হতো। ;) ;)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

প্রজন্ম৮৬ বলেছেন: একটা জানোয়ার খোয়াড়াইজড হয়েছে, জন্মকালে তার পরিবার নাম রেখেছিল কাজী মামুনহোসেন

৩৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৩

আমি ভূমিপুত্র বলেছেন: @ কাজী ছাগু হোসেন,
এত্ত রাইতে বলগে কিতা,না খাইয়া বইয়া রইছে কিন্তুক...

৩৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

চায়না০০৭ বলেছেন: তেতুল সফি আর প্লেবয় সাঈদি থাকলে অনুষ্টানটা আরও উপভোগ্য হতো।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৫

প্রজন্ম৮৬ বলেছেন: চাইনিজ এই জানোয়ার'কে ও খোয়াড়ে দেয়া হলো!

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৫

দেখা যাক!! বলেছেন: আমি ভূমিপুত্র ধন্যবাদ মৃণাল কান্তির কথা তো ভুলেই গেছিলাম। আমি যা ভাবছিলাম। জয়ের ডি এন এ টেস্ট করা উচিৎ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: থাক ভাই, আর না।

অসুস্থগুলারে খোয়াড়ে দিতেছি, উত্তেজিত হয়ে ওদের স্তরে নাইমেন না!

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিশিষ্ট পাওয়ার পয়েন্ট বিজ্ঞানি জয়ের তার মৃত মামার প্রতি প্রেম দেইখা





এইডা হলো ডাঃ ওয়াজেদ মিয়ার সেই কু-সন্তান যে কিনা মৃত বাপের কবরে ১ মুঠো মাটি পর্যন্ত দেয় নি। বাবার মৃত্যু সংবাদ শুনেও দেশে আসে নি।


মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আসলেই সে ডাঃ ওয়াজেদ মিয়ার সন্তান কি না???

৩৮| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৫

রামন বলেছেন:
ধরে নিলাম ১৫ আগস্ট বেগম খালেদার জন্ম হয়েছে। কিন্তু এই নিদ্দিষ্ট দিনে তার জন্ম দিবসটি পালন করতেই হবে এমন তো কথা নাই। অনেককে দেখেছি প্রয়োজনের তাগিদে তার জন্মদিনের উৎসব আগে-পিছে পরিবর্তন করে সম্পন্ন করতে। আজ জাতিরজনক বঙ্গবন্ধুর মৃত্যুদিন। তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না তাকে হত্যা করা হয়েছিল। যার অবদানের জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক আর সেই সুবাদে খালেদা জিয়ার মত একজন গৃহিনী রাতারাতি এই দেশের প্রধানমন্ত্রী হবার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই ধরনের ঘটনা বিরল এবং কল্পনাতীত। সেই কৃতজ্ঞতাবোধ থেকে আজকের দিনটি তিনি ছাড় দিতে পারতেন। জাতি আজ শোকে মুহ্যমান- তাদের সন্মানের কথা চিন্তা করে উৎসবটি অন্য যে কোনদিন করতে পারতেন। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান হলেন একজন বিশ্বমাপের নেতা। সারা বিশ্বের রাজনৈতিক নেতারা বাংলাদেশের নামের সাথে সাথে তার নামটি জানে । খালেদা জিয়া তো বঙ্গবন্ধুর নখেরও সমান নয়। যার হাত ধরে এই বাঙালির জাতির জন্ম উনি যদি সেই বঙ্গবন্ধুকে সন্মান না করতে জানেন তাহলে বাঙালিদের সন্মান করবেন কি ভাবে???

হায় অভাগা বাঙালি! ইংরেজ-পাকি শোষকগুষ্ঠির হাত থেকে মুক্তি পেলেও ঘরের শত্রু বিভীষণ ঘসেটি বেগমের রাহু থেকে দেশ ও জাতি থেকে কবে মুক্তি পাবে আল্লাহই জানে।

৩৯| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩২

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: এদের জন্যই একদিন কালো বেড়ালের সমর্থনে সুশীলতা দেখাইছিলেন না? হাম্বারা কোনদিন মানুষ হবার নয়

৪০| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: @রামন ভাই,

অপ্রাসংগিক ভাবে নিচের ২ টি ঘটনার প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করতে হল বলে দুঃখিত।

