নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন নিউজে ফরিদা পারভীনে'র মত গুনিদের সন্মান বেঁচে সাংবাদিক হবার প্রচেষ্টা'কে ধিক্কার ও নিন্দা!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

বাউল বলতে যা বোঝায় শাহ আবদুল করিম কি আসলেই তা ছিলেন?



লোকগীতি আর বাউলসঙ্গীত তো এক জিনিস না। ফরিদা পারভীন সেটাই বলেছেন। কিন্তু মারজুক রাসেলের মত সন্ত্রাসবাদি মিডিয়া কলাগাছ যেভাবে ফরিদা পারভীনের মত একজন গুনী শিল্পী'কে অপমান করলো তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়াটাও দুষ্কর।



অনেকে আবার ফরিদা পারভীনের সাথে মিতা হকে'র বক্তব্যের তুলনা দিচ্ছে, যেটা ভুল। কারন বাউল ঘরানা নিয়ে মন্তব্য করার মত এক্সপার্টাইজ ফরিদা পারভীনের রয়েছে, কিন্তু ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে মন্তব্য করার যোগ্যতা মিতা হকের ছিল না।



আরো দুঃখজনক হচ্ছে, হঠাৎ গজিয়ে ওঠা অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকের ইচ্ছাকৃত নিউজ ম্যালিপুলেশন করে ফরিদা পারভিনের মত একজন বিখ্যাত শিল্পী'কে এভাবে অপদস্থ করাটা। ফরিদা পারভীনের দীর্ঘ সাক্ষাৎকারের একটা প্যারা'র একটা বিচ্ছিন্ন লাইন'কে শিরোনাম করার একমাত্র কারন ছিল বিষয়টা নিয়ে একটা স্ক্যান্ডাল তৈরী'র উদ্দেশ্য!



বর্তমান সময়টা আসলেই ভয়ংকর, সেদিন শুনি এক ছেলে গানের মাঝে 'সিরাজ সাঁই কয় শোনরে লালন' এর মত করে বলতেছে, 'রাতুল বলে' ( নামটা এক্সাক্টলি মনে পড়তেছে না তবে রাতুল-আসিফ টাইপের মর্ডান নাম ছিল)



আগামী'তে হয়তো আরেফিন রুমি বা হৃদয় খানদের বাউল না বললে মারজুক টাইপের সন্ত্রাসীদের আক্রমনের মুখে পড়তে হবে যুগ যুগ ধরে সন্মানিত হয়ে আসা শিল্পীদের।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

আশফাকুল তাপস বলেছেন: একটু ডিটেইলস বলেন ভাই।লিঙ্ক দিতে পারলে আরো ভাল।সরি ভাই,কি নিয়ে কথা বললেন আমি কিছুই বুঝি নাই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮

প্রজন্ম৮৬ বলেছেন: ওহ, ঘটনা হইছে বিডি নিউজে ফরিদা পারভীন এক সাক্ষাৎকারে বলছেন, শাহ আবদুল করিম তো বাউলই না, তাকে বলা হয়, 'বাউল সম্রাট'... কাকে কি বলা যায় এই বিষয়ে আমাদের দেশে সচেতনতা কম'।

এটা নিয়ে মারজুক রাসেল টাইপের মিডিয়া কলাগাছেরা ব্যাপক অশালীনভাবে ফরিদা পারভীনের সমালোচনা করছে। আবার ঐটাও তারা ছাপাইছে।

এই সাক্ষাৎকার ফরিদা পারভীনের, Click This Link

আর এইটা ঐ কলাবাগানে'র

Click This Link

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪

খাটাস বলেছেন: একটু ক্লিয়ার করলে ভাল হয়, কি হয়েছে জানি না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: উপরের মন্তব্যের জবাবে লিংক ২টা দিলাম, দেখেন কিভাবে অনলাইন নিউজ পোর্টালে গুনী শিল্পীদের মানসন্মান ধ্বংস করে সাংবাদিকেরা ক্যারিয়ার গড়া'র পায়তারা করছে

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

নরাধম বলেছেন: যদ্দুর জানি শাহ আব্দুল করিম আসলেই বাউল ছিলেন না, বাউল একটা যুগপৎ লোকাচার এবং ধর্মমত, শাহ আব্দুল করিম এই লোকাচার এবং ধর্মমতের দীক্ষা নেননি, সেধরণের জীবনযাপন করেননি, নিজেকে কোনদিন বাউল বলে পরিচয় দেননি। যারা বাউলধর্ম বা আচার পালন করেন তাদেরকে জিজ্ঞেস করলেও বলবে শাহ আব্দুল করিম বাউল ছিলেন না।

ফরিদা পারভীনের সাক্ষাৎকার পড়লাম, অনেকিছুই সেখানে ভাল লাগেনি, তবে শাহ আব্দুল করিম বাউল ছিলেন না বলেছেন সে ব্যাপারে একমত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

প্রজন্ম৮৬ বলেছেন: সংস্কৃতি'তে রক্ষনশীলতা আমিও সমর্থন করি না, কিন্তু শাহ আব্দুল করিম যে বাউল ছিলেন না এটা বলা'র মত এক্সপার্টাইজ উনার থাকা স্বত্ত্বেও মিডিয়া কলাগাছেরা যেভাবে রিএ্যাক্ট করলো সেটা'র প্রতিবাদ করছি

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১১

শিপন মোল্লা বলেছেন: অনেকে আবার ফরিদা পারভীনের সাথে মিতা হকে'র বক্তব্যের তুলনা দিচ্ছে, যেটা ভুল। কারন বাউল ঘরানা নিয়ে মন্তব্য করার মত এক্সপার্টাইজ ফরিদা পারভীনের রয়েছে, কিন্তু ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে মন্তব্য করার যোগ্যতা মিতা হকের ছিল না।

যথার্থই বলেছেন ভাই, এই সন্ত্রাসবাদি মিডিয়াদের জন্যেই আসলে দেশে একটা নীতিমালা থাকা দরকার। এভাবে দেশ চলতে পারেনা যে কেউ জাকে তাকে বিজ্জতি করার প্রবনতার লাগাম টেনে দরা উচিত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: লাগাম দেয়ার জন্য তো আবার অতিরিক্ত করে ফেলতেছে সরকার। জামিন অযোগ্য ধোঁয়াটে আইন করতেছে :(

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

আগামি বলেছেন: ১০০ % সহমত। হেডলাইন করার মত আরো অনেক লাইন ছিল। তাছাড়া কেন আব্দুল করিম বাউল না সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। সেটাও হেডলাইনের সাথে আসতে পারত...তা নাকরে উদ্দেশ্যপূর্ণ হেডলাইন করেছে।

আর না জেনেই লাফানোর দলের তো আর অভাব নেই....

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।

নিউজ ম্যানিপুলেট করে সন্মানীত মানুষকে এভাবে অপদস্থ করায় অনলাইন নিউজ পোর্টালগুলো এগিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.