![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দি খালেদা জিয়া'কে নিয়া অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।
বিষয়টা মনোস্তাত্ত্বিক, ইনফেরিওরিটি কমপ্লেক্স, আগলি ডাকলিং কমপ্লেক্স, জেলাসি ইত্যাদি অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিন্তু এখন এর বিশদ ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করছি না, জাস্ট একটা ছবি দিলাম, এটা দেখলেই বুঝতে পারবেন শেখ হাসিনা কেন এমন মন্তব্য করেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
প্রজন্ম৮৬ বলেছেন: আরে ক্যামনে কি?
বস্তি'তে কদাকার ঝগড়াটে মহিলাদের গালিগালাজের টার্গেট যে সুশ্রী মহিলারা হয় তা দেখেন নি?
খুবই সিম্পল লজিক, তবে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে।
আমি আরো সহজ পদ্ধতি "এসো দেখে বুঝি" অনুযায়ী জাস্ট একটা ছবি দিয়ে দিলাম
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: প্রথমত আপনার পোষ্টটি একটি উষ্কানী মুলক। যাতে কোন বক্তব্য বা যুক্তি উপস্থাপন নেই, শেখ হাসিনা কখন কোথায় কি বলে খালেদা জিয়াকে কটুউক্তি করেছেন তা সুস্পষ্ট ভাবে উল্লেখ করা উচিত ছিল,
হ্যাঁ আমি যতদুর জানি,
গত কিছু দিন আগে প্রথমে খালেদা জিয়া হাসিনাকে মাথার চুল উড়ে যাবে এই রকম একটি কথা বলেছিল।
তার উত্তরে হাসিনা পরে বলেছিল যার মাথা থেকে পা পর্যন্ত সব নকল তার উড়ে যাবার ভয় থাকে ,
আমি ব্যাক্তিগত ভাবে তারা দুই জনের বক্তব্যকে গৃণা জানাই,
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
প্রজন্ম৮৬ বলেছেন: ধুরু হারুন মিয়া, তথ্য আপডেট না থাকলে পেমেন্ট মিলবে কিভাবে?
এমনিতেই লীগের পেমেন্ট সিস্টেম ভাল না। কয়দিন আগে এক বিখ্যাত কবি'কে দিয়ে অনুষ্ঠানের উপস্থাপনা করিয়ে ৫০০ টাকা ধরিয়ে দিয়েছে।
আপনি যদি বারবার মাল্টি নিকে ধরা খান, তাহলে ক্যামনে কি?
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা মনোস্তাত্ত্বিক, ইনফেরিওরিটি কমপ্লেক্স, আগলি ডাকলিং কমপ্লেক্স, জেলাসি .........................
কারো আক্ষেপে মনে হয় তাঁরই বুঝি তেতুল হবার খুব খায়েশ ছেল??????
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
প্রজন্ম৮৬ বলেছেন: কথা এইটাই! দীর্ঘদিনের দুঃখ!
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
সবুজ সাথী বলেছেন:
লেখক বলেছেন: ধুরু হারুন মিয়া
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
প্রজন্ম৮৬ বলেছেন:
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
নির্জন০০৭ বলেছেন: "ফোডার" বুঝেন?
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
দুজনের মুল তফাত হচ্ছে
একজন লিখে দেয়া কথার বাইরে একটি কথাও বলেন না।
আরেকজনকে কেউ লিখে দেয় না। মুখে তাৎক্ষনিক ভাবে যা মনে হয় তাই বলে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০
প্রজন্ম৮৬ বলেছেন: এবং এর ফলেই কার মনে কি আছে সেটা বেরিয়ে যায়
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১
হাসিব০৭ বলেছেন: রং হেডেড হয়ে গেলাম........