==============
ঘটনা ১:
==============

খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছিলেন।

===========
ঘটনা ২:
===========

তারেক ২০০৪ সালে টুঙ্গিপাড়ায় মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

উপরোক্ত দুইটি ঘটনা প্রমান করে যে জিয়া পরিবার শেখ মুজিবর রহমান কে শ্রদ্ধা করে। আপনরা হয়ত বলতে পারেন সেগুলো ছিল মানুষ দেখানো।

আপনাদের সেই কথাও মেনে নিয়ে বলতে চাই একই রকম মানুষ দেখানোর কাজ হাসিনা পরিবার করে দেখুক না কেন ???

রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হয় কি না তখন দেখা যাবে???


৪১| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭

রামন বলেছেন:
মোস্তফা কামাল পলাশ @

সেদিন বঙ্গবন্ধুকে সন্মান করেছিল বলেই আজ তাকে অসন্মান করতে হবে! সন্মান কি শুধু একটি দিনের জন্য!! মানলাম খালেদা জিয়ার সাথে আওয়ামী লিগ বা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্ব চলছে কিন্তু তার প্রতিশোধ কি মৃত বঙ্গবন্ধুর উপর নিতে হবে?? রাজনীতিকরা যদি সংকীর্ণতার উর্ধ্বে না আসতে পারেন তাদের দ্বারা দেশ ও জাতির উন্নতি সম্ভব নয় এটাই বিশ্বাস।

ভাই আমাকে আওয়ামী লিগার ভেবে ভুল করবেন না, তবে আমি শক্ত শেখ মজিব ভক্ত। আমি বঙ্গবন্ধুর কাছে চির কৃতজ্ঞ একজন স্বাধীন দেশের নাগরিক হবার গৌরব লাভ করার জন্য।

৪২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: @রামন ভাই,

শাষক হিসাবে শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা করতে পারি আমি কিন্তু স্বাধীনতার স্হপতি হিসাবে উনি আমৃত্যু সম্মান পেয়ে যাবেন আমার কাছ থেকে।

আপনি লিখেছেন"

"মানলাম খালেদা জিয়ার সাথে আওয়ামী লিগ বা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্ব চলছে কিন্তু তার প্রতিশোধ কি মৃত বঙ্গবন্ধুর উপর নিতে হবে??"
-----------------------------------------
আমি যদি আপনাকে ফিরতি প্রশ্ন করি
------------------------------------------


জিয়াউর রহমান অবৈধ ভাবে ক্ষমতায় এসেছে ১৯৭৬ সালে এই জন্য কেউ যেমন সমালোচনা চলতে পারে ঠিক একই ভাবে যে কেউ সমালোচনা চলতে পারে ব্যর্থ শাষক হিসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আপনি যদি ৭২ থেকে ৭৫ এর কথা ভুলে গিয়ে স্বাধীনতার স্হপতি হিসাবে শেখ মুজিবুর রহমান এর কাছে চির কৃতজ্ঞ থাকতে চান তবে একই রকম ভাবে ৭৬ থেকে ৮১ এরকথা ভুলে গিয়ে মুক্তি যুদ্ধে জিয়াউর রহমান এর অবদানের কথা মনে করে কেন তার কাছে চির কৃতজ্ঞ থাকবে না ???



কিন্তু এখানে প্রশ্ন হলো আওয়ামীলীগ বা হাসিনা পরিবার জিয়াউর রহমানকে নিয়ে দিন রাত ২৪ ঘন্টা খিস্তি খেউর শুরু করেছে ১৯৮১ সালের ৩০শে জুনের পরের দিন থেকে যা কবে শেষ হবে একমাত্র আল্লাহই জানে।

একটা কথে আছে, সম্মাম এমনি এমনি কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত আওয়ামীলীগ যেমন একটি রেজনৈতিক দল ঠিক একই ভাবে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপি ও একটি রাজনৈতিক দল।


গত ৪ টি নির্বাচনে আওয়ামীলীগ যেমন ভিট পেয়েছে ৩৫ থেকে ৪৩ % ঠিক একই রকম বিএনপি ও ভোট পেয়েছে ৩৫ থেকে ৪১%।


আওয়ামীলীগের রাজনৈতিক আদর্শ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক একই ভাবে বিএনপি এর রাজনৈতিক আদর্শ জিয়াউর রহমান।

আপনি দেশের গড়ে ৩৫-৪০ ভাগ মানুষের আদর্শের মানুষকে সম্মান করতে না চাইলে কিভাবে আশা করতে পারেন একই সংখ্যাক মানুষের আদর্শিক নেতাকে সম্মান দেখাবে????

