নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

আবারও সাধারন আহমেদিনেজাদ, আবারও সবাই মুগ্ধ!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

পরপর দুই দফা রাষ্ট্রপতি পদে থেকে রাষ্ট্র পরিচালনা'র পর ইরানে'র মাহমুদ আহমেদিনেজাদ আবার সাদামাটা জীবনে ফিরে গেছেন। তিনি ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পুনরায় শুরু করেছেন।



নতুন রাষ্ট্রপতি'র কাছে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই আহমেদিনেজাদ পাবলিক বাসে করে ইউনিভার্সিটি আসা যাওয়া করছেন।











কয়েকদিন আগে পাবলিক বাসে আর দশজনের মত যাতায়াত করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সদ্য বিদায়ী প্রেসিডেন্টের এমন সাধারন মানসিকতা সবার কাছে প্রশংসিত হয়।



সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক আহমেদিনেজাদ আগে থেকেই তার সাদাসিধা লাইফস্টাইলের জন্য প্রশংসিত। বর্তমানে তার পাবলিক বাসে করে বিশ্ববিদ্যালয়ের আসা-যাওয়ার ছবিও ব্যাপক প্রশংসিত হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের যোগদানের দিন তিনি বলেন, 'ঘরে ফিরে আসার মত আনন্দিত আমি'!











বিশ্ববিদ্যালয়ের যোগদানের প্রথম দিন বেচারা লিফটে আরো ৩ জনের সাথে কিছু সময়ের জন্য আটকে যায়।





------------------



ব্যাক্তিগতভাবে আমার কিছু ইরানী সহপাঠি যারা প্রচন্ড আহমেদিনেজাদ বিরোধী, তাদেরকেও দেখেছি আহমেদিনেজাদের সততা ও সরল জীবন যাপনের কথা স্বীকার করে এবং ইরানী হিসেবে সুক্ষ্ন গর্বও বোধ করে।



তখন আমার মনে হয়, একদিন আমরাও.............

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

প্রজন্ম৮৬ বলেছেন: খবর সুত্রঃ তুর্কি'র 'হুররিয়াত' পত্রিকা

http://www.hurriyet.com.tr/planet/24688814.asp

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

ফুরব বলেছেন: একজন আহমেদিনেজাত জন্ম দিতে পৃথিবীকে লক্ষ বছর সময় নিতে হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

প্রজন্ম৮৬ বলেছেন: পৃথিবী কয়েক কোটি বছর পেরিয়ে এসেছে ইতিমধ্যেই। সে হিসেবে আমাদের দেশেও এমন একজন আসার সময় হয়ে গেছে

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

ম্যাংগো পিপল বলেছেন: আমাদের দেশেও একদিন.................

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

প্রজন্ম৮৬ বলেছেন: ইনশাল্লাহ, হবেই হবে, শীঘ্রই হবে!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

আলোর পাখি বলেছেন:

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

আন্ধার রাত বলেছেন:
হায়! আমাদের এখানে এরকম কেউ নাই কেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

প্রজন্ম৮৬ বলেছেন: আমাদের একজন জিয়া ছিল তো....এখন আবার এমন কারো আসার সময় হয়ে গেছে

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

বাতায়ন এ আমরা কজন বলেছেন: কতকাল আশায় আছি, আসবে এমন কেউ
কিন্তু আসেনি................।

আজও আশায় থাকি,
আমাদের ঐ একটা জিনিসই তো আছে, আশা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

প্রজন্ম৮৬ বলেছেন: একজন এসেছিল, আরো আসবে।

তবে, আমাদেরও বদলাতে হবে, কারন আমরা তো ইদানিং পেশিশক্তি, উগ্রতা এবং টাকা পয়সার জোর দেখে নেতা ধরি। জনগণ যেরকম তাদের নেতাও হয় সেরকম।

আমাদের দেশে সরকারী বেসরকারী ছাত্র শিক্ষক, ডাক্তার পুলিশ থেকে হুজুর-পুরোহিতরা পর্যন্ত দূর্নীতিগ্রস্থ হয়ে গেছে, এই কোটি কোটি দূর্নীতিবাজদের নেতা হিসেবে একজন সৎ মানুষ তো টিকতেও পারবে না!!!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে আল্লাহ পরম করুনাময় দয়াময় আমাদেরকে দয়া করে আহমেদিনেজাদের মত একজন প্রধান্মন্ত্রী দিন ।

প্লিজ প্লিজ প্লিজ ... :(

পোষ্টে ভালোলাগা থাকল ভাইয়া +++++ লাইক বাটন কাজ করেনা তাই এখানে লাইক দিলাম ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যাবদ।

ইনশাল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমিন।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

বাধা মানিনা বলেছেন: শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, একই সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তারা দুজনেই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য শাহাদাত বরণ করেছিলেন।

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দেশের সার্বিক অগ্রগতি, রাস্তা-ঘাট-ব্রীজ ইত্যাদী তৈরী, মেরামত ও রক্ষণাবেক্ষন এর জন্য অবদান অনস্বীকার্য। প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ মাত্র ৯ বছরে যা করেছেন, বিগত ২৩ বছরেও কোন সরকার এতটা করতে পারেন নাই। যদিও এরশাদের তকমায় "স্বৈরাচার, একনায়ক, জালিম" ইত্যাদী পদবী জুটেছে, তথাপিও দেশের কল্যানে এরশাদের মত এত কাজ আর কেউ বা কোন সরকারই করতে পারেন নাই।

কিন্তু মাগার......তিনাদের বর্তমান উত্তরসুরীদের.....চাঙ্গেমাঙ্গে....কানাপট্টিতে থাপ্রাইয়া লাল কইরা ফালাতে মুঞ্চায়.......