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
প্রজন্ম৮৬ বলেছেন:
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: পোষাক পরিধানে, চাল চলনে শেখ হাসিনা খালেদার চেয়ে হাজারগুন ভালো। অনেক বেশী শালীন।মেকাপ করতে করতে চোখের ভ্রু কপাল পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানে হয়না।
আর কথাবার্তায় খালেদা জিয়া হাসিনার চেয়ে হাজারগুন ভালো। খালেদাজিয়ার কথা মোটামুটি একটা লাইনে থাকে।
তবে সবচেয়ে খারাপ লাগে, যখন পবিত্র কাবা শরীফের সামেন ফালুর মুখ খালেদার পিঠের একেবারে উপরে চকচক করে।
মানুষ রাজনৈতিক ময়দানে টাউটগিরি, বাটপারি, চুরি চামারি করে। কিন্তু তাই বলে একজন বেগানা পুরুষ নিয়ে আল্লাহর দরবারে হজ্জ্ব পালনের সময় এরকম ভন্ডামি। ছিঃ ওয়াক থু।
ইসলামী শরীয়ত এ বিষয়ের ব্যাপার কী বলে-বড় জানতে ইচ্ছে করে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
প্রজন্ম৮৬ বলেছেন: না জেনেশুনে আপনারা কলুষিত মনে ভয়াবহ নোংরামীর পাপ করছেন। ফালু খালেদা জিয়া'কে মা ডাকে। আর আপনারা সেই সম্পর্ক নিয়ে এমন কুৎসিত কথা বলেন। আল্লাহ আপনাদের উপযুক্ত শিক্ষা'র ব্যাবস্থা করুক, আমিন!
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
ডাক্তার আমি বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
দুজনের মুল তফাত হচ্ছে
একজন লিখে দেয়া কথার বাইরে একটি কথাও বলেন না।
আরেকজনকে কেউ লিখে দেয় না। মুখে তাৎক্ষনিক ভাবে যা মনে হয় তাই বলে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: সেজন্যই তো আমরা জানতে পারি কার মন কত কুৎসিত!
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
খেয়া ঘাট বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন বড়ভাই,
মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থণা করি সবার মন থেকে অন্ধ নেতা নেত্রী পূজার মানসিকতা আল্লাহ দূর করে দিন। হে দয়াময় আমাদের নিরপেক্ষ চিন্তা করার তাওফিক দাও। রাজনৈতিক অন্ধ ভক্তিতে কলুষিত হয়ে আমরা যেন নিজের বিবেক বুদ্ধিকে বিকিয়ে না দেই। মানুষের গুনের যেন প্রশংসা করতে পারি, আর যে যতটুকু খারাপ করে সেটার যেন নিরপেক্ষ সমালোচনা করতে পারি।
আপনাকে বিনীত ধন্যবাদ ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন: আমিন।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
মিনেসোটা বলেছেন: এই দুই নেত্রী না থাকলে আপনার লেখার কোন টপিক থাকতো না, গত দশটা পোস্ট সব এই দুই বৃদ্ধাকে নিয়ে লেখা, এজন্য পাঠক পাচ্ছেন, তাই উপরওয়ালার শোকর গোজার করেন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: কথা হলো দেশে'র ১৬ কোটি মানুষের মুখের ভাষায়, দেশের সকল পত্রিকা'র শিরোনামে এই দুই বৃদ্ধাই দখল করে রেখেছে, আর আমি কোন ছাড়?
ছবিটা কি খুব বেশি স্ক্রুটিনাইজ করছে?
তবে, সত্যি সত্যিই বেশ মজা পেলাম আপনার মন্তব্যে।
উপরওয়ালা'কে অনেক অনেক ধন্যবাদ আমাকে পাঠক যোগাড় করে দেয়ার জন্য
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: আপনে তো মিথ্যা কথা বললেন, আপনার মন্তব্যের পর আমি আমার গত ১০টি পোস্টের পরিসংখ্যান চেক করে দেখলাম তার সবগুলো দুই 'বৃদ্ধা'কে নিয়ে নয়।
তার মানে আপনি সত্যে'র আঘাতে কাতর হয়ে মিথ্যা'র আশ্রয় নিয়ে আমাকে আক্রমন করলেন।
ছিঃ ছিঃ ছিঃ, আপনার কাছে তো এটা আশা করি নাই
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
আমি ভূমিপুত্র বলেছেন:
@ মিনেসোটা,
ভাইজানের দ্যাকা যায় হেবি পাটক-পাটিকা
Click This Link
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
প্রজন্ম৮৬ বলেছেন: ৪ বছরে সাড়ে ১০ হাজার হিট, খারাপ কি?