পৃথিবীর প্রতিটা মানুষ হজরত মুহাম্মদ (সাঃ), জিশু খৃষ্ট, বা বুদ্ধ না যে অন্যা যতই তাকে নির্যাতন বা অসম্মান করুক না কেন বিনীময়ে কোন প্রতিক্রিয়া দেখাবে না।

শেষে একটা প্রশ্ন করি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যু দিনে খালেদা জিয়া জন্মদিন পালন আপনার কাছে অস্মানজনক মনে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার; শুধু সেক্টর কমান্ডারি নন যার মাধ্যমে বর্হির বিশ্বের মানুষ প্রথম বারের মত বাংলাদেশ নামক একটি দেশের স্বাধীনতা ঘোষনার কথা শুনতে পান সেই মানুষটাকে আওয়ামীলীগ নামক দলটির নেতারা সংসদে বসে ঘোষনা দেন পাকিস্তানের গুপ্তচর হিসাবে তারা কিভাবে আশাঁ করে অপর রাজনৈতিক দলটি তাদের নেতার সম্মানার্থে জন্মদিন পালন থেকে বিরত থাকবে???


আওয়ামীলীগ নামক দলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতীয় নেতা রেখেছে নাকি আওয়ামীলীগের নেতা বানিয়েছে দয়াকরে বলবেন কি ???

৪৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

আকাশ চুরি বলেছেন: আওয়ামিলীগের মত অসভ্য একটি দলের সাথে ভদ্রতার প্রশ্নই আসে না। কুকুরের জবাব মুগুড়েই হয়।

৪৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

wrongbaaz বলেছেন: ভাই সকল, হাম্বাদের যে যুক্তি দেখাচ্ছেন, হাম্বারা তো ঘাস ও লতাপাতা ছাড়া কিছু বুঝে না। গুগ্ল ট্রান্সলেটরে হিউমেন টু হাম্বা ল্যাংগুয়েজ ট্রান্সলেটর এড করার জন্য অনুরোধ জানাচ্ছি।

৪৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

wrongbaaz বলেছেন: ভাই সকল, হাম্বাদের যে যুক্তি দেখাচ্ছেন, হাম্বারা তো ঘাস ও লতাপাতা ছাড়া কিছু বুঝে না। গুগ্ল ট্রান্সলেটরে হিউমেন টু হাম্বা ল্যাংগুয়েজ ট্রান্সলেটর এড করার জন্য অনুরোধ জানাচ্ছি।

৪৬| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

পাগলা ভাই বলেছেন: হোয়েন ইউ প্লে উইথ এ্যা বাস্টার্ড, প্লে বিগার বাস্টার্ড


শুভ জন্মদিন দেশনেত্রি

হাম্বারা গদামের উপ্রে থাক :-B

৪৭| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

পাগলা ভাই বলেছেন: বংগবল্টু কুন সেক্ট্ররে মুক্তিজুদ্ধ করসিল @রামন হাম্বা? এক্টু বুঝাইয়া দিয়া গেলি না?

৪৮| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

নষ্ট শয়তান বলেছেন: @পাগলা ভাই এই সেক্টরে উনি এত যুদ্ধ করছে যে মানুষ উনার মৃত্যুর পর হাফ ছেড়ে বাচে



৪৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০

বৈরাম খাঁ বলেছেন: আমার বাড়িতে বসে আমি বসে আমি আমার জন্মদিন পালন করব না শোক পালন করব সেটা আমার ব্যাপার তাতে কার কি?
যেই নেত্রি জিয়াউর রহমানকে রাজাকার বলে তখন সম্মান কই থাকে?
আচ্ছা ১৫ আগস্ট যারা বিয়ে করে তাদের বিয়ে বন্ধ করে না কেন?

৫০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: হাম্বারা দেখি কোন দিক থিকাই সুবিধা করতে পারতেছে না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.