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: :|

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

ঢাকাবাসী বলেছেন: আপনার শেষ লাইনটা অবাস্তব অসম্ভব আর হাস্যকর। ভুলে যান।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: নাহ, ঐটা শীঘ্রই বাস্তব হবে

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

মুহিব বলেছেন: আমিও খুব পছন্দ করি এই ভদ্রলোককে। আহা তার মত যদি হতে পারতাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: চেষ্টা করেন, হয়ে যাবেন অবশ্যই

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মদন বলেছেন: আমাদের দেশে এর অর্ধেক একজন হইলেও চলবে :(

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

প্রজন্ম৮৬ বলেছেন: হবে হবে শীঘ্রই হবে, দোয়া করি চলেন

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি কেন ভাবছোনা তুমিই আহমেদিনেজাদ। অন্য অজানা কোনও এক জনের আশার অপেক্ষা ছেড়ে দাও। নিজের ভেতর তাকাও। কোন অলীক আশায় পথ চেয়ে আছো- কেউ একজন আসবে আর সব বদলে দেবে??????

যা কিছূ করার তোমাকেই শুরুটা করে দিয়ে যেতে হবে। শুধু কথায় নয়- বিশ্বাসে, কর্মে, বাস্তবতায়।

দেখবে সেই শূন্যতা কবেই পূরণ হয়ে গেছে......

আমরা শুধু আর্দশের গল্প করতে ভালবাসী। বাসীনা কি? সেই আদর্শের টুকরো টুকরোও যদি সকলে চেস্টা করি- বিশাল পরিবর্তন অবশ্যসম্ভাবী!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

প্রজন্ম৮৬ বলেছেন: চমৎকার বলেছেন।

দেখি আমিও হবার চেষ্টা করবো :)

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: জনগণের নেতা এরকমই হবেন। অনেক ভালো লাগলো পোস্টটি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

ছণ্ণ্ ছাড়া বলেছেন: একজন আহমেদিনেজাত জন্ম দিতে পৃথিবীকে লক্ষ বছর সময় নিতে হয়

আহমেদিনেজাত -মুসলমান হিসাবে আমার গর্ব

ধীরেন্দ্রনাথ -বাঙ্গালী হিসাবে আমার গর্ব

আমাদের দেশেও আছে এমন একজন গর্ব :

মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় না


বিভিন্ন ধর্মীয় কাহিনীতে আমরা শুনেছি পূন্যের আশায় মাকে মাথায় নিয়ে বা গলায় ঝুলিয়ে অনেক সন্তান দীর্ঘ দিন ঘুরে বেড়িয়েছেন। ইসলাম ধর্মে হযরত বায়েজিদ বোস্তামি (র.) মায়ের শিয়রে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হযরত ওয়ায়েজ কুরনি মাকে পিঠে বহন করেছেন দীর্ঘ দিন। হিন্দু ধর্মে শ্রবণ কুমার অন্ধ মা বাবাকে কাঁধে বহন করে গয়া কাশির উদ্দেশে গিয়েছিলেন।

কিন্তু এ যুগে এমন সন্তানের দেখা মেলা ভার। তারপরেও জিয়ানগরে অসুস্থ মাকে মাথায় বহন করে প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন ধীরেন্দ্রনাথ মজুমদার নামের এক সন্তান। মঙ্গলবার উপজেলার পার্শ্ববর্তী মোড়েলগঞ্জের চন্ডিপুর গ্রাম থেকে শতবর্শী বৃদ্ধ মা উষা রানী মজুমদারকে (১১০) ঝুড়িতে নিয়ে মাথায় বহন করে ডাক্তারের কাছে নিয়ে আসেন ছেলে ধীরেন্দ্রনাথ মজুমদার। যোগাযোগ বিচ্ছিন্ন চন্ডিপুর থেকে প্রায় ১০ মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায়ই ডাক্তারের কাছে অসুস্থ মাকে নিয়ে আসেন ধীরেন্দ্রনাথ মজুমদার। অর্থনৈতিক সংকটে খেয়ে না খেয়ে সংসার চলে তার। এ অবস্থায় মাকে চিকিত্সা করাতে খুব কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘সৃষ্টি কর্তার পরইতো মা। তাই মায়রে মাথায় নিয়া হাটতে মোর কোন কষ্ট অয় না। টাহার অভাবে মায়রে ডাক্তার দেহাইতে ম্যালা কষ্ট অয়। হ্যারপরেও মায়রে মাথায় লইয়া হাটু সমান কাদা ভাইঙ্গা আইতে কোন কষ্ট ঠেহি না।’


১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

প্রজন্ম৮৬ বলেছেন: ঠিক, আমাদের দেশেও মানুষ আছে। আহমেদিনেজাদের চেয়ে উত্তম মানুষও আছে, শুধু ওরা নিভৃতেই রয়ে যাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.