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
ননদালীনাজ বলেছেন: কারো মনে বিষাক্ত বাষ্প জমা থাকলে তা মুখ দিয়েই বের হয়, আমাদের জাতির দূর্ভাগ্য যে বিষবাষ্প পায়ুপথে বেরোয় না
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩
প্রজন্ম৮৬ বলেছেন:
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
মিনেসোটা বলেছেন: ছবি নিয়া সমস্যা নেই, যত বেশি করবেন তত দেবেন,
তবে আপনার সমস্যা অন্যখানে, বিদেশে বসে অবসরে দেশের রাজনীতি নিয়ে বুলি কপচাচ্ছেন, অথচ নিজে দেশে গিয়ে নিদেন পক্ষে ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কমিশনের নির্বাচনে দাড়ানোর মতো সাহস অথবা পয়সা নেই আপনার,
এই সব পোস্ট দিচ্ছেন নিজের টাইম নষ্ট করে, অথচ এসব বৃদ্ধাদের ঝগড়ার সারকথা পড়ে কেউ কোন রাজনৈতিক ডিসিশন চেন্জ করবে না।
আর আমার হিট নিয়ে চিন্তা করবেন না, আপনার নিজের যেসব নিক ফ্যাক্টরী আছে, সেগুলার সাথে পাল্লা দিতে ব্লগে আসিনা। আপনাদের এসব তিক্ত রাজনৈতিক পোস্টের ভীড়ে ভালো গল্প কবিতার পোস্টগুলো চাপা পড়ে যায়, তাই এসব বলা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮
প্রজন্ম৮৬ বলেছেন: একবার ভাবেন তো দেশে বা বিদেশে অবস্থানরত বাংলাদেশী রাজনীতি'র আলোচক-সমালোচকরা সবাই যদি দেশে বিভিন্ন পর্যায়ে'র ইলেকশনে দাড়ায় তাহলে সিচুয়েশনটা কি হবে? ভোট দেয়ার মানুষ পাওয়া যাবে কি?
আপনি অযথাই আমার প্রতি অবিবেচক হচ্ছেন, রাজনৈতিক ডিসিশন চেঞ্জের প্রশ্ন তো নয়, প্রশ্ন হচ্ছে কেন কি ঘটছে তার ব্যাখ্যা তুলে ধরা।
আর আপনার হিট'কে তো ভালই বললাম।
এই যে আপনার মত লীগারের আঁতে যেয়ে ঘাঁ লেগেছে, এটাই কি পোস্ট'কে স্বার্থক করে না?
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
আবিরে রাঙ্গানো বলেছেন: আপনার ইঙ্গিত কিছুটা সত্য, তবে বেশিরভাগই হলো স্বভাব। বস্তীর মহিলাদের জেলাসীর চেয়ে স্বভাবটাই আলাদা করে তাদের।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১
প্রজন্ম৮৬ বলেছেন: আসলেই, স্বভাব এমন এক জিনিস, যেটা মধ্যবয়সের হিংসা'কে বৃদ্ধ বয়সেও তাড়িয়ে বেড়ায়
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১
এই আমি সেই আমি বলেছেন: আমি শুনেছি অনেক অশিক্ষিত গ্রাম্য লোক নাকি বলে খালেদা জিয়া সুন্দর তাই ধানের শীষে ভোট দেই ।
আপনার খালেদা প্রীতি প্রকাশে অভিনবত্ব আছে, নতুনত্ব আছে , চালাকি আছে কিন্ত আপনার মন মানসিকতা সেই অশিক্ষিত গ্রাম্য লোকের চাইতে ভিন্ন বা উন্নত কিছু নয় ।
আপনিও ঐ বেডাগো মত খালেদার চেহারাতেই কাইত ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২
প্রজন্ম৮৬ বলেছেন: আরে এখানে তো তিনি কেন ভোট পায় না পায় সেটা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে শেখ হাসিনা কেন তার বাহ্যিক সৌন্দর্য্য নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, এবং তার কারন হলো খালেদা জিয়া দেখতে তার চেয়ে ভাল। আগলি ডাকলিং কমপ্লেক্স বলে যাকে আর কি!
