![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
বাংলাদেশে সভ্য ধারার রাজনীতির ধারক ও বাহক কারা তা আবারো প্রমান হলো।
এবার সুইজারল্যান্ডে!
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান দৃষ্টিকটুভাবে আওয়ামী লীগের তল্পিবহন করলেও এবার জুরিখ শহরে তাকে অপর আওয়ামী লীগ কর্মীদের আক্রমন থেকে বাঁচালো সুইজারল্যান্ড বিএনপি'র নেতা কর্মী'রা!
গতরাতে, জুরিখ শহরে আওয়ামী লীগের প্রাক্তন সাধারন সম্পাদক আয়োজিত এক অনুষ্ঠানে যান বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান।
সেখান থেকে বের হবার সময় সুইজারল্যান্ড আওয়ামী লীগ (একাংশের) প্রেসিডেন্ট হারুন ব্যাপারী'র নেতৃত্বে কয়েকজন ডঃ মিজানুর রহমানের উপর হামলা চালায়।
তখন সুইজারল্যান্ড বিএনপি সভাপতি এম মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে রক্ষা করতে যেয়ে হারুন ব্যাপারীদের আক্রমনে আহত হন।
আমি এম মিজানুর রহমানকে ব্যাক্তিগতভাবে জিজ্ঞেস করেছি যে, তিনি কেন আওয়ামী লীগের 'চামচা' হিসেবে খ্যাত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে বাঁচাতে যেয়ে নিজে মার খেলেন? তিনি বললো, উনি দায়িত্ববোধ থেকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান'কে বাঁচিয়েছেন।
ডঃ মিজানুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার পর হারুন ব্যাপারীরা বিএনপি'র সভাপতিসহ অন্যান্য বিএনপি সমর্থকদের উপর আক্রমন করে বিএনপি'র সভাপতি এম মিজানুর রহমানকে ও অহিদ নামে আরেকজনকে ৮-১০ জন মিলে ফ্রি স্টাইলে ও বেল্ট দিয়ে আঘাত করে, অহিদ'কে হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টা খুবই জটিল, একজন আওয়ামী নেতার অনুষ্ঠানে অতিথী হয়ে যাবার পর আওয়ামী লীগেরই অন্য নেতার কাছে মার খান বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান!
তাহলে লন্ডনে হাসানুল হক ইনু'র উপর আক্রমনটাকেও কি সন্দেহের বাইরে রাখা যায়? সেখানেও কি হারুন ব্যাপারীদের মত লীগাররাই আক্রমন করেছিল?
আমার জানামতে সুইজারল্যান্ড সময় গতকাল রাত ১টা পর্যন্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান সুইস পুলিশে কোন অভিযোগও করেন নাই।
সুইস পুলিশ নিজ উদ্যোগে একজন'কে গ্রেপ্তার করেছে মারামারি'র অভিযোগে।
কিন্তু, আওয়ামী লীগের ঘরের লোক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান কেন সুইজারল্যান্ডে প্রাক্তন আওয়ামী নেতার অনুষ্ঠানে যেয়ে অপর আওয়ামী নেতাকর্মীদের দ্বারা আক্রমন হয় সেই প্রশ্ন থেকে গেলেও, নিজ প্রাণের উপর ঝুঁকি নিয়ে বিএনপি'র নেতাকর্মীরা ডঃ মিজানুর রহমান'কে রক্ষা করে পরিষ্কার করে দিল বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য কি!
আমি অপেক্ষায় আছি, দেখি আমাদের মূলধারার মিডিয়াগুলো কিভাবে এই খবরটা কভার করে!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৮
প্রজন্ম৮৬ বলেছেন: সত্য সবসময়ই দারুন
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা খুবই জটিল, একজন আওয়ামী নেতার অনুষ্ঠানে অতিথী হয়ে যাবার পর আওয়ামী লীগেরই অন্য নেতার কাছে মার খান বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান!
তাহলে লন্ডনে হাসানুল হক ইনু'র উপর আক্রমনটাকেও কি সন্দেহের বাইরে রাখা যায়? সেখানেও কি হারুন ব্যাপারীদের মত লীগাররাই আক্রমন করেছিল?
অথচ বিএনপির নামে উল্টা অভীযোগ হামেশাই করে হাম্বারা!!!!
মূলধারা আর কি করবে- হাপিস করে দেবে! অথবা দায়সারা বা হাম্বা দৃষ্টকোনে কোনরকমে দায়ত্ব পালন করবে
++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
প্রজন্ম৮৬ বলেছেন: মূলধারা হাপিস করে দিচ্ছে বলেই মনে হচ্ছে। মানবজমিনই একমাত্র সংক্ষিপ্ত করে ছেপেছে। আর ছেপেছে কিছু অনলাইন নিউজ পোর্টাল।
এমনটাই তো হবার কথা ছিল
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: অপেক্ষায় আছি, দেখি আমাদের মূলধারার মিডিয়াগুলো কিভাবে এই খবরটা কভার করে!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
প্রজন্ম৮৬ বলেছেন: এখন পর্যন্ত চেপে যাচ্ছে
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
জহির উদদীন বলেছেন: ভাই এগুলি কিসের আলামত......?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
প্রজন্ম৮৬ বলেছেন: এটাতো ষড়যন্ত্রের পরিষ্কার আলামত
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
ভিটামিন সি বলেছেন: আওয়ামী কেয়ামত জহির ভাই। সময় আসতেছে..... রেডি থাকেন......
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
প্রজন্ম৮৬ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "বাংলাদেশে সভ্য ধারার রাজনীতির ধারক ও বাহক কারা তা আবারো প্রমান হলো।"
দারুন বলেছেন।