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
মিনেসোটা বলেছেন: এই যে আরেকটা ভুল করলেন, আমি কোন দল করি না, এমনি এমনি কি বলেছি যে দুই বৃদ্ধাকে নিয়ে লেবু কচলাচ্ছেন??
এখানে আসতাম বাংলাতে নানা লোকের রকমারী লেখা পড়তে, আপনারা এই ব্লগটাকে কদর্য রাজনীতিবাজদের চামচামি করে নোংরা করছেন, এটুকুই শুধু বলার জন্য লগইন করা। অবশ্য আপনার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এসব করেই আপনাদের আনন্দ হয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০১
প্রজন্ম৮৬ বলেছেন: আপনি রাজনৈতিক দলের চামচা না, ছুপা লীগার আর কি
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৩
স্বাধীকার বলেছেন:
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যত নেতা নেত্রী আছেন-তার মধ্যে সবচেয়ে বেশী বাজে ও অশালীন মন্তব্য কে করেন?-এরকম একটি জরিপ করেন, বাকশালী গুলারে দিয়েই করান, দেখেন কি ফলাফল আসে।
চিরসত্য হলো-““আগলি ডাকলিং কমপ্লেক্স””
যেমন রুচির নেত্রী, তেমন তার হাম্বারা’’-এসব দেখলে মাঝে মাঝে রং হেডেড হয়ে যাই-----------
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২
প্রজন্ম৮৬ বলেছেন: আমার মনে হয় পাড় আওয়ামী লীগারও দ্বিমত করবে না যে তাদের নেত্রীই বাংলাদেশের রাজনীতিতে কালিমা লেপন অব্যাহত রেখেছে। অবশ্য যদি কোন সৎ লীগার পাওয়া যায় সে নিজেকে লীগার বলে স্বীকার করবে
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০১
মিনেসোটা বলেছেন: আপনি আবারও প্রমান করলেন যে আপনি একটা নির্ভেজাল চামচা , নিজে যা, সেটার সমান বলে সবাইকে ভাবছেন।
আগেই বলেছি, আপনার মুরোদ খালেদা হাসিনার সৌন্দর্য নিয়ে তেনা পেঁচানো পর্যন্ত, শুধু শুধু কেন নিজের মত করে অন্যদেরকে ভাবেন?
পড়াশুনা করেছেন একটু শিক্ষিত মানুষের মতো আচরণ করুন।
আমার একটাও পোস্ট দেখেছেন রাজনীতি নিয়ে? পারলে প্রমান দেখান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
প্রজন্ম৮৬ বলেছেন: আরে ভাই গতরাতে বহুদিন পরে ব্লগে ঢুকে মন্তব্য করতে ভাল্লাগতেছিল তাই আপনের সাথে অটোই কথা বললাম।
আপনি তো ছুপা লীগার বহু আগ থেকেই।
আপনে রাজনৈতিক পোস্ট দিবেন কেন? আপনে তো 'সাময়িক বান্ধবী চাই' পোস্ট দিয়াই কুল পাইতেছেন না
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৩
nurul amin বলেছেন: সমস্যা হলো অভিজ্ঞতার ওনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বিদেশ ঘুরেছেন ফ্রি সেক্সের দেশে থেকেছেন এ কারনে মনে হয় তেতুল সম্পর্কে ধারনা বেশি
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
প্রজন্ম৮৬ বলেছেন: লজিক আছে
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৪
মনে নাই বলেছেন: কথা হয়তো সইত্য, অবশ্য পোষ্টে কোন বক্তব্য নেই, তারপরেও যাদের বুজার তারা ঠিকই বুজেছেন, কেমন করে বারবার এসে বক্তব্য দিয়ে যাচ্ছেন- দেখতে ভালোই লাগছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
প্রজন্ম৮৬ বলেছেন:
২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০
আমি ভূমিপুত্র বলেছেন:
@ লেখক,
শিক্ষিত ছাগুসোটারে আমনে কিছু কইয়েন না....উনারে সুশীল তাকবার দ্যান.....আর লেনজা টানাটানি কইরেন না......হ্যার আচ্রম মামুর বাথরুমের মাইয়াগো ভিডু করনের ব্যবসার ক্ষতি হইবো.....কয়া রাকলুম কিন্তুক হ্যাঁ।।।
অফটপিক - এই শ্যাষ সময়ে আইস্যা ছাম্বাখাটাসরা দলে দলে চুচীল হইতাসে এইডা জানলে নেত্রীর উৎসাহ আর তাকবো কাইজ্যা করানির কামে ???
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
প্রজন্ম৮৬ বলেছেন: উনি ভদ্রলোক সাময়িক বান্ধবীর খোঁজে আছে, রাজনীতি থেকে দুরে থাকেন, শুধু একটু উর্দূলীগে প্রেম আছে আর কি
২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩
বিডি আইডল বলেছেন: the only prime minister in the only who can make such racist and hatred comments and remakrs
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
প্রজন্ম৮৬ বলেছেন: ইনডিড
২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
মিনেসোটা বলেছেন: ফেসবুকে পড়েছিলাম আশ্রম মামার নাম নিলে কার কার যেন পশ্চাতদেশের ব্যাথাটা বেড়ে যায়, এখন দেখি ছাগীয়তাবাদি ভূমিপুত্রেরও একই অবস্থা,
এইরকম জঘন্য অপরাধের জন্য আশ্রম মামাকে অতিসত্ত্বর দেশছাড়া করে কানাডা বা লন্ডনে পাঠিয়ে দেয়ার দাবী জানাই
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
প্রজন্ম৮৬ বলেছেন: হুম, ওখানে হয়তো তিনি 'সাময়িক বান্ধবী' পেয়ে যাবে
২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
আমি ভূমিপুত্র বলেছেন:
ছাগুসোটা ছাম্বাখাটাচের(ভিডু ব্যবসার পারটনার) লেঞ্জার আগুন নিভানির বরফ........
যৌবনযাত্রা জামাতের অঙ্গসংগঠন......সারছে
অ.ট. ছাম্বাখাটাশের দুয়ায় ও দ্যাকা যায় গরু মরে
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
প্রজন্ম৮৬ বলেছেন:
২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
একজন ঘূণপোকা বলেছেন: বরাবরের মতই সকল হাম্বা পোস্টের মাহাত্ব ধরতে ব্যর্থ হয়েছে।
হাসিনা তো মনের দুক্ষে এমন করে। দেশে তার উপরে কেউ যাক এটা তিনি সহ্য করতে পারে না।
দেখেন না ইুনুস কে কাইত করে দিলেন, আর খালেদা জিয়া কে তো কাইত করতে পারছে না তাই গালাগালি করে আশ মিটাচ্ছে।
দেখেন বস্তিগুলোতে জামাই যখন বউরে পিডায় বউ তখন কিছু করতে না পেরে মুখ ইউজ করে তেমন সে তার অক্ষমতাকেই প্রকাশ করছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
প্রজন্ম৮৬ বলেছেন: আমার তো মনে হয় হাম্বারা খুব ভালভাবেই ধরতে পেরেছে পোস্টের মাজেজা, পিওর হাম্বা-ছুপা হাম্বা সবাই তো উত্তেজিত
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
খাটাস বলেছেন: আপনার লজিক মানতে পারছি না।
কথায় আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী।
ইনাদের একজন দুই এক কলম পড়ে নিজে রে মহাজ্ঞানী মনে করেন এবং দাদাদের সাথে হাত মিলিয়ে তার দল ছাড়া সবাইকে খিস্তি খেউর দিয়ে বেড়ান।
আর অন্য জন এর খুব সম্ভব কলম ও বেশি দিন হাতে রাখার সৌভাগ্য হয় নি। তাই তার নিজের কোন খিস্তি নেই। তিনি টুপি পড়ে ৭১ এ মানুষ মারা মানুষ গুলোর কু যুক্তি প্রচার করেন।
এই দুই অপদার্থের কথায় বেশি আফসোস নেই। আফসোস সেই সকল অপদার্থের জন্য যারা এই দুই জনের যে কোন এক পক্ষ নিয়া আরেক পক্ষেরে গুতা গুতি করে দেশ প্রেমিক এর কোর্স কমপ্লিট করার খায়েশ রাখে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: কোন লজিক মানতে পারতেছেন না?
আগলি ডাকলিং কমপ্লেক্স শেখ হাসিনা'র নাই বলতেছেন?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সবুজ সাথী বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল।